১৭ নভেম্বর ২০২৪, ৮:৪১ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জিয়া ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে ফিরিয়ে এনেছে ফরিদপুরের অতীত সমৃদ্ধ ক্রিকেট ইতিহাস এবং ক্রিকেট রোমাঞ্চ। নিকট ভবিষ্যতে ফরিদপুরে প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচ ফিরে পাওয়ার স্বপ্ন দেখিয়েছেন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট আয়োজকরা।
এক সময়ে বৃহত্তর ফরিদপুর ছিল বাংলাদেশের ক্রিকেট চর্চার অন্যতম অঞ্চল। আলিউল ইসলাম, রকিবুল হাসানরা উঠে এসেছেন এই ফরিদপুর থেকে। জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ট্রফি জয়ের অতীতও আছে ফরিদপুরের। ১৯৭৮ সালে শ্রীলঙ্কা জাতীয় দলের প্রথমবারের মতো বাংলাদেশ সফরে একটি দুই দিনের ম্যাচ আয়োজন করেছে সে সময়ে বিসিসিবি ফরিদপুরেই।
বিসিসিবি একাদশের বিপক্ষে ২ দিনের সেই ম্যাচে শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে খেলেছেন যারা, তারা সবাই পরবর্তীতে খেলেছেন টেস্ট। এ এস এম ফারুকের অধিনায়কত্বে বিসিসিবি প্রেসিডেন্ট একাদশে যার খেলেছেন সেই ম্যাচে, তাদের অনেকেই বাংলাদেশ জাতীয় দলের হয়ে করেছেন প্রতিনিধিত্ব। সেই ম্যাচে ওয়েটেমুনি -দিলিপ মেন্ডিজের সেঞ্চুরির স্মৃতি জড়িয়ে আছে ফরিদপুর জেলা স্টেডিয়াম।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে সফরকারী শ্রীলঙ্কা দলই শুধু নয়, এমসিসি ক্রিকেট দল ফরিদপুরে রেখেছে পা, খেলেছে ম্যাচ। যা বাড়িয়ে দেয় এখানে ক্রিকেট ক্রেজ। অথচ, ১৯৯৯ সালে ঢাকা বিভাগ বনাম রাজশাহী বিভাগের মধ্যে তিনদিনের ম্যাচ দিয়ে অভিষিক্ত প্রথম শ্রেনির এই ভেন্যুটি বিসিবির অবহেলার শিকার। বৈষম্যের শিকার এই ভেন্যুতে আর পা পড়েনি কোনো আন্তর্জাতিক ক্রিকেট দলের। গত ২৫ বছর এই ভেন্যুতে হয়নি কোনো প্রথম শ্রেনির ম্যাচ। বিসিবির অযত্ন-অবহেলায় এই ভেন্যুর মাঠ, উইকেট হয়ে পড়েছে ক্রিকেটের অনুপযুক্ত।
শনিবার ফরিদপুরে একটি মানসম্পন্ন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের সম্ভাবনার কথাও জানিয়েছেন তারা। শনিবার জিয়া ক্রিকেট টুর্নামেন্টে ফরিদপুর অঞ্চলের খেলা উদ্বোধণ করতে এসে বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক সে পরিকল্পনার কথাই জানিয়েছেন, “১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে এই স্টেডিয়ামে শ্রীলঙ্কা-বাংলাদেশের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ১৯৯৯ সালের পর আর কোনো প্রথম শ্রেনির ম্যাচ এখানে হয়নি। আমি এই মাঠে ফুটবল খেলেছি। ভবিষ্যতে আল্লাহ যদি চান, তাহলে ফরিদপুরে ক্রিকেটের জন্য আমরা একটি আধুনিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করবো।”
উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ফরিদপুরে শৈশব কৈশোরে বেড়ে ওঠার স্মৃতির কথা জানিয়েছেন। “আমার জন্ম এখানে। আমার বাবার চাকুরির সুবাদে আমি এখানেই বড় হয়েছি। আশা করছি এই টুর্নামেন্ট আমাদের ক্রিকেটের পাইপলাইন সমৃদ্ধ করবে।”
জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম গুল্লুর প্রথম শ্রেনির ক্রিকেটে ক্যারিয়ারসেরা (১৮৮ রান) ইনিংস এই ভেন্যুতে। তাই এই ভেন্যুতে পা রেখে স্মৃতিকাতর হয়ে পড়েছেন।
