ফুটবল

শিরোপা জিতেই নতুন মৌসুম শুরু বায়ার্নের

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৭ আগস্ট ২০২৫, ১২:১৭ পিএম

news-details

নতুন মৌসুমের শুরুটা শিরোপার আনন্দে রাঙাল বায়ার্ন মিউনিখ। হ্যারি কেইন ও লুইস দিয়াসের গোলে জার্মান সুপার কাপ জিতল বাভারিয়ান জায়ান্টরা।


গতকাল রাতে এমএইচপি অ্যারেনায় স্টুটগার্টকে ২-১ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে বায়ার্ন।


ম্যাচে বল দখল ও আক্রমণ দুদলই করেছে সমানতালে। বায়ার্নের ১৭ শটের মধ্যে লক্ষ্যে ছিল তিনটি, আর স্টুটগার্টের ১৪ শটের পাঁচটিই লক্ষ্যে। তবে কার্যকারিতায় এগিয়ে ছিল বায়ার্ন।


আরও পড়ুন

ইয়ামাল ঝলকে বার্সেলোনার উড়ন্ত শুরু ইয়ামাল ঝলকে বার্সেলোনার উড়ন্ত শুরু


১৮ মিনিটেই গোলের খাতা খুলে দেন কেইন। প্রতিপক্ষ ডিফেন্স বল ক্লিয়ার করতে না পারলে ডি-বক্সে থাকা ইংলিশ অধিনায়ক সহজেই জালে পাঠান। স্টুটগার্টের বিপক্ষে পাঁচ ম্যাচে এ নিয়ে সাতটি গোল করলেন তিনি, বায়ার্নে জার্সিতে কোনো দলের বিপক্ষে যা তাঁর যৌথভাবে সর্বোচ্চ। এ ছাড়া আগসবুর্গের বিপক্ষেও সমান সাত গোল করেছেন ইংলিশ স্ট্রাইকার।


৭৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লুইস দিয়াস। সের্গে জিনাব্রির পাস থেকে ফাঁকা জায়গায় বল পেয়ে দারুণ ভলিতে গোল করেন কলম্বিয়ান ফরোয়ার্ড। লিভারপুলে উজ্জ্বল মৌসুম কাটানোর পর নতুন ক্লাবে অভিষেক ম্যাচেই করেছেন গোল।


অতিরিক্ত সময়ে স্টুটগার্টের ইয়ামি লেভেলিং একটি গোল শোধ করলেও বায়ার্নের জয়ের পথে বড় বাধা হতে পারেনি। বরং ম্যাচজুড়ে অসংখ্য সেভ করে দলকে এগিয়ে রাখেন অধিনায়ক মানুয়েল নয়ার। শেষ পর্যন্ত তিনিই হয়েছেন ম্যাচসেরা।


আগামী শুক্রবার আরবি লাইপজিগের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বুন্দেসলিগায় শিরোপা ধরে রাখার মিশনে বায়ার্নের মূল অভিযান।

bottom-logo

ফুটবল

বাহরাইনের মুখোমুখি হতে প্রস্তুত বাংলাদেশের যুবারা

 
ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
ঢাকা

১৭ আগস্ট ২০২৫, ৫:৫৭ পিএম

news-details

বাহরাইনে ১২ দিনের ক্যাম্পের মূল উদ্দেশ্য ছিল এশিয়ান কাপ বাছাইয়ের আগে মাঠের প্রস্তুতি নেওয়া। সেখানে বাড়তি সংযোজন বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ। যার প্রথমটি মাঠে গড়াচ্ছে সোমবার।


বাংলাদেশ দলের মূল ফোকাস এশিয়ান কাপ বাছাই। মূল টুর্নামেন্টটি হবে সৌদি আরবে। আগামী মাসে ভিয়েতনামে অনুষ্ঠিত হবে বাছাইপর্ব। টুর্নামেন্টে যোগ দিতে বাহরাইন থেকে ফিরেই রওনা হবে সাইফুল বারী টিটুর দল।


বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভিয়েতনাম ছাড়াও আছে সিঙ্গাপুর ও ইয়েমেন। মেয়েদের দুটি দল এখন এশিয়ান মঞ্চে, এবার পুরুষ দলও চায় সেই গৌরব বয়ে আনতে। যে কারণে বাহরাইনে কঠোর অনুশীলনে দল।


আরও পড়ুন

দুটি এশিয়ান কাপের চাপ, তারপরও অবিচল বাটলার দুটি এশিয়ান কাপের চাপ, তারপরও অবিচল বাটলার


