৫ নভেম্বর ২০২৫, ১০:০০ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো শহীদ সাজিদ স্মৃতি স্পোর্টস কার্নিভাল আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তি। গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচতলায় এই কার্নিভালের উদ্বোধন করা হয়। এটি চলবে ৬ নভেম্বর পর্যন্ত।
ক্লেমনের স্পন্সরশিপে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন শহীদ সাজিদের বোন ফারজানা হক। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক এবং ছাত্রকল্যাণ পরিচালক রিফাত হাসান।
প্রথম দিনের শুরুতে জনপ্রিয় ইনডোর ইভেন্ট সাপ-লুডো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে অংশ নেন প্রায় ২৪০ জন নারী শিক্ষার্থী। প্রথম স্থান অধিকার করেন সামিরা আক্তার।
দিনের অন্য দুই খেলা—আর্ম রেসলিংয়ে প্রথম হন ইমতিয়াজ, আর ট্রেজার হান্টে চ্যাম্পিয়ন হয়েছেন আইন ও ভূমি প্রশাসন বিভাগ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফয়সাল মুরাদ, সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী ও প্রধান সংগঠক ফেরদৌস শেখ, এবং ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী ও কার্নিভালের কো-অর্ডিনেটর মো: ফেরদৌস হোসেন সোহান।
No posts available.
৫ নভেম্বর ২০২৫, ৪:২০ পিএম
১ নভেম্বর ২০২৫, ১১:৩৯ পিএম

এশিয়া কাপের ট্রফি কাণ্ডের রেশ এখনো তরতাজা। বেশ কয়েকটি বিষয় নিয়ে এবার উত্তপ্ত হয়ে উঠতে পারে আইসিসির ত্রৈমাসিক বোর্ড সভাও। ভারত-পাকস্তান দুই দলই অভিযোগ-পাল্ট অভিযোগ নিয়ে হাজির হতে পারে সেই সভায়।
ক্রিকেটে দুই দলের এই রেষারেষির মধ্যে স্রোতের বিপরীতে হাঁটল ভারত হকি দল। ভারতের নিশ্চিত করেছে ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে করমর্দনে কোনো খেলোয়াড়কে বাধা দিবে না তারা।
ভারতীয় হকি সংস্থা স্পষ্ট করে জানিয়েছে যে, ভবিষ্যতে আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তান দলের সঙ্গে হাত মেলানোয় কোনো নিষেধাজ্ঞা রাখবে না তারা।
গত মাসে মালয়েশিয়ায় সুলতান অফ জহর কাপে পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে রীতি মেনে হাত মেলায় ভারতের হকি দলের খেলোয়াড়রা। তাতে ভারতের ক্রীড়াপ্রেমীদের একাংশ বিষয়টি ক্ষোভ প্রকাশ করে।
বিতর্কের মধ্যে ভারতের হকি দলের সেক্রেটারি জেনারেল ভোলানাথ সিংহ দেশটির একটি সংবাদমাধ্যমকে বলেছেন,
‘আমরা ক্রিকেটকে অনুসরণ করতে পারি না। ক্রিকেটারেরা যা করেছেন, সেটা তাঁদের ব্যাপার। আমরা অলিম্পিক চার্টার মেনে চলি। আন্তর্জাতিক হকি সংস্থার নির্দেশমতো আমাদের চলতে হয়। কোনো দেশের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন বা হাই-ফাইভ করা যাবে না, এমন কোনো নির্দেশ আমাদের খেলোয়াড়দের আমরা দেইনি।’
ভোলানাথ আরও যোগ করেন,
‘আমরা খেলোয়াড়সুলভ মানসিকতা নিয়ে চলি। খেলোয়াড়দেরও কোনো নির্দেশ দিই না। আগামী দিনেও পাকিস্তানের সঙ্গে খেলা হলে খেলোয়াড়দের কোনো নির্দেশ দেওয়া হবে না। আমাদের লক্ষ্য শুধু খেলে জয় ছিনিয়ে আনা।’
সবশেষ এশিয়া কাপে ‘হ্যান্ডশেক’ নিয়ে ব্যাপক বিতর্কের জন্ম দেয় ভারতীয় ক্রিকেট দল। অধিনায়ক সুর্যকুমার যাদব পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেন। এর প্রতিক্রিয়ায় পাকিস্তান দল পুরষ্কার অনুষ্ঠান বর্জন করে।
