৪ অক্টোবর ২০২৫, ৮:১৫ পিএম
এএফসি উইমেনস অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে অংশ নিতে আগামীকাল দেশ ছাড়বে বাংলাদেশ। জর্ডানে মেয়েদের প্রথম ম্যাচ ১৩ অক্টোবর। তার আগে ৭ ও ৯ অক্টোবর সিরিয়া এবং দুবাইয়ের মেয়েদের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে কোচ সাইফুল বারী টিটুর দল। দুটি ম্যাচই হবে দুবাই শহরে। সেখান থেকেই ১০ অক্টোবর জর্ডানের উদ্দেশ্যে রওনা দেবে দল।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে 'এইচ' গ্রুপে পড়েছে বাংলাদেশ। স্বাগতিক জর্ডান ছাড়াও গ্রুপে অপর দলটি শক্তিশালী চাইনিজ তাইপে। বাংলাদেশের প্রথম ম্যাচ ১৩ অক্টোবর জর্ডানের বিপক্ষে। ১৭ অক্টোবর গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ চাইনিজ তাইপে।
ফিফা র ্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে এশিয়ান কাপ বাছাইয়ের প্রতিপক্ষ দুই দল। এই তালিকায় বাংলাদেশ আছে ১০৪-তম অবস্থানে। ২৮ ধাপ এগিয়ে থাকা জর্ডান আছে ৭৬তম অবস্থানে। আর চাইনিজ তাইপে ৪২-তম অবস্থানে।
শক্তিশালী দুই দলকে মোকাবিলার আগে সেভাবে প্রস্তুতি নিতে পারেনি বাংলাদেশ। ভুটানে সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে রানার্সআপ হওয়ার পর গত ২৭ সেপ্টেম্বর থেকে সাইফুল বারীর অধীনে প্রাকটিস করেন অর্পিতা বিশ্বাসরা।
দেশের মাটিতে এক সপ্তাহের প্রস্তুতি এবং দুবাইয়ে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার পুজি নিয়েই জর্ডানে আসল প্রতিযোগিতায় মাঠে নামবে লাল সবুজের মেয়েরা। যে কারণে এই দলের কাচে প্রত্যাশাও সেভাবে করছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
দেশ ছাড়ার আগে আজ দলের হেড কোচ, নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, অধিনায়ক অর্পিতাদের নিয়ে বাফুফে ভবনে হয় সংবাদ সম্মেলন। সেখানে কিরন বলেছেন,
'খুব ভাল প্রস্তুতি হয়েছে বলব না। জর্ডানে ওদের জন্য লার্নিং টুর্নামেন্ট, খুব বেশি ভাল খেলবে সেটাও আশা করতে পারি না। কারণ আমরা ওদেরকে দীর্ঘদিন প্র্যাকটিসও করাতে পারিনি। তবে ওখানে ওরা অনেক কিছু শিখবে।'
মেয়েদের 'শেখার' মঞ্চে কোচ টিটু বললেন তার দলও মানসিকভাবে বেশ এগিয়ে,
'আসলে ওরা (জর্ডান ও চাইনিজ তাইপে) আমাদের চেয়ে এগিয়ে। ওদের কোনো ভিডিও দেখি নাই। ইউটিউবে জর্ডানের মেয়েদের একটা ম্যাচের হাইলাইটস দেখেছি, জর্ডান খুব পাওয়ারফুল দল। প্রথম ম্যাচ আমাদের আবার জর্ডানের সঙ্গে। আগে ওই দুই দলের খেলা হলে তাদের শক্তিমত্তা দেখে নিতে পারতাম। যাইহোক আমাদের মেয়েরাও অনেক স্ট্রং।'
অধিনায়ক অর্পিতা মন করেন সর্বশেষ সাফ ও দুবাইয়ে হতে যাওয়া দুটি প্রস্তুতি ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগবে,
'আমাদের প্রস্তুতি ভাল। সর্বশেষ সাফে ভাল খেলেছি। দুবাইয়ে শিখব, সেটা জর্ডানে কাজে লাগাবো।'
এএফসি এশিয়ান কাপে ইতিমধ্যে মেয়েদের দুটি দল কোয়ালিফাই করেছে। মিয়ানমারে হওয়া বাছাইপর্ব উতরে মূল আসরের টিকিট এনে দেন ঋতুপর্ণা চাকমারা। তাদের দেখানো পথে অনূর্ধ্ব-২০ দল এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করে।
No posts available.
