
মৌসুম এখনও মাঝপথে থাকলেও আগামী মৌসুমের দল গঠন নিয়ে কাজ শুরু করেছে বার্সেলোনা। কাতালান ক্লাবটির পছন্দের তালিকার শীর্ষে উঠে এসেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজের নাম।
বয়স ও আর্থিক বিবেচনায় রবার্ট লেভানডফস্কির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় আক্রমণভাগে পরিবর্তনের পরিকল্পনা করছে বার্সেলোনা। আগস্টে ৩৮ বছরে পা দেবেন এই পোলিশ স্ট্রাইকার, পাশাপাশি উচ্চ পারিশ্রমিম ও চোটের ঝুঁকিও ভাবাচ্ছে বার্সাকে।
এই বাস্তবতায় আর্জেন্টিনার আক্রমণভাগের অন্যতম নির্ভরযোগ্য নাম আলভারেজকে আদর্শ বিকল্প হিসেবে দেখছেন কোচ হান্সি ফ্লিক ও স্পোর্টিং ডিরেক্টর ডেকো।
যদিও চলতি মৌসুমে আতলেতিকো মাদ্রিদে ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে পারেননি আলভারেজ। তবে বার্সেলোনার কর্মকর্তারা মনে করছেন, আলভারেজের খেলার ধরন ক্লাবের পরিকল্পনার সঙ্গে মানানসই।
আলভারেজকে দলে ভেড়ানো অবশ্য সহজ হবে না। ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডকে পেতে বার্সেলোনাকে প্রায় ১০০ মিলিয়ন ইউরো খরচ করতে হতে পারে। ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের ১:১ নিয়মে ফিরতে পারলেই কেবল এমন বড় চুক্তিতে যেতে পারবে ক্লাবটি।
No posts available.
১৭ জানুয়ারি ২০২৬, ৬:২৯ পিএম
১৭ জানুয়ারি ২০২৬, ৬:১৫ পিএম
১৭ জানুয়ারি ২০২৬, ৫:০০ পিএম
১৭ জানুয়ারি ২০২৬, ৪:৪৮ পিএম

দুর্বিষহ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটি কালেভদ্রেই এমন কঠিন সময় দেখেছে। প্রিয় ক্লাবের এমন দুর্দশা দেখে ভালো নেই ক্লাবটির সমর্থকরাও। অনেকে মনমরা, অনেকে আবার বেজায় চটে আছেন। সব রাগ-ক্ষোভ উগরে দিতে মাঠে নিজেদের ফুটবলারদেরই দুয়োধ্বনি দিতে কোনো কাপর্ণ্য করছে না তারা।
তবে এবার নিজেদের ক্লাবের সমর্থকদের লাগাম টেনে ধরার সিদ্ধান্ত নিয়েছে রিয়াল মাদ্রিদ। দর্শকদের রোষানল থেকে ভিনিসিয়ুস জুনিয়র-কিলিয়ান এমবাপেদের বাঁচাতে অন্যরকম এক ঘোষণা দিল স্প্যানিশ জায়ান্টরা।
আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় লেভান্তের মুখোমুখি হবে রিয়াল। জাবি আলোনসোকে বরখাস্ত করার পর আজ প্রথমবারের মতো সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরছে রিয়াল মাদ্রিদ। নিজেদের এই ম্যাচের আগে বেশ দুশ্চিন্তায় স্বাগতিকরা। ক্লাবটি আশঙ্কা করছে বার্নাব্যুর গ্যালারিতে আবারও জোরালো দুয়োধ্বনি শোনা যেতে পারে। এর আগে শুধু ভিনি কিংবা এমবাপেকে উদ্দেশ্য করে শিশ আর দুয়োধ্বনি দিলেও এবার সেটা ক্লাবের বিরুদ্ধেও হতে পারে। বিষয়টি বিবেচনায় রেখেই লেভান্তের বিপক্ষে ম্যাচের আগে সমর্থকদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ।
স্প্যানিশ রেডিও কাদেনা সের–এর প্রতিবেদনে বলা হয়েছে, সমর্থকদের আচরণ নিয়ে কড়া অবস্থান নিয়েছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ—বিশেষ করে ‘গ্রাদা দে আনিমাসিওন’ স্ট্যান্ডকে লক্ষ্য করে।
