সরাসরি

সুপার ওভারে ১ রানে হারল বাংলাদেশ

  • ২১:২৫ , অক্টোবর ২১

    সুপার ওভারে হারল বাংলাদেশ

  • ২১:১৩ , অক্টোবর ২১

    সুপার ওভারে ১১ রানের লক্ষ্য

  • ২০:৫৩ , অক্টোবর ২১

    বাংলাদেশের প্রথম টাই

  • ২০:৪১ , অক্টোবর ২১

    ৬৫ বলে হোপের পঞ্চাশ

  • ২০:২২ , অক্টোবর ২১

    রান আউট গ্রিভস

  • ১৯:৩৩ , অক্টোবর ২১

    টিকলেন না চেজ

  • ১৯:২৮ , অক্টোবর ২১

    স্পিনের আরেক রেকর্ড

  • ১৯:২৬ , অক্টোবর ২১

    রিশাদের বলে বোল্ড মোতি

  • ১৯:০৬ , অক্টোবর ২১

    তানভিরের বলে এলবিডব্লিউ রাদারফোর্ড

  • ১৮:৫৮ , অক্টোবর ২১

    মাঝ পথে ৪ উইকেটে ৯৬

  • ১৮:৫১ , অক্টোবর ২১

    রিশাদের দারুণ ক্যাচ

  • ১৮:৪৪ , অক্টোবর ২১

    রিশাদের দ্বিতীয় শিকার কার্টি

  • ১৮:১১ , অক্টোবর ২১

    আথানেজকে ফেরালেন রিশাদ

  • ১৮:০৭ , অক্টোবর ২১

    আথানেজ-কার্টি জুটির পঞ্চাশ

  • ১৭:৫২ , অক্টোবর ২১

    পাওয়ার প্লেতে ১ উইকেটে ৩৪

  • ১৭:৪১ , অক্টোবর ২১

    ৫৮তম ওভারে অবশেষে পেসার

  • ১৭:১৯ , অক্টোবর ২১

    কিংয়ের গোল্ডেন ডাক

  • ১৬:৪৮ , অক্টোবর ২১

    রিশাদের তাণ্ডব, বাংলাদেশের ২১৩

  • ১৬:২৮ , অক্টোবর ২১

    মোতির দ্বিতীয় শিকার সোহান

  • ১৬:২৪ , অক্টোবর ২১

    এবার স্পিনের বিশ্ব রেকর্ড

  • ১৬:০৯ , অক্টোবর ২১

    স্পিনের আরেকটি রেকর্ড

  • ১৬:০১ , অক্টোবর ২১

    মোতির বলে আউট নাসুম

  • ১৫:৫৩ , অক্টোবর ২১

    আথানেজের রেকর্ড

  • ১৫:৪৮ , অক্টোবর ২১

    ওয়েস্ট ইন্ডিজের আরেকটি প্রথম

  • ১৫:২৭ , অক্টোবর ২১

    ৪৫ রানে আউট সৌম্য

  • ১৫:১৬ , অক্টোবর ২১

    আথানেজের দ্বিতীয় শিকার অঙ্কন

  • ১৫:০৫ , অক্টোবর ২১

    মাঝ পথে ৩ উইকেটে ৮৮

  • ১৪:৩৯ , অক্টোবর ২১

    আথানেজের শিকার শান্ত

  • ১৪:১৩ , অক্টোবর ২১

    ওয়েস্ট ইন্ডিজের প্রথম

  • ১৪:১২ , অক্টোবর ২১

    হৃদয়কে ফেরালেন মোতি

  • ১৪:০৮ , অক্টোবর ২১

    পাওয়ার প্লেতে ১ উইকেটে ৪০

  • ১৩:৪৯ , অক্টোবর ২১

    ছক্কা মেরে সাইফের অক্কা

  • ১৩:৪২ , অক্টোবর ২১

    দুই প্রান্তেই স্পিনে শুরু

  • ১৩:০৯ , অক্টোবর ২১

    উইন্ডিজ একাদশেও ৪ স্পিনার

  • ১৩:০৬ , অক্টোবর ২১

    তাসকিনের জায়গায় নাসুম, একাদশে ৪ স্পিনার

  • ১৩:০২ , অক্টোবর ২১

    টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • ১২:৪০ , অক্টোবর ২১

    মুখোমুখি পরিসংখ্যান

  • ১২:৩৪ , অক্টোবর ২১

    সিরিজ জয়ের মিশনে বাংলাদেশ

২১:২৫ , অক্টোবর ২১

সুপার ওভারে হারল বাংলাদেশ

শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ৫ রান। বোলিংয়ে সাইফ হাসান। প্রথম দুই বলে রান নিতে ব্যর্থ আকিল হোসেন। পরের বলে সিঙ্গেল নিয়ে তিনি স্ট্রাইক দিলেন সেট ব্যাটার শাই হোপকে। তবে হোপও ১ রানের বেশি নিতে পারলেন না।


