
অ্যাডিলেড টেস্টে প্যাট কামিন্সের ফেরাটা প্রত্যাশিতই ছিল। পিঠের চোট কাটিয়ে এবারের অ্যাশেজের প্রথম টেস্ট খেলবেন অস্ট্রেলিয়া অধিনায়ক।
অ্যাডিলেডে স্পিনবান্ধব পিচে একাদশে নেওয়া হয়েছে অফস্পিনার নাথান লায়নকে। আর ব্রিসবেন টেস্টে চোটের কারণে মাঠেরই বাইরে থাকা উসমান খাজা ফিট হলেও জায়গা পেলেন না একাদশে। তাতে অনেকের মনেই প্রশ্নের জাগতে পারে পার্থেই কি অস্ট্রেলিয়ার হয়ে শেষ টেস্টটি খেলে ফেললেন ৩৮ বছর বয়সী বাঁ হাতি ব্যাটার?
অধিনায়ক প্যাট কামিন্স এবং অফস্পিনার নাথান লায়ন দলে ফেরায় বাদ পড়েছেন মাইকেল নেসার ও ব্রেন্ডন ডগেট।
এই সপ্তাহের শুরুতে খাজা বলেছিলেন, তিনি শতভাগ ফিট এবং নিজের জায়গা ধরে রাখতে মুখিয়ে আছেন। তাঁকে মিডল অর্ডারে খেলানোর সম্ভাবনাও আলোচনা হয়েছিল। তবে নির্বাচকেরা জশ ইংলিসকে দলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন এবং জ্যাক ওয়েদারাল্ড-ট্র্যাভিস হেডের ওপেনিং জুটিতেই আস্থা রাখছেন।
আরও পড়ুন
| প্রোটিয়াদের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে ভারত দলে পরিবর্তন |
|
অ্যাডিলেড টেস্ট চলাকালীন খাজার বয়স হবে ৩৯ বছর। ২০২৩ অ্যাশেজের পর থেকে তিনি ৪৫ ইনিংসে গড়ে ৩১.৮৪ রান করেছেন, যেখানে রয়েছে মাত্র একটি সেঞ্চুরি।
একাদশ নিয়ে অধিরনায়ক কামিন্স বলেন, ‘আমাদের দলে সবচেয়ে বড় পরিবর্তনটা সম্ভবত প্রথম টেস্টের পর ট্রাভিসের ওপেনিংয়ে নামা এবং ওয়েদারাল্ডের সঙ্গে সেই জুটিটা কতটা ভালো দেখাচ্ছে—এটাই। এই ব্যাটিং লাইন-আপ নিয়ে আমরা বেশ সন্তুষ্ট। মিডল অর্ডারে পরিবর্তনের কোনো প্রয়োজন মনে হয়নি।’
অস্ট্রেলিয়ার মিডল অর্ডারের প্রশংসা করে পেস বোলিং অলরাউন্ডার কামিন্স যোগ বলেন, ‘এরপর মার্নাস (লাবুশেন) আর স্টিভ (স্মিথ)-এর মতো ব্যাটাররা যখন নামছে, তারাও সেই শুরুর ওপর ভর করে ভালোভাবে নিজেদের ইনিংস গুছিয়ে নিতে পারছে। আমি জানি না এতে প্রতিপক্ষ পুরোপুরি এলোমেলো হয়ে গেছে কি না, তবে এটা অবশ্যই একটা গতি এনে দিয়েছে, স্কোরবোর্ড সচল রেখেছে এবং আমাদের ইনিংসের শুরুটা দারুণ করেছে।’
খাওয়াজার দলে ফেরার কোনো সম্ভাবনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে কামিন্স বলেন,
‘হ্যাঁ, সম্ভাবনা অবশ্যই আছে। নির্বাচকেরা এই ব্যাপারে খুবই স্পষ্ট যে আমরা প্রতি সপ্তাহে আলাদা করে দল নির্বাচন করি। এর মানে এই নয় যে আগের সপ্তাহের দলটাই হুবহু রাখতে হবে। এই সপ্তাহে বোলারদের ক্ষেত্রেও আমরা সেটাই করেছি।’
দলে চোটের সমস্যা থাকা সত্ত্বেও অ্যাশেজে ২-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। সিরিজের দুই টেস্টেই দাপুটে জয় পেয়েছে অজিরা। এই দুই টেস্টে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে ছিলেন স্মিথ। স্মিথ সহ দলের বাকিদের ভূয়সী প্রশংসা ঝরে পড়ে কামিন্সের কন্ঠে ‘যারা জায়গা পূরণ করতে নেমেছে, তারা অসাধারণ খেলেছে। এটা সেই খেলোয়াড়দের জন্য যেমন বড় কৃতিত্ব, তেমনি কোচদের এবং দিনের পুরোটা সময় খেলোয়াড়দের যেভাবে স্টিভ (স্মিথ) ম্যানেজ করেছে, সেটারও কৃতিত্ব।’
অসুস্থতার কারণে স্টিভেন স্মিথ সোমবার অনুশীলনে অংশ নিতে পারেননি, তবে মঙ্গলবার তিনিই প্রথম নেটে ব্যাটিং করতে নামেন। আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে তৃতীয় টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।
অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ :
জেক ওয়েদারাল্ড, ট্র্যাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), জশ ইংলিস, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও স্কট বোল্যান্ড।
No posts available.