জানা গেছে, ম্যাচ চলাকালে এই অংশের সমর্থকদের ওপর কঠোর নজরদারি চালানো হবে বলে ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।
নির্দেশনাটি একেবারেই স্পষ্ট ও আপসহীন। ম্যাচ শেষে স্ট্যান্ডটির নিরাপত্তা ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করবে ক্লাব।
জারি করা চূড়ান্ত সতর্কবার্তায় বলা হয়েছে, গ্রাদা দে আনিমাসিওনের যেকোনো সদস্য যদি ক্যামেরায় দলকে উদ্দেশ করে দুয়োধ্বনি দিতে ধরা পড়েন, তাহলে তাকে ওই সেকশন থেকে নিষিদ্ধ করা হবে।
স্টেডিয়ামের প্রধান সমর্থক গ্যালারিতে কোনো ধরনের নেতিবাচকতা সহ্য না করার নীতিই নিয়েছে রিয়াল মাদ্রিদ। নির্দিষ্ট এই সমর্থকদের উদ্দেশে ক্লাবের বার্তাটি ছিল একেবারেই সরাসরি—
'যাদের দুয়োধ্বনি দেওয়ার ইচ্ছা আছে, তারা স্টেডিয়ামের বাইরে গিয়ে তা করুক।'
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভিনিসিউস জুনিয়রের বিরুদ্ধে শিসের শব্দ এবং জাবি আলোনসোর বরখাস্তকে কেন্দ্র করে সমর্থকদের অস্থিরতা আরও বেড়েছে। এমন পরিস্থিতিতে প্রশাসন মরিয়া হয়ে চাইছে, ‘গ্রাদা’ যেন প্রতিবাদের মঞ্চ নয়, বরং জোরালো সমর্থনের উৎস হিসেবেই থাকে।
পুরো স্টেডিয়াম নিয়ন্ত্রণ করা সম্ভব না হলেও, সবচেয়ে সংগঠিত সমর্থক গোষ্ঠীতে ভিন্নমত দমনে আক্রমণাত্মক অবস্থান নিয়েছে ক্লাব।
২০২৫-২৬ মৌসুমে এরমধ্যেই দুটি শিরোপার লড়াই থেকে ছিটকে যাওয়া রিয়াল লিগে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা থেকে পিছিয়ে। ১৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লস ব্লাঙ্কোসরা। শীর্ষে থাকা বার্সা থেকে ৪ পয়েন্ট পিছিয়ে তারা। গত কদিন দিনে তৈরি হওয়া তীব্র চাপ থেকে খানিকটা রেহাই পেতে জয়ের কোনো বিকল্প নেই আলভেরো আরবেলোয়ার দলের।

সাফ নারী ফুটসালে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে জয় তুলে নেয় বাংলাদেশ। সাবিনা খাতুনরা ওই ম্যাচে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে আজ ভুটানকে মোকাবিলায় মাঠে নামেন। তবে নাটকীয়তায় ঠাসা ম্যাচে হার এড়িয়ে ড্রয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে সাইদ খোদারাহমির শিষ্যরা।
ব্যাংককের ননথাবুরি হলে ভুটানের বিপক্ষে আজ এক পর্যায়ে হারের শঙ্কায় থাকলেও ঘুরে দাঁড়িয়ে ৩-৩ গোলের ড্র করেছেন বাংলাদেশ। বাংলাদেশের হয়ে গোল করেন সুমাইয়া মাতসুশিমা, মাসুরা পারভীন ও সাবিনা। আগের ম্যাচেও জোড়া গোল করেছিলেন সাবিনা।
এদিন পঞ্চম মিনিটেই গোল হজম করে বসে বাংলাদেশ। জামিয়াং চোডেনের গোলে এগিয়ে যায় ভুটান। দুই মিনিট পরই দূরপাল্লার শটে বাংলাদেশকে সমতায় ফেরান সুমাইয়া।
দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে সোনম লাহমের গোলে আবারও পিছিয়ে পড়ে বাংলাদেশ। এর কিছুক্ষণ পর গোলকিপারের ভুল পজিশনের সুযোগ নিয়ে সোনম নিজের দ্বিতীয় গোলটি করলে ১-৩ ব্যবধানে পিছিয়ে পড়ে খোদারাহমির দল।
