২২ সেপ্টেম্বর ২০২৫, ১:৩৯ পিএম
রেকর্ড কিংবা মাইলফলকে কে না নিজের নাম দেখতে চান ? ইতিহাসে জায়গা পাওয়ার যে আলাদা এক মাহাত্ম আছে। প্রতিপক্ষ দল কিংবা ফুটবলারের রেকর্ডের স্বাক্ষী হওয়াটাও কি গৌরবের ?
ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়া থেকে খুব একটা দূরে নেই ক্রিস্টিয়ানো রোনালদো। পেশাদার ক্যারিয়ারে পর্তূগিজ মহাতারকার গোলসংখ্যা এখন ৯৪৫। তাঁর সহস্রতম গোল ফুটবলের জন্যই নিঃসন্দেহে বড় ঘটনা। আর এই স্বরণীয় মূহূর্ত সরাসরি দেখতে নাকি রোনালদোর প্রতিপক্ষের গোলকিপাররাও মুখিয়ে আছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ট্যাকনিকাল কোচ রেনে মিউলেনস্টিন তেমনটাই যে বলছেন।
ম্যান ইউতে থাকাকালীন রোনালদোদের ট্যাকনিকাল কোচ ছিলেন মিউলেনস্টিন। ডাচ এই কোচ ফুটবল ভিত্তিক এক বেটিং সাইটকে বলেন, ‘১ হাজার গোলের জন্য সে ( রোনালদো) স্বরণীয় হয়ে থাকবে। তবে যদি এটা কোনও নাটকীয় উপায়ে করা যায়, এটা যদি পর্তুগালের হয়ে হয়, যদি তার কাছে সেটা বেছে নেওয়ার সুযোগ থাকতো, তাহলে সম্ভবত বলতেন, “হ্যাঁ, চল এটা পর্তুগালের হয়েই করি।”
আরও পড়ুন
ব্যালন ডি অর অনুষ্ঠানে পিএসজিকে নিয়ে অনিশ্চয়তা |
![]() |
যে ম্যাচে ‘সিআর সেভেন’ হাজার গোলের মাইলফলক স্পর্শ করবেন তখন সারা বিশ্ব সেটা দেখবে বলেন মিউলেনস্টিন, ‘আমি বলছি, সারা দুনিয়া দেখবে। একজন গোলকিপার হিসেবে কি সেটা কল্পনা করতে পারছেন? আপনি হয়তো বলটা জালে জড়াতে দিবেন, তাই না? কারণ আপনি সেই গোলকিপার হিসেবে ইতিহাসে স্থান পাবেন যে ক্রিস্টিয়ানোর হাজারতম গোলটা করেছিল।’
আল নাসর তারকা রোনালদোর বয়স এখন ৪০। দলীয় ও ব্যাক্তিগত অজর্নে অনেক আগেই ইতিহাসের সেরাদের কাতারে আছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। ১ হাজার গোল করার পর কি বুটজোড়া তুলে রাখবেন এই কিংবদন্তি ?
মিউলেনস্টিনের মতে সেটা হওয়ার সম্ভাবনাই বেশি, ‘আগামী বছরের বিশ্বকাপে তাকে দেখতে পারাটা দারুণ হবে, যা সম্ভবত তার শেষ বিশ্বকাপ হবে পর্তুগালের হয়ে। আমি বিশ্বাস করি, সে খেলতে থাকবে যতক্ষণ না তার হাজারতম গোলটি হয়। আর সেটাই হতে পারে সেই মুহূর্ত, যখন সে অবসরের সিদ্ধান্ত নেবে।’
আল নাসরের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি আছে রোনলদোর। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে এখনো টগবগে তেজি ঘোড়ার মতো ছুটতে থাকা এই মহাতারকা কোথায় গিয়ে থামেন সেটাই দেখার।
No posts available.
