
ম্যাচের পাঁচ মিনিটেই লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন চেলসির গোলরক্ষক। এরপর প্রথামার্ধের যোগ করা সময়ে একই পরিণতি হলো ম্যানচেস্টার ইউনাইটেডের ক্যাসেমিরোর। দুই জায়ান্ট ইংলিশ ক্লাবের ১০ জনের লড়াইয়ে শেষ পর্যন্ত নিজেদের পক্ষেই ফল আনলেন রেড ডেভিলরা।
ইংলিশ প্রিমিয়ার লিগে লাল কার্ডময় এক ম্যাচে চেলসিকে ২-১ গোল হারাল ম্যান ইউ। প্রথমে ব্রুনো ফার্নান্দেজের গোলের পর ব্যবধান দ্বিগুন করেন ক্যাসেমিরো। শেষ দিকে চেলসির হয় এক গোল শোধ করেন ট্রিবোহ চালোবা।
আরও পড়ুন
| আরেক হ্যাটট্রিকে ছুটছেন কেইন |
|
আগের মৌসুমের ধারাবাহিকত ধরে রেখে নতুন মৌসুমেও জিততে ভুলে যাওয়া ম্যান ইউর জন্য এই জয় বেশ স্বস্তি হয়েই এল। পাঁচ ম্যাচে মৌসুমের দ্বিতীয় জয়ে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার নয়ে আছে রুবেন আমোরিমের দল। অন্যদিকে সমান ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে ছয় নম্বরে চেলসি।
ম্যান ইউর মাঠ ওল্ড ট্যাফোর্ডে শুরুতেই বড় ধাক্কা খায় চেলসি। সফরকারীদের গোলকিপার রবার্ত সানচেজ ম্যাচের মাত্র পাঁচ মিনিটেই লাল কার্ড দেখেন। ইউনাইটেড ফরোয়ার্ড ব্রায়ান এমবেউমোকে ট্যাকল করে সরাসরি লাল কার্ড দেখেন তিনি। প্রিমিয়ার লিগ ইতিহাসে দ্রুততম লাল কার্ডের ঘটনা এটি। এরপর মাত্র সাত মিনিটের মাথায় ইউনাইটেডকে এগিয়ে দেন ব্রুনো ফার্নান্দেস। বিরতির আট মিনিট আগে কাছ থেকে হেড করে ব্যবধান দ্বিগুণ করেন ক্যাসেমিরো।
আরও পড়ুন
| ৫ ম্যাচ, ৫ জয়, ৫ গোল—এমবাপে-রিয়ালের অদম্য যাত্রা চলছেই |
|
দুই গোলের এই লিড নিয়ে ইউনাইটেড প্রথমার্ধ শেষ করলেও বিরতির ঠিক আগেই হোঁচট খেতে হয়। প্রথমার্ধের যোগ করা সময়ের একদম শেষ দিকে সান্তোসকে ফাউল করে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ক্যাসেমিরো।
মাঠে ম্যান ইউর সঙ্গে সদস্য সংখ্যায় সমতা ফিরে পেয়ে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর সুযোগ পায় মারেস্কার চেলসি। তবে দুই গোলে পিছিয়ে থেকে ম্যাচে ফেরার চেষ্টায় বেশ দেরি করে ফেলে চেলসি। ৮০ মিনিটে রিস জেমসের অ্যাসিস্ট থেকে চালোবা দুর্দান্ত এক হেডে ব্যবধান কমান। তবে দ্বিতীয় গোল আর পাওয়া হয়নি চেলসির। তাতে মৌসুমে অপরাজিত যাত্রাও থেমে যায় ব্লুজদের।
No posts available.
