ক্রিকেট

৭৫২ গড় নিয়েও ভারত দলে নেই নায়ার, আছেন শামি

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৮ জানুয়ারি ২০২৫, ৫:৫০ পিএম

news-details

চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত দলে যে খুব বেশি চমক থাকছে না, তা আগেই ধারণা করা যাচ্ছিল। শেষ পর্যন্ত হলোও তাই। তারকাসমৃদ্ধ সম্ভাব্য সেরা দলই ঘোষণা করেছে ভারত ক্রিকেট বোর্ড। আর সেখানে বিজয় হাজারে ট্রফিতে রানের বন্যা বইয়ে দিয়েও জায়গা হয়নি অভিজ্ঞ ব্যাটার করুন নায়ারের।


শনিবার সংবাদ সম্মেলনে চ্যাম্পিয়ন্স ট্রফি ও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক  অজিত আগারকার ও অধিনায়ক রোহিত শর্মা। দলে রাখা হয়েছে অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামিকে, যিনি সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০২৩ বিশ্বকাপে।


তবে আলোচিত বিষয় হয়ে দাঁড়ায় নায়ারের বাদ পড়াটা। চলতি বিজয় হাজারে ট্রফিতে অবিশ্বাস্য ৭৫২ গড়ে ৭ ইনিংসে ৭৫২ রান করেছেন তিনি। ছয়বারই ছিলেন অপরাজিত। সেঞ্চুরিই করেছেন চারটি। সর্বনিম্ন স্কোর ৪৪! তবে এমন ফর্মও যথেষ্ট হয়নি তার জাতীয় দলে ডাক পাওয়ার জন্য। 


আগারকার এখানে দেখছেন নায়ারের দুর্ভাগ্য। “৭৫০ প্লাস গড় স্রেফ একটা পাগলাটে সংখ্যা! কিন্তু এটা মাত্র ১৫ জনের স্কোয়াড, তাই এখানে আমরা সবাইকে জায়গা দিতে পারি না।”


ঘোষিত দলে কিছুটা চমক হয়ে এসেছে মোহাম্মদ সিরাজের বাদ পড়াটা। শামিকে জায়গা করে দিতে ডানহাতি এই পেসারকে বাইরে রেখেছে ভারত। আর চোটের কারণে গ্রুপ পর্ব মিস করার শঙ্কা থাকলেও তারকা পেসার জাসপ্রিত বুমরাহ আছেন দলে। 


সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন শুবমান গিল। প্রথমবারের মত ওয়ানডে দলে ডাক পেয়েছেন গত বছর টেস্টে ভারতের সর্বোচ্চ রান করা তরুণ ওপেনার ইয়াশাশভি জয়সওয়াল। স্পিন বিভাগে কুলদিপ যাদবের সাথে রাখা হয়েছে দুই স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও আকসার প্যাটেল।


ভারত স্কোয়াড (ইংল্যান্ড ও চ্যাম্পিয়ন্স ট্রফি) : রোহিত শার্মা (অধিনায়ক), শুবমান গিল (সহ-অধিনায়ক), ইয়াশাসভি জয়সওয়াল, কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, রিশাভ পান্ত, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, আকসার প্যাটেল, মোহাম্মদ শামি, আর্শদিপ সিং, কুলদিপ যাদব, ওয়াশিংটন সুন্দার, জাসপ্রিত বুমরাহ।

ক্রিকেট থেকে আরও পড়ুন

bottom-logo