ফুটবল

৫ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

৮ মে ২০২৫, ৩:২২ এম

news-details

ইতিবাচক ফুটবলের বার্তা ছিল মিকেল আর্তেতার। তার দল শুরুটা করল ঠিক সেভাবেই। ভাগ্য সহায় হলে প্রথম দশ মিনিটেই মিলতে পারত গোল। তবে সেটা আর হয়নি। বরং সময় গরানোর সাথে সাথে ছন্দ ফিরে পাওয়া পিএসজি দেখাল প্রাধান্য। গোলের দেখাও মিলল অনায়াসেই। কোনঠাসা আর্সেনাল একটা গোল করল বটে, তবে তাদের ম্যাচের দ্বিতীয় সেরা দল বানিয়ে পাঁচ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পা রাখল লুইস এনরিকের পিএসজিই।

 

এমিরেটস স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের ফিরতি লেগে ২-১ গোলে জিতেছে পিএসজি। ফলে দুই লেগ মিলিয়ে ৩-১ স্কোরলাইনে জিতে দলটি পা রেখেছে এই প্রতিযোগিতায় নিজেদের ইতিহাসে দ্বিতীয় ফাইনালে।

 

শিরোপার লড়াইয়ে পিএসজির প্রতিপক্ষ ইন্তার মিলান, যারা বার্সেলোনাকে ৭-৬ গোলে হারিয়ে জায়গা করে নিয়েছে তিন বছরের মধ্যে নিজেদের দ্বিতীয় ফাইনালে।

 

প্রথম লেগে ঘরের মাঠে পিএসজিকে দেখা যায়নি সেরা ছন্দে। তাতেও ধরা দিয়েছিল জয়। প্রতিপক্ষের মাঠে তৃতীয় মিনিটেই বিপদে পড়ে যাচ্ছিল দলটি। খিভিচা কোয়ারাতসখেলিয়া পিএসজির বক্সের কাছে জুরিয়েন টিম্বারের কাছে নবল হারান, যেখান থেকে বক্সের ভেতর করা তার ক্রসে হেড নেন ডেকলান রাইস, যা থাকেনি লক্ষ্যে।

 

প্রথম লেগে পিএসজির জয়ে বড় অবদান ছিল দুর্দান্ত কিছু সেভ করা গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মার। এই ম্যাচেও হয়নি তার ব্যতিক্রম। থমাস পার্টির বক্সে ভেতর বাড়ানো লম্বা থ্রো থেকে বল পেয়ে লক্ষ্যে জোরাল শট নেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। তবে দেয়াল হয়ে দাঁড়িয়ে যান পিএসজি গোলরক্ষক, উপহার দেন পয়েন্ট-ব্ল্যাঙ্ক সেভ।

 

প্রথম দশ মিনিটে পিএসজিকে ব্যস্ত থাকতে হয় রক্ষণ সামলাতেই বেশি। অষ্টম মিনিটে ফের ত্রাতার ভূমিকায় হাজির হন দোনারুম্মা। আরও একবার থ্রো-ইন থেকে বক্সের ভেতর বল পায় আর্সেনাল। এবার নিখুঁত শট নেন অধিনায়ক মার্টিন ওডেগার্ড। তবে ঝাঁপিয়ে এক হাতে সেটা আটকে দেন ইতালিয়ান এই গোলকিপার।

 

১৬তম মিনিটে গোল প্রায় পেয়েই যাচ্ছিল পিএসজি। পাল্টা আক্রমণ থেকে বল পেয়ে বাঁদিক থেকে কাট করে বক্সে প্রবেশ করে শট নেন জর্জিয়ান। ডেভিড রায়াকে পরাস্ত করতে পারলেও বল ফিরে আসে পোস্টে লেগে।

 

ছয় মিনিট বাদে আরেকটি ভালো সুযোগ নষ্ট হয় পিএসজির। বক্সের ভেতর ভালো পজিশনে থাকলেও দুর্বল শট নিতে পারেন ডিসাইর দৌরে। ২৭তম মিনিটে লিড নেয় পিএসজি, আর সেটা ছিল দেখার মত এক গোলই। 

