গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। আবাহনীর রাকিবুল হাসান রকি এবং মোহামেডানের আমিরুল ইসলাম একটি করে গোল করেন। অনেক নাটকের পর পয়েন্ট ভাগভাগিতে মাঠ ছাড়ে দুদল। শেষ ৫৮ সেকেন্ডের খেলার সমাপ্তি টানতে ৩৫ মিনিট বেশি সময় লেগেছে দুই বিদেশি আম্পায়ার শ্রীলংকার দাইয়ান দেশনায়েকে এবং মালয়েশিয়ার ইসমাদি বিন আলিসের। ম্যাচ শেষের বাঁশি বাজার পরও রিভিউয়ের ঘটনা ঘটেছে। মোহামেডান রিভিউ নিয়ে জিতে পেনাল্টি কর্নার পেয়েছে। সেখান থেকে গোলের ঘটনাও ঘটেছে। অবশ্য তার আগে ফ্রিহিটের বাঁশি বাজিয়েছেন আম্পায়ার! বিকেল ৩টা ১৫টায় শুরু হওয়া খেলা শেষ হয়েছে সন্ধ্যা ৬টায়।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে আজ শনিবার, (৩০ মার্চ) দিনের দ্বিতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হয় আবাহনী এবং মোহামেডান। দর্শকরা নড়েচড়ে বসার আগেই ম্যাচের চতুর্থ মিনিটে রকির ফিল্ড গোলে এগিয়ে যায় আবাহনী (১-০)। মোহামেডানের গোলমুখ খুলতে তৃতীয় কোয়ার্টার পর্যন্ত অপেক্ষা করতে হয়। ৩২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে সাদা-কালোদের সমতায় ফেরান তরুণ ডিফেন্ডার আমিরুল ইসলাম। ম্যাচে একাধিক পেনাল্টি কর্নার আদায় করে নিলেও একবারই তা লক্ষ্যভেদ করতে পেরেছে মোহামেডান। অপরদিকে টানা ৮ ম্যাচে যেখানে প্রভাব খাটিয়ে প্রতিপক্ষের কাছ থেকে পূর্ণ পয়েন্ট আদায় করে নিয়েছে আকাশী-নীলরা, সেখানে মোহামেডানের সঙ্গে আজ অনেকটাই বিবর্ণ ছিল দলটির পারফরম্যান্স। ৯ ম্যাচ শেষে আবাহনীর সংগ্রহ এখন ২৫ পয়েন্ট। টেবিলের শীর্ষ দল তারা। অন্যদিকে ৮ ম্যাচ শেষে মোহামেডানের সংগ্রহ ২০ পয়েন্ট। টেবিলের তিনে অবস্থান দলটির।
No posts available.
১৬ সেপ্টেম্বর ২০২৫, ৫:১০ পিএম
৪ সেপ্টেম্বর ২০২৫, ৬:০৯ পিএম
চলতি বছরের ডিসেম্বরে ভারতের তামিলনাড়ুতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপ। বৈশ্বিক এই আসরে অংশ নিতে ঢাকায় এক মাস ধরে অনুশীলন করছে বাংলাদেশ দল। বিদেশে অনুশীলন করতে আগামী ২৩ সেপ্টেম্বর মালয়েশিয়া সফর করবে লাল সবুজের যুবারা।
বিশ্বকাপ প্রস্তুতি এবং দলের সার্বিক বিষয়ে জানাতে বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সভাকক্ষে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। যাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক লেঃ কর্ণেল রিয়াজুল হাসান (অবঃ) ছাড়াও ছিলেন দলের হেড কোচ সিগফ্রিড আইকম্যান।
আরও পড়ুন
হকি এশিয়া কাপের নিয়ম মেনেই ঢাকায় হবে পাকিস্তান সিরিজ |
![]() |
হকির সাধারণ সম্পাদক জানান,
‘‘মালয়েশিয়া অনূর্ধ্ব-২১ দলের সঙ্গে কমপক্ষে চারটি ম্যাচ খেলবে বাংলাদেশ। সংখ্যাটা ৫-৬ ম্যাচ করার চেষ্টা করব। এছাড়া ইউরোপে তথা সুইজারল্যান্ডে গিয়ে প্রস্তুতি ক্যাম্প এবং ম্যাচ খেলার বিষয়টি অনেকটাই চূড়ান্ত। কথা হচ্ছে অস্ট্রিয়ার সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলারও। কোচ যোগাযোগ অব্যাহত রেখেছে।’’