তবে আপাতত বাহরাইনে প্রচন্ড গরমের সঙ্গে মানিয়ে নেওয়াটাই যেন বড় চ্যালেঞ্জ। যাওয়ার পর দলের প্রায় প্রতিটি দিনের বাফুফের পাঠানো ভিডিও বার্তায় আবহাওয়ার বিষয়টি উল্লেখ করেছেন একেকজন ফুটবলার বা দলের সদস্য। 


রোববার পাঠানো এক ভিডিও বার্তায় ডিফেন্ডার রিমন হোসেনও বলেছেন সেই একই কথা। 


“আমাদের দেশের আবহাওয়া এবং বাহরাইনের আবহাওয়া মোটামুটি কাছাকাছি হলেও, এখানে গরম একটু বেশি। এই আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে।”


পাশাপাশি নিজেদের দলটাও যে মন্দ হয়নি সেটিও বলেছেন বসুন্ধরা কিংসের এই ফুটবলার। 


“আমাদের দলটাও ভালো। কারণ দলে যারা আছে সবাই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবং জাতীয় দলের। মনে করি, বাহরাইনে ভালো একটি ম্যাচ খেলতে পারব।”


বাহরাইনের বিপক্ষে ভালো ম্যাচ উপহার দেওয়ার প্রত্যয় দলের সহকারী কোচ আতিকুর রহমান মিশুর কণ্ঠেও, “খেলোয়াড়রা মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। ইনশাআল্লাহ ভালো কিছু হবে।”


বাহরাইনে ভালো কিছু করার আশায়ই একটু আগেভাগে দেশটিতে ক্যাম্প করছেন কোচ সাইফুল বারী টিটু। গত ১৪ আগস্ট বাহরাইনে গিয়ে আগামী ২৬ আগস্ট পর্যন্ত সেখানে থাকবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। 


রোববারের প্র্যাকটিস সেশন নিয়ে সহকারী কোচ মিশু আরও বলেছেন, “শুরুতে আমরা বিল্ডআপ নিয়ে কাজ করেছি... নিচ থেকে আমরা কিভাবে বিল্ডআপ করব। এরপর আরেকটা সেশন ছিল ফাইনাল থার্ডে আমরা কিভাবে অ্যাটাকগুলো ফিনিশিং করব।”


“বাহরাইনের দুইটা ম্যাচ নিয়ে অ্যানালাইসিস করেছি, খেলোয়াড়দের ভিডিও দেখিয়েছি, কীভাবে ওরা হাই প্রেস করে, মিডফিল্ডে ব্লক করে এবং ব্লক থেকে কীভাবে প্রেসটা শুরু করে, এগুলোর ওপর সেশনটা সাজানো হয়েছিল। আর আমরা ফিনিশিং দিয়ে শেষ করেছি। সবাই সুস্থ আছে, ভালো একটা সেশন হয়েছে, যদিও গরম অনেক বেশি।”


আরও পড়ুন

শিরোপা জিতেই নতুন মৌসুম শুরু বায়ার্নের শিরোপা জিতেই নতুন মৌসুম শুরু বায়ার্নের


আগামী ২২ আগস্ট দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাহরাইনের বিপক্ষে লড়বে দল। বাহরাইন থেকে দেশে ফিরে আগামী ২৯ আগস্ট ভিয়েতনামের উদ্দেশে রওনা হবে লাল সবুজের প্রতিনিধিরা।


এদিকে, সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ভুটানের নিবিড় অনুশীলনে ব্যস্ত বাংলাদেশের মেয়েরা। সেখানকার মাঠ এবং আবাহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াটাই বড় চ্যালেঞ্জ তাদের জন্যও। এই কথা বলেছেন দলের সহকারী কোচ আবুল হোসেন।


“আমাদের মেয়েরো আল্লাহর রহমতে খুব ভালো করছে, অনুশীলনও ভালো হচ্ছে। আগামী ২০ আগস্ট ভুটানের বিপক্ষে খেলা। দলে ইনজুরি নেই, তবে টুকটাক ইনজুরি যেটা আছে সেটি চিন্তার কোনো বিষয় নয়।” 


“আমরা আজ (রোববার) দুটি সেশন করলাম। এখানের মাঠ আর ঢাকার মাঠ অনেক পার্থক্য। এখানকার মাঠ ঢাকার চেয়ে গতিময় বেশি। যে কারণে মানিয়ে নিতে কিছু সময় লাগে। তবে বাফুফেকে ধন্যবাদ যে টুর্নামেন্ট শুরুর ৫ দিন আগে এসেছি। তাতে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারছি।”