 

আর্সেনাল ফ্রি-কিক ক্লিয়ার করতে ব্যর্থ হলে বল পেয়ে যান ফাবিয়ান রুইজ। প্রথমে বলের নিয়ন্ত্রণ নেন, জায়গা তৈরি করেন আর এরপর বাঁ পায়ের বুলেট শটে খুঁজে নেন ঠিকানা। চ্যাম্পিয়ন্স লিগে ৪৬তম ম্যাচে এটি তার প্রথম গোল।

 

বিরতির পর গোছানো ফুটবল উপহার দেয় আর্সেনাল। ৬৩তম মিনিটে দারুণ এক সুযোগও তারই ফলশ্রুতিতে পেয়ে যান বুকায়ো সাকা। বাঁদিক থেকে কাট করে নেন কার্লিং শট, যা ছিল লক্ষ্যেই। তবে পিএসজির যে একজন দোনারুম্মা আছেন! আলতো করে বলটি ক্লিয়ার করেন কর্নারের বিনিময়ে।

 

এর মিনিট দুয়েক বাদে আশরাফ হাকিমির শট আর্সেনালের বক্সে একজনের হাতে লাগলেও শুরুতে তা পেনাল্টি মনে হচ্ছিল না। তবে ভিএআর দেখে রেফারি পেনাল্টি দেন পিএসজিকে। 

 

তবে দলকে হতাশ করেন ভিতিনিয়া। ধীরে ধীরে এগিয়ে যান তিনি, যা দেখে রায়াও মুভ করেন সেভাবেই। ডান দিকে নেওয়া ভিতিনিয়ার নেওয়া শট শেষ পর্যন্ত রুখে দেন রায়া। 

 

৭২তম মিনিটে ম্যাচ থেকে আর্সেনালকে প্রায় ছিটকেই দেন হাকিমি। বদলি নামা উসমান দেম্বেলে পাস থেকে বক্সের ভেতর বল পেয়েই জাল খুঁজে নেন মরক্কোর এই ডিফেন্ডার। 

 

 

দুই লেগ মিলিয়ে ৩-০ গোলে পিছিয়ে যাওয়ার আর্সেনাল ৭৫তম মিনিটে পায় একটা লাইফলাইন। একটু আগেই বদলি নামা লিয়ানড্রো ট্রোসার্ড মারকুইনহোসের কাছ থেকে বলের দখল নিয়ে বক্সের ভেতর পাস দেন সাকাকে। ইংলিশ উইঙ্গারের প্রথম শট গোলকিপার আটকে দিলেও ফিরতি শটে গোলের দেখা পান সাকা।

 

তবে পরের মিনিটে ম্যাচের সবচেয়ে সহজ ও সেরা সুযোগটাও নষ্ট করেন তিনি। ছয় গজের ভেতর পরাস্ত হয়ে গিয়েছিলেন দোনারুম্মাও। ফাঁকায় থাকা সাকার কাজ ছিল কেবল বল লক্ষ্যে রাখা, তবে তিনি সেটা উড়িয়ে মারেন পোষ্টের অনেক ওপর দিয়ে। 

 

ওই মিসের পর আর্সেনালের মনোবলও যেন হারিয়ে যায় দ্রুত। বাকি সময়ে পিএসজি রক্ষণ সামাল দেয় দক্ষতার সাথেই। আর সেটাই তাদের ২০১৯-২০ মৌসুমের পর আবার নিয়ে যায় ফাইনালে।

 


bottom-logo

ফুটবল

পিএসজিকে কেইনের হুঁশিয়ারি, ‘যেকোনো দলকেই হারাতে পারে বায়ার্ন’