প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপার্সনের উপদেস্টা জোহারুল হক শাহজাদা মিয়া জিয়া স্মৃতি ক্রিকেটের ফরিদপুর অঞ্চলের খেলা উদ্বোধন করেন। বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সামা ওবায়েদ, জিয়া ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু, ভারপ্রাপ্ত সদস্য সচিব সৈয়দ বোরহানুল হোসেন পাপ্পু, আয়োজক কমিটির সদস্যবৃন্দ এবং বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফরিদপুর অঞ্চলের প্রতিযোগিতায় ফরিদপুর রেড ৫ উইকেটে ফরিদপুর গ্রীনকে হারিয়ে চূড়ান্ত পর্বে উঠেছে।তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ এই ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে মিনহাজুলের ২০ বলে ৩৪ এবং পার্থিবের ২১ বলে ২৮ রানে ভর করে ফরিদপুর গ্রীন স্কোর দাঁড় করায় ৮ উইকেটে ১৬৭ রানের স্কোর। ফরিদপুর রেড-এর আশিকুল রনি ৩টি (৩/২১) এবং নাজমুল ২টি (২/৩৩) উইকেট পেয়েছেন।
১৬৮ রান তাড়া করতে এসে এক পর্যায়ে স্কোরশিটে ৪৫ উঠতে ৫ উইকেট হারিয়ে যখন বিধ্বস্ত ফরিদপুর রেড, তখন অবিচ্ছিন্ন ৬ষ্ঠ উইকেট জুটির দুই ব্যাটার সেন্টু (৩৬ বলে ৫ চার, ২ ছক্কায় ৫৪*) এবং ইমাম (৪০ বলে ৩ চার, ৭ ছক্কায় ৭২*) ৭০ বলে ১১৪ রান যোগ করলে ৭ বল হাতে রেখে উৎসব করে। ফরিদপুর রেড এর ইমাম ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন।
বিএনপির মিডিয়া উইং এই ম্যাচটি ফেসবুকে সরাসরি সম্প্রচার করেছে। বেলুন উড়িয়ে এবং জাতীয় সঙ্গীত বাজিয়ে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফরিদপুর পর্ব উদ্বোধন করা হয়। উদ্বোধনের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
বিসিবির কিউরেটর শফিউল ইসলাম বেলাল মাত্র ২ দিনে মানসম্পন্ন পিচ এবং আউটফিল্ড প্রস্তুত করে প্রশংসিত হয়েছেন।
১৭ নভেম্বর ২০২৪, ৪:০১ পিএম
১৬ নভেম্বর ২০২৪, ৫:৩২ পিএম
১২ নভেম্বর ২০২৪, ৬:৫০ পিএম
আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ব্যস্ত একটা মাস কাটছে। বাংলাদেশ জাতীয় দলের ক্যারিবিয়ান সফর থেকে শুরু করে প্রথমবারের মত হতে যাওয়া গ্লোবাল সুপার লিগ, সব ম্যাচই সরাসরি সম্প্রচার করবে দেশের প্রথম ও একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস। এবার সেই তালিকায় যোগ হল কদিন বাদে শুরু হতে যাওয়া আবুধাবি টি-টেনও, সবগুলো ম্যাচই দেখা যাবে টি স্পোর্টস নেটওয়ার্কে।
আগামী ২১ নভেম্বর শুরু হয়ে ২ ডিসেম্বর পর্যন্ত চলবে আবুধাবি টি-টেনের অষ্টম আসর। এবারের আসরে দলের সংখ্যা বেড়ে হয়েছে মোট ১০টি।
আবুধাবি টি-টেনে বিশ্ব ক্রিকেটের অনেক বড় বড় নাম থাকলেও বাংলাদেশে বাড়তি জনপ্রিয়তা রয়েছে বাংলাদেশী মালিকানায় থাকা দল বাংলা টাইগার্স। শুধু তাই নয়, এই দলে যে এবারও আছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানও। সাথে এবার যুক্ত হয়েছেন অভিজ্ঞ ওপেনার সৌম্য সরকার।
আরও পড়ুন
শুরু হচ্ছে টি টেন লিগ, সব ম্যাচ দেখা যাবে টি স্পোর্টসে |
