এশিয়ান কাপ বাছাইয়ে হংকং ম্যাচের আগে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচকে প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছিলেন বাংলাদেশ দলের হেড কোচ হাভিয়ের কাবরেরা। অধিনায়ক জামাল ভূইয়া চেয়েছিলেন প্রস্তুতির পাশাপাশি দুটিতেই জয় নিয়ে দেশে ফিরতে। তবে আজ দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে প্রথম প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ।
নেপালের বিপক্ষে আগের দেখায় ২০২২ সালে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশ। প্রায় তিন বছর পর সুযোগ পেয়েছিল প্রতিশোধ নেওয়ার। সে অপেক্ষাও বাড়ল আরও।
ম্যাচের ৩০ মিনিটে মনি কুমার লামার ফ্রি কিক থেকে অনন্ত তামাংয়ের হেড ঠেকিয়ে দেন সুজন হোসেন। ৩৯ মিনিটে কর্নার থেকে আসা বলে সুযোগ পেয়েছিলেন সুমন রেজা। কিন্তু তাঁর শট চলে যায় পোস্টের ওপর দিয়ে। ৫১ মিনিটে রহমত মিয়ার লং থ্রোয়ে সুমন রেজার হেডে বল পান তারিক কাজী। কিন্তু তিনি বল ছোঁয়ার আগেই হেডে তা ক্লিয়ার করেন নেপালের জুং কার্কি।
৬৫ মিনিটে জামালের জায়গায় কাজেম শাহ ও সাদ উদ্দীনের পরিবর্তে নামেন তাজ উদ্দীন। ৬৮ মিনিটে জুং কার্কির শট সহজেই তালুবন্দী করেন সুজন। ৭৬ মিনিটে তাজের বক্সের বাইরে থেকে নেওয়া শট খানিকটা লাফিয়ে উঠে গ্লাভসবন্দি করেন নেপালের অধিনায়ক কিরণ চেমজং।
৮১ মিনিটে রাকিব হোসেনের বাড়ানো ক্রসে মাথা ছোঁয়াতে পারেননি দূরের পোস্টে থাকা আরিফ হোসেন। ৮৫ মিনিটে সাদের মতো ছোট ভাই তাজও দেখেন হলুদ কার্ড। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র মেনে মাঠ ছাড়ে দুই দল। ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথেই দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুই দল।
No posts available.
৭ সেপ্টেম্বর ২০২৫, ৬:৫৬ পিএম
হেড কোচ সাইফুল বারী টিটুকে ছাড়া এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। চার দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রোববার রাতে টিম হোটেলে ফিরেছেন তিনি।
গত ৩ সেপ্টেম্বর বাংলাদেশ-ভিয়েতনাম ম্যাচের দিন হাসপাতালে পুনরায় ভর্তি করানো হয় বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর সাইফুল বারী টিটুকে। অনেকটা স্বাভাবিক বোধ করায় রোববার তাকে রিলিজ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও পড়ুন
প্রোটিয়াদের গুঁড়িয়ে ইংল্যান্ডের রেকর্ড বইয়ে ঝড় |
![]() |
ভিয়েতনামের বিপক্ষে ম্যাচের আগের দিন মঙ্গলবার জ্বরে আক্রান্ত হন সাইফুল বারী টিটু। সেখানকার একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে হোটেলে নিয়ে আসা হয় তাকে; পরের দিন ফের অসুস্থ হলে আবারও হাসপাতালে নেয়া হয়।
তখন শারীরিক বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি স্যালাইনসহ চিকিৎসা চলে। জানা গেছে, জ্বর ও দুর্বলতাই ছিল তার মূল সমস্যা।
কোচ সাইফুল বারীকে ছাড়া দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশে। মঙ্গলবার সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের নিয়মরক্ষার ম্যাচ। সেই ম্যাচে সাইফুল বালী ডাগ আউটে থাকবেন কি না সেটি এখনও নিশ্চিত না। তিনি না থাকলে আগের দুই ম্যাচের মতো এ ম্যাচেও ডাগ আউটে দেখা যাবে সহকারী কোচ হাসান আল মামুনকে।