১৬ ডিসেম্বর ২০২৫, ৪:২২ পিএম
১৬ ডিসেম্বর ২০২৫, ৪:২০ পিএম
১৬ ডিসেম্বর ২০২৫, ৪:১৪ পিএম
১৬ ডিসেম্বর ২০২৫, ২:১১ পিএম
১৬ ডিসেম্বর ২০২৫, ১০:২২ এম

বিজয় দিবস প্রীতি ম্যাচে শহীদ জুয়েল একাদশকে ৩৮ রানে হারিয়েছে শহীদ মুশতাক একাদশ। ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলে মিনহাজুল আবেদীন নান্নু, আব্দুর রাজ্জাকদের পাত্তাই দেননি তুষার ইমরান, নাদীফ চৌধুরীরা।
প্রতি বছর বিজয় দিবসে শহীদ আবদুল হালিম চৌধুরী জুয়েল বীর বিক্রম ও শহীদ মুশতাক হোসেনের স্মরণে প্রীতি ম্যাচ আয়োজন করে থাকে বিসিবি। ব্যতিক্রম ঘটেনি এবারও। এই ম্যাচকে ঘিরে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাবেক ক্রিকেটারদের মিলনমেলা বসে।
১৫ ওভারের ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৩৮ রান করে শহীদ মুশতাক একাদশ। ২ চারের সঙ্গে ৪টি ছক্কা মেরে মাত্র ২৬ বলে ৪৬ রান করেন নাদীফ। তুষারের ব্যাট থেকে আসে ২ চার ও ৩ ছক্কায় ২৭ বলে ৪২ রানের অপরাজিত ইনিংস।
চতুর্থ উইকেটে মাত্র ৪০ বলে ৭৭ রানের জুটি গড়েন নাদীফ-তুষার। অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ১০ বলে করেন ৮ রান। হান্নান সরকারের ব্যাট থেকে আসে ৮ বলে ৪ রান। শেষ দিকে নেমে ৭ বলে ৭ রান করেন হাবিবুল বাশার সুমন।
বাঁহাতি স্পিনে ৩ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৩ উইকেট নেন আব্দুর রাজ্জাক।
রান তাড়ায় শাহরিয়ার নাফীস ছাড়া জুয়েল একাদশের কেউই তেমন কিছু করতে পারেননি। ২ চার ও ১ ছক্কায় ৩৩ বলে ৩৬ রান করেন বাঁহাতি ওপেনার। এছাড়া তালহা জুবায়ের ১৯ বলে ২৬ ও রাজ্জাকের ব্যাট থেকে আসে ৭ বলে ১৩ রান।
ছয় নম্বরে নেমে ৮ বলে ২ রানে অপরাজিত থাকেন অধিনায়ক নান্নু।

চলছে বহুল প্রতীক্ষিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বসেছে আইপিএলের ১৯তম আসরের নিলাম। এবারের নিলামে তালিকাভুক্ত আছেন মোট ৩৫০ জন ক্রিকেটার।
বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হওয়া নিলামের শুরুতেই ঝড় তুলেছেন ক্যামেরন গ্রিন। অস্ট্রেলিয়ার পেস বোলিং এই অলরাউন্ডারকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি শুরু হয়ে যায়। কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের ত্রিমুখী লড়াইয়ে শেষ পর্যন্ত সফল হয় কলকাতা। রেকর্ডের স্বাক্ষী হন গ্রিন।
আইপিএলে ইতিহাসে বিদেশি খেলোয়াড়ের মধ্যে সবচেয়ে দামি খেলোয়াড় এখন গ্রিন। ২৬ বছর বয়সী এই অলরাউন্ডারকে ২৫ কোটি ২০ লাখ রুপিতে (৩৩ কোটি ৭৬ লাখ টাকা) কিনেছে কলকাতা।
ক্যামেরন গ্রিনের ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। মুম্বাই ইন্ডিয়ানস তাঁর ভিত্তি মূল্য ডেকে লড়াইয়ে আর অংশ নেয়নি। এরপর শুরু হয় কলকাতা ও রাজস্থানের লড়াই। দুই দলের টানাটানিতে দাম ওঠে ১৩ কোটি ৬০ লাখ রুপি। এই পর্যায়ে রাজস্থান সরে আসে লড়াই থেকে। এবার কলকাতার সঙ্গে লড়াইয়ে যোগ দেয় চেন্নাই। তবে শেষ পর্যন্ত গ্রিনকে বাগিয়ে নেয় সেই কলকাতাই।
