২১ অক্টোবর ২০২৫, ২:২৭ পিএম
এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের ম্যাচ শুরু হবে আগামী শনিবার থেকে। প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি বসুন্ধরা কিংস। ঘরোয়া লিগের পাঁচবারের চ্যাম্পিয়নরা খেলবে কুয়েতে। সে উপলক্ষে আজ বিকেল পৌনে ৪টায় দেশ ছাড়বে ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়নরা।
চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংস পড়েছে 'বি' গ্রুপে। স্বাগতিক কুয়েতের ক্লাব আল কুয়েত ছাড়া বাকি দুই দল হল— ওমানের ক্লাব আল সিব ও লেবাননের ক্লাব আল আনসার এফসি।
২৫ অক্টোবর বসুন্ধরা কিংসের প্রথম ম্যাচে প্রতিপক্ষ আল সিব। বাংলাদেশ সময় ৭টায়, জাবের আল মুবারাক আল হামাদ স্টেডিয়ামে গড়াবে খেলাটি।
২৮ অক্টোবর বসুন্ধরা কিংস নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে আল আনসারের বিপক্ষে। আর ৩১ অক্টোবর শেষ ম্যাচটিতে তাদের প্রতিপক্ষ স্বাগতিক দল আল কুয়েত।
পাঁচ গ্রুপ থেকে আটটি দল যাবে কোয়ার্টার ফাইনালে। এর আগে প্রিলিমিনারি স্টেজে সিরিয়ান ক্লাব আল কারামাহ এফসিকে ১-০ গোলে হারিয়ে পরের রাউন্ডে ওঠে বসুন্ধরা কিংস। বাংলাদেশের আরেক ক্লাব আবাহনী হেরে বিদায় নেয় প্রাথমিক স্টেজেই।
এএফসি প্রতিযোগিতায় যাওয়ার আগে ঘরোয়া লিগের খেলায় সোমবার ফর্টিস এফসিকে ২-১ গোলে হারিয়েছে চলতি মৌসুমে বাংলাদেশ চ্যালেঞ্জ কাপ জেতা ক্লাবটি। এবার এএফসি মঞ্চে দারুণ কিছুর প্রত্যাশায় দেশ ছাড়ছে বসুন্ধরা কিংস।
No posts available.
২১ অক্টোবর ২০২৫, ২:৩১ পিএম
২১ অক্টোবর ২০২৫, ১:৩৭ পিএম
২১ অক্টোবর ২০২৫, ১১:২৫ এম
২১ অক্টোবর ২০২৫, ১১:১৫ এম
অ্যাঞ্জে পোস্তেকোগলুকে বহিস্কার করার দু’দিন পর নতুন কোচ নিয়োগ দিয়েছে নটিংহ্যাম ফরেস্ট। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি সাবেক বার্নলি ও এভারটন কোচ শন ডাইচকে ডাগ-আউটের দায়িত্ব দিয়েছে। এ নিয়ে ২০২৫-২৬ মৌসুমে ফরেস্টের তৃতীয় কোচ হলেন তিনি।
গত শনিবার চেলসির বিপক্ষে ০-৩ গোলে হারের ১৭ মিনিট পর বরখাস্ত হন পোস্তেকোগলু। দায়িত্ব নেওয়ার ৩৯ দিন পরই চাকরি হারান অস্ট্রেলিয়ান এই কোচ। এর আগে মৌসুমের শুরুর দিকে নুনো সান্তোস।
আরও পড়ুন
নিরাপত্তা শঙ্কায় সমর্থকদের যুক্তরাজ্যে পাঠাচ্ছে না ইসরায়েল |
![]() |
নতুন দায়িত্ব পাওয়া কোচ শন ডাইচের সঙ্গে ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত চুক্তি করেছে ফরেস্ট। ৫৪ বছর বয়সী এই ইংলিশ কোচকে নিয়োগের ঘোষণা দিয়ে এক বিবৃতিতে ফরেস্ট লিখে, ‘ডাইচ হলেন একজন সম্মানিত ও অভিজ্ঞ প্রিমিয়ার লিগ ম্যানেজার, যিনি তার ব্যক্তিত্ব, কৌশলগত জ্ঞান এবং প্রমাণিত সাফল্যের মাধ্যমে ক্লাবকে পরবর্তী অধ্যায়ে এগিয়ে নিয়ে যেতে পারবেন।’
চলতি মৌসুমে হারতে হারতে বিপর্যস্ত নটিংহ্যাম ফরেস্ট প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলের ১৮ নম্বরে আছে। মৌসুমের প্রথম আট ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে তারা।