ফুটবল থেকে আরও পড়ুন

bottom-logo

ফুটবল

দুটি এশিয়ান কাপের চাপ, তারপরও অবিচল বাটলার

 
ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
ঢাকা

১৭ আগস্ট ২০২৫, ৪:২৬ পিএম

news-details

প্রথমবার নারী এশিয়ান কাপে জায়গা করেছে বাংলাদেশ। ঋতুপর্ণা চাকমাদের পথে হেঁটেছে জুনিয়ররাও। এ মাসেই মোসাম্মৎ সাগরিকারা এনে দিয়েছেন এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের টিকিট। আগামী বছরের এপ্রিলে থাইল্যান্ডে হবে এই টুর্নামেন্ট। এক মাস আগে সিনিয়র দল যাবে অস্ট্রেলিয়ায়।


মিয়ানমার ও লাওসে এশিয়ান কাপ বাছাইয়ের দুটি টুর্নামেন্টেই দলের কোচ ছিলেন পিটার জেমস বাটলার। এবার তাঁর কাছে প্রত্যাশাও বেড়েছে ম্যানেজমেন্ ও ভক্ত-সমর্থকদের। তবে চাপ নিচ্ছেন না ব্রিটিশ কোচ, প্রত্যাশার ভিড়ে অবিচল তিনি।


সম্প্রতি মেয়েদের পারফরম্যান্স ও টুর্নামেন্ট নিয়ে টি-স্পোর্টসের সঙ্গে কথা বলেছেন বাটলার। যেখানে উঠে আসে নানা অনিশ্চয়তার ভিড়ে পাওয়া দুটি আসরের সাফল্যের গল্প। বেশিরভাগ কৃতিত্ব বাটলার দিয়েছেন খেলোয়াড়দের। সেই সঙ্গে নিজেকেও প্রমাণ করেছেন বললেন, ‘আমি এটা করেছি এবং প্রমাণ করেছি আমি এটা সফলভাবে করতে পারি।


সাফল্যের রহস্যে বাটলার বলেন, ‘আমরা এখানে পৌঁছাতে পেরেছি শুধু সুস্থ পরিবেশ, ভালো নির্বাচন, কোচিং, প্রস্তুতি এবং উভয় দলের (সিনিয়র ও অনূর্ধ্ব-২০) কঠোর পরিশ্রমের মাধ্যমে। যারা কঠোর পরিশ্রম করতে ইচ্ছুক নয় এবং নিজেদের দলের চেয়ে বড় মনে করে, তাদের দল থেকে বাদ দেওয়া হয়েছে।’


মূলত সাবিনা খাতুন, মাসুরা পারভীন, কৃষ্ণা রানীর সরকারদের বাদ দেওয়ার বিষয়টি ইঙ্গিত করেছে বাটলার। সিনিয়র দলের ১৮ ফুটবলার এ বছরের শুরুর দিকে কোচ তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করে বসেন। তাঁদের মধ্যে ছিলেন বাটলারের দলে পরবর্তীতে সুযোগ পাওয়া ঋতুপর্ণা, শামসুন্নাহার, মারিয়া মান্দারাও।


তবে বাতিলের তালিকায় কোচ ফেলে দেন কেবল সাবিনা, সুমাইয়া, কৃষ্ণা রানী, মাসুরা ও সানজিদা আক্তারদের! এই পাঁচজনকে আর দলে জায়গা দেবেন না সেটি বাটলারের কথাতেই অনুমেয়, ‘কিছু বলার নেই, আমার প্রশিক্ষণ দল ইতোমধ্যেই প্রস্তুত।’


অবশ্য প্রসঙ্গটা উঠে মূলত আফঈদা খন্দকারের ভুটান লিগের ক্লাব রয়েল থিম্পু কলেজের হয়ে খেলতে যাওয়ার প্রশ্ন তোলায়। কোচ জানান আফঈদা কেবল এশিয়ান উইমেনস লিগের তিনটি ম্যাচ খেলবেন, ভুটান লিগে নয়।