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

৩০ জুন ২০২৫, ৭:০১ পিএম

news-details

অনুমিতভাবেই ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে ফ্লামেঙ্গোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। আর এই জয় তাদের দাঁড় করিয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজির সামনে। তবে এতে মোটেও দমে যাওয়ার পাত্র নন হ্যারি কেইন। বায়ার্ন স্ট্রাইকার বরং হুশিয়ারি দিলেন, সব দলকেই হারানোর ক্ষমতা আছে তাদের।


রোববারের ম্যাচে বায়ার্ন মাত্র দশ মিনিটের মধ্যে দুটি গোল করে অনায়াস জয়ের ভিত রচনা করে। তবে দুই গোল শোধ দিয়ে কিছুটা লড়াই করে ফ্লামেঙ্গো, যা শেষ পর্যন্ত যথেষ্ট হয়নি। ৪-২ গোলে জিতে শেষ আটে চলে যায় বায়ার্ন, যেখানে তাদের লড়তে হবে লুইস এনরিকের পিএসজির সাথে। ইন্টার মায়ামিকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া আর গত মৌসুমে ট্রেবল জেতা দলটির সাথে লড়াই মোটেও সহজ কাজ হবে না বায়ার্নের জন্য।


আরও পড়ুন

‘ইউরোপিয়ান ফুটবলই অভিজাত শ্রেণি’, বায়ার্নের কাছে হেরে স্বীকারোক্তি ফ্লামেঙ্গো কোচের ‘ইউরোপিয়ান ফুটবলই অভিজাত শ্রেণি’, বায়ার্নের কাছে হেরে স্বীকারোক্তি ফ্লামেঙ্গো কোচের


তবে ম্যাচে জোড়া গোল করা কেইন মনে করেন, পিএসজিকে বিদায় করার সামর্থ্য তাদের আছে। 

“পিএসজি এখন অসাধারণ ফর্মে আছে। আমরা গত মৌসুমে তাদের চ্যাম্পিয়ন্স লিগেও হারিয়েছি। আমরা সেই আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামব। আমরা জানি, সেরা খেলাটা খেলতে পারলে বিশ্বের যেকোনো দলকে হারাতে পারি।”

কেইন নিজেদের সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী হলেও ফ্লামেঙ্গো সাথে শুরুটা ভালোর পর কিছুটা খেই হারায় বায়ার্ন। বিশেষ করে ৫৫তম মিনিটে স্কোরলাইন ৩-২ হওয়ার সময় কিছুটা চাপেই ছিল জার্মান ক্লাবটি। তবে কেইনের দ্বিতীয় গোল নিশ্চিত করে তাদের জয়, যা ছিল চলতি মৌসুমে ইংলিশ তারকার ৪১তম গোল।


বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানির মতে, ম্যাচটা তাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। 

“খেলার শুরুটা বেশ জমজমাট ছিল। আমরা ভেবেছিলাম যে এই গরমে এমন তীব্র গতি ধরে রাখা কঠিন হবে। তবে ধীরে ধীরে আমরা ম্যাচে নিজেদের জায়গা তৈরি করেছি। এখন আমাদের মূল লক্ষ্য হল পূর্ণ বিশ্রাম নেওয়া আর প্রাণশক্তি পুনরুদ্ধার করা। পিএসজির বিপক্ষে ম্যাচটি শীর্ষ পর্যায়ের লড়াই হবে। আমরা সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।”
bottom-logo

ফুটবল

‘ইউরোপিয়ান ফুটবলই অভিজাত শ্রেণি’, বায়ার্নের কাছে হেরে স্বীকারোক্তি ফ্লামেঙ্গো কোচের

