২২ নভেম্বর ২০২৫, ৭:১২ পিএম

দেশের উত্তরের দুই জেলার মুকুট জেতার লড়াই। সেখানে জোড়া গোলে এগিয়ে গেল দিনাজপুর। পিছিয়ে পড়ে হাল না ছাড়ার মানসিকতা দেখালো সিরাজগঞ্জ। নির্ধারিত সময়ে সমতায় ফিরল যমুনাপাড়ের দলটি। তবে ফাইনালে অতিরিক্ত সময়ে গিয়ে আর পেরে উঠলো না তারা। প্রথমবারের মতো জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতল দিনাজপুর।
শনিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ফাইনাল মহারণে মাঠে নামে দুই দল। সেখানে ৩-২ ব্যবধানে শিরোপা জেতে মোহাম্মদ শামীম আহমেদের দিনাজপুর জেলা ফুটবল দল।
নভেম্বরের শেষ দিকে দেশে উত্তরাঞ্চলে যখন শীতে জুবুথুবু মানুষ, তখন ঢাকার কমলাপুরে উত্তাপ ছড়াল দুই দল। শুরু থেকে জমে ওঠে ম্যাচ। আক্রমণ, প্রতি আক্রমণে রোমাঞ্চ ইপভোগ করেন মাঠে আসা হাজারখানেক দর্শক।
এদিন অধিনায়ক সাগর মোহান্তর গোলে ১৩ মিনিটে লিড নেয় দিনাজপুর। ডান দিক দিয়ে আক্রমণে উঠে সাগরকে বক্সের বাইরে থেকে আড়াআড়ি ক্রস দেন মিডফিল্ডার ইয়াসিন আলী। গোলমুখের সামনে দারুণ হেডে লক্ষ্যভেদ করেন সাগর।
খানিক পর মোহাম্মদ আলীর একক প্রচেষ্টা একটুর জন্য খুজে পায়নি জাল। প্রতি আক্রমণে বা প্রান্ত দিয়ে একাই উপরে ওঠেন সিরাজগঞ্জের এই মিডফিল্ডার। শেষ মুহূর্তে বক্সে ঢুকে গোলকিপারের ডান পাশ দিয়ে তাঁর নেওয়া নিচু শট বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে।
শুরু থেকে প্রতিপক্ষের বক্সের একাধিক আক্রমণ শানালেও সমতায় ফিরতে পারেনি সিরাজগঞ্জ জেলা ফুটবল দল। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দিনাজপুর জেলা ফুটবল দল।
৬০ মিনিটে বক্সের অনেকটা বাইরে থেকে বা পায়ের ফ্রি কিক শটে দিনাজপুরের লিড দ্বিগুণ করেন প্রদীপ সরেন।
দুই মিনিট পর উজ্জ্বল হোসেনের দারুণ গোলে ব্যবধান কমায় সিরাজগঞ্জ। বা প্রান্ত দিয়ে বল নিয়ে একাই বক্সে ঢুকে নিচু শটে গোলকিপার মাসুদ রানাকে পরাস্ত করেন উজ্জ্বল।
এক গোল পরিশোধের পর আরও উজ্জীবিত হয়ে ওঠে সিরাজগঞ্জ। ৬৫ মিনিটে দলটির দারুন আক্রমণ ব্যর্থ হয় মোহাম্মদ আলী বল আকাশে উড়িয়ে মারলে।
দুই মিনিট পর আরও একবার গোল মুখের সামনে প্রতিপক্ষের গোলকিপারকে পরাস্ত করতে ব্যর্থ হন সিরাজগঞ্জের ফরোয়ার্ড আলী। সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিল যমুনাপাড়ের দলটি।
যোগ করা সময়ে পেনাল্টি পায় সিরাজগঞ্জ। সফল স্পটকিকে দলকে ২-২ সমতায় ফেরান হাসান আলী। তাতে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে শুরুতেই এগিয়ে যেতে পারত সিরাজগঞ্জ। নিজেদের ভুলে সুযোগ হাতছাড়া করে দলটি। তবে অতিরিক্ত সময়ের ১১ মিনিটে দারুণ এক ভলিতে ইয়াসিন আলী দিনাজপুরের ৩-২ ব্যবধানে এগিয়ে দেন।
শেষ ১৫ মিনিটে একাধিক সুযোগ পায় সিরাজগঞ্জ। তবে ফিনিশিংয়ের দুর্বলতায় সুযোগকে গোলে রূপ দিতে পারেনি তারা। ২-৩ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে মাহবুব আলমের দল।
ফাইনাল শেষে রানার্সআপ দলকে দেওয়া হয় তিন লাখ টাকা। আর শিরোপাজেতা দল পায় ৫ লাখ টাকা।
No posts available.
২২ নভেম্বর ২০২৫, ২:০৭ পিএম