তবে একই দলে আফঈদার সতীর্থ শাহেদা আক্তার রিপা-স্বপ্না রানীরা খেলছেন। গতকালও পারো এফসির বিপক্ষে মাঠে নামেন এ দুজন। এটি মনে করিয়ে দিতেই ভিন্ন সূর বাটলারের কণ্ঠে, ‘রিপা খুব বেশি ম্যাচ খেলেনি, সে এখনও তরুণ এবং তার বেশি ম্যাচ খেলা দরকার। সে এশিয়ান উইমেনস চ্যাম্পিয়নস লিগ খেলবে, তারপর ফিরে আসবে। স্বপ্না রানীও কেবল তিনটা চ্যাম্পিয়নস লিগ ম্যাচ খেলবে।’


স্বপ্না ও রিপা দুজনেই একই সঙ্গে খেলছেন অনূর্ধ্ব-২০ দল ও সিনিয়র দলে। সামনে দুটি এশিয়ান কাপের স্কোয়াডে দুজনের থাকার সম্ভাবনাই বেশি। তবে ভুটানের মানহীন লিগে রিপারা খেলে নিজেকে প্রস্তুত রাখলে সমস্যা দেখছেন না বাটলার।


এর আগে গত মে মাসে বাংলাদেশ দলের জর্ডান সফরের আগে সাবিনাদের বিবেচনা করবেন কি না, কেননা সাবিনা সেখানে পারো এফসির জার্সিতে এক ম্যাচেই করেন ৯ গোল। দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখেছেন সুমাইয়া মাতসুশিমা এবং মাসুরা পারভীনরা। সেই প্রসঙ্গ তুলতেই সংবাদ সম্মেলনে ভুটানের লিগ নিয়ে রসিকতা করেছিলেন বাটলার। 


তবে বর্তমান দলটি নিয়ে আশাবাদী বাটলার বলেছেন তাঁরা ধাপে ধাপে উন্নতির ছাপ রাখতে চান, ‘যেমনটা আমি বলেছি, আমাদের একটা ধাপ ওপরে উঠতে হবে এবং ইতিবাচক থাকতে হবে।’


দুটি টুর্নামেন্টের জন্য পুরোপুরি আলাদা কোচিং স্টাফের দরকার আছে কি না, এ প্রসঙ্গে বাটলারের জবাব, ‘আমার তা মনে হয় না। আমরা সিনিয়র দলের প্রায় ৬০ শতাংশ খেলোয়াড়দের অনূর্ধ্ব-২০ দলে রেখেছি। তারপর মাঠে আমরা বাস্তববাদী এবং বিনয়ী থেকেছি। টুর্নামেন্ট একটার সঙ্গে আরেকটা ওভারল্যাপ করবে না। তাই কোনো সমস্যা হবে বলে মনে করি না।’


২০২৬ সালের ১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ার পাঁচ ভেন্যুতে হবে এশিয়ান কাপের ২১তম সংস্করণ। যেখানে দুই সাবেক চ্যাম্পিয়ন- উত্তর কোরিয়া ও চীনের গ্রুপে খেলবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ হচ্ছে উজবেকিস্তান। আগামী ১ থেকে ১৮ এপ্রিল থাইল্যান্ডে হবে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ। যেখানে স্বাগতিক হিসেবে আগেই জায়গা করে নেয় থাইল্যান্ড।

bottom-logo

ফুটবল

ইয়ামাল ঝলকে বার্সেলোনার উড়ন্ত শুরু

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৭ আগস্ট ২০২৫, ১১:৫৯ এম

news-details

লা লিগায় শিরোপা ধরে রাখার অভিযানে দারুণ শুরু করেছে বার্সেলোনা। রাফিনিয়া, ফেরান তোরেস ও লামিন ইয়ামালের গোলে নয় জনে পরিণত হওয়া মায়োর্কাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে তারা।


গতকাল রাতের ম্যাচে শুরুটা ছিল কিছুটা মন্থর। তবে সপ্তম মিনিটেই এগিয়ে যায় বার্সা। ইয়ামালের নিখুঁত ক্রস থেকে দূরের পোস্টে হেডে গোল করেন রাফিনিয়া। গত মৌসুমে ১৮ গোল করা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নতুন মৌসুমেও দলের প্রথম গোলের কৃতিত্ব পেলেন।


সমতায় ফেরার সুযোগ এসেছিল মায়োর্কার সামনে। কিন্তু ২১ মিনিটে ভেদাত মুরিচির কাছ থেকে নেওয়া শট ঠেকিয়ে দেন বার্সা গোলরক্ষক হুয়ান গার্সিয়া। মিনিট দুয়েক পরই ব্যবধান দ্বিগুণ হয়। ইয়ামালের শট প্রতিহত করতে ব্যর্থ হয় মায়োর্কা ডিফেন্স, সেই ফাঁকেই ঠাণ্ডা মাথায় শট নিয়ে গোল করেন ফেররান তোরেস।