৫ নভেম্বর ২০২৫, ৪:১৮ পিএম
৫ নভেম্বর ২০২৫, ৪:০৭ পিএম

সবশেষ মৌসুমের তুলনায় খুব একটা ভালো সময় কাটছে না বার্সেলোনার। ২০২৪-২৫ মৌসুমের সেই ক্ষুরধার বার্সাকে এখন পর্যন্ত দেখা যায়নি। এছাড়া কাতালান ক্লাবটির ফুটবলারদের একের পর এক চোট তো আছেই। আর এমন পরিস্থিতির মধ্যেই নাকি ক্লাবের দায়িত্ব ছাড়ার কথা ভাবছেন কোচ হান্সি ফ্লিক।
স্পেনের সংবাদমাধ্যম
‘এবিসি ফুটবলের’ খবর, বার্সা ছাড়তে চান ফ্লিক। আর এই সিদ্ধান্তের পেছনে নাকি তরুণ তারকা উইঙ্গার লামিন ইয়ামালের ‘ডিসিপ্লিনের ঘাটতি’
প্রভাব রেখেছে। স্প্যানিশ গণমাধ্যমটি জানিয়েছে, সেপ্টেম্বর থেকেই ফ্লিক তাঁর সহকারীদের জানাচ্ছেন যে তিনি ক্লাব ছেড়ে যেতে চান। যদিও এখন পর্যন্ত ক্লাবের ক্রীড়া পরিচালক ডেকো কিংবা সভাপতি জোয়ান লাপার্তার সঙ্গে সরাসরি কিছু বলেননি এই জার্মান কোচ। নিজের কোচিং টিমের সঙ্গে তিনি ভবিষ্যৎ নিয়ে বেশ খোলামেলা আলোচনা করেছেন।
‘ডিসিপ্লনে’ যে ফ্লিক একবিন্দু ছাড়ও দিতে রাজি নন সেটা সবারই জানা। জার্মার কোচের হতাশার অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে ইয়ামালের আচরণ। ক্লাবের মধ্যে ১৮ বছর বয়সী তারকা উঙ্গারের আচারণ নাকি কোচের সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। এল ক্লাসিকোতে হারের পর পুরো দল যখন ক্যাম্পে ফেরার কথা, তখন ইয়ামাল নাকি একাই মিলানে চলে যান।
এছাড়াও প্রায়ই ক্লাবের প্রশিক্ষণ কেন্দ্রে থাকা গলফ-কার্ট বা ‘বাগি’ চালান ইয়ামাল, খেলোয়াড়দের জন্য যা কঠোরভাবে নিষিদ্ধ। বাগি শুধুমাত্র ক্লাবের স্টাফদের কাজের প্রয়োজনে ব্যবহারের কথা, কিন্তু ইয়ামাল যখন খুশি চালাতেন, এমনকি কোনো দুর্ঘটনা এড়াতে এক কর্মীকে তাঁকে অনুসরণ করতেও হতো।
এইসব আচরণে শুধু কোচই নয়, বার্সেলোনার সিনিয়র খেলোয়াড়রাও নাকি ক্ষুব্ধ। রিয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের কয়েক দিন আগে ইয়ামালের কিংস লিগে উপস্থিত হওয়াও তাদের ভালো লাগেনি। এরমধ্যে চোটের কারণে খেলায়ও ঠিকঠাক মনোযোগ দিতে পারছেন না ইয়ামাল। মাঠে তাঁর নিবেদনেও ঘাটতি স্পষ্ট।
এ বছরের মে’তে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত বার্সার সঙ্গে নতুন করেন ফ্লিক। তবে কিছু খেলোয়াড়দের পেশাদারিত্ব ও ঐক্যের ঘাটতি দেখে জার্মান কোচ ক্রমেই বিরক্ত হয়ে পড়েছেন। ফ্লিকের হতাশা শুধু মাঠের ফলাফল নিয়ে নয়, দলীয় সংস্কৃতি নিয়েও। তিনি মনে করছেন, বার্সার ড্রেসিং রুম এখন খ্যাতি, সামাজিক মাধ্যম এবং ব্যক্তিগত স্বার্থে বেশি মনোযোগী হয়ে পড়েছে—যেখানে দলীয় লক্ষ্যগুলো গৌণ হয়ে পড়ছে। গত কয়েক মাস ধরে তিনি এই বিষয়গুলো নিয়ে নিজের সহকারী ও বিশ্লেষকদের সঙ্গে আলোচনা করে তিনি নাকি মনে করছেন দলের এই মানসিকতা ভেতর থেকে পরিবর্তন করা তাঁর পক্ষে হয়তো আর সম্ভব নয়।
