১৬ নভেম্বর, শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর বঙ্গ কাবাডি ক্লাবের দ্বিতীয় মৌসুম আন্ত জেলা কাবাডি টুর্নামেন্ট ২০২৪। জয়পুরহাট জেলা কাবাডি একাডেমির আয়োজনে জেলার সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হবে আয়োজনটি। উত্তর অঞ্চলের ৮ টি জেলা বগুড়া, রাজশাহী, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, লালমনিরহাট, জয়পুরহাট ও দিনাজপুর জেলা কাবাডি দল অংশগ্রহণ করবে এ আসরে।
দিবা-রাত্রির এই আয়োজনে টুর্নামেন্টের বিশেষ আকর্ষণ থাকবে উত্তরবঙ্গ কাবাডি ক্লাবের নারী কাবাডি দলের খেলোয়াড়দের প্রীতি ম্যাচ। এছাড়া ২০২৩ সালে নারী কাবাডি লিগে তৃতীয় স্থান অর্জন করা উত্তরবঙ্গ নারী কাবাডি দলকে ক্লাবের পক্ষ থেকে দেয়া হবে সার্টিফিকেট।
আরও পড়ুন
জয়পুরহাট জেলা কাবাডি একাডেমীর আয়োজনে আন্ত জেলা কাবাডি টুর্নামেন্ট |
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জয়পুরহাটের জেলা প্রশাসক ও পুলিশ সুপার। আরো উপস্থিত থাকবেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সন্মানিত সদস্য সংগঠক ও উত্তর বঙ্গ কাবাডি ক্লাবের সন্মানিত সদস্যবৃন্দ।
আয়োজকদের আশা, উত্তর অঞ্চলের নানা শিল্প প্রতিষ্ঠান থেকে পৃষ্ঠপোষকতা পেলে উত্তর বঙ্গ কাবাডি ক্লাব, ১৬ জেলার কাবাডি দল নিয়ে সিজন ১৬ শেষ করার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, উত্তর অঞ্চলের ১৬ জেলার সাবেক জাতীয় কাবাডি দলের খেলোয়াড়, রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত কাবাডি খেলোয়াড়, জাতীয় কোচ, আন্তর্জাতিক কাবাডি রেফারি ও তৃণমূল পর্যায়ের সংগঠক এবং ক্রীড়া সাংবাদিকদের সমন্বয়ে গঠিত হয় উত্তর বঙ্গ কাবাডি ক্লাব।
১২ নভেম্বর ২০২৪, ৬:৫০ পিএম
১১ নভেম্বর ২০২৪, ১০:০৪ পিএম
উত্তর অঞ্চলের ৮ টি জেলা রাজশাহী জয়পুরহাট নওগাঁ বগুড়া নীলফামারী দিনাজপুর পঞ্চগড় এবং লালমনিরহাটে একদিনের কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা শুরু হবে আগামী আগামি ১৬ নভেম্বর থেকে।
এই টুর্নামেন্টে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জানিয়েছেন। টুর্নামেন্টের আয়োজনে আছে জয়পুরহাট জেলা কাবাডি একাডেমি। আর ব্যবস্থাপনায় উত্তরবঙ্গ কাবাডি ক্লাব।
আরও পড়ুন
থাইল্যান্ডকে হারিয়ে কাবাডির ফাইনালে বাংলাদেশ |
পুরুষদের পাশাপাশি ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার পূর্বে উওর বঙ্গ নারী কাবাডি দলের খেলোয়াড়দের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে।
উত্তরবঙ্গ নারী কাবাডি ক্লাব নারী কাবাডি লীগ ২০২৩ বাংলাদেশ কাবাডি ফেডারেশন এ প্রথম অংশগ্রহণ করে তৃতীয় স্থান অর্জন করেন।
তাদের সম্মানে প্রীতি ম্যাচ শেষে উত্তরবঙ্গ কাবাডি ক্লাবের পক্ষ থেকে সার্টিফিকেট বিতরণ করা হবে।
সোমবার সকালে বিকেএসপির অডিও ভিজুয়্যল সেন্টারে বিকেএসপির প্রশিক্ষণার্থীদের জন্য “আমি জিতলে, জিতবে দেশ” এ প্রতিপাদ্যের ব্যনারে অনুপ্রেরনামূলক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যূত্থানে দেশ প্রেমে উদ্বুদ্ধ আত্মদানকারী আহত সাতজন রিহ্যাবিলিটিশনপ্রাপ্ত ব্যক্তিবর্গকে আমন্ত্রন জানানো হয়।
বিকেএসপির প্রশিক্ষণার্থীরা গণঅভ্যূত্থানে আহত বীরদের আত্মত্যাগের কথা এবং তাঁদের জীবন যুদ্ধে ঘুরে দাঁড়ানোর গল্প শুনে অঅনুপ্রাণিত হন এবং নিজেদেরকেও খেলাধুলার মাধ্যমে ঘুরে দাঁড়িয়ে দেশের জন্য সুনাম বয়ে আনার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিকেএসাপর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম জুলাই গণঅভ্যুত্থানে আহত সাতজনের প্রত্যেককে বিকেএসপির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করেন।
এরপর রিহ্যাবিলিটিশনপ্রাপ্ত ব্যক্তিবর্গ বিকেলে বিকেএসপির খেলোয়াড়দের সাথে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন, যা খেলোয়াড়দেরকে ভীষনভাবে উদ্বুদ্ধ করে।
No recent posts available.