
বাংলাদেশের বিশ্বকাপ দলে সবচেয়ে বড় চমক তামিম ইকবালের না থাকা। গতকাল রাত থেকেই এই আলোচনা ঘুরে ফিরে আসছিল। বলা হচ্ছিল তামিম পুরোপুরি ফিট না বলেই তাঁকে দল থেকে বাদ দেয়া হতে পারে। আর সেটাই সত্যি হয়েছে।
তাঁকে ছাড়াই ঘোষণা করা হয়েছে দল। ওপেনার হিসেবে আছেন শুধু লিটন দাস ও তানজিদ হাসান তামিম। দলে নেই কোন বিকল্প ওপেনার। ফলে লম্বা বিশ্বকাপে যাওয়ার আগে ওপেনিং নিয়ে ভালোই বিপাকে বাংলাদেশ।
তামিমকে দলে না রাখার ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন,’ সে ইনজুরি নিয়ে ফাইট করছিল। নিউজিল্যান্ড সিরিজে আবার ব্যাক করেছে। তবে এরপর আবার কিছু কনসার্ন ছিল। ফলে ইনজুরির কারণ চিন্তা করেই তাঁকে বিশ্বকাপে নেয়া যায়নি। কারণ বিশ্বকাপ অনেক লম্বা সময়ের ব্যাপার।‘
ওদিকে তামিমকে দলে না রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে দলের সবার সাথে আলোচনা করেই। মেডিকেল টিমের কাছ থেকেও নেয়া হয়েছে তথ্য। নান্নু বলেন,’ তামিম কিন্তু ওয়ান অব দ্য বেস্ট প্লেয়ার। কিন্তু একটা ইনজুরি কনসার্ন থাকলে ভালো ভাবে পারফর্ম করা কঠিন। এটা নিয়ে আমাদের মেডিকেল টিমের সাথে কথা হয়েছে। তারপরই সিদ্ধান্ত হয়েছে।‘
ওদিকে মাঝে রিয়াদকে বাদ দিয়েই খেলেছে বাংলাদেশ দল। এমনকি এশিয়া কাপেও জায়গা হয়নি তাঁর। ফলে ভাবা হচ্ছিল বিশ্বকাপেও জায়গা হবেনা এই ব্যাটারের। তবে তিনি ঠিকই জায়গা করে নিয়েছেন ১৫ জনের স্কোয়াডে।
তাঁকে দলে নেয়ার ব্যাখ্যায় নির্বাচক বলেন,’ অবশ্যই আমরা তো আগেই বলেছি বিশ্বকাপের আগে যেকোন ক্রিকেটারকে যেকোন সিরিজে দেখব। এটা আমাদের প্ল্যানেই ছিল। সেজন্যই এই সিরিজে আমরা তাঁকে দেখেছি এবং তাঁকে দলে নেয়া হয়েছে।‘
No posts available.
১৭ ডিসেম্বর ২০২৫, ১১:১১ পিএম
১৭ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ পিএম
১৭ ডিসেম্বর ২০২৫, ৯:৩৫ পিএম

অস্ট্রেলিয়ার হয়ে টানা ১৪ বছর ৭৩টি টেস্ট খেলার পর চলতি অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ভাঙে দীর্ঘ যাত্রা। ব্রিসবেনে একাদশের বাইরে থাকা নাথান লায়ন ফিরেছেন অ্যাডিলেড টেস্টে। আর সেই প্রত্যাবর্তনটা হলো পুরো রাজকীয়।
আজ অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনে অজি অফ স্পিনার লায়ন বল হাতে নিয়ে প্রথম ওভারেই দুই উইকেট নিলেন। তাতে দারুণ এক অনন্য এক উচ্চাতায়ও উঠে গেলেন লায়ন। অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী এখন ৩৮ বছর বয়সী এই ডানহাতি স্পিনার।
লায়ন ছাড়িয়ে গেছেন কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রাকে। বেন ডাকেটকে বোল্ড করে তাঁর উইকেট সংখ্যা দাড়াল এখন ৫৬৪। ২৪৩ ইনিংসে ৫৬৩ উইকেট নেওয়া ম্যাকগ্রাকে টপকে লায়ন এখন আছেন সর্বকালের অন্যতম সেরা স্পিনার শেন ওয়ার্নের ঠিক পেছনে। ৭০৮ উইকেট নিয়ে চূড়ায় কিংবদন্তি লেগ স্পিনার ওয়ার্ন।
গত পাঁচ মাস ধরে ৫৬২ উইকেটে আটকে ছিলেন লায়ন ছিলেন। অস্ট্রেলিয়ার শেষ তিনটি টেস্টের মধ্যে দুটি তিনি খেলতে পারেননি। দলের নির্বাচকেরা পিচের কন্ডিশন বিবেচনায় অল-পেস আক্রমণকেই প্রাধান্য দিয়েছিলেন। অ্যাশেজের প্রথম টেস্টে পার্থে মাত্র দুই ওভার বল করার সুযোগ পান লায়ন।
অ্যাডিলেডে আজ দশম ওভারে লায়নের হাতে বল তুলে দেন অধিনায়ক প্যাট কামিন্স। প্রথম উইকেটটি ছিল যেন উপহার। ইংলিশ ব্যাটার অলি পোপ মিডউইকেটে সহজ ক্যাচ তুলে দেন, আর এই উইকেটের মধ্য দিয়েই লায়ন সমতায় পৌঁছান ম্যাকগ্রার। ১৬ ইনিংস বেশি খেলে এই পেসারকে ছাড়িয়ে গেলেন লায়ন।