আরও পড়ুন

মেসির জাদুকরি ফেরায় মায়ামির দারুণ জয় মেসির জাদুকরি ফেরায় মায়ামির দারুণ জয়


একের পর এক ধাক্কা খেতে থাকে স্বাগতিক মায়ার্কো। ৩৩ মিনিটে ইয়ামালকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মানু মোর্লানেস। ছয় মিনিটের মধ্যেই আরও বিপদ, বিপজ্জনক চ্যালেঞ্জে গোলরক্ষকের মুখে পা লাগান মুরিচি। প্রথমে হলুদ দেখালেও ভিএআর পর্যালোচনায় সেটি লাল কার্ডে বদলে দেন রেফারি। ৯ জনের দলে নেমে আসে মায়োর্কা।


প্রথমার্ধের শেষ দিকে আরও কিছুটা নাটকীয়তা আসে। রাফিনিয়ার বেপরোয়া ফাউলে লাল কার্ড দাবি করলেও রেফারি কেবল হলুদ কার্ডে সীমাবদ্ধ থাকেন।


দ্বিতীয়ার্ধে পুরোপুরি অধিপত্য দেখায় বার্সেলোনা। একের পর এক আক্রমণ সাজালেও মায়োর্কা গোলরক্ষকের নৈপুণ্যে বেঁচে যায় একাধিকবার। গাভি, দানি ওলমো ও রাফিনিয়ার প্রচেষ্টা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। বদলি হয়ে নেমে অভিষেক ম্যাচে তেমন প্রভাব রাখতে পারেননি নতুন সাইনিং মার্কাস রাশফোর্ডও।


শেষ পর্যন্ত যোগ করা সময়ে গোলের দেখা পান ইয়ামাল। বক্সের বাইরে থেকে দারুণ বাঁকানো শটে জাল খুঁজে নতুন মৌসুম শুরু করলেন স্প্যানিশ উইঙ্গার।


আরও পড়ুন

মাঠের প্রস্তুতি শুরু চ্যাম্পিয়ন মোহামেডানের মাঠের প্রস্তুতি শুরু চ্যাম্পিয়ন মোহামেডানের


২০০৯ সালের পর থেকে বার্সেলোনাকে হারাতে না পারা মায়োর্কা এবারও লড়াই জমাতে পারল না। নতুন কোচ হান্সি ফ্লিকের অধীনে প্রথম লা লিগা ম্যাচেই তাই স্বস্তির জয় নিয়ে মৌসুম শুরু করল শিরোপাধারীরা।

bottom-logo

ফুটবল

মেসির জাদুকরি ফেরায় মায়ামির দারুণ জয়

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৭ আগস্ট ২০২৫, ১১:৪১ এম

news-details

চোট কাটিয়ে মাঠে ফেরাটা যেন রূপকথার মতো করেই সাজালেন লিওনেল মেসি। বদলি হয়ে নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন আর্জেন্টাইন মহাতারকা। তাঁর এক গোল ও এক সহায়তায় মেজার লিগ সকারে ইন্টার মায়ামি ৩-১ ব্যবধানে হারিয়েছে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিকে।


চেজ স্টেডিয়ামে ম্যাচে প্রথমে এগিয়ে যায় মায়ামি। ৪৩ মিনিটে সার্জিও বুসকেটসের দুর্দান্ত পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন জর্দি আলবা। তবে বিরতির পরই গ্যালাক্সি ফিরে আসে সমতায়। ৬১ মিনিটে জোসেফ পেইন্টসিলের চমৎকার একক প্রচেষ্টায় গোল হজম করে মায়ামি।


আরও পড়ুন

শিরোপা জিতেই নতুন মৌসুম শুরু বায়ার্নের শিরোপা জিতেই নতুন মৌসুম শুরু বায়ার্নের


তবে ৮৪ মিনিটে আসে সেই মুহূর্ত, যার অপেক্ষায় ছিলেন ভক্তরা। রদ্রিগো দি পলের পাস থেকে বক্সের বাইরে থেকে মাপা এক শটে জাল খুঁজে নেন মেসি। ধারাভাষ্যকারদের কণ্ঠে ভেসে আসে—‘ম্যাজিক্যাল মেসি’! তাতে ২-১ গোলে এগিয়ে যায় মায়ামি।