২৭ সেপ্টেম্বর ২০২৫, ৮:১৭ পিএম
২৭ সেপ্টেম্বর ২০২৫, ৪:৪১ পিএম
২৭ সেপ্টেম্বর ২০২৫, ৪:১২ পিএম
চেলসির বিপক্ষে জয়ের পর আবার সেই হারের তেতো স্বাদ পেতে হল ম্যানচেস্টার ইউনাইটেডকে। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ ব্রেন্টফোর্ডের বিপক্ষে ৩-১ গোলে হেরেছে রেড ডেভিলরা। পেনাল্টি মিস করে ম্যান ইউর হতাশা আরও বাড়িয়ে দেন ব্রুনো ফার্নান্দেজ।
মৌসুমের তৃতীয় হারে পয়েন্ট টেবিলের ১২ নম্বরে নেমে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। ৬ ম্যাচে ২ জয়, ২ হার ও ১ ড্রয়ে রুবেন আমোরিমের দলের অর্জন ৭ পয়েন্ট। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে ১১ নম্বরে ব্রেন্টফোর্ড।
আরও পড়ুন
চাকরি হারালেন পটার, নিয়োগ পেলেন নুনো |
![]() |
প্রতিপক্ষের মাঠে শুরুতেই ২-০ গোলে পিছিয়ে পড়ে ম্যান ইউ। ৮ মিনিটে হেন্ডারসনের লম্বা পাসে দৌড়ে গিয়ে বল নিয়ন্ত্রণে নেন ইগার থিয়াগো। এরপর বক্সের বাইরে থেকে দুর্দান্ত ভলিতে বল জালে জড়ান ব্রেন্টফোর্ডের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড থিয়াগো।
২০ মিনিটে জোড়া গোল পূর্ণ করে ব্যবধান ২-০ করেন ব্রেন্টফোর্ড। কেভিন শ্যাডের শট প্রথমবার ম্যান ইউর তুর্কি গোলকিপার আলতে বায়িন্দি ঠেকালেও বল পেয়ে যান থিয়াগো। ফিরতি শটে লক্ষ্যভেদ করেন ২৪ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
ম্যাচ পুরোপুরি হাতছাড়া হওয়ার আগে ২৬ মিনিটে ব্যবধান কমায় ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগে নিজের প্রথম গোলটি করেন বেঞ্জামিন সেসতো। ব্রেন্টফোর্ডের গোলকিপার কাওইমহিন কেলেহার দু’বার আটকে দিলেও তৃতীয় চেষ্টায় বল জালে পাঠান স্লোভেনিয়ান ফরোয়ার্ড।
আরও পড়ুন
মোহামেডানের হার, বসুন্ধরা কিংসের ড্র |
![]() |
৭৬ মিনিটে দলকে সমতায় ফেরানোর দারুণ সুযোগ পান ব্রুনো ফার্নান্দেজ। ব্রায়ান এমবাউমোকে বক্সে ফাউল করেন ব্রেন্টফোর্ডের ডিফেন্ডার নাথান কলিনস। তাতে পেনাল্টির বাঁশি বাজায় রেফারি। ভিএআরেও পেনাল্টি সিদ্ধান্ত বহাল থাকে। এরপর স্পট কিক থেকে বল জালে জড়াতে ব্যর্থ হন ব্রুনো। ডান পাশে নেওয়া পর্তূগিজ মিডফিল্ডারের শট দারুণভাবে রুখে দেন ব্রেন্টফোর্ড গোলরক্ষক।
শেষ দিকে এক পাল্টা আক্রমণে ম্যানচেস্টার ইউনাইটেডের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ম্যাথিয়াস জেনসেন। নিরলস ইয়র্মোলিউক বল বাড়ান জেনসেনের কাছে। ম্যান ইউর গোলকিপার বায়িন্দিরের মাথার ওপর দিয়ে বল জালের মাঝ বরাবর পাঠয়ে ব্যবধান ৩-১ করেন ইউক্রেনিয়ান মিডফিল্ডার।
নতুন মৌসুমে একের পর এক হারে চাকরি হারালেন ওয়েস্ট হ্যাম কোচ গ্রাহাম পটার। মাত্র আট মাস ক্লাবটির দায়িত্ব নিয়ে বরখাস্ত হলেন ইংলিশ। পটারের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন নুনো এসপিরিতো সান্তো। সোমবার ইংলিশ প্রিমিয়ার লিগে এভার্টনের বিপক্ষে ম্যাচে ডাগ-আউটে দেখা যেতে পারে পর্তূগিজ এই কোচকে।
