১৯ ডিসেম্বর ২০২৩, ৫:৩০ পিএম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) জমিয়ে তুলতে টুর্নামেন্টে আরও একটি নিয়ে পরিবর্তন আসছে। টুর্নামেন্টের নতুন মৌসুমে ওভারপ্রতি দুটি করে বাউন্সার দিতে পারবে বোলাররা। এর আগে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল ভারতের ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী ট্রফিতে।
আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ম অনুসারে, এক ওভারে কেবল মাত্র একটি বাউন্সার বা শর্ট বল দিতে পারেন বোলাররা। একই কাজ পুনরায় করলে নো ডাকেন আম্পায়ার। তবে আইপিএলে ক্ষেত্রে যা এখন করতে পারবে বোলাররা। নতুন এই নিয়মে সুবিধা মিলবে পেসারদের। বাউন্সার দিয়ে কাবু করতে পারবে ব্যাটারদের।
এর আগে গত আসরে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম চালু করেছিল আইপিএল। যা এবারও থাকছে। মঙ্গলবার অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে তা। সরাসরি দেখা যাবে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টসে।
No posts available.