৭ অক্টোবর ২০২৫, ১১:৫৭ পিএম
৭ অক্টোবর ২০২৫, ৫:৪৮ পিএম
প্রায় এক বছর পর ফুটবলারদের আনাগোনায় মুখর হতে চলেছে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়াম। মাঠের সংস্কারকাজের কারণে দীর্ঘদিন খেলা বন্ধ থাকলেও, এবার ফিরছে চেনা ব্যস্ততা।
আগামী ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগের ফাইনাল রাউন্ড, যা চলবে ১০ নভেম্বর পর্যন্ত। এই টুর্নামেন্টের মধ্য দিয়েই মাঠে গড়াবে প্রতিযোগিতামূলক ফুটবল।
আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগ
কমিটির ২০২৫ সালের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন কমিটির চেয়ারম্যান
মো. মনজুরুল করিম এবং সদস্যবৃন্দ মো. সাইফুর রহমান মনি, কবির উদ্দিন সরকার, রিদওয়ান
বিন রহমান রাখিন, মো. রাহাত মিতু, রাকিবুল ইসলাম, ফারজানা রফিক বাবলি ও মো. মাহমুদুর
রহমান।
বিশেষ অতিথি হিসেবে সভায় যোগ দেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)-এর ভাইস প্রেসিডেন্ট, ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স ডিভিশনের মো. সাইফুল ইসলাম এবং একই বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার চৌধুরী সাইফান আবির হৃদয়।
কমলাপুর স্টেডিয়াম দেশের ফুটবলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এখানে নিয়মিত আয়োজন করা হয় বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ (বিসিএল), সিনিয়র ডিভিশন লিগ, নারী লিগ, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লিগ, পাইওনিয়ার লিগ, ডেভেলপমেন্ট কাপ, একাডেমি কাপের মতো বিভিন্ন প্রতিযোগিতা।
এছাড়া নারী জাতীয় দল, বয়সভিত্তিক দল, বাফুফের এলিট একাডেমি ও তৃণমূলের ক্লাবগুলোর অনুশীলনেও এই মাঠ ব্যবহৃত হয়ে থাকে।
আগামী নভেম্বরের ফুটবল ফেরার মাধ্যমে কমলাপুরে ফিরবে পুরোনো সেই প্রাণচাঞ্চল্য।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে
অংশ নিতে গতকাল দেশে ফেরেন হামজা চৌধুরী। কানাডা থেকে আজ রাত সাড়ে নয়টায় ঢাকায় এসে
পৌঁছান আরেক প্রবাসী ফুটবলার শমিত সোম।
শমিতকে বহনকারী বিমান রাত
সাড়ে আটটায় বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। ফ্লাইট বিড়মন্বায় এক ঘটনা বিলম্বে দেশে এসে
পৌঁছান শমিত। বিমান বন্দরে পৌঁছানোর পরই গণমাধ্যমের মুখোমুখি হতে হয় তাকে।
কানাডিয়ান প্রিমিয়ার
লিগের ক্লাব ক্যাভালরি এফসি-এর হয়ে খেলা শমিত গত আগস্টে চোটে পড়েন। নানা চড়াই উৎরায়ের
পর খেলায় ফেরেন। ক্লাবের জার্সিতে সবশেষ দুই ম্যাচে শুরুর একাদশে ছিলেন। হংকং, চায়নার
বিপক্ষেও ফুল রিদমে নিজেকে ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী শমিত।
লাল-সবুজ জার্সিতে নিজেদের
দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে শমিত বলেছেন, ‘আমি আশাবাদী,
আমরা ভালো করতে পারি। ভালো খেলা হবে। তারা কঠিন দল, দেখি কীরকম হয়। তবে আমরা ভালো করতে
পারি, দুই খেলায়ই জিততে পারি।’
প্রস্তুতি ও চোট নিয়ে জাতীয়
দলের এই মিডফিল্ডার বলেছেন, ‘প্রস্তুতি ভালো হবে এতে আমার কোনো সন্দেহ নেই। আমি
খুব রোমাঞ্চিত। আশা করি দেখা হবে স্টেডিয়ামে। চোট এখন ঠিকঠাক।’
বাছাইপর্বে আগের দুই ম্যাচের