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে শুরুটা দুর্দান্ত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। নিজেদের উদ্বোধনী ম্যাচে আজ পূর্ব তিমুরকে উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে। জোড়া গোল করেন মোহাম্মদ মানিক।
চীনের টংলিয়াং লং স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচের ১১ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে মানিকের ক্রসে হেডে বাংলাদেশকে এগিয়ে দেন রিফাত কাজী। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মানিক নিজেই। নাজমুল হুদা ফয়সালের ফ্রি কিকে বল পেয়ে বাঁ পায়ের নিখুঁত শটে জালে জড়ান তিনি।
৪৩ মিনিটে আসে তৃতীয় গোল। ডি বক্সে জটলার মধ্য থেকে পাওয়া বলের ঠিকানা খুঁজে নিতে অসুবিধা হয়নি মানিকের। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় গোলাম রব্বানী ছোটনের দল।
দ্বিতীয়ার্ধে বেশ কিছু সুযোগ পেলেও দুটির বেশি গোল করতে পারেনি বাংলাদেশ৷ ৪৯ মিনিটে ব্যবধান ৪-০ করেন বায়েজিত বোস্তামি। ৮৮ মিনিটে শেষ গোলটি আসে আকাশ আহমেদের পা থেকে। তাতে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
আগামী সোমবার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ব্রুনাই। ৬ দলের লড়াইয়ে কেবল গ্রুপ চ্যাম্পিয়ন দলই মূলপর্বে খেলার সু্যোগ পাবে।

গত মঙ্গলবা ডেনামার্ককে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে স্কটল্যান্ড। ২৮ বছরের অপেক্ষার পর বিশ্বকাপে ফেরার আনন্দে আত্মহারা স্কটিশ সমর্থকেরা। উদযাপনের সেই ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিল ইউরোপীয়ান ফুটবল সংস্থা (ইউয়েফা)। তবে পরবর্তীতে সেই ভিডিও সরিয়ে ফেলেছে তারা।
ভিডিও সরিয়ে নেওয়ায় শুরু হয় ব্যাপক সমালোচনা। তবে নিজেদের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছে ইউয়েফা।
নিজেদের মাঠ হ্যাম্পডন পার্কে ডেনমার্কের বিরুদ্ধে ৪-২ জয় পায় স্কটল্যান্ড। গোল করেছেন স্কট ম্যাকটোমিনে, লরেন্স শ্যাঙ্কল্যান্ড, কিয়েরান টিয়ারনি ও কেনি ম্যাকলিন।
জয়ের আনন্দে স্কটিশ ফুটবল ফেডারেশন ও সমর্থকেরা ভিডিও প্রকাশ করলে ইউয়েফা অনুমোদনহীন বলে মেইলে জানায়। তারপর ক্ষমা চাইল সংস্থাটি। এক মুখপাত্র বিবিসিকে বলেন, ‘আমরা অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছি। ভিডিওগুলো পুনরায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের ব্যবস্থা নেওয়া হচ্ছে।‘
স্কটিশ ফুটবল সমর্থক সমিতির (এসএফএসএ) সহ-প্রতিষ্ঠাতা পল গুডউইন বলেন, ‘ভিডিওতে খেলোয়াড়রা দেখা যাচ্ছিল না, শুধু সমর্থকদের উল্লাস দেখানো হয়েছিল। ইউয়েফা এতটাই বাস্তবতা থেকে দূরে যে সাধারণ ফ্যানদের উদযাপন ভিডিও সরাতে বলেছে।‘
ভিডিওগুলোর মধ্যে একটি ছিল পাবের, যেখানে কেনি ম্যাকলিনের গোলের পর সমর্থকেরা উল্লাসে ফেটে পড়েন। স্কটিশ সংস্কৃতি বিষয়ক মুখপাত্র নেইল বিবি বলেন, ‘ভিডিও সরানো অত্যন্ত কঠোর পদক্ষেপ ছিল। স্কটল্যান্ডের এই জয় দেশের জন্য ইতিহাস রচনা করেছে এবং ফুটবলকে বিশ্বব্যাপী তুলে ধরেছে।‘