কোচ আইকম্যান দেশে আসেন চলতি মাসের শুরুর দিকে। পল্টনের মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ২৬ জনের স্কোয়াড নিয়ে করছেন নিবিড় অনুশীলন। বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে বেশ ইতিবাচক ডাচ কোচ আইকম্যান।
সদ্য শেষ হওয়া এশিয়া কাপ নিয়ে তার মূল্যায়ন প্রত্যাশার চেয়ে ভাল খেলেছে বাংলাদেশ । কারণ হিসেবে বলেছেন অন্য দল যেখানে এক বছরের বেশি সময় অনুশীলন করেছে সেখানে ১০ দিনের অনুশীলনের পুঁজি নিয়ে মন্দ করেনি বাংলাদেশ।
আরও পড়ুন
ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান হকি সিরিজ |
![]() |
আইকম্যানের আপাতত দায়িত্ব বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল নিয়ে। যারা অংশ নেবে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে। হকির যেকোনো দল হিসেবে এবারই প্রথমবার বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। যে কারণে দলের কাছে প্রত্যাশাও অনেক। তবে বাস্তবতার নিরিখে সেখানে ভালো করা কঠিনই বটে। প্রিলিমিনারি রাউন্ডে বাংলাদেশ পড়েছে 'এফ' গ্রুপে। যেখানে রয়েছে অস্ট্রেলিয়া, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া।
কঠিন গ্রুপ থেকে পরের রাউন্ড নিশ্চিত করা কঠিন হবে সেটি জানা আইকম্যানের। তবে বিশ্বকাপের আগে ভালো প্রস্তুতিতে মিলতে পারে সমাধান। কোচ বলেন,
‘‘আমরা সুইজারল্যান্ড ও অস্ট্রিয়াতে খেলব। তাদের সঙ্গে খেলে অভিজ্ঞতা অর্জন করতে পারব, যা আমাদের জন্য কাজে আসবে, বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে। কারণ অস্ট্রেলিয়া আমাদের চূর্ণ করতে চাইবে, পাওয়ার প্লে খেলবে। আগে এই ধরনের ম্যাচ না খেললে হঠাৎ করে সেটা শক হতে পারে আমাদের জন্য।’’
আরও পড়ুন
কাজাখস্তানকে উড়িয়ে বিশ্বকাপ বাছাইয়ের পথে বাংলাদেশ |
![]() |
বিষয়গুলো মাথায় রেখে দলের ডিফেন্সলাইন নিয়ে কাজ করবেন আইকম্যান। সেজন্য নির্দিষ্ট ছকে আগাতে চান বলে জানান ৬৬ বছর বয়সী কোচ,
‘‘আমরা এখন কঠোর পরিশ্রম করছি রক্ষণভাগ নিয়ে। কীভাবে বল রক্ষা করতে হয়, পাঁচটি মূল রক্ষণ কৌশল নিয়ে কাজ করছি— টাইমিং, ফুটওয়ার্ক, প্রেসিং, ভিন্ন গতিতে খেলা এবং আলাদা আলাদা দিক দিয়ে ওপরে ওঠা।’’
অনুশীলনে যা শিখবে দল সেটিই মূল প্রতিযোগিতায় বাস্তবায়ন চান এই ডাচ কোচ। চার মাসের পরিকল্পনা নিয়ে হকি স্টেডিয়ামে ক্যাম্প করে বাংলাদেশ। প্রথম ভাগে আগস্ট মাসে স্থানীয় কোচ মশিউর রহমান বিপ্লব ও আশিকুজ্জামানকে নিয়ে হয় ফিজিক্যাল ফিটনেসের ট্রেনিং। দ্বিতীয়ভাগে তিন মাস দল তত্ত্বাবধানে থাকবে হেড কোচের অধীনে। দলের ফিটনেস ক্যাম্প থেকে ৭০-৮০ শতাংশ প্রত্যাশা পূরণ হয়েছে বলে জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক।
পরিকল্পনা মতো সব কিছু চলছে বলেও অবগত করেন রিয়াজুল হাসান,
‘‘৪০ জন থেকে নামিয়ে ২৬ খেলোয়াড় নিয়ে এখন চলছে ক্যাম্প। মালয়েশিয়া থেকে ফিরে অক্টোবরের শেষ দিকে দল যাবে সুইজারল্যান্ডে। আর বিশ্বকাপে মানিয়ে নিতে এক সপ্তাহ আগে ভারতে যাবে দল।’’