সমীকরণ দাঁড়াল ২ বলে ৩ রান। বড় শট মারতে গিয়ে বোল্ড হয়ে গেলেন আকিল। শেষ বলে উড়িয়ে মারলেন শেষ ব্যাটার খ্যারি পিয়েরে। স্কয়ার লেগের দিকে গিয়ে ক্যাচ নিতে পারলেন না নুরুল হাসান সোহান। এরই মধ্যে ২ রান নিয়ে নিলেন হোপ ও পিয়েরে।


ফলে টাই হয়ে যায় ম্যাচ। তিন সংস্করণ মিলিয়ে এই প্রথম টাই হলো বাংলাদেশের কোনো ম্যাচ।


সুপার ওভারে বোলিংয়ের দায়িত্ব নেন মোস্তাফিজুর রহমান। প্রথম বলে সিঙ্গেল নেন শাই হোপ। পরের বলে মোস্তাফিজ ফিরিয়ে দেন শেরফান রাদারফোর্ডকে। ক্রিজে আসেন ব্র্যান্ডন কিং। পরের তিন বলে ৫ রান নিয়ে নেন হোপ ও কিং।


শেষ বলে মোস্তাফিজের কাটার হোপের ব্যাটের কানায় লেগে চলে যায় ফাইন লেগ দিয়ে সীমানার বাইরে। ফলে ১০ রানের সংগ্রহ পেয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।


সফরকারীদের হয়ে বোলিংয়ে আসেন আকিল হোসেন। ব্যাটিংয়ে নামেন সাইফ ও সৌম্য সরকার। প্রথম বলই আকিল করেন ওয়াইড। পরেরটি 'নো' বল করেন তিনি। সৌম্য নিয়ে নেন ২ রান। পরে ফ্রি হিটে আসে ১ রান। স্ট্রাইক পান সাইফ। 


সাইফ প্রথম বল খেলেন ডট। পরের বলে ১ রান নিয়ে সৌম্যকে ব্যাটিং দেন তিনি। ৩ বলে ৫ রানের সমীকরণে ডিপ স্কয়ার লেগে ক্যাচ আউট হন সৌম্য। পরে ব্যাটিংয়ে আসেন নাজমুল হোসেন শান্ত। লেগ বাই থেকে ১ রান নেন তিনি।


শেষ বলে বাকি থাকে ৪ রান। ওয়াইড করে বসেন আকিল। পরের বলে ১ রানের বেশি নিতে পারেননি সাইফ। তাই সুপার ওভারে ১ রানে হেরে যায় বাংলাদেশ। 


শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজে সমতা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ। 

২১:১৩ , অক্টোবর ২১

সুপার ওভারে ১১ রানের লক্ষ্য

সুপার ওভারে বোলিংয়ের দায়িত্ব নেন মোস্তাফিজুর রহমান। প্রথম বলে সিঙ্গেল নেন শাই হোপ। পরের বলে মোস্তাফিজ ফিরিয়ে দেন শেরফান রাদারফোর্ডকে। ক্রিজে আসেন ব্র্যান্ডন কিং। পরের তিন বলে ৫ রান নিয়ে নেন হোপ ও কিং।


শেষ বলে মোস্তাফিজের কাটার হোপের ব্যাটের কানায় লেগে চলে যায় ফাইন লেগ দিয়ে সীমানার বাইরে। ফলে ১০ রানের সংগ্রহ পেয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

২০:৫৩ , অক্টোবর ২১

বাংলাদেশের প্রথম টাই

শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ৫ রান। বোলিংয়ে সাইফ হাসান। প্রথম দুই বলে রান নিতে ব্যর্থ আকিল হোসেন। পরের বলে সিঙ্গেল নিয়ে তিনি স্ট্রাইক দিলেন সেট ব্যাটার শাই হোপকে। তবে হোপও ১ রানের বেশি নিতে পারলেন না।


সমীকরণ দাঁড়াল ২ বলে ৩ রান। বড় শট মারতে গিয়ে বোল্ড হয়ে গেলেন আকিল। শেষ বলে উড়িয়ে মারলেন শেষ ব্যাটার খ্যারি পিয়েরে। স্কয়ার লেগের দিকে গিয়ে ক্যাচ নিতে পারলেন না নুরুল হাসান সোহান। এরই মধ্যে ২ রান নিয়ে নিলেন হোপ ও পিয়েরে।


ফলে টাই হয়ে গেল ম্যাচ। তিন সংস্করণ মিলিয়ে এই প্রথম টাই হলো বাংলাদেশের কোনো ম্যাচ। তাই এখন সুপার ওভারে নির্ধারিত হবে ম্যাচের ফল।


সংক্ষিপ্ত স্কোর:


বাংলাদেশ: ৫০ ওভারে ২১৩/৭ (সাইফ ৬, সৌম‍্য ৪৫, হৃদয় ১২, শান্ত ১৫, মাহিদুল ১৭, মিরাজ ৩২, নাসুম ১৪, সোহান ২৩, রিশাদ ৩৯; আকিল ১০-১-৪১-২, চেজ ১০-২-৪৪-০, পিয়েরে ১০-০-৪৩-০, মোতি ১০-০-৬৫-৩, আথানেজ ১০-৩-১৪-২)


ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ২১৩/৯ (আথানেজ ২৮, কিং ০, কার্টি ৩৫, অগাস্ত ১৭, হোপ ৫৩*, রাদারফোর্ড ৭, মোতি ১৫, চেজ ৫, গ্রিভস ২৬, আকিল ১৬, পিয়েরে ২*; নাসুম ১০-০-৩৮-২, মিরাজ ১০-১-৩৮-০, মোস্তাফিজ ৮-০-৪০-০, তানভির ১০-০-৪২-২, রিশাদ ১০-০-৪২-৩, সাইফ ২-০-৯-১)

২০:৪১ , অক্টোবর ২১

৬৫ বলে হোপের পঞ্চাশ

একপ্রান্ত আগলে রেখে ওয়েস্ট ইন্ডিজের জয়ের আশা বাঁচিয়ে রেখেছেন শাই হোপ। সেই মিশনে এরই মধ্যে ম্যাচের একমাত্র ফিফটিও করে ফেলেছেন ক্যারিবিয়ান অধিনায়ক, ৬৫ বলে।


হোপের ফিফটিতে এখন জমে গেছে ম্যাচ। ৪৯ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৮ উইকেটে ২০৯ রান। শেষ ওভারে তাদের প্রয়োজন ৫ রান। 

২০:২২ , অক্টোবর ২১

রান আউট গ্রিভস

জাস্টিন গ্রিভসের সঙ্গে জুটি বেধে বেধে ধীরে ধীরে দলকে জয়ের কাছে নিয়ে যাচ্ছিলেন শাই হোপ। তবে এই জুটিকে বেশি দূর যেতে দিলেন না মেহেদী হাসান মিরাজ। ৪৫তম ওভারে কভার থেকে বাংলাদেশ অধিনায়কের সরাসরি থ্রোয়ে রান আউট হয়ে গেলেন ৩৯ বলে ২৬ রান করা গ্রিভস।


তার বিদায়ে ভাঙে ৪৪ রানের অষ্টম উইকেট জুটি। ৪৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৮ উইকেটে ১৭৭ রান। ক্রিজে নতুন ব্যাটার আকিল হোসেন। শাই হোপ ৫৪ বলে ৩৬ রানে অপরাজিত। ৩০ বলে তাদের প্রয়োজন ৩৭ রান। 

১৯:৩৩ , অক্টোবর ২১

টিকলেন না চেজ

শাই হোপকে তেমন সঙ্গ দিতে পারলেন না রস্টোন চেজ। নাসুম আহমেদের বলে কট বিহাইন্ড হয়ে গেলেন অভিজ্ঞ অলরাউন্ডার। আম্পায়ার অবশ্য শুরুতে আউট দেননি। রিভিউ নিয়ে তাকে ফেরায় বাংলাদেশ। ১১ বলে ৫ রান করেন চেজ।


৩৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭ উইকেটে ১৩৩ রান। ৯৬ বলে তাদের প্রয়োজন আরও ৮১ রান। বাকি আছে ৩ উইকেট। ২৮ বলে ১৮ রানে অপরাজিত শাই হোপ। ক্রিজে নতুন ব্যাটার জাস্টিন গ্রিভস।

১৯:২৮ , অক্টোবর ২১

স্পিনের আরেক রেকর্ড

প্রথম ইনিংসে স্পিনে ওয়েস্ট ইন্ডিজের একগাদা রেকর্ডের পর এবার যোগ দিলো বাংলাদেশও। ৩৩ ওভারের মধ্যে ৩০ ওভারই স্পিনারদের দিয়ে করিয়ে ওয়ানডেতে এক ম্যাচে সর্বোচ্চ স্পিনের রেকর্ড গড়ল তারা।


ভারতের দেরাদুনে ২০১৯ সালে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে দুই দলের স্পিনাররা মিলে করেছিলেন ৪৭০ বল। প্রায় ৬ বছর পর এবার মিরপুরে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৩৩ ওভারের মধ্যে দুই দলের স্পিনাররা করে ফেলেছেন ৪৮০ বল। 

১৯:২৬ , অক্টোবর ২১

রিশাদের বলে বোল্ড মোতি

বাংলাদেশের ইনিংসেরই যেন পুনরাবৃত্তি। ১০৩ রানে পঞ্চম উইকেট হারানোর পর এবার ১২৮ রানে ষষ্ঠ উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ। রিশাদ হোসেনের বলে বোল্ড হয়ে গেলেন ১৫ রান করা গুদাকেশ মোতি।


৩২.১ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেটে ১২৮ রান। জয়ের জন্য ১০৭ বলে তাদের প্রয়োজন ৮৬ রান। ক্রিজে নতুন ব্যাটার রস্টোন চেজ। শাই হোপ ২৮ বলে ১৮ রানে অপরাজিত।