এছাড়াও এই আসরে আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খানকেও দলে টেনেছে দলটি। সাকিব-রশিদদের কোচ হিসেবে এবার কাজ করবেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইউনিস খান।
এবারের আসরের উদ্বোধনী ম্যাচে টিম আবু ধাবির প্রতিপক্ষ আজমান বোল্টস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায়।
উৎসবমুখর পরিবেশে জয়পুরহাটের সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হয়েছে উত্তরাঞ্চলের আট জেলার কাবাডি দল নিয়ে একদিনের ডে নাইট ম্যাচের টুর্নামেন্ট। গত শনিবার এই টুর্নামেন্টে হয়েছে।
আসরের বিশেষ আকর্ষণ হিসেবে উত্তরবঙ্গ কাবাডি ক্লাবের নারী কাবাডি দল এবং জয়পুরহাট জেলা কবাডি একাডেমীর নারী কাবাডি দলের মধ্যে জাঁকজমকপূর্ণ একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্ট আয়োজনে ছিল জয়পুরহাট জেলা কাবাডি একাডেমী, আর ব্যবস্থাপনায় উত্তরবঙ্গ কাবাডি ক্লাব।
আরও পড়ুন
জয়পুরহাটে আন্ত জেলা কাবাডি প্রতিযোগিতা |
উত্তর টুর্নামেন্টে বগুড়া কাবাডি একাডেমি অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। অন্যদিকে নীলফামারী এনাম কাবাডি দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেন (৩৮- ৩২) পয়েন্ট।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব আফরোজা আক্তার চৌধুরী সম্মানিত জেলা প্রশাসক, জয়পুরহাট এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব আব্দুল ওহাব পুলিশ সুপার, জয়পুরহাট।
এএফএম আসাদুজ্জামান, উপদেষ্টা মন্ডলী ও সদস্য উত্তরবঙ্গ কাবাডি ক্লাব উপস্থিত থেকে এই টুর্নামেন্টের পুরস্কার প্রদান করেন এবং নারী দলের কাবাডি খেলোয়াড়দের সার্টিফিকেট প্রদান করেন।
আরও পড়ুন
জয়পুরহাট জেলা কাবাডি একাডেমীর আয়োজনে আন্ত জেলা কাবাডি টুর্নামেন্ট |
বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজনে ম্যাচ উপভোগ করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সম্মানিত সদস্যগণ এবং উত্তরবঙ্গ কাবাডি ক্লাবের সম্মানিত সদস্য।
ম্যাচটি পরিচালনা করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সম্মানিত আন্তর্জাতিক রেফারি বৃন্দ।
জাতীয় সংসদ ভবনের পশ্চিম পার্শ্বে শারীরিক প্রতিবন্ধীদের জন্য ‘শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ’ উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন-
“জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের ত্যাগ এবং রক্তের মূল্য কখনও পরিশোধ করা সম্ভব হবে না। কিন্তু আমাদের সাধ্যের মধ্যে যতটা সম্মান প্রদর্শনের সুযোগ আছে, সেইটা আমরা চেষ্টা করছি। তিনি বলেন, সারাদেশে ২২০টি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে। আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, এই ২২০টি স্টেডিয়ামের নাম সেই উপজেলার শহীদের নামে নামকরণ করা হবে।“
আরও পড়ুন
‘বাংলাদেশ স্পোর্টস ইন্সটিটিউট’ নির্মাণের ঘোষণা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মাহমুদের |
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ড. মো. আনোয়ার উল্লাহ (এফসিএমএ), গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূইয়া এবং মাতা মিসেস ফারহানা দিবা।
উপদেষ্টা আসিফ মাহমুদ আরও বলেন-