নটিংহ্যাম ফরেস্টে ডাইচের প্রথম পরীক্ষা ইউরোপা লিগে। আগামী বৃহস্পতিবার ঘরের মাঠে পোর্তোর মুখোমুখি হবে তারা। এরপর রোববার প্রিমিয়ার লিগে তাদের প্রতিপক্ষ বোর্নমাউথ।
ইউরোপা লিগে আগামী ৭ নভেম্বর অ্যাস্টন ভিলার বিপক্ষে খেলবে মাকাবি তেল আবিব। তবে এই ম্যাচে নিজেদের সমর্থকদের জন্য বরাদ্দ টিকিট নিতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েলের ক্লাবটি। বিষয়টি নিয়ে গভীর দুঃখ প্রকাশ করেছে যুক্তরাজ্য সরকার।
সরকারি এক মুখপাত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারসহ মন্ত্রিসভার সদস্যরা দিনরাত কাজ করছিলেন যেন দুই দলের সমর্থকেরাই মাঠে গিয়ে ম্যাচ উপভোগ করতে পারেন। এ জন্য ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ ও বার্মিংহাম সিটি কাউন্সিলের সঙ্গে সমন্বয়ের চেষ্টা চলছিল।
তবে সোমবার এক বিবৃতিতে মাকাবি তেল আবিব জানায়, 'বিষাক্ত' পরিবেশের কারণে আমাদের সমর্থকরা নিরাপত্তা ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা তৈরি হয়েছে। তাই সমর্থকদের কল্যাণের কথা ভেবে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।
যুক্তরাজ্য সরকারের মুখপাত্র বলেন, আমরা গভীরভাবে দুঃখিত যে মাকাবি তেল আবিব টিকিট নিতে অস্বীকৃতি জানিয়েছে। তবে তাদের সিদ্ধান্তকে আমরা সম্মান জানাই। কেউই যদি ভয় বা সহিংসতার আশঙ্কা ছাড়াই ফুটবল উপভোগ করতে না পারে, তা আমরা মেনে নিতে পারি না।
তিনি আরও যোগ করেন, এই ম্যাচকে ঘিরে যারা ঘৃণা ছড়াতে চাইছে, তাদের আমরা সহ্য করব না। আমরা পুলিশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি যেন ম্যাচটি নিরাপদভাবে হয় এবং যুক্তরাজ্যের ইহুদি সম্প্রদায়ও প্রয়োজনীয় নিরাপত্তা পায়।
বার্মিংহামের নিরাপত্তা পরামর্শক দল গত সপ্তাহে জানায়, নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে ভিলা পার্কে ওই ম্যাচে কোনো অতিথি সমর্থক উপস্থিত থাকতে পারবেন না। প্রধানমন্ত্রী স্টারমার সেই সিদ্ধান্তকে 'ভুল' বলে মন্তব্য করেন এবং তা পুনর্বিবেচনার আহ্বান জানান।
এরই মধ্যে যুক্তরাজ্যের ফুটবল পুলিশিং ইউনিট ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে, দেশটির ঘরোয়া লিগে হাপোয়েল ও মাকাবি তেল আবিবের ম্যাচ বাতিলের কারণ জানতে। সেই ম্যাচের আগেই স্টেডিয়ামের ভেতরে-বাইরে সহিংসতার ঘটনা ঘটে বলে জানা যায়।
সংস্কৃতি মন্ত্রী লিসা ন্যান্ডি পার্লামেন্টে বলেন, ‘এই নিষেধাজ্ঞা এমন এক সম্প্রদায়কে আরও বিচ্ছিন্ন ও আতঙ্কিত করছে, যারা আগে থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছে।’ তিনি জানান, সরকার প্রয়োজনে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার অর্থায়ন করবে, যাতে মাকাবি সমর্থকেরা ভবিষ্যতে ম্যাচে উপস্থিত থাকতে পারেন।
কোচিং ক্যারিয়ারে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছেন বায়ার্ন মিউনিখে। ২০১৯-২০২০ মৌসুমে বাভারিয়ানদের নিয়ে হেক্সা জেতেন হান্সি ফ্লিক। বায়ার্নের সেই দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন থমাস মুলার।