আগামী বুধবার বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচ একুয়েডরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। সেই ম্যাচে আলবিসেলেস্তেদের শুরুর একাদশে দেখা যেতে পারে তিন পরিবর্তন।
কোচ লিওনেল স্কালোনি ইঙ্গিত দিয়েছেন ভেনেজুয়েলার বিপক্ষে শুরুর একাদশে না থাকা কয়েকজন সুযোগ পেতে পারেন একুয়েডরের বিপক্ষে। আগের ম্যাচে বদলি নামা লাউতারো মার্তিনেজকে দেখা যেতে পারে শুরু থেকে। লিভারপুল মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ফিটনেসের কারণে প্রথম ম্যাচে ছিলে না। একুয়েডরের বিপক্ষে শুরুর একাদশে থাকতে পারেন তিনি।
লিওনেল মেসি না থাকায় আক্রমণভাগে পরবির্তন আসবে, এটা আর বলার অপেক্ষা রাখে না। ভেনেজুয়েলার বিপক্ষে নিকোলাস পাজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুনো, তবে একুয়েডর ম্যাচে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডকে একাদশ নাও দেখা যেতে পারে।
আরও পড়ুন
নভেম্বরে পাকিস্তানের মাঠে প্রথম ত্রিদেশীয় সিরিজ |
![]() |
আক্রমণভাগে লাউতারোর সঙ্গে হুলিয়ান আলভারেজকে দেখা যেতে পারে। ভেনেজুয়েলার বিপক্ষে বদলি হিসেবে নামার পর গোল করেছিলেন এল তোরো। চোট কাটিয়ে ফিরলেও ভ্রমণজনিত কারণে আগের ম্যাচে মাঠে নামেননি ম্যাক অ্যালিস্টার।
রক্ষণভাগে একটি পরিবর্তন নিশ্চিত আর্জেন্টিনার। টানা দুই ম্যাচে দুটি হলুদ কার্ডের কারণে নিষেধাজ্ঞায় আছেন ক্রিস্টিয়ান রোমেরো। তাঁর জায়গায় মাঠে নামার সম্ভাবনা সবচেয়ে বেশি লিওনার্দো বালের্দি।
নিকোলাস গঞ্জালেসকেও শুরুর একাদশে দেখা যেতে পারে। স্কালোনির ভরসার খেলোয়াড় তিনি, তাই বাছাইপর্বের শেষ ম্যাচে শুরুর একাদশে থাকার সম্ভাবনা রয়েছে।
কাল একুয়েডরের উদ্দেশে রওনা হওয়ার কথা আলভিসেলেস্তেরা। বুধবার বাংলাদেশ সময় ভোর পাঁচটায় মাঠে নামবে আর্জেন্টিনা।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগের দলবদলের দরজা বন্ধ হয়ে গেলেও তুরস্কে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ট্রান্সফার উইন্ডো। এই সুযোগই নিতে চাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের গলার কাঁটা হয়ে ওঠা গোলরক্ষক আন্দ্রে ওনানাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করাছে তারা।
ম্যানচেস্টার ইউনাইটেডে যে সুখে নেই ওনানা, তা আর বলার অপেক্ষা রাখে না। এবার সেই জল্পনাই সত্যি হতে পারে। তুরস্কের শীর্ষ ক্লাব ট্রাবজোনস্পোর ম্যানইউ গোলরক্ষককে ধারে নেওয়ার প্রস্তাব দিয়েছে।
২৯ বছর বয়সী ক্যামেরুনিয়ান গোলরক্ষক গত মৌসুমে ইন্টার মিলান থেকে প্রায় ৪৭ মিলিয়ন পাউন্ডে যোগ দিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। তবে প্রথম মৌসুমেই বারবার সমালোচনায় পড়েন হাস্যকর সব মিস ও বিতর্কে। নতুন কোচ রুবেন আমোরিম দায়িত্ব নেওয়ার পর তাঁর অবস্থান আরও নড়বড়ে। প্রিমিয়ার লিগের শেষ দুই ম্যাচেই বেঞ্চ গরম করেছেন ওনানা।
যুক্তরাজ্য সংবাদমাধ্যমের প্রতিবেদন, এরই মধ্যে ইউনাইটেড নাকি মৌখিকভাবে ট্রাবজোনস্পোরের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও ওনানার হাতে। তিনি থাকতে চান, নাকি নতুন চ্যালেঞ্জ নিতে চান, সেটাই এখন দেখার বিষয়।
তুরস্কের কৃষ্ণসাগর তীরবর্তী শহর ট্রাবজোনের ঐতিহ্যবাহী ক্লাব ট্রাবজোনস্পোর একাধিকবার তুর্কি সুপার লিগ শিরোপা জিতেছে। এবার তাদের নজর ম্যানইউর গোলরক্ষকের দিকে।