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

৩০ জুন ২০২৫, ৫:৪৫ পিএম

news-details

চলমান ক্লাব বিশ্বকাপে চমকের জন্ম দিয়ে অপরাজিত থেকে গ্রুপ পর্ব পার করেছিল ব্রাজিলিয়ান ক্লাবগুলো। সমানে সমান লড়ছিল ইউরোপের শীর্ষ ক্লাবের সাথে। তবে শেষ ১৬-তে বায়ার্ন মিউনিখের কাছে হেরে বিদায় নিতে হয়েছে এর আগে দুর্দান্ত ফুটবল খেলা ফ্লামেঙ্গো। ম্যাচের পর ব্রাজিলের ক্লাবটির কোচ ফিলিপে লুইস অকপটে স্বীকার করলেন, এখনও ফুটবলের অভিজাত শ্রেণি ইউরোপই।


রোববারের ম্যাচে বায়ার্ন মাত্র ১০ মিনিটের মধ্যে দুটি গোল করে চাপে ফেলে দেয় ফ্লামেঙ্গোকে। এরপর ব্রাজিলিয়ান ক্লাবটি দুইবার ব্যবধান কমাতে সক্ষম হলেও পুরো ম্যাচেই আধিপত্য ছিল বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের। শেষ পর্যন্ত বায়ার্ন জেতে ৪-২ গোলে।


আরও পড়ুন

পিএসজিকে কেইনের হুঁশিয়ারি, ‘যেকোনো দলকেই হারাতে পারে বায়ার্ন’ পিএসজিকে কেইনের হুঁশিয়ারি, ‘যেকোনো দলকেই হারাতে পারে বায়ার্ন’


ম্যাচের পর সাবেক ব্রাজিল লেফট-ব্যাক লুইস। 

“তারা (ইউরোপিয়ান ক্লাব) আপনার ওপর যে পরিমাণ চাপ সৃষ্টি করে, সেটা অসাধারণ। তারা ৮-১০ জন নিয়ে একযোগে আক্রমণে আসে। যোগ্য দল হিসেবে জিতেছে তারা। আমাদের পরিকল্পনা ভালোই ছিল, আমরা সুযোগ তৈরি করেছি, কিন্তু তারা আমাদের চেয়ে ভালো খেলেছে। তবে মনে রাখতে হবে, আমরা খেলছি ফুটবলের অভিজাতদের বিপক্ষে। ভিনিসিয়ুস জুনিয়র যদি (ফ্লামেঙ্গো থেকে) রিয়াল মাদ্রিদে না যেত, তাহলে হয়ত বিশ্বের সেরা খেলোয়াড় এখন আমাদের দলেই থাকত।"


প্রথমবারের মতো ৩২ দলের ক্লাব বিশ্বকাপে ইউরোপিয়ান ক্লাবগুলোর আধিপত্য প্রত্যাশিতই ছিল। তবে গ্রুপ পর্বে কিছুটা হোঁচট খায় তারা। অন্যদিকে সবগুলো ব্রাজিলিয়ান ক্লাবই নকআউট পর্বে জায়গা করে নেয় অপরাজিত থেকে, উপহার দেয় উপভোগ্য ফুটবল। তবে ফ্লামেঙ্গোকে বিদায় করে বায়ার্ন আবারও ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের বাস্তবতা ফিরিয়ে এনেছে বলে ধারণা করা হচ্ছে।

আর এই ধারণার সাথে অমত করছেন না ফ্লামেঙ্গো কোচও। 

“দক্ষিণ আমেরিকার খেলোয়াড়রা চায় ফুটবলের অভিজাত অংশ হতে, এবং তারা সেটাই করে। তবে বাস্তবতা হলো, ইউরোপেই এখন সেরা খেলোয়াড়েরা খেলে। আমাদের দলেও ব্রাজিলিয়ান তারকা আছে, কিন্তু তাদের দলে সেরা সব ব্রাজিলিয়ানরাই খেলছে। এটাই বাস্তবতা।”


আরও পড়ুন

‘রিইউনিয়ন’ ম্যাচে মেসির জার্সি-বুট পেয়ে উচ্ছ্বসিত দেম্বেলে ‘রিইউনিয়ন’ ম্যাচে মেসির জার্সি-বুট পেয়ে উচ্ছ্বসিত দেম্বেলে


