ফুটবল মাঠে দুজনই যা করেছেন প্রজন্মের পর প্রজন্ম তা মনে রাখতে বাধ্য। বিশ্বকাপ জয় থেকে শুরু করে ফুটবল মাঠে যা করা সম্ভব সবই করেছেন দুজন। তবে দুই ভিন্ন প্রজন্মের হওয়ায় কখনো জিনেদিন জিদান আর লিওনেল মেসি একে অপরের মুখোমুখি হননি। তবে মাঠে না হলেও এবার তা হলেন ক্যামেরার সামনে।
দুজনই একসাথে করেন একটি বিখ্যাত জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান। প্রায় ৩০ মিনিটের এক ভিডিওতে একে অন্যের প্রশংসা করে গেছেন জিনেদিন জিদান আর লিওনলেন মেসি।
একেবারে শুরুতে জিদান বলেন, 'এটা তো দুঃখজনক যে আমরা একসঙ্গে খেলতে পারিনি মাঠে। তবে তোমাকে বল পাস দেওয়ার এটাই সময়। আমি অনেকটা দূর থেকে এসেছি। তবে তোমার সঙ্গে ফুটবল সম্পর্কে কিছু কথা বলতে পারাটা আনন্দদায়ক। কারণ সবাই এটা শুনতে চায়।'
এরপরে মেসি জানান, 'প্রথমত এটা আমার জন্যও অনেক আনন্দের। কারণ আপনি জানেন আমি আপনাকে কতটা শ্রদ্ধা। আমাদের একসঙ্গে খেলার সুযোগ হয়নি। তবে কিছুটা একে অপরের বিরুদ্ধে খেলেছি, আপনি একজন কোচ ও আমি একজন খেলোয়াড় হিসেবে। তবে আমি আপনাকে সবসময় শ্রদ্ধা ও সম্মান করেছি।'
মেসিকে বর্ণনা করতে 'ম্যাজিক' শব্দটাই ব্যবহার করেন জিদান। তিনি জানান, 'ম্যাজিক। মেসি আর আমি প্রতিদিন একসঙ্গে থাকি না। তাই আজকের দিনটি আমার জন্য গুরুত্বপূর্ণ কারণ, আমি বলতে পারি তাকে কতটা ভালোবাসি এবং আমি মনে করি এটা ম্যাজিক, একদম খাঁটি ম্যাজিক।'
৫ দিন আগে
৯ দিন আগে
১০ দিন আগে
১৫ দিন আগে
১৬ দিন আগে
১৬ দিন আগে
২২ দিন আগে
২৩ দিন আগে