জীবনের অপ্রত্যাশিত নির্মমতা কেড়ে নিয়েছে এক সম্ভাবনাময় ফুটবলারের স্বপ্ন। গাড়ি দুর্ঘটনায় গত জুলাইয়ে থেমে যায় দিয়োগো জোতার জীবন। তবে এখন সশরীরে না থেকেও যেন পর্তুগাল দলের সঙ্গে আছেন প্রয়াত এই ফরোয়ার্ড।
জতার মৃত্যুর পর বিশ্বকাপ বাছাইপর্বে আর্মেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথমবার মাঠে নেমেছে পর্তুগাল। সেই মাঠে যেন নিঃশব্দে উপস্থিত ছিলেন জতা নিজেই।
আর্মেনিয়ার মাঠে ম্যাচটি শুরুর আগে নানা আয়োজনে স্মরণ করা হয় জতা ও তার ভাইকে। ভাজগেন সার্গসিয়ান রিপাবলিকান স্টেডিয়ামজুড়ে ব্যানার, সবার চোখে জল ও এক মিনিটের নীরবতা যেন বলে দিচ্ছিল জতা এখনও আছেন, মানুষের হৃদয়ে।
ম্যাচে ৫-০ গোলের সহজ জয় পায় পর্তুগাল। ২১তম মিনিটে প্রথম গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই গোলের পেছনে বিশেষ কিছুর উপস্থিতিই যেন টের পাচ্ছেন পর্তুগিজ কোচ রবার্তো মার্তিনেজ। তার চোখে এটি ছিল ভাগ্যেরই খেলা। কারণ জতার জার্সি নম্বরও ছিল ২১।
"দিয়োগো জতা আমাদের সঙ্গে আছে। ম্যাচের ২১তম মিনিটে গোল করতে পারাটা বিশেষ ছিল। আমরা আমাদের যাত্রা চালিয়ে যাচ্ছি। আমি সত্যিই কাকতালে বিশ্বাস করি। অনুশীলন ক্যাম্পের প্রথম দিন থেকেই আমরা দিয়েগো জতার শক্তি এবং প্রেরণা অনুভব করেছি।"
পর্তুগালের জার্সিতে ৪৯ ম্যাচে ১৪ গোল করেছিলেন জতা। তার প্র্যাণের পর ঘনিষ্ঠ বন্ধু রুবেন নাভাস নিজের জার্সি নম্বর পরিবর্তন করে জতার ২১ নম্বর জার্সি ব্যবহার শুরু করেছেন। রুবেন যেন মনে করিয়ে দিতে জতা এখনও মাঠে।
আগামী মাসের আন্তর্জাতিক সূচির দুই প্রতিপক্ষ চূড়ান্ত করল আর্জেন্টিনা। অক্টোবরে এই উইন্ডোতে চার দিনের মধ্যে ভেনেজুয়েলা ও প্রথমবারের মতো পুয়ের্তো রিকোর মুখোমুখি হবেন লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজরা।
বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার ম্যাচ বাকি আছে আর একটি। আগামী মঙ্গলবার ইকুয়েডরের বিপক্ষে খেলবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর বিশ্বকাপের আগপর্যন্ত বেশ কিছু প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে মেসিদের।
যা শুরু হবে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচ দুটি দিয়ে। যুক্তরাষ্ট্রের মায়ামিতে হার্ড রক স্টেডিয়ামে আগামী ১০ অক্টোবর ভেনেজুয়েলার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। আর ১৩ অক্টোবর শিকাগোর সোলজার ফিল্ডে পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলবে তারা।
ভেনেজুয়েলার বিপক্ষে বাছাইয়ে নিজেদের সবশেষ ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। ঘরের মাঠে মেসির শেষ ম্যাচ ছিল সেটি। যেখানে আর্জেন্টাইন মহাতারকার জোড়া গোলে ৩-০ ব্যবধানে সহজ জয় পায় আলবিসেলেস্তেরা।
যুক্তরাষ্ট্র সফরের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার সামনে পড়বে পুয়ের্তো। ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে ১৫৭ নম্বরে থাকা দলটির বিপক্ষে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলেনি আর্জেন্টিনা। তাই পুয়ের্তো রিকোর জন্য অনেক বড় উপলক্ষ হতে চলেছে এই ম্যাচ।
এরপর নভেম্বরে আরও দুটি প্রীতি ম্যাচ খেলতে আফ্রিকা ও এশিয়া সফরে যাবে আর্জেন্টিনা। আগামী ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডা ও ভারতের কেরালায় দুটি ম্যাচ খেলবেন মেসিরা। তবে প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি।