ফিফা র্যাংকিংয়ে পুয়ের্তো রিকোর অবস্থান ১৫৫। আর আর্জেন্টিনা আছে তিনে। দুই দল মুখোমুখি হলে একপেশে ফলাফলই প্রত্যাশিত ছিল। হয়েছেও তাই। উত্তর আমেরিকার দেশটি ল্যাটিন আমেরিকার জায়ান্টদের বিপক্ষে পাত্তাই পায়নি।
প্রীতি ম্যাচে আজ পুয়ের্তো রিকোকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। প্রথমবারের মতো দলটির মুখোমুখি হয়ে লিওনেল স্কালোনির দল গোল উৎসব মাতে। ম্যাচে জোড়া গোল করেছেন ম্যাক অ্যালিস্টার ও বদলি নামা লাউতারো মার্টিনেজ। বাকি দুটি গোলের একটি এসেছে গঞ্জালে মন্টিয়েল ও আত্মঘাতির সৌজন্যে। ভেনেজুয়েলার বিপক্ষে আগের ম্যাচে দর্শক হয়ে থাকা লিওনেল মেসি গোল না পেলেও দুটি সহায়তা করেছেন।
মায়ামির চেইজ স্টেডিয়ামে এই ম্যাচে অভিষেক হয় ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের ফরোয়ার্ড হোসে লোপেজের। ম্যাচে একটি অ্যাসিস্ট করেন ২৪ বছর বয়সী ফরোয়ার্ড। ম্যাচজুড়ে আর্জেন্টিনার দাপটের কাছে অসহায়ই ছিল প্রতিপক্ষ। ৬৯ শতাংশ বল দখলে রেখে ২৫টি শট নিয়ে ১১টি লক্ষ্যে রাখে আর্জেন্টিনা। আর ৫টি শট নেওয়া পুয়ের্তোর গোলমুখে রাখতে পেরেছে তিনটি শট।
আরও পড়ুন
লেভানদোভস্কির চোটে বড় ধাক্কায় বার্সেলোনা |
![]() |
ম্যাচরে দুই অর্ধে তিনটি করে গোল করা আর্জেন্টিনা ১৪ মিনিটে ম্যাক অ্যালিস্টার হেড থেকে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। মেসির নেওয়া জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসলে বল পেয়ে যান গঞ্জালেজ। আতলেতিকো মাদ্রিদের লেফট ব্যাকের নেওয়া শট আবার পেয়ে যান অ্যালিস্টার। পাঁচ গজ দূরে থেকে প্রতিপক্ষের গোলকিপারকে পরাস্ত করে দারুণ হেডে বল জালে পাঠিয়ে দেন এই মিডফিল্ডার ।
১০ মিনিটেরও কম সময় পর দুর্দান্ত এক ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন মন্টিয়েল। গোলের যোগানদাতা মেসি। বিরতির আগেই লিভারপুলের তারকা মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার নিজের জোড়া গোল পূর্ণ করে ব্যবধান ৩-০ করেন।
দ্বিতীয়ার্ধে দুই দলই বেশ কিছু পরিবর্তন আনে। তবে ম্যাচের চিত্র অপরিবর্তিতই থাকে। প্রথমার্ধের মতোই তিনটি গোল পায় আর্জেন্টিনা। যার একটি প্রতিপক্ষের ভুলে। আর বাকি দু’টি বদলি নামা মার্টিনেজের নৈপুণ্যে। মাঠে নেমে পাঁচ মিনিটের মধ্যেই জোড়া গোল করেন ইন্টার মিলানের তারকা ফরোয়ার্ড।
আরও পড়ুন
বাংলাদেশই জয়ের দাবিদার, অভিমত কাবরেরার |
![]() |
৬৪ মিনিটে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন পুয়ের্তোর লেফট-ব্যাক স্টিভেন এচেভেরিয়া। মোলিনার ক্রস ডি-বক্সের দূর প্রান্তে গিয়ে পৌঁছায় ফাঁকা জায়গায় থাকা গঞ্জালেজের আতলেতিকোর এই ফুলব্যাক সময় নিয়ে নিচু শট নেন ছয় গজ বক্সের সামনে থাকা ডিফেন্ডারদের ভিড়ের দিকে। বলটি ক্লিয়ার করতে গিয়ে পুয়ের্তো রিকোর ডিফেন্ডার শরীর ঘুরিয়ে পায়ের পাশে বল ছোঁয়াতে চান। কিন্তু ভুলভাবে লেগে সেটি উল্টো দিকেই উঠে যায়। পুয়ের্তোর গোলকিপার কাটলারের মাথার ওপর দিয়ে উড়ে গিয়ে বল জালে জড়ায়। ব্যবধান হয়ে যায় ৪-০।
৬৪ মিনিটে হোস লোপেজকে তুলে মার্টিনেজকে নামা স্কালোনি। গঞ্জলেজের অ্যাসিস্ট থেকে ৭৯ মিনিটে মাত্র ছয় গজ দূর থেকে দারুণ কায়দায় চিপ করে গোলকিপারের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান মার্টিনেজ। পাঁচ মিনিট পরই হাফ-ডজন পূর্ণ করা গোলটি করেন মার্টিনেজ। গঞ্জালেজের বাড়ানো বলে দ্রুত আক্রমণে ওঠেন আর্জেন্টিনার অধিনায়ক। মায়ামি তারকা পুয়ের্তোর দু’জন ডিফেন্ডারকে নিজের কাছে টেনে নিয়ে মুহূর্তে বল বাড়িয়ে দেন মার্টনেজের কাছে। এরপর নিখুঁতভাবে নিচের কোনায় বল পাঠিয়ে দেন মার্টিনেজ।
No posts available.
১৯ অক্টোবর ২০২৫, ৬:০২ পিএম
৩৬ বছরের গেরো খুলে ২০২২ সালে বিশ্বকাপে ট্রফি ওঠে লিওনেল মেসিদের হাতে। আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সামনেও একই দেয়াল। ১৮ বছরের অপেক্ষার অবসানের খুব কাছে বয়সভিত্তিক দলটি।
আগামীকাল সোমবার অনূর্ধ্ব–২০ বিশ্বকাপের ফাইনালে মরক্কোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। চিলির সান্তিয়াগোতে বাংলাদেশ সময় ভোর পাঁচটায় শুরু হবে শিরোপার এই লড়াই।
ল্যাটিন আমেরিকা ও আফ্রিকান
অঞ্চলের দুই পাওয়ার হাউস একে অন্যের মুখোমুখি হওয়ার খুব একটা সুযোগ হয়নি। এর আগে মাত্র
একবার মাঠে প্রতিদ্বন্দ্বিতা করেছে আর্জেন্টিনা ও মরক্কো। ২০১৬ সালে ঘরের মাঠে সেবার
মরক্কোকে ৩-০ গোলে হারায় সাদা ও আকাশি নীল জার্সিধারীরা।
অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলে অন্যতম সফল দল আর্জেন্টিনা। ছয়বার চ্যাম্পিয়ন হয়েছে আলবিসেলেস্তারা। তবে সর্বশেষ ট্রফিটি আর্জেন্টাইন যুবারা জিতেছে সেই ২০০৭ সালে।
১৮ বছরের অপেক্ষার ঘটিয়ে আবারও তারা ফাইনাল মঞ্চে। সপ্তম শিরোপা জয়ের পর সাতটি অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের পাঁচটিতে সুযোগ পাওয়া আর্জেন্টাইনরা সর্বোচ্চ কোয়ার্টার ফাইনালে উঠেছিল ২০১১ সালে।
অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে
এবারই প্রথমবার ফাইনালে উঠলো মরক্কো। ফিফার সর্বোচ্চ সম্মানের এই টুর্নামেন্টে এর আগে
২০০৫ সালে চতুর্থ হওয়াই ছিল এত দিন দলটির সর্বোচ্চ সাফল্য। এবার তারা রীতিমতো বাজিমাত দেখিয়েছে। আসরের শুরু থেকে শেষ পর্যন্ত (সেমিফাইনাল) নিজেদের ভেঙে-গড়ে নতুন করে চিনিয়েছে।
স্পেন ও ব্রাজিলের
মতো দলকে হারিয়ে গ্রুপের শীর্ষ দল হিসেবে শেষ ষোলোয় ওঠে মরক্কো। কোয়ার্টার ফাইনালে
ওঠার লড়াইয়ে দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে হারায় দলটি। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মরক্কোর
কাছে হারে যুক্তরাষ্ট্র। আর ফাইনালে ওঠার পথে ফ্রান্স।
ফরাসিদের হারানোর মাধ্যমে
কঠিন একটি প্রতিশোধ নিয়েছে মরক্কো। ২০২২ সালের বিশ্বকাপে এই কিলিয়ান এমবাপেদের কাছে
হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল আশরাফ হাকিমিদের। এবার যুবারাও ফরাসিদের হারিয়ে নিলো সেই শোধ।
শেষ চারে ফ্রান্সকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারায় তারা। এ টুর্নামেন্টে এটাই প্রথম ফাইনাল
আফ্রিকান দেশটির।
শেষ চারে কলম্বিয়াকে ১-০
ব্যবধানে হারানো আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে ২-০ ব্যবধানে হারায় মেক্সিকোকে। এর
আগে বেশ ভালোভাবেই তারা গ্রুপ পর্ব উৎরায়। আসরে টানা ছয় ম্যাচ জিতে অন্যরকম কীর্তি
গড়ল আর্জেন্টিনার যুব দলটি।
ফাইনালের আগে বার্তা দিয়েছেন
আর্জেন্টিনার সেন্টার ফরোয়ার্ড মাহের মাউরিসিও কররিসো। তিনি জানিয়েছেন, সবারই স্বপ্ন
বিশ্বকাপ জেতা। তিনি বলেছেন, ‘ভাগ্যক্রমে আমরা ফাইনালে, আমরা ফাইনাল জিততে চাই।
এটা প্রত্যেক ফুটবলের স্বপ্ন।’
মরক্কো অধিনায়ক হোস্সম্
এ্যাসাডাকের চোখেও শিরোপা। দেশকে প্রথম কোনো ফিফা ট্রফি উপহার দেওয়ার স্বপ্নে বিভোর
এই মিডফিল্ডার।
বাংলাদেশ ফুটবল লিগে অঘটন-ঘটনের প্রথম রাউন্ডে হেরেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। ড্র করে অপর দুই জায়ান্ট বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী। লিগের দ্বিতীয় রাউন্ডেও জয়ের দেখা পায়নি আবাহনী ও মোহামেডান। কুমিল্লায় আবাহনীর পরাজয়ের দিনে গাজীপুরে ড্র করেছে সাদা-কালোরা।
প্রতিপক্ষের অতর্কিত আক্রমণে তৃতীয় মিনিটে পিছিয়ে পড়ে আবাহনী। ম্যাচে ফিরতে অপ্রাণ চেষ্টা করেও লাভ হয়নি। উল্টো দ্বিতীয়ার্ধে লিড দ্বিগুণ করে ব্রাদার্স ইউনিয়ন। শেষদিকে এক গোল পরিশোধ করলে হারের ব্যবধান কিছুটা কমে। শেষ পর্যন্ত বাংলাদেশ ফুটবল লিগের বর্তমান রানারআপ আবাহনীকে হারিয়ে মাঠ ছাড়ে গোপীবাগের ক্লাব।
রবিবার লিগের খেলায় কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনীকে মোকাবিলা করে ব্রাদার্স ইউনিয়ন। ম্যাচে ২-১ গোলের জয় তুলে নেয় ব্রাদার্স। দলটির হয়ে নেপালি ফরোয়ার্ড অঞ্জন বিস্তা গোল করার পর দ্বিতীয়ার্ধে লিড দ্বিগুণ করেন দলটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কাস সিলভা। আবাহনীর হয়ে এক গোল পরিশোধ করেন সোলেমান দিয়াবাতে।
লিগের প্রথম ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসির সঙ্গে ০-১ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণ জয় পেল ব্রাদার্স। লিগে প্রথম প্রথম ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল আবাহনী।
এদিন ম্যাচের তৃতীয় মিনিটে ডান প্রান্ত দিয়ে আক্রমণে ওঠে ব্রাদার্স। পেনাল্টি এরিয়ায় বল পেয়ে অঞ্জনের কাছে কাট-ব্যাক দেন মার্কাস। বাঁ পায়ের প্লেসিং শটে অনেকটা ফাঁকা জালে বল ঠেলে দেন নেপাল জাতীয় দলের ফরোয়ার্ড অঞ্জন বিস্তা। এই ম্যাচে শুরুর একাদশে তিনজন নেপালের ফুটবলার খেলিয়েছে ব্রাদার্স।
দ্বিতীয় গোলেও অবদান ছিল অঞ্জনের। ৫৬ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢোকার পর তাকে ফাউল করে ফেলে দেন হাসান মুরাদ। পেনাল্টি বাঁশি বাজান রেফারি; সফল স্পট কিকে গোলকিপার মিতুলকে পরাস্ত করেন মার্কাস সিলভা।
জোড়া গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে চেষ্টা চালায় আবাহনী। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পেতে আবাহনীকে অপেক্ষা করতে হয় ম্যাচের যোগ করা মিনিট পর্যন্তা। যোগ করা সময়ের প্রথম মিনিটে কর্নারের কাছ থেকে হাসান মুরাদের ক্রস থেকে হেডে গোল করেন দিয়াবাতে।