চলতি মাসে এশিয়া কাপ হকির স্থান নির্ধারণী খেলায় জাপানের কাছে ৬-১ ব্যবধানে হেরে ষষ্ঠ হয়ে দেশে ফেরে বাংলাদেশ। এখন বিশ্বকাপ বাছাইয়ে খেলতে আগে তিন ম্যাচের সিরিজে শক্তিশালী পাকিস্তানকে হারাতে হবে লাল সবুজের দলকে।
ভারতে অনুষ্ঠিত এশিয়া কাপ থেকে শেষ মুহূর্তে সরে যায় পাকিস্তান। তাতে বাংলাদেশ পায় টুর্নামেন্টে খেলার সুযোগ। নিয়ম ছিল, এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল সরাসরি খেলবে বিশ্বকাপে। দুই থেকে ছয় নম্বর দল খেলতে পারবে বিশ্বকাপ বাছাই।
কিন্তু প্রতিযোগিতায় ষষ্ঠ হলেও পাকিস্তান সিরিজ খেলতে হচ্ছে।
আরও পড়ুন
শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন ভারতীয় ওপেনার |
![]() |
পাকিস্তানের বিপক্ষে এই সিরিজটি বাংলাদেশ চেয়েছিল আগামী বছরের জানুয়ারিতে। কিন্তু এশিয়া হকি ফেডারেশন (এএইচএফ) বাংলাদেশ হকি ফেডারেশনকে (বাহফে) জানায় সিরিজটি এ বছরের মধ্যেই, এমনকি পারলে এ মাসেই আয়োজন করতে।
আর এই সিরিজটিকে ধরা হবে এশিয়া কাপের বর্ধিত অংশ হিসেবে। মঙ্গলবার সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল রিয়াজুল হাসান।
তিন ম্যাচের সিরিজটি যেহেতু এশিয়া কাপের অংশ, তাই আন্তর্জাতিক টুর্নামেন্টের নিয়ম মেনেই আয়োজন করতে হবে হকি ফেডারেশনকে।
সেক্ষেত্রে কিছুটা চাপেই আছে বাংলাদেশ। কেননা প্রটোকল, আন্তর্জাতিক প্রেসবক্সসহ সবকিছু আইএইচএফ (ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের) নিয়ম মেনে করতে হবে। যে কারণে আর্থিক বিষয়ে এ মুহূর্তে চাপ অনুভব করছে বাহফে।
এশিয়া কাপ হকিতে ষষ্ঠ হয়েও সরাসরি বিশ্বকাপ বাছাই খেলতে পারছে না বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ জিতলেই মিলবে বাছাই খেলার সুযোগ। আর ওই সিরিজটি ঢাকায় আয়োজনের চেষ্টা করছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)।
বাহফের সাধারণ সম্পাদক লেঃ কর্ণেল রিয়াজুল হাসান (অব.) টি-স্পোর্টসকে শনিবার সন্ধ্যায় জানিয়েছেন এই খবর।
আরও পড়ুন
কাজাখস্তানকে উড়িয়ে বিশ্বকাপ বাছাইয়ের পথে বাংলাদেশ |
![]() |
“পাকিস্তানের বিপক্ষে সিরিজটি আমরা ঢাকায় আয়োজনের চোষ্টা করছি। প্রাথমিকভাবে কথা হয়েছে ঢাকাতে আয়োজনের ব্যাপারে। সে অনুযায়ীই প্রস্তুতি নিচ্ছি। আশা করি, আগামী সোমবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আপনাদের জানিয়ে দিতে পারব।”
হকিতে বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিং ও শক্তিমত্তায় ঢের এগিয়ে পাকিস্তান। তাদের বিপক্ষে সিরিজ জিতে আগামী বছর ২৮ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বাছাইয়ে খেলার টিকিট নিশ্চিত করা বাংলাদেশের জন্য কঠিনই বটে।
তবে পাকিস্তানের মতো শক্তিধর দলের বিপক্ষে খেলতে পারাটা বাংলাদেশের জন্য কম কিছু নয়। যে কারণে সিরিজটি ঢাকায় আয়োজনের সর্বাত্মক চেষ্টাই করছে ফেডারেশন।
আরও পড়ুন
খেলোয়াড় সঙ্কট কাটাতে হকি একাডেমি এসোসিয়েশনের উদ্যোগ |