ইতালিকে অসাধারণ জয় এনে দিলেন ফ্লাভিও কোবোল্লি। বেলজিয়ামের জিজু বার্গসকে ৬-৩, ৬-৭ (৫-৭), ৭-৬ (১৭-১৫) হারিয়ে আবারও ডেভিস কাপের ফাইনালে ইতালি।
শেষ সেটের ১৭-১৫ টাইব্রেক ছিল টুর্নামেন্টের ইতিহাসে ষষ্ঠ দীর্ঘতম।
৪৩ নম্বর বাছাই বার্গস দারুণ লড়াই দেখান ২২ নম্বর বাছাই কোবোল্লির বিপক্ষে। টাইব্রেকারে দুজনই একাধিক ম্যাচ পয়েন্ট নষ্ট করেন, শেষ পর্যন্ত সার্ভিস উইনারে জয় নিশ্চিত করেন কোবোল্লি।
৩ ঘন্টা ৪ মিনিট চলা লড়াই জিতে জার্সি খুলে সতীর্থদের সঙ্গে উদযাপন করেন কোবোল্লি। কান্নায় ভেঙে পড়া বার্গসকে গিয়ে সান্ত্বনা দেন তিনিই।
এর আগে প্রথম সিঙ্গেলস সেমিফাইনালে ইতালির মাত্তেও বেরেত্তিনি বেলজিয়ামের রাফায়েল কোলিনিওঁকে ৬-৩, ৬-৪ হারিয়ে হারান। ফলে ডাবলস ম্যাচ ছাড়াই ২-০ ব্যবধানে জয় নিশ্চিত হয় ইতালির।
ডেভিস কাপের টানা দুইবার চ্যাম্পিয়ন ইতালি। শিরোপা জয়ের হ্যাটট্রিকের লড়াইয়ে কাল ফাইনালে ইতালির প্রতিপক্ষ হবে জার্মানি-স্পেন সেমিফাইনালের বিজয়ী দল।

চলতি মাসে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পিএসজিকে ২-১ গোলে হারিয়েছিল বায়ার্ন মিউনিখ। সেই ম্যাচে লাল কার্ড দেখা লুইস দিয়াস এবার পেয়েছেন তিন ম্যাচের নিষেধাজ্ঞা।
আশরাফ হাকিমির ওপর তার ট্যাকলকে গুরুতর ফাউল হিসেবে বিবেচনা করে এই শাস্তি দিয়েছে ইউয়েফা।
গত ৫ নভেম্বর প্যারিসে ম্যাচটি দিয়াসের জন্য ছিল নাটকীয়। প্রথমার্ধে দুটি গোল করলেও বিরতির ঠিক আগে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাঁকে।
নিষেধাজ্ঞা পাওয়ায় আর্সেনালের বিপক্ষে বুধবার (২৬ নভেম্বর), স্পোর্টিং লিসবন (৯ ডিসেম্বর) ও ইউনিয়ন সেইন্ট-জিলোয়াজের (২১ জানুয়ারি) বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচগুলো খেলতে পারবেন না কলম্বিয়ান তারকা।
চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে বর্তমানে গ্রুপের শীর্ষে আছে বায়ার্ন। লিভারপুল থেকে এই মৌসুমে যোগ দিয়েই দুর্দান্ত ফর্মে আছেন দিয়াস। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭ ম্যাচে করেছেন ১১ গোল ও ৭ অ্যাসিস্ট।
এদিকে সার্জ নাব্রিকে নিয়ে নতুন দুশ্চিন্তায় বায়ার্ন। জার্মানির হয়ে স্লোভাকিয়ার বিপক্ষে ৬-০ জয়ের ম্যাচে খেললেও ক্লাবে ফেরার পর অনুশীলনে মাংসপেশির চোট পেয়েছেন তিনি।
কোচ ভিনসেন্ট কোম্পানি জানিয়েছেন, ফ্রেইবুর্গের বিপক্ষে নাব্রিকে পাওয়ার সম্ভাবনা কম। তবে পরের ম্যাচে তাকে ফিরে পাওয়ার আশা করছেন তারা।

দরজায় ধাক্কা লেগে বাঁ পায়ের আঙুল ভেঙেছে ইংল্যান্ড ফরোয়ার্ড কোল পালমারের। ফলে এক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।
চোটের কারণে পরের তিন ম্যাচে দেখা যাবে না ২৩ বছর বয়সি পালমারকে। নামা হবে না বার্নলি, বার্সেলোনা ও আর্সেনালের বিপক্ষে।
আঘাত পাওয়ার কথা জানিয়ে পালমার বলেন, “রাতে অনেকবার জেগেছি। মাথা, পা এবং সর্বত্র আঘাত লেগেছে।”
পালমারের চোটের বিষয়ে চেলসি কোচ এনজো মায়রেসকা বলেন, “গুরুতর কিছু না, কিন্তু আগামী সপ্তাহেও তাকে পাওয়া যাবে না।”
এর আগে কুঁচকির চোটে দুই মাস মাঠের বাইরে ছিলেন পালমার। সবশেষ ২০ সেপ্টেম্বর ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলেছিলেন। চলতি মৌসুমে চেলসির হয়ে চার ম্যাচ খেলেছেন পালমার।