২০২৪ সালে বার্সেলোনায় যোগ দিয়ে ক্লাবটিকে ঘরোয়া ‘ট্রেবল’ এনে দেন ফ্লিক। তাঁর কোচিংয়ে সবশেষ মৌসুমে দুর্দান্ত এক দলে পরিণত হয় স্প্যানিশ ক্লাবটি। চলতি মৌসুমে লা লিগায় দুইয়ে আছে বার্সা। লিগে ১১ ম্যাচে তাদের সংগ্রহ ২৫ পয়েন্ট, শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ থেকে পাঁচ পয়েন্ট কম বার্সার। আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগে বেলজিয়ামের ক্লাব ব্রুজের মুখোমুখি হবে তারা।

বাংলাদেশের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ভারত। তবে তালিকায় নেই কিংবদন্তি ফরোয়ার্ড সুনীল ছেত্রীর নাম। কোচ খালিদ জামিলের ২৩ সদস্যের দলে ছেত্রীকে বাদ দেওয়া হয়েছে বলে বুধবার নিশ্চিত করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।
আগামী ১৮ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে হবে বাংলাদেশ-ভারতের এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। ম্যাচটিকে ঘিরে দুটি দেশেই সমর্থকদের মধ্যে রোমাঞ্চ তৈরি হয়েছে। তবে উত্তাপ থাকলেও ভারতের জন্য এটি কেবল নিয়মরক্ষার ম্যাচ। এরই মধ্যে এএফসি এশিয়ান কাপের মূলপর্বের যাওয়ার আশা শেষ তাদের। বাংলাদেশের অবস্থাও নিভু নিভু করছে।
ভারত গত অক্টোবরে সিঙ্গাপুরের কাছে ১–২ গোলে হেরে, ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলে সবার নিচে নেমে গেছে। চার ম্যাচে দুই পয়েন্ট অর্জন তাদের। বাংলাদেশও ২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে। গ্রুপের শীর্ষে হংকং ও সিঙ্গাপুর, যারা আট পয়েন্ট নিয়ে টেবিলে মূল পর্বের দৌড়ে দারুণভাবে টিকে আছে।
২৩ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল আগামীকাল থেকে বেঙ্গালুরুতে অনুশীলন ক্যাম্প শুরু করবে। তারপর ১৫ নভেম্বর তারা ঢাকায় পা রাখবে।
৪১ বছর বয়সী সুনীল ছেত্রী মার্চে বাংলাদেশের বিপক্ষেই আন্তর্জাতিক অবসর ভেঙে মাঠে ফিরেছিলেন। সেই ম্যাচটি শিলংয়ে গোলশূন্য ড্রয়ে শেষ হয়। তবে নতুন কোচ খালিদ জামিল দায়িত্ব নেওয়ার পর ছেত্রীকে সিএএফএ নেশনস কাপে রাখেননি, এবারও রাখেননি দলে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন- ধারণা করা হচ্ছে, এবারই হয়তো ছেত্রীর আন্তর্জাতিক ফুটবলে শেষ অধ্যায়। ভবিষ্যতে বিশেষ পরিস্থিতিতে আবার তাঁকে হয়তো ডাকাও হতে পারে। নতুনদের ওপর আস্থা রাখছেন জামিল। অনূর্ধ্ব–২৩ দলে ডাক পাওয়া মোহাম্মদ সানানও জায়গা পেয়েছেন এই সম্ভাব্য তালিকায়।
ভারতের দল-
গোলকিপার: গুরপ্রীত সিং সান্ধু, ঋত্বিক তিওয়ারি, সাহিল।
ডিফেন্ডার: আকাশ মিশ্র, অনোয়ার আলি, বিকাশ ইউমনাম, হমিংথানমাওইয়া রালতে, মুহাম্মদ উভাইস, প্রমবীর, রাহুল ভেকে, সন্দেশ ঝিঙ্গান।
মিডফিল্ডার: আশিক কুরুনিয়ান, ব্রিসন ফার্নান্দেজ, লালরেমত্লুয়াংগা ফানাই, ম্যাকার্টন লুইস নিকসন, মহেশ সিং নাওরেম, নিখিল প্রভু, সুরেশ সিং ওয়াংজাম।
ফরোয়ার্ড: ইরফান যাদওয়াদ, লালিয়ানজুয়ালা চ্যাংতে, মোহাম্মদ সানান, রহিম আলি, বিক্রম প্রতাপ সিং।