এরপর তো জল গড়ায় অনেক দূর। পিসিবি চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারত। শেষ পর্যন্ত ট্রফি ছাড়াই ভারতীয় দল উদ্যাপন করে। এখনো তারা ট্রফিটি হাতে পায়নি।
একই পথে হাঁটে ভারতের নারী ক্রিকেট দলও। নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানায় হারমানপ্রীত কৌরের দল।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কার্যনির্বাহী কমিটির নির্বাচন হতে যাচ্ছে আগামী ৩০ নভেম্বর। একই দিনে হবে সংস্থাটির বার্ষিক সাধারণ সভা (এজিএম)। নির্বাচন ও এজিএম দুটোই কক্সবাজারে করতে যাচ্ছে বিওএ।
আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সোমবার কুর্মিটোলা গলফ ক্লাবে হওয়া বিওএর কার্যনির্বাহী কমিটির সভায় এই কমিশন অনুমোদন পায়।
সভায় সভাপতিত্ব করেন বিওএর সহসভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু। সংস্থাটির সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রাষ্ট্রীয় সফরে বিদেশে থাকায় তিনি সভায় উপস্থিত থাকতে পারেননি।
কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালেহীন মনোয়ার, যিনি বিকেএসপির সাবেক মহাপরিচালক। তাঁর সঙ্গে সদস্য হিসেবে থাকছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি এবং বাংলাদেশ আর্চারি ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য তাহমিনা রহমান।

দাবা বিশ্বকাপে প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে নরওয়ের গ্র্যান্ডমাস্টার আরিয়ান তারিকে রুখে দিয়েছিলেন মনন রেজা নীড়। তবে আজ একই প্রতিপক্ষের বিপক্ষে পেরে উঠেননি তিনি। তাই প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হলো বাংলাদেশের এই আন্তর্জাতিক মাস্টারকে।
ভারতের গোয়ায় চলমান বিশ্বকাপে বাংলাদেশের আরেক প্রতিনিধি ফাহাদ রহমানও প্রথম রাউন্ডের বৈতরণী পার হতে পারেননি। তবে ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার ভাসিল ইভানচুকের বিপক্ষে ড্র করেছেন তিনি।
শনিবারের ম্যাচে হারের কারণে দ্বিতীয় রাউন্ডের টিকিট পাননি ফাহাদ। বাংলাদেশি দাবাড়ুদের মধ্যে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড খেলার অভিজ্ঞতা রয়েছে একমাত্র এনামুল হক রাজীবের।

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ সামনে রেখে টঙ্গী স্টেডিয়ামে চলছে বাংলাদেশ দলের অনুশীলন। প্রতিযোগিতার জন্য আজ রোববার ১৬ জনের দল ঘোষণা করেছেন কোচ মার্টিন ফ্রেডরিখ।
একই দিনে অনুষ্ঠিত হয় আর্চারির বাংলাদেশ লিগের ফাইনাল। চার লিগের পয়েন্ট যোগ করে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ বিমানবাহিনী। রানার্সআপ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। যৌথভাবে তৃতীয় হয়েছে তীরন্দাজ ও বাংলাদেশ আনসার।
এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে ভালো করার প্রত্যয় কোচ মার্টিন ফ্রেডরিখের। তিনি বলেন, ‘আগের আসরে কোনো পদক জিততে পারিনি আমরা। এবার অন্তত তিনটি পদক জিততে চাই।’ তবে কোন কোন ইভেন্টে পদক জেতার সম্ভাবনা আছে, সেটি জানাননি বাংলাদেশের এই জার্মান কোচ।