আবাহনীর হয়ে বাংলাদেশ ফুটবল লিগে প্রথম গোল আদায় করেন দিয়াবাতে। তবে ম্যাচ জয়ের জন্য সেটি পর্যাপ্ত ছিল না। শেষ পর্যন্ত ১-২ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে ধানমন্ডি পাড়ার ক্লাবটি।
শহীদ বরকত স্টেডিয়ামে আবাহনীর মতো এতটা বিবর্ণ অবশ্য ছিল না মোহামেডান। ১৯ মিনিটে রহমত মিয়ার লং থ্রো ক্লিয়ার করতে পারেনি পুলিশ এফসি। বল মাটিতে পড়ার আগেই বাঁ পায়ের শটে সাদা-কালোদের এগিয়ে দেন রহিম উদ্দিন।
৪৯ মিনিটে শফিক কাগিমুর কর্নার থেকে দারুণ হেডে বল জালে জড়ান মোহাম্মদ বাবলু। ১-১ গোলে সমতায় ফেরে পুলিশ এফসি। ওই গোলের পর চেষ্টা করেও দুই দল পারেনি গোল করতে। পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।
আর মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাবের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে রহমতগঞ্জ। লিগের দ্বিতীয় রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ। তাদের সমান ৪ পয়েন্ট বাংলাদেশ পুলিশ এফসিরও। টেবিলের তিনে ও চারে থাকা ফর্টিস ও ব্রাদার্সের পয়েন্ট সমান ৩ করে। এক ম্যাচ কম খেলেছে ফর্টিস। পাঁচে থাকা বসুন্ধরা কিংসের সংগ্রহ এক ম্যাচে এক পয়েন্ট।
বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিস এফসি আগামীকাল খেলবে বসুন্ধরা কিংসের বিপক্ষে। বেলা সাড়ে ৫টায় গড়াবে ম্যাচটি। দিনের অপর ম্যাচে মানিকগঞ্জে মুখোমুখি হবে পিডব্লিউডি ও আরামবাগ ক্রীড়া সংঘ। বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচ সরাসরি দেখা যাবে চ্যানেল টি-স্পোর্টস-এ।
ইংলিশ চ্যাম্পিয়নশিপে নিজেদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে গতকাল রাতে পোর্টসমাউথের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লেস্টার সিটি। আন্তর্জাতিক বিরতির পর ক্লাবে ফিরে ঝলক দেখিয়েছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী।
৬৫ মিনিটে রিকার্ডো পেরেরার পরিবর্তে মাঠে নামেন হামজা। তারপরই মাঝমাঠে গতি বাড়ে স্বাগতিকদের। ৯০ মিনিটে আব্দুল ফাতাউয়ের ক্রস থেকে শট নিলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। যোগ করা সময়ে ৩০ গজ দূর থেকে দুর্দান্ত এক ক্রস দেন হামজা, কিন্তু লুকাস থমাস গোল করতে ব্যর্থ হলে জয় অধরাই থেকে যায়।
এ দিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে লেস্টার। ২৬ মিনিটে এগিয়েও যায় দলটি। ডান দিক থেকে ফাতাউয়ের ক্রসে দারুণ ফিনিশিংয়ে প্রথম গোল করেন অ্যারন র্যামসি। লেস্টারের হয়ে এই মিডফিল্ডারের প্রথম গোল এটি।
এর আগে ফাতাউ নিজেও একবার ভলিতে শট নিলেও লক্ষ্যভ্রষ্ট হন। ১-০ ব্যবধানেই বিরতিতে যায় দুই দল। বিরতির পর ৫৮ মিনিটে পোর্টসমাউথের জন সুইফট গোল করে সমতা ফেরান। এরপর একের পর এক আক্রমণ চালালেও জয়সূচক গোল আর পাওয়া হয়নি লেস্টারের।
