২৪ মার্চ ২০২৫, ৫:১৭ পিএম
বসুন্ধরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়া তামিম ইকবাল দিনের এই পর্যায়ে এসে আছেন ভালো অবস্থায়। বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া জাতীয় দলের সাবেক ওপেনারের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার বিকেএসপির ৩ নম্বর মাঠে মোহামেডান এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচের টসের পর প্রথমবার বুকে হালকা ব্যথা অনুভব করেন তামিম। ফিল্ডিংয়ের সময় আবারও বুকে ব্যথা অনুভব করলে সাথে সাথেই মাঠ ছাড়েন তিনি। ঢাকায় এসে চিকিৎসার জন্য এয়ার এম্বুলেন্সের ব্যবস্থাও করা হয় দ্রুত।
তবে তামিমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ডাক্তাররা ভ্রমণ করার মত অবস্থানে নেই বলে জানান। এরপর তামিমকে সাভার বিকেএসপির নিকটবর্তী কেপিজে স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তরিত করার পর তাৎক্ষণিক জরুরি চিকিৎসা দেওয়া হয়। সেখানে তার হৃদপিণ্ডের একটি ব্লকেজ দূর করার জন্য তার সফল এনজিওগ্রাম করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
বিবৃতিতে বিসিবি দেশবাসীর কাছে তামিমের আরোগ্য লাভের জন্য আহ্বান জানিয়েছে। পাশাপাশি এটাও বলা হয়েছে, তামিমের ভক্তরা তামিমের অবস্থা জানার জন্য হাসপাতালে ভিড় করা থেকে যেন বিরত থাকুন, যাতে এটা হাসপাতালের চিকিৎসা এবং পরিষেবাগুলিকে ব্যাহত না করে।
বিবৃতিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিকেএসপি এবং কেপিজে স্পেশালাইজড হাসপাতালের মেডিকেল টিমদের সময়োপযোগী এবং বিশেষজ্ঞ হস্তক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। “এই সংকটময় পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সকল চিকিৎসক এবং বিশেষজ্ঞদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। তামিমের জন্য সবার উদ্বেগই বলে দেয় যে তিনি জাতির কাছে কতটা ভালোবাসা এবং প্রশংসার পাত্র।”
ফারুক আহমেদ আরও বলেছেন, তাদের ও সরকারের তরফ থেকেও সব তামিমের সুস্থতার জন্য সব রকম সাহায্য করা হবে। “প্রধান উপদেষ্টার কার্যালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ আমাদের সাথে নিয়মিত যোগাযোগ করছে এবং তাদের কাছে তামিমের অবস্থা সম্পর্কে নিয়মিত আপডেট পাচ্ছে। বিসিবি তামিমের স্বাস্থ্যের দিকে নিবিড় নজর রাখছে এবং হাসপাতালের মেডিকেল টিমের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে। তামিমের দ্রুত আরোগ্য নিশ্চিত করতে বোর্ড সকল ধরণের সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।”
No posts available.
১৮ নভেম্বর ২০২৫, ৬:৪৬ পিএম

রান তাড়ায় পাওয়ার প্লেতে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল পাকিস্তান। সহজ ম্যাচ কঠিন করে তোলে স্বাগতিকেরা। তবে ফাখার জামান ও উসমান খান বন্ধুর পথ পেরিয়ে পাকিস্তানকে এনে দেন দরুণ এক জয়। তাতে ত্রিদেশীয় সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান।
রাওয়ালপিন্ডিতে আজ প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে জিম্বাবুয়ে। তাড়া করতে নেমে ৪ বল ও ৫ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় পাকিস্তান।
জিম্বাবুয়ের স্কোর তাড়ায় শুরুতেই পাওয়ার প্লেতে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান। দলীয় ২৭ রানে প্রথম উইকেটের পতন—১৬ রান করে ব্র্যাড ইভান্সের বলে বোল্ড হয়ে ফেরেন ওপেনার। এরপর আরও দুটি উইকেট হারায় স্বাগতিকরা। শূন্য রানে ফেরেন বাবর আজম, ১ রান করে ফিরে যান অধিনায়ক সালমান আলি আগা। দশম ওভারে আউট হন আরেক ওপেনার সাইম আয়ূব।
