ফুটবল

ইন্টার মায়ামিতেই ক্লাব ক্যারিয়ারের শেষ দেখছেন মেসি

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৩ জুন ২০২৪, ৫:৪৯ এম

news-details

এই কদিন আগেই আর্জেন্টিনা সমর্থকদের আশার পালে দোলা দিয়ে বলেছেন আরেকটি বিশ্বকাপ খেলার কথা। তবে নিজের ভবিষ্যৎ নিয়ে একটা অনিশ্চয়তার মধ্য দিয়েই যাচ্ছেন আর্জেন্টিনার এই তারকা ফরোয়ার্ড। ক্লাব ফুটবলে নিজেকে যে আর খুব বেশিদিন দেখছেন না ইন্টার মায়ামি অধিনায়ক। তার মতে, যুক্তরাষ্ট্রেই ইতি ঘটতে যাচ্ছে তার ক্লাব ফুটবল ক্যারিয়ারের।

গত বছর পিএসজি থেকে মায়ামিয়ে যোগ দিয়েছেন মেসি। মেজর লিগ সকারের ক্লাবটিতে তার চুক্তির মেয়াদ রয়েছে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত৷ চলতি মাসে ৩৭ পা দিতে যাওয়া মেসির খেলায় এখনও বয়সের প্রভাব সেভাবে পড়েনি। আর্জেন্টিনার মতো মায়ামিতের অধিনায়ক তিনি, দলের মধ্যমণিও তিনি। তবে সবকিছুরই তো একটা শেষ থাকে, সবচেয়ে প্রিয় খেলাটিকে মন না চাইলেও একদিন সবাইকেই বিদায় জানাতে হয়।


আরও পড়ুন: ব্রাজিল-আর্জেন্টিনা না থাকায় ইউরোকে সেরা মানতে আপত্তি মেসির


ইএসপিএন আর্জেন্টিনাকে দেওয়া সাক্ষাৎকারে মেসি যা বলেছেন, তাতে এটা স্পষ্ট যে শেষের গান তিনি শুনতে পাচ্ছেন। তবে খেলাটা ছাড়তেও যে মন সায় দিচ্ছে না। “আমি ফুটবল খেলা ছেড়ে দিতে প্রস্তুত নই। আমি তো সারাজীবন শুধু এটাই করেছি, আমি অনুশীলন, ম্যাচ খেলা এসব উপভোগ করি। ভয় হয় যে একদিন সব শেষ হয়ে যাবে, এটা সবসময়ই মাথায় থাকে। আমি মনে করি ইন্টার মিয়ামিই আমার শেষ ক্লাব। হবে।”

Download Now

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে মেসি বলেছিলেন, ২০২৬ বিশ্বকাপ খেলাটা অসম্ভব নয় তার জন্য৷ যদি সেই পর্যন্ত খেলাটা উপভোগ করেন আর ফিটনেস ধরে রাখতে পারেন, হয়তো আরও একবার বিশ্ব মঞ্চে তাকে দেখা যেতেও পারে।

ফুটবলার হিসেবে মেসির অর্জনের খাতা এরই মধ্যে যা সমৃদ্ধ, তাতে এখন অবসর নিলেও অনায়াসেই তিনি থাকবেন সর্বকালের সেরাদের কাতারেই। বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স লিগ, কোপা আমেরিকা, লা লিগা, লিগ ওয়ান সহ জাতীয় দল ও ক্লাব ফুটবলে সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন তিনি৷ রেকর্ড ৮ বার ব্যালন ডি'অর জয়ী একমাত্র খেলোয়াড়ও কেবল মেসিই।

No posts available.

bottom-logo