![]() |
ভারতের রাজগিরে হওয়া এশিয়া কাপ হকিতে নাম ছিল পাকিস্তানেরও। তবে নিরাপত্তা ইস্যুতে টুর্নামেন্টে না খেলার সিদ্ধান্ত নেয় পাকিস্তান।
আন্তর্জাতিক হকি ফেডারেশন নিয়মানুযায়ী, কোনো দেশ নিরাপত্তার কারণে অংশ নিতে না পারলে এবং তাদের র্যাঙ্কিং যদি ষষ্ঠ হওয়া দেশের চেয়ে ওপরে থাকে তাহলে প্লে-অফের সুযোগ পাবে সেই দল। তাই বাংলাদেশ ষষ্ঠ হওয়ায় খেলতে হবে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা পাকিস্তানের বিপক্ষে।
তবে সিরিজটি কবে আয়োজিত হবে সেই বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।
এশিয়া কাপ হকির শিরোপার রেস থেকে আগেই ছিটকে গিয়েছিল বাংলাদেশ। তবে বিশ্বকাপ বাছাই খেলার স্বপ্নটা জিইয়ে রেখেছিল তারা। সেই মিশনে বৃহস্পতিবার স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।
তবে এখনও বিশ্বকাপ বাছাই নিশ্চিত করতে পারেনি মশিউর রহমান বিপ্লবের দল।
বৃহস্পতিবারের বড় জয়ের পর এবার পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে অংশ নেবে বাংলাদেশ। আগামী শনিবার তাদের প্রতিপক্ষ জাপান। সেখানে জিতলে এশিয়া কাপ হকিতে পশ্চম হয়ে সরাসরি বিশ্বকাপ বাছাই খেলতে পারবে বাংলাদেশ।
আরও পড়ুন
জাতীয় নির্বাচনে কখনও ভোট দেইনি, কোয়াবে দিয়ে ভালো লাগছে: সোহান |
![]() |
তবে হেরে গেলেও ষষ্ঠ হয়ে বিশ্বকাপ বাছাই পর্ব খেলার সুযোগ থাকবে বাংলাদেশের সামনে। সেক্ষেত্রে বাংলাদেশকে তিন ম্যাচের সিরিজ খেলতে হবে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা পাকিস্তানের বিপক্ষে।
ওই সিরিজে পাকিস্তানকে হারাতে পারলে ষষ্ঠ দল হিসেবে হকির বিশ্বকাপ বাছাই খেলতে পারবে লাল সবুজের দল। বৃহস্পতিবার সন্ধ্যায় এমনটাই জানিয়েছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াউল হাসান।
তবে পাকিস্তানের বিপক্ষে ওই তিন ম্যাচ কবে বা কোথায় হবে সেটি এখনও জানেন না বলেই জানালেন তিনি।
আরও পড়ুন
বিশ্বকাপে স্টেডিয়ামেই ‘কোর্ট’ বসাবে মরক্কো |
![]() |
ভারতের রাজগীরে বৃহস্পতিবার ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। ম্যাচের প্রথম কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে নেওয়া দুর্দান্ত শটে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আশরাফুল ইসলাম।
দ্বিতীয় কোয়ার্টারে আবারও গোল করেন আশরাফুল। এই টুর্নামেন্টে তার এটি ছিল পঞ্চম গোল। খেলায় এগিয়ে গিয়ে আরও আক্রমণাত্মক খেলে বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারের শেষ দিকে রোমান সরকার ব্যবধান ৩-০ করেন।
তৃতীয় কোয়ার্টারে শুরুতেই আবারও রোমান সরকারের গোলে ব্যবধান হয় ৪-০। পরের মিনিটেই ফিল্ড গোল ব্যবধান ৫-০ করেন তৈয়ব আলী। খেলার ধারার বিপরীতে কাজাখস্তানের আলতানবেক একটি গোল করে ব্যবধান ৫-১ এ নামিয়ে আনেন।
ভারতের উড়িষ্যায় আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২১ আমন্ত্রণমূলক আন্তর্জাতিক হকি টুর্নামেন্ট। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দু’দিন ব্যাপী খেলোয়াড় বাছাই কার্যক্রম শেষ করল হকি একাডেমি এসোসিয়েশন অব বাংলাদেশ।