লিভারপুল ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই নিয়মিত চোটের সঙ্গে লড়াই চলছে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের। ২০২৫-২৬ মৌসুমে এ নিয়ে চারবার চোটে পড়েছেন ইংলিশ ডিফেন্ডার। সবশেষ হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে ৩১ দিন মাঠের বাইরে ছিলেন। ফলে রিয়ালের হয়ে অনিয়মিতভাবেই মাঠে নামছেন ২৭ বছর বয়সি এই ডিফেন্ডার।
চ্যাম্পিয়নস লিগের ম্যাচে মঙ্গলবার রাতে সাবেক ক্লাব লিভারপুলের বিপক্ষে মাঠে নামেন আর্নল্ড। মাত্র ১৪ মিনিট (ইনজুরি টাইমসহ) খেলেছেন তিনি। এ সময়ে গোল, অ্যাসিস্ট কিংবা ডুয়েল জিততে না পারলেও সবার মন জয় করে নেন আর্নল্ড। ম্যাচ শেষে তাকে বুকে টেনে নেন আর্নে স্লট।
ম্যাচ শেষে সাবেক শিষ্যকে নিয়ে কথা বলেছেন স্লট। ৪৭ বছর বয়সি এই ডাচ কোচ বলেন,
“সে (আলেকজান্ডার-আর্নল্ড) হেরেছে, যা সত্যিই কঠিন। বুকে জড়িয়ে ‘চালিয়ে যাও’—এই ধরনের কিছু একটা বলেছিলাম তাকে। সত্যি বলতে, ঠিক কী বলেছি, তা এই মুহূর্তে মনে নেই। সে এই ক্লাবের জন্য বিশেষ একজন, আমার জন্যও বিশেষ। তাছাড়া, আর্নল্ড একজন অসাধারণ মানুষ। তাকে আলিঙ্গন করা—এটা আমি প্রতিবারই করব, যখনই তার সঙ্গে দেখা হবে।”
এ সময় রিয়াল মাদ্রিদকে রুখে দেওয়ার গোপন তথ্যও ফাঁস করেন আর্নে স্লট। তিনি বলেন,
“রিয়াল মাদ্রিদ লা লিগায় ২৬টি গোল করেছে, যার ২৪টির অবদান কিলিয়ান এমবাপে ও ভিনিসিয়ুস জুনিয়রের। আমি ছেলেদের বলেছিলাম, যদি জয় চাও তবে এই দুজনকে আটকাও। ছেলেরা তাই করেছে। বিশেষ করে কনর ব্র্যাডলি দারুণভাবে কাজটি করেছে।”

ইসলামিক সলিডারিটি গেমসে চমক জাগিয়ে শুরু করেছে আফগানিস্তানের জাতীয় ফুটসাল দল। সৌদি আরবের রিয়াদে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তারা তাজিকিস্তানকে ৯–৫ গোলে উড়িয়ে দিয়ে অভিযান শুরু করেছে। টানটান উত্তেজনা, দ্রুতগতির আক্রমণ–প্রতি–আক্রমণ আর একের পর এক গোল—সব মিলিয়ে রোমাঞ্চকর এক ম্যাচে দারুণ ফুটবল উপহার দিয়েছে দুই দলই।
খেলার শুরু থেকেই আফগানিস্তান আক্রমণাত্মক কৌশলে এগিয়ে যায়। দ্রুত পাস আদান–প্রদান আর দারুণ সমন্বয়ে তারা তাজিকিস্তানের রক্ষণভাগে চাপ সৃষ্টি করে। ফলও পেতে দেরি হয়নি। প্রথমার্ধেই আফগানিস্তান বেশ কয়েকটি সুযোগ কাজে লাগিয়ে আরামদায়ক লিড নেয়।
বিরতির পর তাজিকিস্তান ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। কয়েকটি দৃষ্টিনন্দন গোলও তোলে তারা। কিন্তু আফগানদের সংগঠিত রক্ষণ আর ধারালো আক্রমণ থামানো যায়নি। শেষ পর্যন্ত ৯–৫ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে আফগানিস্তান।
টুর্নামেন্টে এটি আফগানিস্তানের প্রথম জয়। একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী দলগুলোকে জানিয়ে রাখলো তারা এসেছে শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই। ম্যাচ শেষে আফগানিস্তানের কোচিং স্টাফ খেলোয়াড়দের প্রশংসায় ভাসান। দলটির উন্নত ফিটনেস, কৌশলগত পরিপক্বতা ও ফিনিশিং দক্ষতাকে তুলে ধরেন তারা। পরের ম্যাচেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে মুখিয়ে আছেন খেলোয়াড়রা।