একটিতে হেরেছে এবং একটি ড্র করেছে বাংলাদেশ। হংকং, চায়নার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ
দুটি। ঢাকা থেকে পরিপূর্ণ পয়েন্ট আদায় করতে পারলে এশিয়ান কাপে ওঠা কিছুটা সহজ হবে জামাল
ভূঁইয়াদের জন্য।
আগামী ৯ অক্টোবর রাত ৮টায়
জাতীয় স্টেডিয়ামে হংকং, চায়নাকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। খেলা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিতে গতকাল দলের সঙ্গে যোগ দেন হামজা চৌধুরী। আজ দ্বিতীয় দিনের মতো করেছেন অনুশীলন। হাভিয়ের কাবরেরার সেশন শুরুর আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন এই তারকা মিডফিল্ডার। যেখানে দলের প্রয়োজনে ‘রক্ষণ-আক্রমণ’ বিভাগে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন হামজা।
লাল সবুজ জার্সিতে হামজার অভিষেক গত মার্চে, ভারতের বিপক্ষে। প্রতিবেশীদের বিপক্ষে সে ম্যাচে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। নম্বর এইটের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ ভুটান। প্রীতি ম্যাচটি তার জন্য স্মরণীয়। এদিন দেশের জার্সিতে প্রথম গোলের দেখা পান তিনি। পরবর্তীতে ফিরে যান ইংল্যান্ডে। লেস্টার সিটির হয়ে ব্যস্ত হয়ে পড়েন ইংলিশ চ্যাম্পিয়নশিপে।
ভুটানের বিপক্ষে রক্ষণ সামলানোর পাশাপাশি অ্যাটাকিং পজিশনেও খেলেছেন হামজা। তাতেই খেলার মোড় পাল্টে যায়। দল পায় কাঙ্ক্ষিত গোল। ৪ জুনের ওই ম্যাচ ২-০ গোলে এগিয়ে শেষ করে লাল সবুজের দল।
বাংলাদেশের সামনে এবার হংকং, চায়না। ঘরের মাঠে অতিথিদের হারিয়ে পূর্ণ তিন পয়েন্টে চোখ হামজা ও জামাল ভূঁইয়াদের। ম্যাচটিতে লেস্টার সিটির অধিনায়ককে ‘রক্ষণ-আক্রমণ’ দুই দিকেই সামাল দিতে হতে পারে। কোচ কাবরেরার চাওয়াও তেমন।
বিষয়টি ‘চাপ নাকি উপভোগ্যের’, জানতে চাইলে হামজা বলেন, 'জ্বি না (বাড়তি চাপ নয়)। মিডফিল্ডারের সংজ্ঞাই হলো আক্রমণ ও রক্ষণ দুই জায়গায় অবদান রাখা। তাই ইনশা আল্লাহ, আমি দুটোই ভালোভাবে করতে পারব। এটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব, তবে আমি বেশ রোমাঞ্চিত। আমি খুব উপভোগ করছি।'
এএফসি বাছাইয়ে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলে গত ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে। ১-২ গোলে হেরে যাওয়া ম্যাচে সুযোগ পেয়েছিলেন হামজা। যদিও তা মিস করে। সেটি মনে করিয়ে দিতেই আক্ষেপ ঝরল ২৮ বছর বয়সি তারকার কণ্ঠে, 'খুব খারাপ লেগেছিল। সেই মোমেন্টটা রিপ্লেতে আবার দেখেছি আমি। পরের বার ইনশা আল্লাহ সুযোগ কাজে লাগাতে পারব। আমি জানি আমাকে নিয়ে প্রত্যাশা বড়। আমি সেটা পূরণ করতে পারব।'
৯ অক্টোবর রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে হংকং, চায়নাকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। খেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল টি-স্পোর্টস।
আগেরদিন দেশে ফিরে অনুশীলনে ঘাম ঝরালেও সংবাদমাধ্যমের মুখোমুখি হননি হামজা চৌধুরী। তবে আগ্রহের তুঙ্গে থাকা বাংলাদেশ দলের ডিফেন্সিভ মিডফিল্ডার আজ কথার ঝাঁপি খুলে দেন সাংবাদিকদের সামনে। জানান নিজের আগ্রহ-অনুভূতি ও হংকং, চায়না ম্যাচ নিয়ে উচ্চাশা।