আরও পড়ুন
| আইপিএল নিলামের ২৪ ঘণ্টা না পেরোতেই চমক মোস্তাফিজের |
|
লা্য়নের দ্বিতীয়টি ছিল অফস্পিনারের নিখুঁত এক ডেলিভারি। ভালো লেংথে অফ স্টাম্পের দিকে বল ভাসিয়ে আনেন লায়ন। বেন ডাকেট রক্ষণাত্মক ভঙ্গিতে সামনে এগোলে বলটি ব্যাটের কানায় না লেগে ঘুরে সরাসরি অফ স্টাম্পের মাথায় আঘাত করে।
১৪০ টেস্টে এখন পর্যন্ত ৫৬৪ উইকেট নেওয়া লায়ন টেস্ট ক্যারিয়ারে ২৪বার পাঁচ উইকেট নিয়েছেন। পাঁচবার অজি অফ স্পিনারের ১০ উইকেট শিকার করেছেন।
লায়ন জানিয়েছিলেন এর আগেই অন্তত ২০২৭ সালে ইংল্যান্ডে অ্যাশেজ সিরিজ পর্যন্ত খেলতে চান। অস্ট্রেলিয়ার ব্যস্ত টেস্ট সূচির মধ্যে লায়ন নিজেকে কতদূর নিতে পারেন সেটার দেখার এখন।
অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনে বেশ ভালো অবস্থানে অস্ট্রেলিয়া। ৮ উইকেটে ৩২৬ রান নিয়ে দিন শুরু করা স্বাগতিকরা আজ আরও ৪৫ রান যোগ করে। এরপর ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৩২ রান করে চা বিরতিতে গেছে।
ইংল্যান্ডের টপ অর্ডার গুড়িয়ে দেওয়ার কাজ সারেন লায়নই। এই অফস্পিনার ওলি পোপ আর ডাকেটের উইকেট নেওয়ার আগে জ্যাক ক্রলিকে আউট করে প্রথম আঘাত করেন চোট থেকে ফেরা প্যাট কামিন্স।
আরও পড়ুন
| আইপিএল নিলামের ২৪ ঘণ্টা না পেরোতেই চমক মোস্তাফিজের |
|
এরপর অস্ট্রেলিয়া অধিনায়ক নিজের দ্বিতীয় শিকার বানান জো রুটকে। কামিন্সের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ইংলিশ ব্যাটার। এ নিয়ে টেস্টে ১২বার রুটকে ড্রেসিংরুমে ফেরালেন কামিন্স, এই সংস্করণে আর কোনো বোলার ডানহাতি ব্যাটারকে আউট করতে পারেনি। উইকেটে থিতু হয়ে যাওয়া হ্যারি ব্রুকের উইকেট নেন ক্যামরন গ্রিন। ৬৩ বলে ৪৫ করেন ব্রুক।
অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেট নেওয়া শীর্ষ পাঁচ বোলার
শেন ওয়ার্ন (৭০৮)
নাথান লায়ন (৫৬৪*)
গ্লেন ম্যাকগ্রা (৫৬৩)
মিচেল স্টার্ক (৪২০*)
ডেনিস লিলি (৩৫৫)

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের পর্দা উঠতে যাচ্ছে ২৬ ডিসেম্বর। আসন্ন টুর্নামেন্ট ঘিরে ইতোমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়ছে উত্তেজনা-আগ্রহ। আসরকে নিরাপদ, সুশৃঙ্খল ও সফলভাবে আয়োজনে অঙ্গীকারবদ্ধ বিপিএল গভর্নিং কাউন্সিল।
আজ বিসিবির এক বিবৃতিতে জানানো হয়েছে, খেলোয়াড়, দর্শক, ম্যাচ কর্মকর্তা এবং টুর্নামেন্ট সংশ্লিষ্ট সব অংশীজনের নিরাপত্তা নিশ্চিত করাই বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান লক্ষ্য।
বাংলাদেশ সরকারের জনসমাগম সংক্রান্ত বর্তমান নির্দেশনা অনুসরণ করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে এবারের বিপিএলে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সমাপনী অনুষ্ঠান জমকালো করতে চায় গভর্নিং কাউন্সিল।
সরকারের পক্ষ থেকে বিপিএলের সূচিও ৪ দিন পিছিয়ে দেওয়ার পরামর্শ ছিল। তবে সার্বিক দিক বিবেচনা করে পূর্ব নির্ধারিত সূচিতেই হবে দ্বাদশ আসর।

আইপিএল নিলামের ২৪ ঘণ্টাও পেরোয়নি। মঙ্গলবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এটিই সর্বোচ্চ দাম।
রেকর্ড দামে আইপিএল দল পাওয়ার পরের দিনই আইএল টি-টোয়েন্টিতে মাঠে নামেন বাংলাদেশের বাঁহাতি পেসার। এমআই এমিরাটসের বিপক্ষে ম্যাচে চলতি আসরে নিজের সেরা দিন পার করেন ‘কাটার মাস্টার’ খ্যাত এই পেসার।
দুবাইয়ে আজ টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৩৭ রান তোলে এমআই এমিরাটস। শুরুটা দাপুটে হলেও শেষটা রঙিন হয়নি তাদের। এর পেছনে বড় কারণ ছিলেন মোস্তাফিজ। ৩০ বছর বয়সী বাংলাদেশি পেস সেনসেশন এদিন ৪ ওভার বোলিং করে নেন ৩ উইকেট। রান খরচে কিছুটা বিলাসিতা দেখান। ৮.৫০ ইকোনমি রেটে তিনি দেন ৩৪ রান।
এর আগে চলতি টুর্নামেন্টে ২ উইকেট ২২ রানের বোলিং ফিগারই ছিল মোস্তাফিজের সেরা। এবার সেটিকেও ছাড়িয়ে গেলেন তিনি। আসরে এখন পর্যন্ত তার মোট উইকেট সংখ্যা ৯টি। সেরার দৌড়ে থাকা ওয়াকার সালমানখিলের ঝুলিতে রয়েছে ১২ উইকেট। তবে ওয়াকারের চেয়ে একটি ম্যাচ কম খেলেছেন বাংলাদেশি এই পেসার।
টুর্নামেন্টে দিল্লি ক্যাপিটালসও শীর্ষে থাকার লড়াইয়ে টিকে আছে। এখন পর্যন্ত ৫ ম্যাচে দলটির জয় ২টি। আজ এমআই এমিরাটসের বিপক্ষে জয় পেলে দ্বিতীয় স্থানে থাকা গালফ জায়ান্টসের সঙ্গে ব্যবধান কমবে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম সংস্করণে সরাসরি চুক্তিতে ছয়জন বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স।
তাঁরা হলেন—ডেভিড মালান (ইংল্যান্ড), কাইল মায়ার্স (ওয়েস্ট ইন্ডিজ), খুশদিল শাহ (পাকিস্তান), ইফতিখার আহমেদ (পাকিস্তান), ফাহিম আশরাফ (পাকিস্তান) ও আকিফ জাভেদ (পাকিস্তান)।
২০২৪–২৫ মৌসুমের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলেছেন ডেভিড মালান, কাইল মায়ার্স ও ফাহিম আশরাফ। বাকি তিনজন আগের মৌসুমেও রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন।
আজ এক বিবৃতিতে ছয় বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়ানোর তথ্য জানায় রংপুর রাইডার্স। সাবেক চ্যাম্পিয়ন দলটির পক্ষ থেকে বলা হয়,
“অভিজ্ঞ আন্তর্জাতিক ক্রিকেটারদের অন্তর্ভুক্তি দলের ব্যাটিং ও বোলিং ইউনিটকে আরও শক্তিশালী করবে এবং বিপিএল ২০২৬-এ শিরোপা জয়ের পথে দলকে এক ধাপ এগিয়ে নেবে।”
রংপুর রাইডার্স দল:
সরাসরি চুক্তি
(দেশি): নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান
(বিদেশি): খাজা নাফি, সুফিয়ান মুকিম, ডেভিড মালান, কাইল মায়ার্স, খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, ফাহিম আশরাফ ও আকিফ জাভেদ
নিলাম থেকে
লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, নাহিদ রানা, রকিবুল হাসান, আলিস আল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরি, নাঈম হাসান, মেহেদি হাসান সোহাগ, মাহমুদউল্লাহ রিয়াদ, আব্দুল হালিম, এমিলো গে ও মোহাম্মদ আখলাক।
সিলেটে চলতি মাসের ২৬ তারিখ বিপিএল শুরু হবে, যা শেষ হবে ২৩ জানুয়ারি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টির আগে দুঃসংবাদ ভারতীয় শিবিরে। পায়ের চোটের কারণে ছিটকে গেছেন শুবমান গিল।
ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের তথ্য অনুযায়ী, মঙ্গলবার নেট অনুশীলনের সময় চোট পান গিল। তাঁর চোটের বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি।
সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়ার কথা ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। তবে ঘন কুয়াশার কারণে এখনো হয়নি ম্যাচের টস। গিলের অনুপস্থিতিতে ওপেনিংয়ে সুযোগ মিলতে পারে উইকেটকিপার ব্যাটার সঞ্জু স্যামসনের।
এর আগে কলকাতা টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চোটে পড়ে টেস্ট ও ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যান গিল। টি-টোয়েন্টি সিরিজে ফিরলেও ফর্মে ছিলেন না তিনি। প্রথম ম্যাচে করেন ৪ রান, দ্বিতীয় ম্যাচে শুন্য, তৃতীয় ম্যাচে করেন ২৮ রান।