তবে বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি এই প্রসঙ্গে কিছুটা ভিন্নমত পোষণ করেছেন। 

“আমার মনে হয় না এটা এত সরল একটা বিষয়। দক্ষিণ আমেরিকা থেকেই কিন্তু অনেক ভালো ফিনিশার এসেছে। ওদের রক্তেই ফুটবল মিশে আছে। আর ওখান থেকে এসেছে বিশ্বের দারুণ সব কৌশলী কোচ, যেমন মার্সেলো বিয়েলসা…এমনকি ফিলিপে লুইস নিজেও একজন দুর্দান্ত কোচ।”
bottom-logo

ফুটবল

‘রিইউনিয়ন’ ম্যাচে মেসির জার্সি-বুট পেয়ে উচ্ছ্বসিত দেম্বেলে

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

৩০ জুন ২০২৫, ৪:৫৬ পিএম

news-details

বাস্তবিকভাবেই পিএসজির সামনে ইন্টার মায়ামির সুযোগ ছিল না বললেই চলে। শেষ পর্যন্ত হয়েছেও তাই৷ সাবেক ক্লাবের বিপক্ষে নিজ দলের মত মলিন ছিলেন লিওনেল মেসিও। তবে মাঠের লড়াই শেষে সাবেক সতীর্থদের সাথে আর্জেন্টাইন তারকার আবেগঘন পুনর্মিলনও হয়ে উঠেছিল এই ম্যাচের আলোচিত দিক। আর তাতে মেসির জার্সি-বুট সব বিনিময় করে আনন্দের সীমা নেই উসমান দেম্বেলের।


শেষ ১৬-এর ম্যাচে রোববার পিএসজি জেতে ৪-০ গোলে। কিছু ঝলক দেখালেও মেসি তেমন কিছু করতে পারেননি। তবে দুই মৌসুম খেলার সুবাদে ফরাসি ক্লাবটির অনেকের সাথেই রয়েছে তার সখ্যতা। তবে সবচেয়ে বেশি ভালো সম্পর্ক দেম্বেলের সাথে, যার সাথে তিনি বার্সেলোনায় খেলেন চারটি বছর।


আরও পড়ুন

‘ইউরোপিয়ান ফুটবলই অভিজাত শ্রেণি’, বায়ার্নের কাছে হেরে স্বীকারোক্তি ফ্লামেঙ্গো কোচের ‘ইউরোপিয়ান ফুটবলই অভিজাত শ্রেণি’, বায়ার্নের কাছে হেরে স্বীকারোক্তি ফ্লামেঙ্গো কোচের


ম্যাচ শেষে মেসি প্রথমে জার্সি বদল করেন সাবেক পিএসজি সতীর্থ হাকিমির সাথে। আর দেম্বেলের জন্য বরাদ্দ রাখেন তার পরিহিত জার্সি, শর্টস ও বুট, যা পরে তুলে দেন সাবেক বার্সেলোনা সতীর্থের হাতে।


সামাজিক মাধ্যমে মেসির সাথে ছবি পোস্ট করে উচ্ছ্বসিত দেম্বেলে লিখেন, 

“আবারও আপনার সাথে দেখা হয়ে ভালো লাগল, মেসি – সর্বকালের সেরা খেলোয়াড়। আশা করি আপনি ইন্টার মায়ামির হয়ে এই ক্লাব বিশ্বকাপের মতোই ইতিহাস গড়ে যাবেন।”


প্রতিক্রিয়া জানিয়েছেন পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। মেসিকে আলিঙ্গন করার একটি আবেগময় ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে লেখেন, “পুরনো বন্ধুদের দেখা পেলে সবসময় ভালোই লাগে।”