সংস্থাটির উদ্যোগে ২৯ ও ৩০ আগস্ট হয় আবাসিক ওপেন ট্রায়াল। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে হওয়া এই ট্রায়ালে কোচ হিসেবে ছিলেন সাবেক হকি খেলোয়াড় রফিকুল ইসলাম কামাল ও কোচ মওদুদুর রহমান শুভ।
ট্রায়ালে অংশগ্রহণ করে বাংলাদেশের বিভিন্ন জেলার মোট ২০টি একাডেমির ৮৭ জন অনূর্ধ্ব-২১ হকি খেলোয়াড়। যারা দেশের বিভিন্ন জেলার হকি একাডেমি থেকে আগত প্রতিভাবান খেলোয়াড় (বিকেএসপির খেলোয়াড় ব্যতীত)। সেখান থেকে ৩৩জনকে বাছাই করা হয়েছে। এখান থেকে হকি একাডেমি এসোসিয়েশন অফ বাংলাদেশের নামে একটি দল গঠন করা হবে বলে জানা যায়।
তবে বাছাই করা ৩৩ জনকে নিয়ে আপাতত ক্যাম্প করার সুযোগ পাচ্ছে না সংস্থাটি। কেননা মওলানা ভাসানী স্টেডিয়ামে বর্তমানে চলমান আছে জাতীয় দলের ক্যাম্প (অনূর্ধ্ব-২১)। তবে ৩৩ জন খেলোয়াড় নিয়ে বিকেএসপিতে কোনো ক্যাম্প করা যায় কি না সে বিষয়ে ভাবা হচ্ছে।
আরও পড়ুন
লিটনের উত্তাল ব্যাটে বাংলাদেশের ঝড়ো সূচনা |
![]() |
শনিবার টি-স্পোর্টসকে এমনটাই জানিয়েছেন সংস্থাটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খান পিয়াল। এছাড়া বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ হচ্ছে। নিজ নিজ জেলার একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়ে সেসব ভিডিও খেলোয়াড়দের দিতে হবে ওই গ্রুপে।
বর্তমানে ৪৫ জন অনূর্ধ্ব-২১ পর্যায়ের হকি খেলোয়াড় নিয়ে ক্যাম্প চলমান হকি স্টেডিয়ামে। সেখানে মাত্র একজন খেলোয়াড়ই বিকেএসপির বাইরের। সামনে এই জায়গাটাতে পরিকর্তন আসতে পারে বলে মনে করেন কিংবদন্তি হকি তারকা কামাল।
শনিবার সন্ধ্যায় টি-স্পোর্টসের সঙ্গে আলাপে তিনি জানিয়েছেন দেশের আনাচে কানাচে থেকে প্রতিভাবান খেলোয়াড় বের করাই তাদের লক্ষ্য।
আরও পড়ুন
শিরোপা উদযাপনে নিহতদের পরিবারে বেঙ্গালুরুর আর্থিক সহায়তা |
![]() |
“বিকেএসপি ছাড়া কোনো খেলোয়াড় পাওয়ার সুযোগ নেই এটা আমরা মনে করতাম। কিন্তু এই বাছাইয়ে থাকতে পেরে বুঝতে পারলাম যে বাংলাদেশের আনাচে কানাচে অনেক ভালো খেলোয়াড় আছে। অনেক প্রতিভাবান খেলোয়াড় দেখলাম। তারা আগামী দিনের কান্ডারি হতে পারে। সব কিছু মিলিয়ে এটি দারুণ উদ্যোগ।“
হকি একাডেমি এসোসিয়েশন অফ বাংলাদেশ ২০২৩ সাল থেকে তৃণমূল হকির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে এসোসিয়েশনটি সারা দেশের ২০টি হকি একাডেমির সঙ্গে সমন্বয়ে কার্যক্রম পরিচালনা করছে। এই ২০টি একাডেমি থেকেই খেলোয়াড়রা ওপেন ট্রায়ালে অংশগ্রহণ করছে।
বাংলাদেশের হকি খেলাকে আন্তর্জাতিক অঙ্গনে আরও সমৃদ্ধ ও প্রতিযোগিতামূলক করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। হকি একাডেমি এসোসিয়েশন অব বাংলাদেশ ২০২৩ সাল থেকে প্রতি বছর অনূর্ধ্ব ২১ যুব একাডেমি কাপ, নারী হকি একাডেমি কাপ ও বিচ হকি টুর্নামেন্ট আয়োজন করে থাকে।