পঞ্চম উইকেটে দলের হাল ধরেন ফাখার জামান ও উসমান খান। দুজন মিলে গড়েন ৬৪ রানের জুটি। ৪৪ রান করে ফেরেন জামান। তবে উসমান খান মোহাম্মদ নওয়াজকে নিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। উসমান করেন ৩৭, নওয়াজ অপরাজিত থাকেন ২১ রানে। জিম্বাবুয়ের হয়ে ব্র্যাড ইভান্স নেন দুটি উইকেট।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে চমৎকার শুরু করে জিম্বাবুয়ে। পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৫৯ রান তোলে দুই ওপেনার—ব্রায়ান বেনেট ও তাদিওয়ানাশে মারুমানি। তবে এরপর ধস নামে তাদের ইনিংসে। অষ্টম ওভারে দলীয় ৭২ রানে প্রথম উইকেট—৩০ রান করে ফেরেন মারুমানি।
দলীয় ৯১ রানে দ্বিতীয় উইকেটের পতন—১৪ রান করে ফেরেন ব্রেন্ডন টেলর। এরপর ম্যাচে ফেরে পাকিস্তান। ওপেনার বেনেট ৪৯ রানে ফিরে গেলে চাপ বাড়ে জিম্বাবুয়ের উপর। আসা-যাওয়ার মাঝেও হাল ধরেন অধিনায়ক সিকান্দার রাজা। তিনি ২৪ বলে অপরাজিত ৩৪ রান করেন। শেষ পর্যন্ত জিম্বাবুয়ে ৮ উইকেটে ১৪৭ রান তোলে। পাকিস্তানের হয়ে মোহাম্মদ নওয়াজ নেন দুটি উইকেট।

আবুধাবির টি টেন লিগের নবম আসর আজ থেকে শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে নর্দান ওয়ারিয়র্স ও কোয়েট্টা ক্যাভালরি। টুর্নামেন্টের দুইবারের চ্যাম্পিয়ন নর্দানে এবারও খেলছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ।
শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নর্দান ওয়ারিয়র্সের অধিনায়ক থিসারা পেরেরা। ইনিংসের প্রথম ওভারে বোলিং করেন তাসকিন আহমেদ। মারকাটারি টুর্নামেন্ট হলেও প্রথম ওভারে মাত্র ৫ রান খরচ করেন দেশের ডানহাতি এই ফার্স্ট বোলার।
দুই বল ডট দিয়ে ওভার শুরু করেন তাসকিন। পরের বলে লেগ বাই থেকে এক রান, তৃতীয় বলে আবারও ডট দেন। চতুর্থ বলে তিন রান খরচ করেন। আর শেষ বলে দেন এক রান।
তাসকিন নিজের দ্বিতীয় ও কোটার শেষ ওভারে ১৯ রান খরচ করেন। ইনিংসের চতুর্থ ওভারে তাকে পুনরায় বল তুলে দেন নর্দানের অধিনায়ক। আস্থার প্রতিদান দিতে পারেননি তিনি। প্রথম বলেই লিয়াম লিভিংস্টন ছক্কা হাঁকান। দ্বিতীয় বলেও একই রূপে ছয় মারেন। তৃতীয় বলে চার। টানা তিন বল সীমানা ছাড়ার পর শেষ তিন বলে কেবল তিন রান দেন তাসকিন।
এই ম্যাচে তাসকিন ২ ওভারে ১১.৫০ ইকোনমি রেটে মোট ২৩ রান খরচ করেন। উইকেট শূন্য থাকেন। নর্দানের হয়ে দুটি উইকেট তুলেন ট্রেন্ট বোল্ট। ২ ওভারে ২০ রান খরচ করেছেন নিউজিল্যান্ড পেসার।
বোলারদের রান বিলানোর ম্যাচে কোয়েট্টা নির্ধারিত ১০ ওভারে সংগ্রহ করে ১৩৩ রান। খাজা নাফে ১২ বলে সর্বোচ্চ ৪৫* রান করেন। জেসন হোল্ডারও খেলেন ১০ বলে ২৪ রানের ক্যামিও ইনিংস।
রান তাড়ায় নেমে তড়িৎ ইনিংসের চেয়ে ধীরে খেলার দিকে মনোযোগ দেন হজরতউল্লাহ জাজাই ও জনসন চার্লস। আফগান ব্যাটার শেষ পর্যন্ত টিকে থাকেন। ২৮ বলে করেন ৩১ রান। কলিন মুনরো চেষ্টা চালিয়েছেন; ২৮ বলে ৪৪ রানের ইনিংস খেলেছেন তিনি। তবে কোটার সবগুলো ওভার শেষ হওয়ায় হাতে যথেষ্ট উইকেট থাকা সত্ত্বেও হার মেনে নিতে হয়েছে কোয়েট্টাকে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবারও চেন্নাই সুপার কিংসে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে। সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক এবারও আগের ভূমিকায় থাকতে পারেন বলে মনে করেন দেশটির সাবেক ব্যাটার মোহাম্মদ কাইফ।