১৯:০৬ , অক্টোবর ২১

তানভিরের বলে এলবিডব্লিউ রাদারফোর্ড

শেরফান রাদারফোর্ডকে বেশিক্ষণ টিকতে দিলেন না তানভির ইসলাম। বাঁহাতি স্পিনারের ঘূর্ণিতে এলবিডব্লিউ হয়ে গেলেন বাঁহাতি ব্যাটার।


আম্পায়ারের সিদ্ধান্ত মানতে পারেননি রাদারফোর্ড। হতাশায় ব্যাট ওপরে ছুঁড়ে মারেন ১৩ বলে ৭ রান করা ব্যাটার। আগেই দুই রিভিউ হারিয়ে ফেলায় রিভিউও নিতে পারেননি তিনি।


ক্রিজে নতুন ব্যাটার গুদাকেশ মোতি। ২৭ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেটে ১০৮ রান। জয়ের জন্য আরও ১০৬ রান প্রয়োজন তাদের।

১৮:৫৮ , অক্টোবর ২১

মাঝ পথে ৪ উইকেটে ৯৬

২১৪ রানের লক্ষ্যে ইনিংসের মাঝ পথে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ উইকেটে ৯৬ রান। জয়ের জন্য বাকি ২৫ ওভারে তাদের করতে হবে আরও ১১৮ রান। 


শাই হোপ ১২ বলে ৮ ও শেরফান রাদারফোর্ড ৭ বলে ৩ রানে অপরাজিত। 

১৮:৫১ , অক্টোবর ২১

রিশাদের দারুণ ক্যাচ

তানভির ইসলামের বলে সজোরে সুইপ করলেন আকিম অগাস্ত। স্কয়ার লেগে ত্রিশ গজের অনেকটা ভেতরে দাঁড়িয়ে দারুণ ক্যাচ নিলেন রিশাদ হোসেন। অভিষেকে ২৯ বলে ১৭ রান করে ফিরে গেলেন অগাস্ত।


২৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ উইকেটে ৯০ রান। ক্রিজে দুই নতুন ব্যাটার শাই হোপ ও শেরফান রাদারফোর্ড। ২৮ ওভারে তাদের প্রয়োজন ১২৪ রান। 

১৮:৪৪ , অক্টোবর ২১

রিশাদের দ্বিতীয় শিকার কার্টি

আকিম অগাস্তকে নিয়ে জুটি গড়ে চাপ সামাল দেওয়ার আভাস দিয়েছিলেন কেসি কার্টি। তবে তাকে বেশিক্ষণ টিকতে দেননি রিশাদ হোসেন।


রিভার্স সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হয়ে গেলেন ২ চার ও ১ ছক্কায় ৫৯ বলে ৩৫ রান করা কার্টি। ক্রিজে নতুন ব্যাটার শাই হোপ। ২৬ বলে ১৫ রানে অপরাজিত আকিম অগাস্ত। 


২১.৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩উ ইকেটে ৮২ রান। জয়ের জন্য আরও ১৩২ রান প্রয়োজন তাদের।

১৮:১১ , অক্টোবর ২১

আথানেজকে ফেরালেন রিশাদ

আগের ম্যাচে ৬ উইকেট পাওয়া রিশাদ হোসেন এবারও সাফল্য পেতে সময় নিলেন না। ১৪তম ওভারে আক্রমণে এসে তৃতীয় বলেই আলিক আথানেজকে এলবিডব্লিউ করে দিলেন তরুণ লেগ স্পিনার।


রিভিউ নিয়েও লাভ হয়নি আথানেজের। উল্টো দুটি রিভিউই হারিয়ে ফেলল ওয়েস্ট ইন্ডিজ। ৪২ বলে ২৮ রান করে ফিরলেন আথানেজ। 


৩৮ বলে ২৩ রানে অপরাজিত কেসি কার্টি। ক্রিজে নতুন ব্যাটার অভিষিক্ত আকিম অগাস্ত। ১৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ৫২ রান। ৩৬ ওভারে তাদের প্রয়োজন ১৬২ রান। 

১৮:০৭ , অক্টোবর ২১

আথানেজ-কার্টি জুটির পঞ্চাশ

১৪তম ওভারে প্রথম আক্রমণে এলেন রিশাদ হোসেন। দ্বিতীয় বলেই সুইপ করে চার মেরে দিলেন আলিক আথানেজ। একই সঙ্গে পূর্ণ হলো কেসি কার্টির সঙ্গে তার দ্বিতীয় উইকেট জুটির পঞ্চাশ রান। 


১৩.২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১ উইকেটে ৫২ রান। দ্বিতীয় উইকেট জুটির সংগ্রহ ৭৭ বলে ৫১ রান। আথানেজ ৪১ বলে ২৮ ও কার্টি ৩৮ বলে ২৩ রানে অপরাজিত।