সাফল্যে ভরা সেই সময় এখন অতীত। জার্মান জায়ান্ট ক্লাবটিতে বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে থমাস মুলার এখন খেলছেন মেজর লিগ সকারে (এমএলএস) কানাডিয়ান ক্লাব ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের হয়ে। তবে বায়ার্ন ছাড়ার পর নাকি সাবেক গুরুর বর্তমান ক্লাব বার্সেলোনায় যাওয়ার কথা বিবেচনা করেছিলেন। কাতালান ক্লাবটির কোচ ফ্লিক ডাক দিলেই নাকি সাড়া দিতেন ৩৬ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জার্মান ক্রীড়া শো ‘ব্লিকপুংক্ট স্পোর্টকে দেওয়া স্বাক্ষাৎকারে বার্সেলোনায় খেলার আগ্রহ প্রকাশ করে বলেন, ‘আমি বার্সেলোনায় একটি ভবিষ্যৎ কল্পনা করতে পারতাম, হান্সি ফ্লিক, যিনি আমাকে খুব ভালো করে চেনেন যদি আমাকে ফোন করতেন তবে হয়ত আমি বার্সেলোনার প্রজেক্ট পছন্দ করতাম আর আমি এমন কিছু (বার্সেলোনায় যোগ দেওয়া) কল্পনা করতে পারতাম।’
আরও পড়ুন
বসুন্ধরা কিংস অ্যারেনায় আফগানিস্তান-মিয়ানমার ম্যাচ |
![]() |
ক্লাব ফুটবল ক্যারিয়ারে বার্সার সঙ্গে মোটেও ভালো সম্পর্ক ছিল না মুলারের। ক্লাবটিকে নিয়ে মাঝেমধ্যেই হাসি-তামাশা করার সুযোগ ছাড়তেন না তিনি। তবে এবার স্প্যানিশ ক্লাবটির প্রশংসাই ঝরে পড়ল তাঁর কণ্ঠে, ‘বার্সেলোনা ইউরোপের একটি শীর্ষ ক্লাব। মানুষ জানে ওখানে তাদের কাছ থেকে কী প্রত্যাশা করা হয়।’
বার্সেলোনায় যোগ দিলে সাবেক সতীর্থ রবার্ট লেভানোদভস্তির সঙ্গে আবার জুটি গড়তে পারতেন মুলার। বায়ার্নে গত দশকে বুন্দেসলিগায় আইকনিক এই জুটি দাপিয়ে বেড়িয়েছে। সামাজিক মাধ্যমে এখনও প্রায়ই ‘বন্ধুকে’ নিয়ে ভিডিও বার্তা দিতে দেখা যায় মুলারকে।
বায়ার্ন মিউনিখের হয়ে ৭৫৬টি প্রতিযোগিতামূলক ম্যাচে ২৫০ গোলের পাশাপাশি ২৭৬টি অ্যাসিস্ট করেছেন ক্লাবটির কিংবদন্তি মুলার। জার্মান জায়ান্টদের হয়ে ১৩টি বুন্দেসলিগা শিরোপা, দুটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন।
বাবার পদাঙ্ক অনুসরণে আরেক ধাপ এগিয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র। পর্তুগালের হয়ে ইতিহাস লিখা মহাতারকা রোনালদো ক্যারিয়ারের শেষপ্রান্তে দাঁড়িয়ে ধীরে ধীরে সেই ব্যাটন তুলে দিচ্ছেন বড় ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়রের হাতে।
প্রথমবারের মতো পর্তুগালের জাতীয় দলের অনূর্ধ্ব-১৬ স্কোয়াডে জায়গা পেয়েছেন রোনালদোর ছেলে। পর্তুগিজ ফুটবল ফেডারেশনের (এফপিএফ) ২০২৫ ফেডারেশনস কাপের জন্য নির্বাচিত তরুণ প্রতিভাদের তালিকা প্রকাশ করেছে। প্রধান কোচ ফিলিপে রামোস ২২ জনের স্কোয়াড ঘোষণা করেছেন। যাদের মধ্যে ২০ জনই পর্তুগিজ ক্লাব একাডেমি থেকে। বাকি দু’জন সৌদি আরবের আল নাসরের একাডেমিতে থাকা ক্রিশ্চিয়ানো জুনিয়র এবং ব্রাজিলের সান্তোস এফসির কাউয়া আরাউজো ।
ফেডারেশন কাপ অনুষ্ঠিত হবে ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত তুরস্কের আন্তালিয়া শহরে। অনুর্ধ্ব-১৬ জাতীয় দলগুলোর এই টুর্নামেন্টের লক্ষ্য হচ্ছে উদীয়মান প্রতিভাদের তুলে ধরা। সব ম্যাচই হবে তুরস্কের এমিরহান স্পোর্টস সেন্টারে।