নিজের ইউটিউব চ্যানেল ‘মোহাম্মদ কাইফ’ এ তিনি বলেন, ‘ধোনি এখন আর ব্যাটিং করতে আসেন না। তিনি খেলেন ২০ ওভার কিপিং করার জন্য, ২০ ওভার দলের নেতৃত্ব দেওয়ার জন্য। গাইড করার জন্যই তার মাঠে থাকা।’
গত মৌসুমে চোটের কারণে বেশিরভাগ ম্যাচে নেতৃত্ব দিতে পারেননি রুতুরাজ গায়কোয়াড়। তাঁর অবর্তমানে দায়িত্ব সামলান ধোনি। নতুন মৌসুমের অধিনায়ক ঘোষণা না করলেও ধারণা করা হচ্ছে, ২০২৬ মৌসুমে অধিনায়ক হবেন গায়কোয়াড়।
আরও পড়ুন
| বিসিবির দায়িত্বে বড় পরিবর্তন, নারী বিভাগের প্রধান রুবাবা |
|
রাজস্থানের হয়ে আইপিএল শিরোপাজয়ী কাইফের মতে, কাগজে কলমে গায়কোয়াড় অধিনায়ক হলেও মাঠে সিদ্ধান্ত নেবেন ধোনিই, ‘কাগজে কলমে গায়কোয়াড়ের নাম লেখা থাকতে পারে, কিন্তু ধোনি মাঠে থাকলে সবকিছু থাকবে ধোনির হাতেই থাকে।’
আগামী মৌসুমের জন্য রাজস্থান রয়্যালস থেকে সঞ্জু স্যামসনকে দলে ভিড়িয়েছে চেন্নাই। কাইফ মনে করেন ধোনির হাতেই থাকবে গ্লাভস, ‘এখন এমন সময় নয় যে, এক দলে একটাই কিপার খেলবে। স্যামসন খেলবে ফিল্ডার হিসেবে। ধোনিই কিপিং করবে। কারণ, তাঁকে মাঠে বেশি সময় দরকার।’
গত মৌসুমে আইপিএলে তলানিতে লিগ শেষ করেছিল চেন্নাই। এবার শিরোপা জিততে মরিয়া পাঁচবারের চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিভিন্ন কমিটিতে বড় ধরনের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনগুলো জানিয়েছে বিসিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিবির নারী বিভাগের নতুন চেয়ারম্যান করা হয়েছে রুবাবা দৌলাকে। এই বিভাগের চেয়ারম্যান হিসেবে কাজ করা আব্দুর রাজ্জাক রাজ এখন থেকে থাকবেন ভাইস-চেয়ারম্যানের দায়িত্বে।
রাজ্জাককে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে হাই পারফরম্যান্স বিভাগের চেয়ারম্যান হিসেবে। এই পদে তিনি জায়গা নিচ্ছেন খালেদ মাসুদ পাইলটের স্থলাভিষিক্ত হিসেবে।
খালেদ মাসুদকে দেওয়া হয়েছে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান পদে। তিনি এই পদে দায়িত্ব নেবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের জায়গায়। বুলবুল বোর্ডের নির্বাচনের পর থেকে এই কমিটির নেতৃত্বে ছিলেন।
বিসিবি জানিয়েছে, বোর্ডের কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খল করতেই এই পুনর্বণ্টন করা হয়েছে।

টি-টোয়েন্টি ক্রিকেটে চলতি বছর বাংলাদেশের বড় চমক সাইফ হাসান। জাতীয় দলে ফেরার পর থেকে দারুণ ছন্দে আছেন এই ব্যাটার। এবার উজ্জ্বল পারফরম্যান্সের পুরস্কারও তিনি পেয়ে গেলেন বিসিবির কাছ থেকে।
লিটন কুমার দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়কত্ব পেলেন সাইফ। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দলের নেতৃত্বে থাকবেন লিটন। আর ডেপুটি হিসেবে তাকে সহযোগিতা করবেন ২৬ বছর বয়সী সাইফ।
সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এই খবর জানিয়েছে বিসিবি। অন্য দুই ফরম্যাটের সহ-অধিনায়কের নামও ঘোষণা করা হয়েছে।
ওয়ানডেতে এখন মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে খেলছে বাংলাদেশ। গত জুনে এক বছরের জন্য দায়িত্ব পেয়েছেন তিনি। তার সঙ্গে সহ-অধিনায়ক হিসেবে থাকবেন নাজমুল হোসেন শান্ত।
আর টেস্টে বর্তমানে অধিনায়কত্বের ভার আছে শান্তর কাঁধে। চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র শেষ হওয়া পর্যন্ত এই ফরম্যাটের দায়িত্ব তার। যেখানে এখন থেকে ডেপুটি হিসেবে তিনি পাচ্ছেন মিরাজকে।