১৭:৫২ , অক্টোবর ২১

পাওয়ার প্লেতে ১ উইকেটে ৩৪

মাঝারি লক্ষ্যে প্রথম পাওয়ার প্লেতে ১ উইকেটের বেশি হারায়নি ওয়েস্ট ইন্ডিজ। ১০ ওভারে তাদের সংগ্রহ ১ উইকেটে ৩৪ রান। বাকি ৪০ ওভারে তাদের প্রয়োজন ১৮৪ রান। 


কেসি কার্টি ২৯ বলে ১৯ ও আলিক আথানেজ ৩০ বলে ১৫ রানে অপরাজিত। 

১৭:৪১ , অক্টোবর ২১

৫৮তম ওভারে অবশেষে পেসার

বাংলাদেশের ইনিংসের পুরো ৫০ ওভার ও ওয়েস্ট ইন্ডিজের ৭ ওভার হওয়ার পর অবশেষে পেসারের দেখা মিলল। ক্যারিবিয়ান ইনিংসের অষ্টম ওভারে বোলিংয়ে এলেন মোস্তাফিজুর রহমান।


৭ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১ উইকেটে ২৬ রান। কেসি কার্টি ১৮ বলে ১২ ও আলিক আথানেজ ২৩ বলে ১৪ রানে অপরাজিত।

১৭:১৯ , অক্টোবর ২১

কিংয়ের গোল্ডেন ডাক

প্রথম ওভারেই ব্র্যান্ডন কিংয়ের উইকেট ও নিজেদের প্রথম রিভিউ হারাল ওয়েস্ট ইন্ডিজ। নাসুম আহমেদের তৃতীয় বলে স্ট্রাইক পেয়েই সুইপের চেষ্টা করেন কিং। কিন্তু ব্যাটে লাগাতে পারেননি। প্যাডে লাগতেই আঙুল তুলে দেন আম্পায়ার।


রিভিউ নিয়েও কোনো লাভ হয়নি কিংয়ের। গোল্ডেন ডাক সঙ্গে নিয়ে ফিরে যান তিনি। ক্রিজে নতুন ব্যাটার কেসি কার্টি। অন্য প্রান্তে আলিক আথানেজ।

১৬:৪৮ , অক্টোবর ২১

রিশাদের তাণ্ডব, বাংলাদেশের ২১৩

৯ নম্বরে নেমে ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করলেন রিশাদ হোসেন। তাণ্ডব চালিয়ে ৩টি করে চার-ছক্কায় মাত্র ১৪ বলে ৩৯ রানের অপরাজিত ইনিংস খেললেন তরুণ স্পিনিং অলরাউন্ডার।


রিশাদের স্ট্রাইক রেট ২৭৮.৫৭! বাংলাদেশের হয়ে অন্তত ৩০ রানের ইনিংসে এটিই সর্বোচ্চ স্ট্রাইক রেটের রেকর্ড।


রিশাদের ঝড়ে শেষ পর্যন্ত ৭ উইকেটে ২১৩ রানের পুঁজি পেল বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের সঙ্গে তার অষ্টম উইকেট জুটির সংগ্রহ ২৩ বলে ৫০ রান।


মিরাজ ৫৮ বলে ৩২ রানে অপরাজিত থাকেন। এছাড়া সৌম্য সরকারের ব্যাট থেকে আসে ৮৯ বলে ৪৫ রান। নুরুল হাসান সোহান করেন ২৪ বলে ২৩ রান। 


ইনিংসে পুরো ৫০ ওভার স্পিনার দিয়েই করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। যা ওয়ানডে ইতিহাসে প্রথম।


সংক্ষিপ্ত স্কোর:


বাংলাদেশ: ৫০ ওভারে ২১৩/৭ (সাইফ ৬, সৌম‍্য ৪৫, হৃদয় ১২, শান্ত ১৫, মাহিদুল ১৭, মিরাজ ৩২*, নাসুম ১৪, সোহান ২৩, রিশাদ ৩৯*; আকিল ১০-১-৪১-২, চেইস ১০-২-৪৪-০, পিয়ের ১০-০-৪৩-০, মোটি ১০-০-৬৫-৩, আথানেজ ১০-৩-১৪-২)

১৬:২৮ , অক্টোবর ২১

মোতির দ্বিতীয় শিকার সোহান

শুরু থেকেই বারবার সুযোগ দিচ্ছিলেন নুরুল হাসান সোহান। শেষ পর্যন্ত গুদাকেশ মোতিকে ফিরতি ক্যাচ দিয়ে আউট হলেন উইকেটকিপার-ব্যাটার। ২ চার ও ১ ছক্কায় ২৪ বলে তিনি করলেন ২৩ রান।


৪৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১৬৩ রান। ক্রিজে নতুন ব্যাটার রিশাদ হোসেন। মেহেদী হাসান মিরাজ ৪৮ বলে ২১ রানে অপরাজিত।