ক্যামেরন গ্রিন ভেঙে দিলেন মিচেল স্টার্কের রেকর্ড। আইপিএলের ২০২৪ আসরের নিলামে এই কেকেআরই ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে অস্ট্রেলিয়া পেসারকে দলে ভেড়ায়। বিদেশী খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ হলেও সব মিলিয়ে গ্রিন আছেন আইপিএলের নিলামে সবচেয়ে খেলোয়াড়দের তালিকায় তিন নম্বরে। ২৭ কোটি টাকায় ঋষভ পন্থকে দলে নিয়েছিল লখনৌ সুপার জায়ান্টস, সেটাই এখন পর্যন্ত রেকর্ড।
গ্রিনের পকেটে অবশ্য পুরো টাকা যাবে না। ২০২৫ সালের আইপিএলের নিলামের নিয়ম অনুযায়ী বিদেশি খেলোয়াড়দের জন্য ‘সর্বোচ্চ ফি’ সীমা চালু হয়। কোনো বিদেশি খেলোয়াড় ফ্র্যাঞ্চাইজির সর্বোচ্চ রিটেনশন স্তরের বেশি উপার্জন করতে পারবে না। বর্তমানে সেই সর্বোচ্চ স্তর হলো ১৮ কোটি রুপি। তাতে কেকেআর গ্রীনকে ১৮ কোটি টাকা দেবে। বাকি ৭.২০ কোটি টাকা বিসিসিআইয়ের খেলোয়াড় কল্যাণ তহবিলে যাবে।
এখন পর্যন্ত বড় নামদের মধ্যে অবিক্রিত থাকলেন সরফরাজ খান, পৃথ্বী শ ও লিয়াম লিভিংস্টোন ও গাস অ্যাটকিনসন।
এবারের নিলামে বাংলাদেশের ৭ জন ক্রিকেটার তালিকাভুক্ত রয়েছেন, যার মধ্যে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন উল্লেখযোগ্য। আইপিএল নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে আছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। এ ছাড়া নাম আছে রিশাদ হোসেন (৭৫ লাখ), তাসকিন আহমেদ (৭৫ লাখ), তানজিম হাসান (৭৫ লাখ), নাহিদ রানা (৭৫ লাখ), শরীফুল ইসলাম (৭৫ লাখ) ও রাকিবুল হাসান (৩০ লাখ)।

রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপ- ২০২৫ পাওয়ার্ড বাই এইস ডেভেলপার্সের প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছে মঙ্গলবার। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে জয় পেয়েছে বৈশাখী টিভি, এটিএন নিউজ, বাংলা ভিশন, আরটিভি, ঢাকা পোস্ট, সমকাল, চ্যানেল ২৪ ও এখন টিভি।
দিনের প্রথম ম্যাচে গাজী টিভিকে ৪ উইকেটে হারায় বৈশাখী টিভি। বল হাতে ২ ওভারে মাত্র ৮ রান দিয়ে ২ উইকেট ও ব্যাটিংয়ে ৪ বলে ৮ রান করে ম্যাচ সেরার পুরস্কার জেতেন মশিউর রহমান পার্থ। একই সময়ে পাশের মাঠে বাংলানিউজ২৪.কমের বিপক্ষে ২৪ রানে জিতেছে এটিএন নিউজ। ব্যাট হাতে মাত্র ১৩ বলে ৩৫ ও বোলিংয়ে ৩ রানে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন সাব্বির আহমেদ।
১২৭ রানের বিশাল পুঁজি নিয়ে দেশ টিভিকে ৩৬ রানে হারিয়েছে চ্যানেল ২৪। ব্যাট হাতে মাত্র ১০ বলে ৩৫ ও বোলিংয়ে ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা আদ দ্বীন সজীব। শেষ ওভারে ফল আসা ম্যাচে এনটিভিকে ১ উইকেটে হারিয়ে এখন টিভি। ৩৫ রানের ইনিংস খেলে দল জিতিয়ে ম্যাচ সেরা হন অধিনায়ক আরিফুল ইসলাম শাহাব। দীপ্ত টিভিকে ৫০ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলা ভিশন। অপরাজিত ২৭ রানের সঙ্গে বল হাতে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন মাহফুজুর রহমান।