ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন বাংলাদেশ জাতীয় দলের ২ ফুটবলার আনিসুর রহমান জিকো ও শেখ মোরসালিন। বৃহস্পতিবার সকালে, এই ভর্তি কার্যক্রম সম্পন্ন করেন বসুন্ধরা কিংসের ২ ফুটবলার।
চলতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, আবারও খেলোয়াড়ি কোটায় মেধাবী জাতীয় খেলোয়াড়দের ভর্তির সুযোগ দেয়া হবে। সেই কোটাতেই আবেদন করেন জিকো আর মোরসালিন। ‘ইসলামের ইতিহাস’ এই বিষয়ে অর্নাস করবেন ২ ফুটবলার।
আরও পড়ুন: স্টোকসের ১৮২ রানে ইংল্যান্ডের ১৮১ রানের জয়
২০২০ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় গোলকিপার আনিসুর রহমান জিকোর। এর পর থেকে লাল-সবুজ জার্সিতে খেলেছেন প্রায় সব ম্যাচই। শেষ সাফ চ্যাম্পিয়নশিপে হয়েছেন দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপারও।
এদিকে চলতি বছর কম্বোডিয়ার সাথে অভিষেকের পর সাফে ২ গোল করে আলোচনায় আসেন মোরসালিন। গোল পেয়েছিলেন আফগানিস্তানের সাথে ৭ সেপ্টেম্বরের প্রীতি ম্যাচেও। সব মিলিয়ে ৭ ম্যাচ খেলেই জাতীয় দলের হয়ে ৩ গোল করেছেন মোরসালিন।
এবার ফুটবল মাঠের সেই যোদ্ধারাই একইসাথে মনোযোগ দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমেও।
দেশের যেকোনো প্রান্ত থেকে সর্বশেষ খেলার আপডেট জানতে চোখ রাখুন টি স্পোর্টসে এছাড়া ফেসবুকে আমাদের ফলো করতে এখানে ক্লিক করুন ও ইউটিউবে সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
No recent posts available.