ওয়েস্ট হ্যাম এক বিবৃতিতে জানিয়েছে,
‘বোর্ড গ্রাহাম এবং তার কোচিং স্টাফদের কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাচ্ছে। তাদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছে। নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া চলছে। আপাতত এ বিষয়ে আর কোনো মন্তব্য করা হবে না।’
আরও পড়ুন
মোহামেডানের হার, বসুন্ধরা কিংসের ড্র |
![]() |
প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে ওয়েস্ট হ্যাম। মাত্র তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তাদের অবস্থান ১৯ নম্বরে । ক্লাবের পরিবর্তনের কথা বলে পূর্ব লন্ডনের ক্লাবটি আরও লিখে,
‘প্রিমিয়ার লিগে উন্নতির স্বার্থে যত দ্রুত সম্ভব পরিবর্তন প্রয়োজন বলে আমরা বিশ্বাস করি। গত মৌসুমের দ্বিতীয়ার্ধ থেকে শুরু করে চলতি মৌসুমের শুরু পর্যন্ত ফলাফল ও পারফরম্যান্স প্রত্যাশার সঙ্গে মিলেনি।’
সবশেষ ক্রিস্টল প্যালেসের বিপক্ষে ম্যাচের আগে গণমাধ্যমে বোর্ডের সমর্থন পাওয়ার কথা জানিয়েছিলেন ৫০ বছর বয়সী কোচ পটার। তবে ঘরের মাঠে ওই ম্যাচে হারের পরই তাঁর বিকল্প খোঁজার কাজ শুরু করে ওয়েস্ট হ্যাম।
আরও পড়ুন
ব্যালন ডি অরে হাজারের বেশি পয়েন্ট শুধু দেম্বেলে ও ইয়ামালের |
![]() |
গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়া পটারের অধীনে ২৫ ম্যাচ খেলেছে ওয়েস্ট হ্যাম। এর মধ্যে ক্লাবটি জিতেছে কেবল ছয়টিতে। আগের মৌসুমে ১৪ নম্বরে থেকে শেষ করে ক্লাবটি।
ওয়েস্ট হ্যামের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিতে যাওয়া নুনো এই মৌসুমেই নটিংহ্যাম ফরেস্ট থেকে বরখাস্ত হন। ক্লাবটিতে ২১ মাস দায়িত্ব পালনের পর ২০২৫-২৬ মৌসুমের তিন ম্যাচ শেষেই ৫১ বছর বয়সী কোচকে ছাঁটাই করে নটিংহ্যাম।
নুনো সান্তোর অধীনে গত মৌসুমে প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের ৭ নম্বরে থেকে শেষ করে নটিংহ্যাম। ১৯৯৪-৯৫ মৌসুমের পর যা তাদের সেরা অবস্থান। এছাড়া প্রায় তিন দশক পর প্রথমবারের মতো ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার যোগ্যতাও অর্জন করে ফরেস্ট।
বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) গতকাল আবাহনীকে রুখে চমক দেখায় ১০ জনের রহমতগঞ্জ এমএফএস। আজ পাঁচবারের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকেই রুখে দিয়েছে নবাগত পিডব্লিউডি। আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ফেডারেশন কাপের পর লিগেও দারুণ শুরু পেয়েছে ফর্টিস এফসি।
বসুন্ধরা কিংস অ্যারেনায় মোহামেডানকে ২-০ গোলে হারিয়েছে ফর্টিস। গতকাল মঙ্গলবার ফেডারেশন কাপের ম্যাচে একই মাঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে ১-১ গোলে রুখে দিয়েছিল তারা। মোহামেডানের বিপক্ষে দলের জয়ে দুটি গোলই করেছেন গাম্বিয়ান ফরোয়ার্ড পা ওমর।
গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে পিডব্লিউডির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে বসুন্ধরা কিংস। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকেও জয় নিয়ে ফিরতে পারেনি পাঁচবারের চ্যাম্পিয়নরা।
আক্রমণাত্মক শুরু করা কিংস এগিয়ে যায় ম্যাচের ১৩তম মিনিটে। ফয়সাল আহমেদ ফাহিমের পাস ধরে দোরিয়েলতন গোমেজ নাসিমেন্তো লক্ষ্যভেদ করেন। চ্যালেঞ্জ কাপে মোহামেডানের বিপক্ষে দুই গোলের পর গত মঙ্গলবার ফেডারেশন কাপে ফর্টিসের বিপক্ষে একমাত্র গোলটি করেছিলেন দোরিয়েলতন।
প্রথমার্ধের যোগ করা সময়ে ফাহিমের একক প্রচেষ্টার ব্যবধান দ্বিগুণ করে নেয় কিংস। সতীর্থের থ্রু পাস মাঝমাঠের একটু উপর থেকে ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে ছুটতে থাকেন তিনি। ফাহিমকে আটকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন গোলরক্ষক অনিক আহমেদ। তাঁকে কাটিয়ে নিখুঁত টোকায় জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধের শেষ দিকে দৃশ্যপট বদলে যায় আচমকাই। ৬৮তম মিনিটে আকোবির তুরায়েভের স্পট কিক থেকে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পায় পিডাব্লিউডি। সোহেল রানা বক্সে সোহানুর রহমানকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
চার মিনিট পরই ম্যাচে সমতা ফেরান ফয়সাল আহমেদ আকাশ। পাল্টা আক্রমণে ওঠা মিনহাজুল আবেদিন স্বাধীনের ক্রস থেকে বল পেয়ে আনিসুর রহমান জিকোকে পরাস্ত করেন এই ফরোয়ার্ড। শেষ পর্যন্ত ২-২ গোরে ড্র করে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস ও পিডব্লিউডি।
মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ১-০ গোলে হারিয়ে নতুন মৌসুম শুরু করেছে বাংলাদেশ পুলিশ এফসি।
লামিন ইয়ামালকে টপকে প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ ব্যালন ডি অর পুরস্কার জিতেছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) ফরাসি ফরোয়ার্ড ওসমান দেম্বেলে। চার দিন পর এই পুরস্কারে শীর্ষ ১০ খেলোয়াড়ের ভোটসংখ্যা প্রকাশ করা হয়েছে।
যেখানে দেখা যায়, দেম্বেলের চেয়ে ৩২১ পয়েন্ট কম পেয়েছেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। এই দুজনই শুধু পেয়েছেন ১ হাজারের বেশি পয়েন্ট।
১ হাজার ৩৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে দেম্বেলে। দ্বিতীয় স্থানে থাকা ইয়ামাল পেয়েছেন ১ হাজার ৫৯ পয়েন্ট। ব্যালন ডি অরের ইতিহাসে প্রথমবার এই দুইজন হাজার পয়েন্টের গণ্ডি পেরিয়েছেন।
আরও পড়ুন
হংকং ম্যাচের দলে নতুন মুখ জায়ান, ডাক পাননি কিউবা |
![]() |
তিন নম্বরে ভিতিনহা পেয়েছেন ৭০৩ পয়েন্ট। ৬৫৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন লিভারপুলের ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। আর ৬২০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন বার্সেলোনার ফরোয়ার্ড রাফিনিয়া।