আর লুকাস হার্নান্দেজ ইনস্টাগ্রামে মেসির সাথে একটি ছবি দিয়ে লিখেছেন, “কিংবদন্তি”

bottom-logo

ফুটবল

যারা ক্লাব বিশ্বকাপে নেই, তারাই সমালোচনা করছে : গার্দিওলা

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

৩০ জুন ২০২৫, ২:১৫ পিএম

news-details

ব্যস্ত একটি মৌসুম শেষের পর আন্তর্জাতিক বিরতি, ঠিক এরপরই ইউরোপের ক্লাবগুলোকে নেমে পড়তে হয়েছে চলমান ক্লাব বিশ্বকাপে। ফলে খেলোয়াড়দের থাকতে হচ্ছে বিশ্রামহীন, যা বাড়িয়ে দিতে পারে চোটের সম্ভাবনা। এসব নিয়ে সমালোচনায় আপত্তি নেই পেপ গার্দিওলার। তবে ম্যানচেস্টার সিটি কোচ এটাও মনে করেন, যারা এই টুর্নামেন্টে নেই, তারা অন্যদের নিয়ে ঈর্ষান্বিত।


৩২ দলের ক্লাব বিশ্বকাপ এবারই হচ্ছে প্রথমবার। সম্প্রতি এই প্রতিযোগিতা নিয়ে সমালোচনার ঝড় তুলেছেন সাবেক লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ, যিনি এখন বর্তমানে রেড বুলের গ্লোবাল সকার প্রধানের দায়িত্বে আছেন। তিনি এই টুর্নামেন্টকে ‘অপ্রয়োজনীয় প্রতিযোগিতা’ বলে উল্লেখ করেন, এবং এটির আয়োজনকে বলেন ফুটবল ইতিহাসের সবচেয়ে বাজে সিদ্ধান্ত।


আরও পড়ুন

ক্লাব বিশ্বকাপ থেকে বিদায়েও মায়ামির পারফরম‍্যান্সে গর্বিত মেসি ক্লাব বিশ্বকাপ থেকে বিদায়েও মায়ামির পারফরম‍্যান্সে গর্বিত মেসি


রোববার এক সংবাদ সম্মেলন ক্লপের সাথে সুর মেলান গার্দিওলা। এরপর অবশ্য দেন ভিন্নমতও। 

“আমি জানি উনি (ক্লপ) কোন চিন্তা থেকে কথাটা বলছেন। আমি তাকে সম্মান করি। তবে সত্যি বলতে, অনেক ক্লাবই এই প্রতিযোগিতা নিয়ে অভিযোগ করছে, কারণ তারা এখানে খেলতে পারছে না। কিন্তু তারা যদি এখানে থাকত, তাহলে তারা হয়তো খুব খুশিই হতো। কারণ এখানে তাদের মিডিয়া থাকত, সমর্থক থাকত, টাকা-পয়সাও পেত।”


গত মৌসুমে শিরোপাহীন সিটি বেশ ভুগেছে চোটের সাথে। ক্লাব বিশ্বকাপে গার্দিওলার দল সোমবার আল হিলালের বিপক্ষে খেলবে কোয়ার্টার ফাইনালে জায়গা পাওয়ার জন্য। এরই মধ্যে দুই সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করা সিটি যদি ফাইনাল পর্যন্ত যায়, তাহলে তাদের পথচলা চলবে ১৩ জুলাই পর্যন্ত৷ অন্যদিকে প্রিমিয়ার লিগের আগামী মৌসুম শুরু হচ্ছে আগামী ১৫ আগস্ট। প্রস্তুতির জন্য সময় বলতে গেলে পাওয়াই যাবে না।


আরও পড়ুন

অবসর নিয়ে অনিশ্চয়তায় জোকোভিচ অবসর নিয়ে অনিশ্চয়তায় জোকোভিচ


গার্দিওলার আশঙ্কা, ক্লাব বিশ্বকাপের ধকল ভোগাতে পারে মৌসুমের যেকোনো সময়েই। 

“এটা তো বলার অপেক্ষা রাখে না যে, কোচ হিসেবে এটা মোটেও আদর্শ পরিস্থিতি নয়। আমি যদি পরের মৌসুমের জন্য দুই মাস প্রস্তুতির সময় পেতাম, সেটা তো দারুণ হতো। আমি ঠিক জানি না খেলোয়াড়দের ওপর এর কেমন প্রভাব পড়বে। এমন হতে পারে যে নভেম্বর-ডিসেম্বরে আমরা শেষ হয়ে যাব। হতে পারে এই বিশ্বকাপই আমাদের ধ্বংস করে দেবে। আমরা সবাই প্রথমবার এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি, তাই এখনই কিছু বলা কঠিন।”
bottom-logo

