ক্রিকেট

এবার পাকিস্তানের বোলিং কোচের পদ থেকে সরে দাঁড়ালেন মরনে মরকেল

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৩ নভেম্বর ২০২৩, ১১:২০ এম

news-details

শেষ হয়েছে পাকিস্তানের ব্যর্থ বিশ্বকাপ অভিযান। বিশ্বকাপের আগে দারুণ ক্রিকেট খেললেও ভারত বিশ্বকাপে সেমিফাইনলে যেতে ব্যর্থ দলটা। এরমধ্যে খবর, পাকিস্তানের বোলিং কোচের পদ থেকে সরে দাঁড়ালেন মরনে মরকেল। 


এ বছরের জুনে পাকিস্তানের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল মরকেলকে। কিন্তু ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান দলের ভরাডুবির পর চুক্তির ছয় মাস পূর্ণ হওয়ার আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন এই দক্ষিণ আফ্রিকান।


সোমবার পদত্যাগপত্র জমা দেন সাবেক এই তারকা পেসার। এই পেসারের পরবর্তী অ্যাসাইনমেন্ট ছিল শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এরপর অস্ট্রেলিয়ার সাথে টেস্ট সিরিজ। মরকেল চলে যাওয়ায় নতুন করে পেস বোলিং কোচের দায়িত্ব পালন করবেন সেটা এখনও জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড, পিসিবি।


বিশ্বকাপে পাকিস্তানের পেস বোলিং বিভাগ ছিল নখদন্তহীন। যেখানে হারিস রউফ ছিলেন ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বোলার। বাকি পেসাররাও দিতে পারেনি নিজেদের সেরাটা।

No posts available.

bottom-logo