১৬:২৪ , অক্টোবর ২১

এবার স্পিনের বিশ্ব রেকর্ড

অনেক রেকর্ডের পর এবার স্পিনের বিশ্ব রেকর্ড গড়ে ফেলল ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডেতে এক ম্যাচে স্পিনার দিয়ে সর্বোচ্চ বোলিং করল তারা। 


১৯৯৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ও ১৯৯৮ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৪৪ ওভার স্পিনার দিয়ে করিয়েছিল শ্রীলঙ্কা। তাদের রেকর্ড ভেঙে এরই মধ্যে ৪৫ ওভার করে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা।


৪৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেটে ১৬০ রান। মেহেদী হাসান মিরাজ ৪৬ বলে ১৯ ও নুরুল হাসান সোহান ২০ বলে ২২ রানে অপরাজিত।

১৬:০৯ , অক্টোবর ২১

স্পিনের আরেকটি রেকর্ড

স্পিন মঞ্চে একের পর এক রেকর্ডে নাম তুলছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের নতুন রেকর্ড বাংলাদেশের মাঠে ইনিংসে সবচেয়ে বেশি স্পিন বোলিং করার।


২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ও ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪০ ওভার স্পিনার দিয়ে করিয়েছিল বাংলাদেশ। সেই রেকর্ড ভেঙে এরই মধ্যে ৪১ ওভার স্পিনার ব্যবহার করেছে ক্যারিবিয়ানরা।  


৪১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৪২ রান। মেহেদী হাসান মিরাজ ৩৫ বলে ১১ ও নুরুল হাসান সোহান ৮ বলে ১২ রানে অপরাজিত। 

১৬:০১ , অক্টোবর ২১

মোতির বলে আউট নাসুম

ওভারের প্রথম বলে ছক্কা মারলেন নাসুম আহমেদ। পরের বলে নিলেন ২ রান। তবে প্রতিশোধ নিতে সময় নিলেন না গুদাকেশ মোতি। আলতো শটে ক্যাচ আউট হয়ে গেলেন ২৬ বলে ১৪ রান করা নাসুম।


৩৮.৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১২৮ রান। ২৭ বলে ৯ রানে অপরাজিত মেহেদী হাসান মিরাজ। ক্রিজে নতুন ব্যাটার নুরুল হাসান সোহান।

১৫:৫৩ , অক্টোবর ২১

আথানেজের রেকর্ড

ক্যারিয়ারের প্রথম ১৪ ম্যাচে সব মিলিয়ে মাত্র ৪ ওভার বোলিং করেছিলেন আলিক আথানেজ। এবার ১৫তম ম্যাচে এসে পূর্ণ ১০ ওভার করলেন এই অফ স্পিনার। যেখানে ৩ মেডেনসহ মাত্র ১৪ রান খরচ করে ২ উইকেট নিয়েছেন তিনি।


বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে পুরো ১০ ওভার বল করে এর চেয়ে কম রান খরচের রেকর্ড আছে শুধু আথানেজের পূর্বসূরি ইয়ান ব্র্যাডশর। ২০০৪ সালে বাংলাদেশের বিপক্ষে ১০ ওভারে মাত্র ১১ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই পেসার।


এছাড়া বাংলাদেশের মাঠে এর চেয়ে কম রান দেওয়ার রেকর্ড শুধু সাকিব আল হাসানের। জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরেই ১০ ওভারে ১১ রান দিয়েছিলেন সাবেক বিশ্ব সেরা অলরাউন্ডার। এছাড়া আরও দুই ম্যাচে ১৩ রান করে দেন তিনি। 

১৫:৪৮ , অক্টোবর ২১

ওয়েস্ট ইন্ডিজের আরেকটি প্রথম

শুরু থেকে এখন পর্যন্ত টানা স্পিনার ব্যবহার করছে ওয়েস্ট ইন্ডিজ। যার সৌজন্যে এরই মধ্যে ওয়ানডেতে এক ইনিংসে সবচেয়ে বেশি স্পিনার ব্যবহারের রেকর্ড গড়ে ফেলেছে তারা। 


২০০১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৪ ওভার স্পিনার দিয়ে বোলিং করিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। চলতি ম্যাচে এরই মধ্যে ৩৬ ওভার করেছেন ক্যারিবিয়ান স্পিনাররা।  

১৫:২৭ , অক্টোবর ২১

৪৫ রানে আউট সৌম্য

আশা জাগিয়েও ফিফটি করতে পারলেন না সৌম্য সরকার। আকিল হোসেনের বলে ছক্কা মারতে গিয়ে আউট হলেন বাঁহাতি ওপেনার। ৩ চার ও ১ ছক্কায় ৮৯ বলে ৪৫ রান করেন তিনি, স্ট্রাইক রেট ৫০.৫৬! প্রায় ১০ বছরের ক্যারিয়ারে অন্তত ২০ বল বা ৫ রানের ইনিংসে এটিই সৌম্যর সবচেয়ে কম স্ট্রাইক রেট।


৩১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১০৪ রান। ক্রিজে দুই ব্যাটার মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ। নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনের আগেই ব্যাটিংয়ের সুযোগ পেলেন নাসুম।