ইসলামিক সলিডারিটি গেমস মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর অংশগ্রহণে আয়োজিত একটি বহু ইভেন্টের আন্তর্জাতিক প্রতিযোগিতা। একে অপরের মধ্যে ঐক্য ও ক্রীড়া–সম্প্রীতি বাড়ানোর লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এর অন্যতম জনপ্রিয় ইভেন্ট ফুটসাল।

ইউরোপা লিগে অ্যাস্টন ভিলার মুখোমুখি হচ্ছে ম্যাকাবি তেল আবিব। ভিলা পার্কে বাংলাদেশ সময় আগামীকাল রাত দু’টায় ইসরায়েলি ক্লাবটির বিপক্ষে মাঠে নামছে ইংলিশ ক্লাবটি।
ইউরোপা লিগের এই ম্যাচ ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। সংঘাতের আশঙ্কায় সর্তক করা হয়েছে স্থানীয় নাগরিকদের। অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় মোতায়ন করা হবে ৭০০-এর বেশি পুলিশ।
শুরুতে ইসরায়েলি ক্লাবটির সমর্থকদের মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে নিরাপত্তার কারণে ম্যাকাবি পরে তাদের টিকিট বরাদ্দ গ্রহণ না করার সিদ্ধান্ত নেয়। ভিলার বিপক্ষে ম্যাচের আগে বিভিন্ন প্রতিবাদ-সমাবেশ হওয়ার সম্ভাবনা আছে। ফলে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের সিনিয়র কর্মকর্তারা অংশগ্রহণকারীদের আচরণ নিয়ে সতর্ক করেছেন।
বার্মিংহাম পুলিশের প্রধান, চিফ সুপারিনটেনডেন্ট টম জয়েস বলেছেন, ‘যে কেউ আইন ভাঙলে, তার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়া হবে, তেমনি যারা ঘৃণা উস্কে দেবে তাদের সঙ্গেও। আমরা বার্মিংহাম সিটি কাউন্সিল, অ্যাস্টন ভিলা ফুটবল ক্লাব এবং অন্যান্য জরুরি পরিষেবাগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি, যাতে এই গুরুত্বপূর্ণ পুলিশিং কার্যক্রম ঠিকঠাক সম্পন্ন করতে পারি।’
অ্যাস্টন ভিলার স্টেডিয়ামের আশেপাশে বাসিন্দা ও ব্যবসায়ীরা আগামীকালের ম্যাচ ঘিরে শঙ্কা প্রকাশ করেছেন। স্টেডিয়ামের আশেপাশে ল্যাম্পপোস্টগুলোতে দেখা গেছে ফিলিস্তিনের পতাকা ।স্থানীয় কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান ফিলিস্তিনের সমর্থনে র্যালির পোস্টারও প্রদর্শন করছে। যেখানে ইসরায়েলকে ইউয়েফা ও ফিফা থেকে স্থগিত করার দাবি জানানো হয়।
স্থানীয় একটি অ্যাকাউন্টেন্সি ফার্মের মালিক আবুল লাসে সংঘাতের শঙ্ক নিয়ে বলেছেন, ‘এখানে অনেকেই উদ্বিগ্ন। আমার জন্য, আমি চাই না ম্যাচটি বন্ধ হোক। তবে ফিলিস্তিনে যা ঘটছে তার কারণে স্থানীয় কিছু বাসিন্দা চান না ম্যাচটি হোক। আপনি অনেক ফিলিস্তিনের পতাকা দেখতে পাবেন, তাই তাদের অনুভূতিও বোঝা যায়।’
অ্যাস্টনের বাসিন্দা আফসার মিয়া জানিয়েছেন, তিনি বৃহস্পতিবারের ‘প্রো-প্যালেস্টাইন’ প্রতিবাদে অংশগ্রহণ করবেন। তিনি মনে করেন সামাজিক কারণে ম্যাচটি অনুষ্ঠিত হওয়া উচিত নয়।
ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবারের ম্যাচটি ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে । এর আগে ২০২৪ সালের ইউরোপা লিগের ডাচ ক্লাব আয়াক্সের বিপক্ষে তেল আবিবের ম্যাচেও সংঘর্ষের ঘটনা ঘটে।