ম্যাচ যখন হাতছাড়া হওয়ার উপক্রম, তখন ত্রাতা হয়ে আসেন অধিনায়ক সাবিনা। নির্ধারিত সময়ের ৫ মিনিট আগে ড্রিবলিংয়ে প্রতিপক্ষকে পরাস্ত করে ব্যবধান কমান তিনি। এর কিছুক্ষণ পরই মাঝমাঠ থেকে বল কেড়ে নিয়ে একক প্রচেষ্টায় সমতাসূচক গোলটি করেন ডিফেন্ডার মাসুরা।
দুই ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ পয়েন্ট। রাউন্ড রবিন লিগের তৃতীয় ম্যাচে আগামী সোমবার নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

২০২১ সালে দ্বিতীয় দফায় রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকে এখনও কোনো ক্লাব বা দলের দায়িত্ব নেননি জিনেদিন জিদান। ফরাসি কিংবদন্তির কোচিং ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটতে চলেছে।
ফ্রান্সের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে কোচের দায়িত্বে আছেন দিদিয়ের দেশম। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ২০২৬ ফুটবল বিশ্বকাপের পর সরে দাঁড়াবেন।
ফরাসি সংবাদমাধ্যম লেকিপের প্রতিবেদন- দেশমের স্থলাভিষিক্ত হিসেবে জিদানকে নিয়োগ দেওয়ার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। প্রতিবেদনে আরও বলা হয়, জিদানের সম্ভাব্য কোচিং স্টাফ নিয়েও প্রাথমিক আলোচনা শুরু হয়ে গেছে।
এর আগে জিদান একাধিকবার বলেছেন, ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়া তাঁর স্বপ্ন। সবকিছু ঠিকঠাক থাকলে, ২০২৬ বিশ্বকাপের পর ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নিয়েই তার কোচিং ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু হবে।
জিদান ফ্রান্সের দায়িত্ব নিলে রিয়াল মাদ্রিদের জন্য বড় ধাক্কা হতে পারে। জাবি আলোনসোকে বরখাস্ত করার পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন আলভারো আরবেলোয়া। তবে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের পছন্দের শীর্ষে ছিলেন জিদান।
দুই দফায় রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব পালন করেছেন জিদান। তাঁর সময়ে লস ব্লাঙ্কোসরা টানা তিনবার উয়েফা চ্যাম্পিয়নস লিগ সহ ১১টি ট্রফি জয় করেছিল।

আগের ম্যাচে চার গোলে সদ্যপুস্করিনী যুব স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জেতা ম্যাচে ৪ গোল করে ম্যাচ সেরার পুরস্কার জেতেন শামসুন্নাহার জুনিয়র। ফরাশগঞ্জের এই ফরোয়ার্ড সেদিন বলেছিলেন, ‘জানি না, তবে টানা চার ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছি, এটা মনে হয় একটা রেকর্ড।’
বাংলাদেশের নারী ফুটবল লিগে এর আগে এমন ঘটনা আছে কি না সেটি খুঁজে বের করা কঠিন। তবে ছোট শামসুন্নাহার ধারাবাহিক পারফরম্যান্স অব্যাহত রেখেছেন। লিগে আজ বাংলাদেশ আর্মি স্পোর্টস ক্লাব লিমিটেড এর বিপক্ষে ১-০ গোলে জেতে ফরাশগঞ্জ। এই ম্যাচেও দলের জয়সূচক গোলটি করেন শামসুন্নাহার। তাতে দলের টানা পঞ্চম জয়ে আবারও ম্যাচ সেরার স্বীকৃতি পেয়েছেন ময়মনসিংহের কলসিন্দুর থেকে উঠে আসা এই ফুটবলার।