ফুটবল

ক্লাব বিশ্বকাপ থেকে বিদায়েও মায়ামির পারফরম‍্যান্সে গর্বিত মেসি

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

৩০ জুন ২০২৫, ১:৪২ পিএম

news-details

খুব একটা প্রত্যাশা ছিল না দলটির কাছে। সেটা মেনেই গ্রুপ পর্ব পার হওয়ার পর পিএসজির কাছে বড় পরাজয়ে ক্লাব বিশ্বকাপের যাত্রা আগেভাগেই থেমেছে ইন্টার মায়ামির। এভাবে বিদায় নিলেও খুব একটা আক্ষেপ নেই দলটির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির। বরং দলের পারফরম‍্যান্স নিয়ে গর্বিত আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।


আল আহলির সাথে গোলশূন‍্য ড্র দিয়ে মায়ামি শুরু করেছিল ক্লাব বিশ্বকাপ মিশন। প্রথম ম‍্যাচে খুব একটা আশানুরূপ পারফরম‍্যান্স না দেখাতে পারলেও দ্বিতীয় ম‍্যাচে মেসির জাদুতে পোর্তোকে ২-১ গোলে হারিয়ে চমক দেখায় তারা। নিজেদের শেষ ম‍্যাচেও জয়ের পথে ছিল মায়ামি। তবে শেষ ১০ মিনিটে দুই গোল হজম করে ড্র নিয়ে মাঠ ছাড়ে মেসিরা। তাতে গ্রুপ রানার্সআপ হয়েই জায়গা করে নেয় শেষ ষোলোতে, যেখানে প্রতিপক্ষ হিসেবে তারা পায় ইউরোপ সেরা পিএসজিকে। হেসেখেলেই রোববারের ম্যাচে তারা জেতে ৪-০ গোলে।


নিজের সাবেক ক্লাবের বিপক্ষে বর্তমান ক্লাবের এমন পারম‍্যান্সে আক্ষেপ নেই মেসির, বরং বাস্তবতা মেনে দলের পারফরম‍্যান্সকে সামাজিক যোগাযোগ মাধ‍্যমে এক পোস্টে সাধুবাদ জানিয়েছেন। 

“বর্তমান চ‍্যাম্পিয়নস লিগের চ‍্যাম্পিয়নদের সঙ্গে হেরে আজকে আমাদের ক্লাব বিশ্বকাপের যাত্রা থেমেছে। এই দলে অনেক ফুটবলার আছে, যাদের খেলা আমি উপভোগ করি, যাদেরকে দেখে আমার বেশ ভালো লেগেছে। আমরা গর্ব নিয়েই মাঠ ছেড়েছি, শেষ ষোলোতে খেলার যে লক্ষ‍্য ছিল, আমরা সেটা পূরণ করতে পেরেছি।”


ক্লাব বিশ্বকাপের হতাশা কাটিয়ে মেসির নজর এখন নতুন মৌসুমের দিকে। “এখন আমাদের সব নজর থাকবে এমএলএস ও অন‍্য প্রতিযোগিতায়।”


এমএলএসে গেল বার ইস্টার্ন কনফারেন্সে চ‍্যাম্পিয়ন হয়েছিল মায়ামি। এবার অবশ‍্য বেশ পিছিয়ে আছে তারা, ১৬ ম‍্যাচে ৮ জয় আর ৫ ড্র তে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে তারা।

bottom-logo