বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় প্রাইজমানি র্যাংকিং টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু হয়েছে আজ। শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সচিব আনোয়ার কবির চৌধুরী বাবু, কার্যনির্বাহী কমিটির সদস্য তাজউদ্দিন পাপ্পু ও জাতীয় দলের কোচ মোহাম্মদ আলী।
২০৪ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন এবারের প্রতিযোগিতায়। এর মধ্যে পুরুষ এককে ১০০ জন, মহিলা এককে ২৫ জন, বালক অনূর্ধ্ব- ১৯ এককে ৫২ জন ও বালিকা অনূর্ধ্ব- ১৯ এককে ২৭ জন খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতা করছে। টেবিল টেনিস জাতীয় দলের সব খেলোয়াড় এই টুর্নামেন্টে খেলছেন। এছাড়া নতুন অনেক খেলোয়াড় টুর্নামেন্টে অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন আয়োজকরা।
পুরুষ এককের চ্যাম্পিয়ন খেলোয়াড়কে ২৫ হাজার ও রানার্সআপ খেলোয়াড়কে ১৫ হাজার টাকার প্রাইজমানি দেওয়া হবে। আর মহিলা এককে চ্যাম্পিয়ন খেলোয়াড় ২০ হাজার ও রানার্স আপ খেলোয়াড় ১৫ হাজার টাকার পুরস্কার পাবেন। তবে বালক ও বালিকা এককে কোন আর্থিক পুরস্কার থাকছে না। তাদেরকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি প্রদান করা হবে। টুর্নামেন্ট চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত।
No posts available.