ম্যাচ শেষে শামসুন্নাহার জুনিয়র বলেন, ‘সবার প্রথম শুকরিয়া আল্লাহর কাছে যে আমরা আজকে কঠিন ম্যাচটা জিততে পেরেছি। পাঁচ ম্যাচের থেকে আজকেরটা চ্যালেঞ্জিং ছিল। এই ম্যাচে গোল করতে পেরে অনেক খুশি লাগতেছে। তার কারণ আমার গোলেই দল জিতেছে। আমরা চাইব সব ম্যাচ ধারাবাহিকভাবে জিততে। পাঁচটা ম্যাচেই আমি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি; এজন্য আরও ভালো লাগছে।’
এবারের নারী লিগে আজকের ম্যাচের আগে টানা ৫ জয় ছিল আর্মির। ফরাশগঞ্জ তাদের হারিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠলো ১৫ পয়েন্ট পেয়ে। ১১ দলের লিগে শিরোপার হিসেবটা তবুও এখনই মেলাতে চান না দলের অধিনায়ক মারিয়া মান্দা। তিনি বলেন, ‘যেহেতু সবগুলো ম্যাচ শেষ হয় নাই, তো শিরোপা আগে জিতে গেছি এটা বলা যায় না। আরও অনেক ম্যাচ আছে, কঠিন ম্যাচ আছে। এই ম্যাচগুলো শেষ হলেই আমরা আসলে বলতে পারব।’
অধিনায়কের কথার সঙ্গে সুর মেলান শামসুন্নাহার জুনিয়রও। তিনি চান জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে এবং জানান কীভাবে আর্মির কঠিন ডিফেন্স ভেদ করে গোল করেন ‘আমার টার্গেট লক্ষ্য হচ্ছে প্রত্যেকটা ম্যাচে ভালো করা। আর ওরা (আর্মি) অনেক শক্তিশালী। প্রথমে দেখছেন তারা ম্যান মার্ক করে খেলছিল। আমাদের মিডফিল্ডার মনিকা (চাকমা), মারিয়া আপু দুইজন ছিল, কিন্তু দুজনকেই ওরা ব্লক করে দিছে। হাফ টাইমের পরে তহুরাকে নিচে দিয়ে আমি টপে চলে গেছি। যার কারণে ও (তহুরা) এই বলগুলো দিতে পারছে।’
এদিন দ্বিতীয়ার্ধে দুরূহ কোন থেকে বা পায়ের দূরপাল্লার শটে আর্মির গোলকিপার মিলি আক্তারকে পরাস্ত করে জাল কাঁপান শামসুন্নাহার। গোলে পিছিয়ে পরার পর লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হয় আর্মি ক্লাব। ম্যাচে আর ফিরতে পারেনি তার। শামসুন্নাহারের একমাত্র গোলই পার্থক্য গড়ে দেয়।
দারুণ এই গোলটি এবারের লিগে সেরা গোল কি না জানতে চাইলে শামসুন্নাহার বলেন, ‘শুধু লিগে না, ন্যাশনালেও... মনে হয় আমার সব থেকে বেশি গোল হেড থেকে। আমি হেডে গোল করাটা উপভোগ করি বেশি। আজকে কঠিন ম্যাচে যেহেতু এই গোলটা করতে পারছি, তাই এটাকেই সেরা বলব।’
এই ম্যাচ নিয়ে চলমান লিগের ৫ ম্যাচে মোট ১৯ গোল হলো শামসুন্নাহার জুনিয়রের।

প্রথম দেশ হিসেবে ২০২৬ বিশ্বকাপের টিকিট কাটে ইরান। এরপর থেকেই দেশটির যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় বিশ্বসেরাদের মঞ্চে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা শুরু হয়। গত ডিসেম্বরে অনুষ্ঠিত বিশ্বকাপে ড্র বর্জন করার ঘোষণা দিলেও ওই সিদ্ধান্ত থেকে সরে আসে ইরানের কর্মকর্তারা।
তবে গ্রুপ প্রতিপক্ষ আর সূচি চূড়ান্ত হলেও নতুন করে শুরু হওয়া রাজনৈতিক উত্তেজনার কারণে ৪৮ দলের বিশ্বকাপ শুরু হতে পারে ইরানকে ছাড়াই। সেক্ষেত্রে ইরানের জায়গায় সুযোগ পাবে কোন দেশ সেটা নিয়েই যত আলোচনা।