১৫:১৬ , অক্টোবর ২১

আথানেজের দ্বিতীয় শিকার অঙ্কন

লেগ স্টাম্পের বাইরে বাজে ডেলিভারি করেছিলেন আলিক আথানেজ। মারার মতোই ছিল মাহিদুল ইসলাম অঙ্কনের জন্য। কিন্তু স্লগ সুইপ করে সীমানার বাইরে পাঠাতে পারলেন না তিনি। ডিপ স্কয়ার লেগে নিরাপদে ক্যাচ নিলেন শেরফান রাদারফোর্ড।


৩৪ বলে ১৭ রান করে ফিরলেন অঙ্কন। একশর আগে ৪ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। ক্রিজে নতুন ব্যাটার মেহেদী হাসান মিরাজ। ৭৮ বলে ৩৯ রানে অপরাজিত সৌম্য সরকার।

১৫:০৫ , অক্টোবর ২১

মাঝ পথে ৩ উইকেটে ৮৮

টস জিতে ব্যাট করতে নেমে মন্থর গতিতে এগোচ্ছে বাংলাদেশ। ইনিংসের ২৫ ওভারে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৮৮ রান। সৌম্য সরকার ৭১ বলে ৩৬ ও মাহিদুল ইসলাম অঙ্কন ২৪ বলে ১২ রানে অপরাজিত। তাদের জুটির সংগ্রহ ৪৬ বলে ২০ রান। 

১৪:৩৯ , অক্টোবর ২১

আথানেজের শিকার শান্ত

ওয়ানডে ক্যারিয়ারে প্রথম উইকেট পেয়ে গেলেন আলিক আথানেক। ১৮তম ওভারে বোলিংয়ে এসে দ্বিতীয় বলে নাজমুল হোসেন শান্তকে ফেরালেন তিনি। 


শর্ট বলে বাজে শটে ক্যাচ দিলেন ২১ বলে ১৫ রান করা শান্ত।


১৭.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৬৮ রান। ক্রিজে নতুন ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। সৌম্য সরকার ৪৯ বলে ২৮ রানে অপরাজিত। 

১৪:১৩ , অক্টোবর ২১

ওয়েস্ট ইন্ডিজের প্রথম

নিজেদের ওয়ানডে ইতিহাসে প্রথমবার প্রথম পাওয়ারপ প্লের পুরো ১০ ওভার স্পিনার ব্যবহার করল ওয়েস্ট ইন্ডিজ। গায়ানায় ২০২২ সালে বাংলাদেশের বিপক্ষেই পাওয়ার প্লেতে ৭ ওভারে স্পিনারদের দিয়ে করিয়েছিল তারা। 


মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেও কোনো ওয়ানডেতে এই প্রথম পাওয়ার প্লের ১০ ওভারেই বোলিং করলেন স্পিনাররা।

১৪:১২ , অক্টোবর ২১

হৃদয়কে ফেরালেন মোতি

পাওয়ার প্লে শেষ হওয়ার পর বোলিংয়ে এলেন গুদাকেশ মোতি। তৃতীয় বলে সাফল্য পেয়ে গেলেন বাঁহাতি স্পিনার। অহেতুক বড় শট খেলতে গিয়ে পয়েন্টে ধরা পড়লেন ১৯ বলে ১২ রান করা তাওহিদ হৃদয়।


ক্রিজে নতুন ব্যাটার নাজমুল হোসেন শান্ত। ১০.৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৪২ রান। সৌম্য সরকার ২৯ বলে ১৭ রানে অপরাজিত।

১৪:০৮ , অক্টোবর ২১

পাওয়ার প্লেতে ১ উইকেটে ৪০

সাইফ হাসানের বিদায়ের পর জুটি গড়ার চেষ্টায় সৌম্য সরকার ও তাওহিদ হৃদয়। প্রথম পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৪০ রান। অবিচ্ছিন্ন জুটিতে হৃদয় ও সৌম্যর সংগ্রহ ৩৩ বলে ১৮ রান।


১৫ বলে ৬ রান করে আউট হয়েছেন। সৌম্য ২৮ বলে ১৬ ও হৃদয় ১৭ বলে ১২ রানে অপরাজিত। প্রথম ১০ ওভারে ৪৫টি ডট বল খেলেছে বাংলাদেশ।

১৩:৪৯ , অক্টোবর ২১

ছক্কা মেরে সাইফের অক্কা

প্রথম ১৪ বল ডট খেলার পর ১৫তম বলে আকিল হোসেনকে ছক্কায় ওড়ালেন সাইফ হাসান। তবে রানের খাতা খুলে পরের বলেই আউট হয়ে গেলেন ছন্দে থাকা ওপেনার। স্লিপে ক্যাচ দিলেন ১৫ বলে ৬ রান করা সাইফ।


৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ২২ রান। নাজমুল হোসেন শান্তর আগে তিন নম্বরে নামলেন তাওহিদ হৃদয়। ১২ বলে ১১ রানে অপরাজিত সৌম্য সরকার।