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে শেষ ওভারে ৩২ রান নিয়ে মাছরাঙা টেলিভিশনকে ১ উইকেটে হারিয়েছে আর টিভি। ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন দীপ্ত। নির্ধারিত ৬ ওভারে ১৩৫ রানের পাহাড়সম স্কোর করে বিটিভিকে ৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ঢাকা পোস্ট। মাত্র ৮ বলে ৩১ রান ও বল হাতে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা জনি সাহা।১৩৬ রানের স্কোর গড়ে দৈনিক যুগান্তরকে ৪৫ রানে হারিয়েছে দৈনিক সমকাল। ৩৪ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জেতেন বোরহান আজাদ।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপ- ২০২৫ এ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন,ইস্পাহানি গ্রুপের জেনারেল ম্যানেজার ওমর হান্নান ও হকির দুই সাবেক তারকা খেলোয়াড় রফিকুল ইসলাম কামাল এবং মামুনুর রশিদ।
বুধবার হবে রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপ- ২০২৫ পাওয়ার্ড বাই এইস ডেভেলপার্সের রাউন্ড অব ১৬-র খেলা।
আগামীকালের (১৭/১২/২৫) সূচি:
সময় টিভি-এখন টিভি সকাল ৯টা
চ্যানেল আই-বৈশাখী টিভি সকাল ৯টা
ডেইলি সান-জাগো নিউজ ১০টা
কালের কন্ঠ-এটিএন নিউজ ১০টা
ঢাকা পোস্ট-সমকাল ১১টা
ক্রিকফ্রেঞ্জি-বাংলাভিশন বেলা ১১টা
ডেইলি স্টার-চ্যানেল টুয়েন্টি ফোর ১২টা
বাংলাদেশ প্রতিদিন-আরটিভি ১২টা

প্রথমবার বিগ ব্যাশ খেলতে যাওয়া রিশাদ হোসেন হোবার্ট হারিকেন্সের প্রথম ম্যাচেই একাদশে সুযোগ পেলেন। আজ সিডনি থান্ডারের বিপক্ষে ম্যাচে বাংলাদেশি লেগ স্পিনার একাদশে সুযোগ পেয়ে দশ বছরের খরা গোচালেন।
টসে জিতে রিশাদের দল হারিকেন্স ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের কোনো ক্রিকেটারকে এর আগে বিগ ব্যাশে ড্রাফট থেকে দলে নেওয়া হয়নি। সাকিব আল হাসান ২০১৩-১৪ ও ২০১৪-১৫ মৌসুমে বিগ ব্যাশে খেলেছিলেন। তবে দুবার তিনি খেলেছেন বদলি ক্রিকেটার হিসেবে। দুই মৌসুমে তিনি খেলেছিলেন মাত্র ছয় ম্যাচ।
গত আসরে রিশাদকে দলে নিয়েছিল হোবার্ট হারিকেন্স। তবে বিপিএলের সাথে সূচির সংঘর্ষ থাকায় খেলতে যেতে পারেননি তিনি। এবার আরও একবার ড্রাফট থেকে রিশাদ হোসেনকে দলে টানে হোবার্ট। এবার বিপিএল বাদ দিয়েই বিগ ব্যাশ খেলতে গেলে রিশাদ।
রিশাদকে দলে নেওয়ার ব্যাপারে শুরু থেকেই বেশ ইতিবাচক ছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার এবং হোবার্ট হারিকেন্সের হেড অব স্ট্যাটেজি রিকি পন্টিং। আগের আসরে দলে নিলেও খেলাতে পারেননি। এবার আবারও রিশাদকে হোবার্টে নিয়েছেন পন্টিং। রিশাদকে দলে নেওয়ার ব্যাপারে পন্টিংসহ হোবার্টের কোচিং স্টাফের অন্যরাও ছিলেন বেশ ইতিবাচক। নানা সময়ে তাদের বক্তব্যে সেসব ফুটে উঠেছে। অ্যারন ফিঞ্চও দারুণ প্রশংসা করেছেন রিশাদের।
হোবার্টের একাদশে রিশাদসহ বিদেশি আছেন ৩ জন – রেহান আহমেদ এবং ক্রিস জর্ডান। এর মধ্যে রেহান অনেকটা রিশাদের মতই। ব্যাট হাতে কিছুটা কার্যকরী, সঙ্গে করেন লেগ স্পিন।