“২০২৫ সালের যে পাঠ্যপুস্তক আসবে, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আমাদের শহীদদের বীরত্বগাঁথা লেখা থাকবে। আমাদের পরিকল্পনা আছে পাঠ্যপুস্তকে যেন জুলাই গণঅভ্যুত্থানকে আমাদের পরবর্তী প্রজন্ম ধারণ করতে পারে সেই জন্য শহীদদের বীরত্বগাঁথা তুলে ধরতে পারি, সেই প্রচেষ্টা শিক্ষা মন্ত্রণালয় থেকে নিচ্ছে।”
১৬ নভেম্বর, শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর বঙ্গ কাবাডি ক্লাবের দ্বিতীয় মৌসুম আন্ত জেলা কাবাডি টুর্নামেন্ট ২০২৪। জয়পুরহাট জেলা কাবাডি একাডেমির আয়োজনে জেলার সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হবে আয়োজনটি। উত্তর অঞ্চলের ৮ টি জেলা বগুড়া, রাজশাহী, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, লালমনিরহাট, জয়পুরহাট ও দিনাজপুর জেলা কাবাডি দল অংশগ্রহণ করবে এ আসরে।
দিবা-রাত্রির এই আয়োজনে টুর্নামেন্টের বিশেষ আকর্ষণ থাকবে উত্তরবঙ্গ কাবাডি ক্লাবের নারী কাবাডি দলের খেলোয়াড়দের প্রীতি ম্যাচ। এছাড়া ২০২৩ সালে নারী কাবাডি লিগে তৃতীয় স্থান অর্জন করা উত্তরবঙ্গ নারী কাবাডি দলকে ক্লাবের পক্ষ থেকে দেয়া হবে সার্টিফিকেট।
আরও পড়ুন
জয়পুরহাট জেলা কাবাডি একাডেমীর আয়োজনে আন্ত জেলা কাবাডি টুর্নামেন্ট |
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জয়পুরহাটের জেলা প্রশাসক ও পুলিশ সুপার। আরো উপস্থিত থাকবেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সন্মানিত সদস্য সংগঠক ও উত্তর বঙ্গ কাবাডি ক্লাবের সন্মানিত সদস্যবৃন্দ।
আয়োজকদের আশা, উত্তর অঞ্চলের নানা শিল্প প্রতিষ্ঠান থেকে পৃষ্ঠপোষকতা পেলে উত্তর বঙ্গ কাবাডি ক্লাব, ১৬ জেলার কাবাডি দল নিয়ে সিজন ১৬ শেষ করার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, উত্তর অঞ্চলের ১৬ জেলার সাবেক জাতীয় কাবাডি দলের খেলোয়াড়, রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত কাবাডি খেলোয়াড়, জাতীয় কোচ, আন্তর্জাতিক কাবাডি রেফারি ও তৃণমূল পর্যায়ের সংগঠক এবং ক্রীড়া সাংবাদিকদের সমন্বয়ে গঠিত হয় উত্তর বঙ্গ কাবাডি ক্লাব।
উত্তর অঞ্চলের ৮ টি জেলা রাজশাহী জয়পুরহাট নওগাঁ বগুড়া নীলফামারী দিনাজপুর পঞ্চগড় এবং লালমনিরহাটে একদিনের কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা শুরু হবে আগামী আগামি ১৬ নভেম্বর থেকে।
এই টুর্নামেন্টে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জানিয়েছেন। টুর্নামেন্টের আয়োজনে আছে জয়পুরহাট জেলা কাবাডি একাডেমি। আর ব্যবস্থাপনায় উত্তরবঙ্গ কাবাডি ক্লাব।
আরও পড়ুন
থাইল্যান্ডকে হারিয়ে কাবাডির ফাইনালে বাংলাদেশ |
পুরুষদের পাশাপাশি ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার পূর্বে উওর বঙ্গ নারী কাবাডি দলের খেলোয়াড়দের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে।
উত্তরবঙ্গ নারী কাবাডি ক্লাব নারী কাবাডি লীগ ২০২৩ বাংলাদেশ কাবাডি ফেডারেশন এ প্রথম অংশগ্রহণ করে তৃতীয় স্থান অর্জন করেন।
তাদের সম্মানে প্রীতি ম্যাচ শেষে উত্তরবঙ্গ কাবাডি ক্লাবের পক্ষ থেকে সার্টিফিকেট বিতরণ করা হবে।
No recent posts available.