বছরের সেরা ফুটবলারের জন্য দেওয়া হয় মর্যাদাপূর্ণ ব্যালন ডি'অর পুরস্কার। ফ্রান্স ফুটবল এবং ফরাসি ক্রীড়া পত্রিকা লেকিপ- এই দুই সংস্থার সাংবাদিকদের তত্ত্বাবধানে প্রতি বছর তৈরি করা হয় ৩০ জন ফুটবলারের একটি সংক্ষিপ্ত তালিকা।
এই তালিকায় ঢুকতে হলে নির্দিষ্ট সময়ের মধ্যে নজরকাড়া পারফরম্যান্স দেখাতে হয়। এবারের ক্ষেত্রে বিবেচিত সময়কাল ছিল ২০২৪ সালের ১ আগস্ট থেকে ২০২৫ সালের ১৩ জুলাই পর্যন্ত।
আরও পড়ুন
এক বছর নিষিদ্ধ আর্জেন্টিনার ৩ ফুটবলার |
![]() |
এরপর পুরস্কার জয়ের দৌড়ে থাকা ফুটবলারদের মধ্য থেকে বিজয়ী নির্বাচিত করেন বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচিত ক্রীড়া সাংবাদিকরা। পুরুষদের ব্যালন ডি'অরের ক্ষেত্রে ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ ১০০ দেশের একজন করে সাংবাদিক এই ভোটে অংশ নেন।
প্রত্যেক সাংবাদিক ৩০ জন মনোনীত খেলোয়াড় থেকে ১০ জনকে বাছাই করেন। প্রথম অবস্থানের জন্য ১৫ পয়েন্ট, দ্বিতীয় ১২, তৃতীয় ১০, এরপর ক্রমানুসারে কমতে থাকে ৮, ৭, ৫, ৪, ৩, ২ এভাবে দশম অবস্থানের জন্য ১ পয়েন্ট দেওয়া হয়।
সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া খেলোয়াড়কে দেয়া হয় ব্যালন ডি'অর। যদি একাধিক খেলোয়াড় সমান পয়েন্ট পান তাহলে প্রথমে দেখা হয় কে বেশি প্রথম স্থান পেয়েছেন। যদি সেটিও সমান হয় তাহলে দ্বিতীয় স্থান, তারপর তৃতীয় স্থান এভাবে ধাপে ধাপে সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন
মেসির আবেগঘন বার্তা, তোমার খেলা উপভোগ করা বিশেষ সৌভাগ্য বুসি |
![]() |
সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে দেম্বেলে ৩৫ গোলের পাশাপাশি সহায়তা করেন ১৬ গোলে। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়নস লিগে ১৪ গোলে অবদান রাখেন দেম্বেলে। এক হ্যাটট্রিকসহ নিজে করেন ৮ গোল, সতীর্থদের দিয়ে করান ৬ গোল। পুরো মৌসুমে ৪৮টি গোলের সঙ্গে জড়িয়ে থাকেন দেম্বেলে।
২০২৫ ব্যালন ডি অর ভোটিং পয়েন্ট চূড়ান্ত তালিকা
১. ওসমান দেম্বেলে (প্যারিস সেইন্ট জার্মেই) – ১,৩৮০ পয়েন্ট
২. লামিন ইয়ামাল (বার্সেলোনা) – ১,০৫৯ পয়েন্ট
৩. ভিতিনহা (প্যারিস সেন্ট-জার্মেইন) – ৭০৩ পয়েন্ট
৪. মোহামেদ সালাহ (লিভারপুল) – ৬৫৭ পয়েন্ট
৫. রাফিনহা (বার্সেলোনা) – ৬২০ পয়েন্ট
৬. আশরাফ হাকিমি (প্যারিস সেইন্ট জার্মেই) – ৪৮৪ পয়েন্ট
৭. কিলিয়ান এমবাপ্পে (প্যারিস সেইন্ট জার্মেই) – ৩৭৮ পয়েন্ট
৮. কোল পামার (চেলসি) – ২১১ পয়েন্ট
৯. জিয়ানলুইজি দোনারুম্মা (প্যারিস সেইন্ট জার্মেই) – ১৭২ পয়েন্ট
১০. নুনো মেন্ডেস (প্যারিস সেইন্ট জার্মেই) – ১৭১ পয়েন্ট