আরও পড়ুন
রোনালদোকে ছাড়াই ভারতের গোয়ায় আল-নাসর |
![]() |
গ্রুপ পর্বে পর্তুগাল খেলবে তুরস্ক, ওয়েলস এবং ইংল্যান্ডের বিপক্ষে। স্বাগতিক তুরস্কের বিপক্ষে প্রথম ম্যাচ ৩০ অক্টোবর, ওয়েলসের বিপক্ষে ম্যাচ ১ নভেম্বর এবং গ্রুপের শেষ ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে ৪ নভেম্বর।
পর্তুগালে ক্রিশ্চিয়ানো পরিচিত ‘ক্রিস্টিয়ানিনহো’ নামে। এর আগে পর্তুগালের অনুর্ধ্ব-১৫ দলে ডাক পেয়েছিলেন রোনালদোর বড় ছেলে। বাবার বিখ্যাত নম্বর ৭ জার্সি পরে মাঠে নামে তিনি।
গত মে’তে ক্রিশ্চিয়ানো জুনিয়র ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত ভ্লাতকো মার্কোভিচ আন্তর্জাতিক টুর্নামেন্টে পর্তুগাল যুব দলে জায়গা পান শুরুতে গোল না পেলেও, ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন এই লেফট উইঙ্গার । স্বাগতিক ক্রোয়েশিয়ার বিপক্ষে দুই গোল করে পর্তুগালকে ৩-২ ব্যবধানে জয় এনে দেন।
বর্তমানে ‘জুনিয়র’ খেলছেন সৌদি ক্লাব আল-নাসরের যুব দলে। এর আগে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড এবং জুভেন্টাস-এর যুব একাডেমিতেও খেলেছেন।
নিরপেক্ষ ভেন্যু হিসেবে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের পদার্পণ। আফগানিস্তানের হোম ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের আফগানিস্তান বনাম মিয়ানমার ম্যাচ।
একই দিনে ভারতের বিপক্ষে এএফসি বাছাইয়ে হোম ম্যাচ খেলবে বাংলাদেশ। পল্টনের জাতীয় স্টেডিয়ামে যখন প্রতিবেশী দেশটির বিপক্ষে লড়বেন হামজা-জামালরা, তখন বসুন্ধরা কিংস অ্যারেনায় হবে আরেক জমজমাট লড়াই।
আফগানিস্তান ফুটবল ফেডারেশন তাদের হোম ম্যাচটি বাংলাদেশকে আয়োজনের প্রস্তাব দেয়। আনুষ্ঠানিক প্রস্তাবটা পেয়েছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তিনি বসুন্ধরা কিংস সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ইমরুর হাসানকে জানালে তিনি কিংস অ্যারেনায় ম্যাচ আয়োজনের সম্মতি দেন বলে জানা গেছে।
আরও পড়ুন
রোনালদোকে ছাড়াই ভারতের গোয়ায় আল-নাসর |
![]() |
এর আগে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের (নারী ও পুরুষ) বেশ কিছু ম্যাচ বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হয়েছে। এই মাঠে এএফসি ক্লাব পর্যায়ের খেলাও সফলভাবে আয়োজন হয়েছে।
সর্বশেষ নারীদের বয়সভিত্তিক সাফের (অনূর্ধ্ব-২০) আসর বসেছিল বসুন্ধরা কিংস অ্যারেনায়।
সুযোগ-সুবিধা, মানসম্মত আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থার কারণে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি দিনেক দিন বৃদ্ধি পাচ্ছে। জুনে ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে সফলভাবে ম্যাচ আয়োজনের পর এ মাসেই হংকং, চায়নার বিপক্ষে আরেকটি সফল আয়োজন করে বাংলাদেশ। তাতে এএফসিসহ এশিয়ার সদস্য দেশগুলোর দৃষ্টি আকর্ষণ করেছে বাংলাদেশ। যার ফলশ্রুতিতে আফগানিস্তান-মিয়ানমার ম্যাচ আয়োজনের প্রস্তাব পেল বাংলাদেশ ফুটবল ফেডারেশন।