আগামী ৮ নভেম্বর থেকে পল্টনের জাতীয় স্টেডিয়ামে শুরু হবে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। ঘরের মাঠের প্রতিযোগিতায় সুবিধা কতটা নিতে পারবে বাংলাদেশ, সেটি বলা কঠিন। কারণ এখন পর্যন্ত জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের সুযোগ পায়নি দেশের আর্চাররা। সেখানে বর্তমানে জাতীয় ফুটবল দলের ক্যাম্প চলছে ভারত ম্যাচের প্রস্তুতি হিসেবে।
কোচ মার্টিন ফ্রেডরিখ বলেন,
‘টুর্নামেন্ট শুরুর আগে জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের জন্য ফেডারেশনের কাছে অনুরোধ করেছিলাম আমি। সেখানকার বাতাসের প্রবাহটা কিছুটা ভিন্ন, সেটা পরীক্ষা করতে চাই। টঙ্গীতে একেবারেই বাতাস নেই।’
বাংলাদেশে অনুষ্ঠিত ২০২১ সালের এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে তিনটি পদক জিতেছিল বাংলাদেশ। সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে চান বাংলাদেশ কোচ।
জাতীয় দলের আর্চার সাগর ইসলাম বলেন,
‘আমরা কঠোর পরিশ্রম করেছি। প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট। নিজেদের মাঠে খেলব—এই সুবিধাটা আমাদের আছে। এবার আমাদের লক্ষ্য উপরে থাকার। এ লক্ষ্য নিয়েই আমরা এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে নামব।’
এশিয়ান আর্চারির আসর শেষ হবে ১৪ নভেম্বর। প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে দুই ভেন্যুতে—জাতীয় স্টেডিয়ামে ৮ থেকে ১২ নভেম্বর এবং আর্মি স্টেডিয়ামে ১৩ ও ১৪ নভেম্বর।
এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের জন্য ঘোষিত বাংলাদেশ দল
রিকার্ভ পুরুষ দল: আব্দুর রহমান আলিফ, সাগর ইসলাম, রাকিব মিয়া ও রামকৃষ্ণ সাহা।
রিকার্ভ নারী দল: সিমা আক্তার শিমু, ইতি খাতুন, সোনালি রায় ও মোসাম্মত মনিরা আক্তার।
কম্পাউন্ড পুরুষ দল: মোহাম্মদ আশিকুজ্জামান, হিমু বাছাড়, নেওয়াজ আহমেদ রাকিব ও সোহেল রানা।
কম্পাউন্ড নারী দল: বন্যা আক্তার, পুষ্পিতা জামান, কুলসুম খাতুন ও মিথিলা আক্তার।

চমক দেখালেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়। দাবা বিশ্বকাপে প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে আজ নরওয়ের গ্র্যান্ডমাস্টার আরিয়ান তারিকে রুখে দিয়েছেন তিনি। তবে হেরেছেন আরেক বাংলাদেশি দাবাড়ু ফাহাদ রহমান।
ভারতের গোয়ায় শনিবার থেকে শুরু হয়েছে দাবা বিশ্বকাপের প্রথম রাউন্ড। নীড় এদিন খেলতে বসেন সাদা ঘুঁটি নিয়ে। শুরুটা করেন রোসোলোমিও অ্যাটাক (অবস্থানগত আক্রমণ) কৌশলে। মিডল গেমে ভুল করলেও এন্ড গেমে দারুণ প্রতিরোধ দেখান তিনি। ফলে ৪২তম চালে গিয়ে ড্র মেনে নেন নরওয়ের গ্র্যান্ডমাস্টারও।
অন্যদিকে, সাদা ঘুঁটির সুবিধা পেয়েও ফাহাদ ছিলেন ভুলের মধ্যেই। শেষ মুহূর্তে চেষ্টা করেন ম্যাচ ড্র করার। কিন্তু তাঁকে হারাতে খুব একটা বেগ পেতে হয়নি ইউক্রেনিয়ান গ্র্যান্ডমাস্টার ভাসিল ইভানচুকের।
আগামীকাল রোববার কালো ঘুঁটি নিয়ে একই প্রতিপক্ষের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবেন নীড়-ফাহাদ। জিতলে নীড় পৌঁছে যাবেন দ্বিতীয় রাউন্ডে।
গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবই বাংলাদেশের একমাত্র দাবাড়ু হিসেবে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলতে পেরেছিলেন। এবার সেই পথে কেউ হাটতে পারেন কি-না দেখার অপেক্ষা।