জাতীয় স্টেডিয়ামে আজ নিজেদের দ্বিতীয় দিনের অনুশীলন শেষে সংবাদ মাধ্যমে কথা বলেন হামজা। ইংলিশ চ্যাম্পিয়নশিপে ব্যস্ত সময় পার করা ২৮ বর্ষী তারকার পাখির চোখে এশিয়ান কাপ বাছাইয়ে উত্তরণ। হংকংয়ের বিপক্ষে ম্যাচের আগে সিলেটের আঞ্চলিক ভাষায় হামজা বলেন,
'খুব চান্স আছে। আমি কোচের সঙ্গে মাতছি। আমাদের ট্যালেন্ট আছে, এগ্রেসিভনেস আছে, লাস্ট স্টেপ হলো, বহুত কনফিডেন্স পাইয়া ইনশা আল্লাহ আমরা উইনিং টিম হমু।'
এশিয়ান কাপ বাছাইয়ে দুই ম্যাচের একটিতে হার, অন্য ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। এক পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে হাভিয়ের কাবরেরার দল। ফলে বৃহস্পতিবার হংকংয়ের বিপক্ষে ম্যাচে জয়ের বিকল্প নেই লাল সবুজ দলের।
ঘরের মাঠে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে চায় বাংলাদেশ। হামজার ভাষ্য,
'খুব আশাবাদী, এ নিয়ে তৃতীয়বার আমি আইছি যে। আমার সম্পর্ক খুব ভালো হইছে কোচদের সঙ্গে, ফুটবলারদের সঙ্গে। টিম সপ্তাহখানেক ধরে হার্ডওয়ার্ক করতেছে, টিমে এসে ভালো লাগতেছে ইনশা আল্লাহ আমরা জিতমু।'
৯ অক্টোবর রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের আতিথেয়তা দেবে বাংলাদেশ। খেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল টি-স্পোর্টস।
ক্রিস্টাল প্যালেসে সময়টা দারুণ যাচ্ছে ইংলিশ ডিফেন্ডার মার্ক গেহির। আলো ছড়িয়ে নজর কাড়ছেন বড় জায়ান্ট ক্লাবগুলোরও। ২০২৬ সালের জুনে ক্রিস্টালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে তাঁর। নতুন চুক্তি না করলে ফ্রি এজেন্ট হয়ে যেকোনো ক্লাবে নাম লিখানোর সুযোগ তাঁর।
এরই মধ্যে গেহিকে পেতে লড়াইয়ে নেমেছে রেয়াল মাদ্রিদ, বার্সেলোনা, লিভারপুল ও বায়ার্ন মিউনিখের মতো জায়ান্টরা। গেহির প্রতি মাদ্রিদের আগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন স্কাই স্পোর্টসের সাংবাদিক ফ্লোরিয়ান প্লেটেনবার্গ।
গত মাসে গ্রীষ্মকারীন দলবদলের শেষ দিন গেহির লিভারপুলে যোগ দেওয়া প্রায় নিশ্চিত ছিল। প্রতিবেদন অনুযায়ী, খেলোয়াড় ও ক্লাবের মধ্যে ব্যক্তিগত শর্তেও সমঝোতা হয়েছিল। তবে ক্রিস্টাল প্যালেস উপযুক্ত বিকল্প না পাওয়ায় শেষ মুহূর্তে চুক্তিটি আর হয়নি।
ইংল্যান্ড হয়ে ২৫ ম্যাচ খেলেছেন গেহি। ক্লাব ক্যারিয়ারে প্যালেসের হয়ে ১৩৯ ম্যাচে করেছেন ৭ গোল। যদিও জানুয়ারিতে তাঁর দলবদলের সম্ভাবনা কম, তবে আগামী জুনে ফ্রি এজেন্ট হিসেবে কোনো বড় ক্লাবে যোগ দেওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে।
গত গ্রীষ্মে ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড, ডিন হুইসেন ও আলভারো কারেরাসকে দলে নিয়েছিল রেয়াল। তবে ২০২৬ মৌসুমকে সামনে রেখে তারা আরও একজন ভালো সেন্টার-ব্যাক খুঁজছে। অ্যান্তেনিও রুডিগার ও ডেভিড আলাবার চুক্তির শেষ বছর চলছে। এখনো তাঁদের নতুন কোনো প্রস্তাব দেওয়া হয়নি।
এদের মিলিতাও চোটপ্রবণ, ছন্দ হারিয়ে রাউল আসেনসিওর অনিয়মিত। রেয়াল গেহির মতো একজন নির্ভরযোগ্য ডিফেন্ডারের সন্ধানে আছে তারা। তবে জাবি আলোনসোর দলকে লড়তে হবে লিভারপুলের সঙ্গে, কারণ সেপ্টেম্বরের ট্রান্সফার উইন্ডোতে গেহিকে তারা একেবারে শেষ মুহূর্তে হারিয়ে ফেলেছিল।
ইনিগো মার্তিনেজকে ছেড়ে দেওয়া, রোনাল্ড আরোউহোর অফফর্ম, পাও কুবার্সিও ছন্দে নেই-বার্সেলোনাও লেগে আছে গেহিকে পেতে।