এই ড্রয়ের ফলে ১০ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে আছে লেস্টার সিটি। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পোর্টসমাউথ আছে ১৪তম স্থানে।
আরেকটি বড় অর্জন নিজের নামে করে নিলেন আর্জেন্টাইন গ্রেট লিওনেল মেসি। মেজর লিগ সকারে (এমএলএস) গোল্ডেন বুট জিতলেন এই মহাতারকা।
ইন্টার মায়ামির ইতিহাসে প্রথম গোল্ডেন বুট বিজয়ী তিনি। ২০২১ সালের পর প্রথম আর্জেন্টাইন হিসেবে এই পুরস্কার জিতলেন মেসি। এর আগে নিউ ইয়র্ক সিটি এফসির হয়ে ভ্যালেন্তিন টাটি ক্যাস্তেলানোস গোল্ডেন বুট জিতেছিলেন।
মেসির গোল্ডেন বুট জয়ের দিনে বড় জয় পেয়েছে ইন্টার মায়ামি। ন্যাশভিল এসসির বিপক্ষে ৫-২ গোলের দাপুটে জয় দিয়ে নিয়মিত মৌসুম শেষ করেছে তারা। এদিন হ্যাটট্রিক করেছেন মেসি, সঙ্গে করেছেন এক অ্যাসিস্ট।
লিগে মায়ামির হয়ে ২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট নিয়ে নিয়মিত মৌসুম শেষ করলেন মেসি। সবমিলিয়ে ৪৮ গোল অবদানে তার।
২০১৯ সালের লিগে এলএ এফসির হয়ে ৪৯ গোলে অবদান রেখেছিলেন কার্লোস ভেলা।
এবারের লিগে গোলদাতার তালিকায় মেসি আছেন শীর্ষে। ন্যাশভিলের স্যাম সারিজ ও এলএ এফসির ডেনিস বুয়াঙ্গা করেছেন ২৪টি করে গোল।
শেষ ম্যাচে মেসি গড়েছেন আরেকটি রেকর্ড। মেজর লিগ সকার ইতিহাসে সবচেয়ে দ্রুত ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। মাত্র ৫৩ ম্যাচে এই কীর্তি গড়েন মেসি, আগের রেকর্ড ছিল জ্লাতান ইব্রাহিমোভিচের। এই সুইডিশ তারকা ৫৪ ম্যাচে করেছিলেন ৫০ গোল।
২৬ অক্টোবর মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। তার আগে বড় ধাক্কা খেয়েছে কাতালুনিয়ারা। রেফারির সঙ্গে বিতর্কিত আচরণের কারণে নিষেধাজ্ঞায় পড়ছেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক।
শনিবার জিরোনার বিপক্ষে ম্যাচে রেফারির সিদ্ধান্তে ক্ষোভ দেখিয়ে লাল কার্ড দেখেছেন ফ্লিক। নির্ধারিত সময়ে খেলার স্কোরলাইন ছিল ১-১ । ইনজুরি টাইম চার মিনিট দেখে ফ্লিক কটুক্তি করে হাততালি বাজান। বিষয়টি ভালোভাবে নেননি রেফারি, সঙ্গে সঙ্গে দেখান হলুদ কার্ড। রেফারির এই সিদ্ধান্তে আপত্তি জানালে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ৬০ বছর বয়সী ফ্লিককে।
এর ফলে অন্তত এক ম্যাচের টাচলাইন নিষেধাজ্ঞা পেতে যাচ্ছেন ফ্লিক। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে ডাগআউটে দাঁড়াতে পারবেন না তিনি। তবে নিষেধাজ্ঞা নিয়ে বার্সা কোচ কোন আপিল করবেন না বলেই জানা গেছে।
জিরোনার বিপক্ষে ওই ম্যাচে শেষ পর্যন্ত ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। প্রথমার্ধে পেদ্রির গোলে এগিয়ে যাওয়ার পর অ্যাক্সেল উইটসেল সমতা ফেরান। ম্যাচের যোগ করা সময়ে তিন মিনিটের মাথায় রোনাল্ড আরাউহোর গোলে জয় পায় বার্সা।
আগেও রেফারির সিদ্ধান্তে প্রতিক্রিয়া দেখিয়ে লাল কার্ড দেখেছিলেন ফ্লিক। ২০২৪ সালের ডিসেম্বরে রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচে এমন ঘটনায় দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন তিনি।