অক্টোবরে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে হোম-অ্যাওয়ে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। আগামী সোমবার থেকে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। প্রধান কোচ হাভিয়ের কাবরেরা হংকং ম্যাচের জন্য ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড তৈরি করেছেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে ক্যাম্পে ডাক পাওয়া ফুটবলারদের সংশ্লিষ্ট ক্লাবকে খেলোয়াড় ছেড়ে দেওয়ার জন্য চিঠি দিয়েছে বাফুফে।
আরও পড়ুন
ফুটবল মাঠ থেকে ব্যবসার বাজার, রোনালদোর বিস্ময়কর আয় |
![]() |
২৮ জনের স্কোয়াডে নতুন মুখ যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ। সদ্য শেষ হওয়া এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে ভিয়েতনামে দারুণ পারফরম্যান্স করে সিনিয়র দলেও ডাক পেয়েছেন জায়ান।
স্কোয়াডে সর্বোচ্চ ১১ জন বসুন্ধরা কিংসের। আবাহনী ও মোহামেডান থেকে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচজন করে ফুটলার ডাক পেয়েছেন ক্যাম্পে। ব্রাদার্স ইউনিয়ন, ফর্টিস এফসি, পিডব্লিউডি থেকে একজন করে, পাশাপাশি ঘরোয়া লিগের বাইরে খেলা চার ফুটবলার রয়েছেন স্কোয়াডে।
আরও পড়ুন
মেসির আবেগঘন বার্তা, তোমার খেলা উপভোগ করা বিশেষ সৌভাগ্য বুসি |
![]() |
বাফুফে থেকে বসুন্ধরা কিংসকে দেওয়া চিঠিতে ১১ ফুটবলারের মধ্যে নেই ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেলের নাম। গত জুন-জুলাই ফিফা উইন্ডোতে বাংলাদেশের হয়ে খেলার জন্য অনেক আলোচনা ছিল তাঁকে নিয়ে।
কিউবা এখন বসুন্ধরা কিংসের খেলোয়াড়। এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টে ভিয়েতনামেও খেলেছেন। কিন্তু কাবরেরার তালিকায় কিউবার না থাকাটা বিস্ময়ই বটে!
সেপ্টেম্বর উইন্ডোতে নেপারে বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আসেননি হামজা চৌধুরী ও শমিত সোম। তবে এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে এই দুজনেই খেলবেন। ক্যাম্পে ডাক পেয়েছেন ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলাম।
আরও পড়ুন
এক বছর নিষিদ্ধ আর্জেন্টিনার ৩ ফুটবলার |
![]() |
২৮ জনের সম্ভাব্য স্কোয়াড (ক্লাবের কাছে পাঠানো চিঠির প্রেক্ষিতে)
বসুন্ধরা কিংস: মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মণ, সাদ উদ্দিন, তারিক কাজী, তাজ উদ্দিন, হৃদয়, সোহেল রানা, মো. সোহেল রানা, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন
মোহামেডান: সুজন হোসেন, মেহেদী হাসান, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, সুমন রেজা
আবাহনী: মিতুল মারমা, ইব্রাহীম, আল আমিন, কাজেম শাহ, মোরসালিন
ব্রাদার্স ইউনিয়ন: জামাল ভূঁইয়া
ফর্টিস: আব্দুল্লাহ ওমর সজীব
পিডব্লিউডি: আরমান ফয়সাল আকাশ
লেস্টার সিটি: হামজা চৌধুরী
কাভারলি এফসি: শমিত সোম
অলবিয়া কালসিও: ফাহমিদুল ইসলাম
জর্জ ম্যাশন বিশ্ববিদ্যালয়: জায়ান আহমেদ