১৩:৪২ , অক্টোবর ২১

দুই প্রান্তেই স্পিনে শুরু

একাদশে একগাদা স্পিনার নিয়ে খেলতে নেমে শুরু থেকেই স্পিন আক্রমণ চালাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। গত রাতে বাংলাদেশে এসে দুপুরেই ম্যাচের প্রথম ওভারে করেছেন আকিল হোসেন। পরের ওভারে আসেন অফ স্পিনার রস্টোন চেজ।


৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ১২ রান। সৌম্য সরকার ৬ বলে ৭ রানে অপরাজিত। ১২ বলে রানের খাতা খুলতে পারেননি সাইফ হাসান। 

১৩:০৯ , অক্টোবর ২১

উইন্ডিজ একাদশেও ৪ স্পিনার

আগের ম্যাচে খেলা দুই পেসারকে একাদশকে বাদ দিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ। জেডেন সিলস ও রোমারিও শেফার্ডের জায়গায় তারা দলে নিলো গত রাতে বাংলাদেশে আসা বাঁহাতি স্পিনার আকিল হোসেনকে। এছাড়া ওয়ানডে অভিষেক হয়েছে আকিম অগাস্তের।


ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শাই হোপ (অধিনায়ক), আলিক আথানেজ, কেসি কার্টি, রস্টোন চেজ, জাস্টিন গ্রিভস, ব্র্যান্ডন কিং, গুদাকেশ মোতি, খ্যারি পিয়েরে, শেরফান রাদারফোর্ড, আকিম অগাস্ত, আকিল হোসেন।

১৩:০৬ , অক্টোবর ২১

তাসকিনের জায়গায় নাসুম, একাদশে ৪ স্পিনার

স্পিন সহায়ক উইকেটে পেসার কমিয়ে ফেলল বাংলাদেশ। তাসকিন আহমেদের জায়গায় নেওয়া হলো বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে। ফলে একাদশে এখন ৪ স্পিনার- মেহেদী হাসান মিরাজ, তানভির ইসলাম, রিশাদ হোসেন ও নাসুম।


২০২৩ সালের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর আবার বাংলাদেশের একাদশে দুই বাঁহাতি স্পিনার।


বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, মাহিদুল ইসলাম অঙ্কন।

১৩:০২ , অক্টোবর ২১

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতলেন মেহেদী হাসান মিরাজ। আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ অধিনায়ক।


প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিং পেয়েছিল বাংলাদেশ। পরে সহজেই ম্যাচ জিতে নিয়েছিল তারা। 

১২:৪০ , অক্টোবর ২১

মুখোমুখি পরিসংখ্যান

ওয়ানডেতে এখন পর্যন্ত ৪৮ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। যেখানে বাংলাদেশের জয় ২২টি। আর ক্যারিবিয়ানরা জিতেছে ২৪ ম্যাচে। ফল আসেনি বাকি ২ ম্যাচে।


চলতি সিরিজের আগপর্যন্ত দুই দল খেলেছে ১২টি দ্বিপাক্ষিক সিরিজ। যেখানে বাংলাদেশের জয় ৬টি আর ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৬টি সিরিজ। 


বাংলাদেশের সামনে এবার এগিয়ে যাওয়ার সুযোগ। ২০১১ সালের পর বাংলাদেশের মাঠে ওয়ানডে সিরিজ জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।  

১২:৩৪ , অক্টোবর ২১

সিরিজ জয়ের মিশনে বাংলাদেশ

news-details

অনেক সময় একটি জয়ই বদলে দিতে পারে অনেক কিছু। যেমনটা হয়েছে বাংলাদেশ দলের বেলায়ও। ওয়ানডেতে ধুঁকতে থাকা দলটি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে জেতার পর ৩-০ ব্যবধানে সিরিজের ট্রফি ঘরে তোলার ব্যাপারে বিশ্বাস করতে শুরু করেছে।


আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারের পর গেল গেল রব উঠে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেটে। নিজেদের প্রিয় ফরম্যাটে টানা ৪ সিরিজ হেরে যাওয়ার ধাক্কা ভালোভাবে নেয়নি সমর্থকরাও। আরব আমিরাত থেকে দেশে ফেরার পর উত্তেজিত জনতার আক্রোশের মুখে পড়েন ক্রিকেটাররা।


সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে নিজেদের চেনা কন্ডিশনে ক্যারিবিয়ানদের দাঁড়াতেই দেয়নি মেহেদী হাসান মিরাজের দল।


প্রথম ম্যাচে সহজ জয়ের পর এখন আলোচনায় আসছে সিরিজ হোয়াইটওয়াশের আলোচনা। গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। এবারের নিজেদের দেশে সেই পরাজয়ের বদলা নেওয়া সুযোগ।


সেই মিশনে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। দুপুর দেড়টায় শুরু হবে খেলা।

আলোচনায় অংশ নিন