পাঁচ মিনিট পরই মেসির চোখধাঁধানো ব্যাকহিল পাস থেকে গোল করেন লুইস সুয়ারেজ। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ নয় ম্যাচে প্রথমবারের মতো ‘রানিং প্লে’ থেকে গোলের দেখা পেলেন উরুগুইয়ান তারকা।


পুরো ম্যাচে ২৯টি শট নিয়েছিল মায়ামি, তবে লক্ষ্যে ছিল মাত্র আটটি। তবে বল দখলে এগিয়ে ছিল গ্যালাক্সি (৫৪ শতাংশ)। তবু মেসির উপস্থিতিই বদলে দেয় দৃশ্যপট।


এই জয়ে ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পঞ্চম স্থানে আছে মায়ামি। শীর্ষে থাকা সিনসিনাটির সংগ্রহ ৫২ পয়েন্ট, যদিও তারা খেলেছে তিন ম্যাচ বেশি। অন্যদিকে গতবারের এমএলএস কাপ জয়ী গ্যালাক্সি ওয়েস্টার্ন কনফারেন্সে বেশ ভুগছে; টানা চার ম্যাচ ধরে জয়ের দেখা নেই তাদের, ২৪ ম্যাচে পয়েন্ট ৪০।


আরও পড়ুন

মাঠের প্রস্তুতি শুরু চ্যাম্পিয়ন মোহামেডানের মাঠের প্রস্তুতি শুরু চ্যাম্পিয়ন মোহামেডানের


লিগে এরই মধ্যে ১৯ গোল করে শীর্ষে আছেন মেসি। ফেরার ম্যাচেও তাঁর পায়ের জাদু বুঝিয়ে দিল—বিশ্বকে মুগ্ধ করা সেই মেসি, এখনও ঠিক আগের মতোই রঙ ছড়াতে জানেন।

bottom-logo

ফুটবল

মাঠের প্রস্তুতি শুরু চ্যাম্পিয়ন মোহামেডানের

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৬ আগস্ট ২০২৫, ৮:৩৪ পিএম

news-details

২০০৭ সালে পেশাদার মোড়কে পা রাখার পর গত মৌসুমে প্রথমবার লিগ শিরোপা জেতে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবার তাদের সামনে শিরোপা ধরে রাখার মিশন। যদিও দলবদলে সেভাবে ঘর গোছাতে পারেনি সাদা-কালোরা। তারপরও শিরোপা ধরে রাখার প্রত্যয়ে নতুন মৌসুমের দলবদল শেষ হওয়ার দুদিন পরই মাঠের অনুশীলনে নেমে পড়ে ক্লাবটি।


আজ প্রথম দিন সকাল ও বিকেলে দুবার ঢাকা জাতীয় স্টেডিয়াম ও পল্টনের আউটার স্টেডিয়ামে অনুশীলন করে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বর্তমান চ্যাম্পিয়নরা। অনুশীলনের জন্য প্রথম দিন ১৭ ফুটবলার পেয়েছেন দলটির প্রধান কোচ আলফাজ আহমেদ। 


আরও পড়ুন

সাবিনাদের বিপক্ষে গোল করতে না পেরে ‘মন খারাপ’ তহুরার সাবিনাদের বিপক্ষে গোল করতে না পেরে ‘মন খারাপ’ তহুরার


এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের আগে বাহরাইনে ১২ দিনের ক্যাম্প এবং দেশটির অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ওই ক্যাম্পে আছেন মোহামেডানের পাঁচ ফুটবলার। এ ছাড়া ঢাকায় চলমান জাতীয় ফুটবল দলের অনুশীলনে মোহামেডানের আছেন পাঁচ ফুটবলার। যে কারণে তাঁদেরকে পায়নি তারা।


স্থানীয় এই ১০ ফুটবলারের পাশাপাশি বিদেশি কাউকেও প্রথম দিন থেকে পাননি আলফাজ। এবার মোহামেডান চারজন বিদেশি নিবন্ধন করিয়েছে। এর মধ্যে পুরোনো কেবল উজবেকিস্তানের মোজাফফর মোজাফফরভ। অন্য তিনজনই নতুন।


নতুন যে তিন বিদেশি মোহামেডানে নাম লিখিয়েছেন তাঁরা হলেন- ঘানার স্যামুয়েল বোয়াটেং, বার্নার্ড মরিসন ও এমানুয়েল এলি কেকে। এর মধ্যে স্যামুয়েল বোয়াটেং গত লিগে সর্বাধিক গোলদাতা হয়েছিলেন রহমতগঞ্জের জার্সিতে।

ফুটবল থেকে আরও পড়ুন

bottom-logo