হোবার্ট হারিকেন্সের একাদশ :
মিচেল ওউন, নিখিল চৌধুরি, রেহান আহমেদ, বেন ম্যাকডারমট, টিম ডেভিড, ম্যাথিউ ওয়েড (উইকেটকিপার), ক্রিস জর্ডান, নাথান এলিস (অধিনায়ক), রিশাদ হোসেন, রাইলি মেরেডিথ, বিলি স্ট্যানলেক

শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ককে আটকের পরিকল্পনা করছে দেশটির সরকার। ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী অর্জুন রানাতুঙ্গার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। গতকাল আদালতকে জানানো হয়েছে, দেশটির পেট্রোলিয়ামমন্ত্রী থাকাকালীন দুর্নীতির অভিযোগে তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
দুর্নীতিবিরোধী সংস্থার অভিযোগ, অর্জুনা রানাতুঙ্গা ও তাঁর ভাই দীর্ঘমেয়াদি তেল ক্রয় চুক্তি প্রদানের নিয়ম পরিবর্তন করেন। এর ফলে তুলনামূলক বেশি দামে স্পট মার্কেট থেকে তেল কেনা হয়। ঘুষ ও দুর্নীতির অভিযোগ তদন্ত কমিশন (সিআইএবিওসি) জানিয়েছে, ২০১৭ সালে ২৭টি এমন ক্রয়ের কারণে রাষ্ট্রের মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৮০০ মিলিয়ন রুপি, যা সে সময়ের হিসেবে ৫০ লাখ মার্কিন ডলারেরও বেশি।
কমিশন কলম্বোর ম্যাজিস্ট্রেট আসাঙ্গা বোদারাগামাকে জানায়, অর্জুন বর্তমানে বিদেশে রয়েছেন এবং দেশে ফিরলেই তাঁকে গ্রেপ্তার করা হবে।
এদিকে আটক হয়েছিলেন অর্জুন রানাতুঙ্গার বড় ভাই ধাম্মিকা রানাতুঙ্গা। পরে তিনি জামিনে মুক্তি পান। অর্জুন মন্ত্রী থাকাকালীন রাষ্ট্রায়ত্ত সিলন পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান ছিলেন।
আরও পড়ুন
| ফিরলেন অধিনায়ক, টেস্ট ক্যারিয়ার কি শেষ খাজার |
|
ম্যাজিস্ট্রেট ধাম্মিকার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছেন। তিনি শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক। মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে আগামী ১৩ মার্চ।
৬২ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান অর্জুনা রানাতুঙ্গা দেশটির ক্রিকেটের কিংবদন্তি। ১৯৯৬ সালে অস্ট্রেলিয়াকে হারিয়ে শ্রীলঙ্কাকে ক্রিকেট বিশ্বকাপ জেতান তিনি। যা দেশটির ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা সাফল্য হিসেবে বিবেচিত।
রানাতুঙ্গা ভাইদের বিরুদ্ধে এই মামলা প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে সরকারের দুর্নীতিবিরোধী বৃহত্তর অভিযানের অংশ। গত বছর ক্ষমতায় এসে তিনি প্রাতিষ্ঠানিক ও দীর্ঘদিনের দুর্নীতি দমনের অঙ্গীকার করেছিলেন।
রানাতুঙ্গা পরিবারের আরেক ভাই, সাবেক পর্যটনমন্ত্রী প্রসন্ন রানাতুঙ্গা, গত মাসে একটি বীমা জালিয়াতির মামলায় গ্রেপ্তার হন। ওই মামলাটি এখনো বিচারাধীন। তবে এর আগে, ২০২২ সালের জুনে এক ব্যবসায়ীর কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হন এবং তাঁকে দুই বছরের স্থগিত কারাদণ্ড দেওয়া হয়।