ইরান ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। যেখানে কেবল নির্দিষ্ট পরিস্থিতিতে ছাড় দেওয়া হয়। সেই ছাড়ের একটি হলো খেলোয়াড় ও কোচদের জন্য, অর্থাৎ ওই নিষেধাজ্ঞার বাহিরে থাকে ফুটবল দল এবং তাদের সহায়ক স্টাফরা।
কিন্তু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাজনৈতিক উত্তেজনা গত দুই সপ্তাহে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তাতে ইরানের বিশ্বকাপ না খেলার শঙ্কাও আরও প্রকট হয়েছে।
যদি ইরান বিশ্বকাপ থেকে নিজেদের প্রত্যাহার করে বা টুর্নামেন্টে অংশগ্রহণ করতে অক্ষম হয়, তাহলে ফিফার নিয়মাবলী অনুযায়ী একটি দলের পরিবর্তে ‘নির্ধারিত বিকল্প দলকে রাখা হবে, যা সাধারণত সংশ্লিষ্ট যোগ্যতার প্লে-অফের সরাসরি রানার-আপ বা সেই মহাদেশের উচ্চতম র্যাংকিংয়ে থাকা বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে না পারা দল।'
সেক্ষেত্রে ফিফার সামনে দুটি সম্ভাব্য সমাধান থাকতে পারে। সংযুক্ত আরব আমিরাত ইরানের পেছনে থেকে নিজেদের এশিয়ান গ্রুপে সর্বোচ্চ অবস্থানে থাকা অযোগ্য দল ছিল, পাশাপাশি তারা কনফেডারেশন প্লে-অফে ইরাকের কাছে হেরে যায়। আরেকটি বিকল্প হতে পারে—বিশ্বকাপে ইরানের জায়গায় ইরাককে অন্তর্ভুক্ত করা এবং মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তঃমহাদেশীয় প্লে-অফে ইরাকের পরিবর্তে আমিরাতকে সুযোগ দেওয়া।
এ বিষয়ে ফিফার বিধিমালার দ্বিতীয় অংশে বলা হয়েছে, 'যদি দল বদল বাস্তবায়ন করা সম্ভব না হয় (সময়সূচি, ভিসা বা ভ্রমণ জটিলতার কারণে), তাহলে সূচি অপরিবর্তিত রেখে গ্রুপের স্থানটি একটি বিকল্প দলকে দেওয়া যেতে পারে; অথবা ব্যতিক্রমী ক্ষেত্রে গ্রুপ বিন্যাসে পরিবর্তন আনা হতে পারে।'
ইরাক ট্রাম্পের পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় নেই। তবে বুধবার যুক্তরাষ্ট্র যে ৭৫টি দেশের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের তালিকা প্রকাশ করেছে, সেখানে ইরাকের নাম রয়েছে। তবে এই স্থগিতাদেশ ভ্রমণ ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়।
বিশ্বকাপ থেকে দলগুলো প্রত্যাহারের সর্বশেষ ঘটনা ঘটেছিল অনেক আগে, ১৯৫০ সালে। ভারত ও ফ্রান্স দুই দেশই টুর্নামেন্টের যোগ্যতা অর্জন করেছিল, কিন্তু ড্রয়ের পরে তারা প্রত্যাহার করে। ভারতের ব্যাখ্যা ছিল—ভ্রমণের খরচ, পর্যাপ্ত অনুশীলনের অভাব এবং দল নির্বাচনের সমস্যা, আর ফ্রান্সের অভিযোগ ছিল তাদের গ্রুপের ম্যাচগুলোর মধ্যে যাতায়াতের পরিমাণ অনেক বেশি।
ফিফা তখন দুটি বিকল্প দলকে টুর্নামেন্টে আমন্ত্রণ জানায়। কিন্তু সময় যথেষ্ট ছিল না, তাই বিশ্বকাপ পরিকল্পিত ১৫ দলের পরিবর্তে শুধু ১৩ দলের সঙ্গে অনুষ্ঠিত হয়।
আসন্ন বিশ্বকাপে গ্রুপ 'জি' তে আছে ইরান। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম, মিসর ও নিউ জিল্যান্ড।