ক্রিকেট

বরাবরের মতই অল-রাউন্ডারদের চাহিদা আইপিএল নিলামে আকাশচুম্বী

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৯ ডিসেম্বর ২০২৩, ৯:২৫ পিএম

news-details

এতবছরের আইপিএল ইতিহাসে বিশ কোটির উপর টাকা পায় নি কেউই। সবকিছুরই প্রথম থাকে। প্যাট কামিন্স বনলেন আইপিএল ইতিহাসের সবচেয়ে দামী ক্রিকেটার। বোলিংটাই মূল কাজ। তবে লোয়ার অর্ডারে ব্যাটিং করার সক্ষমতার কারণেই অজি বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেনের জন্য সাড়ে বিশ কোটি রুপি খরচ করেছে সানরাইজার্স হায়দরাবাদ।


তবে, অলরাউন্ডারদের ডাকে শুরুতে অবাক হয়েছে সবাই। গেলবার ওয়ানিন্দু হাসারাঙ্গার দর উঠেছিলো দশ কোটির বেশি। ব্যাঙ্গালোর ওকে ছেড়ে দেয়ার পর এবার নিলামেও লেগ স্পিন অলরাউন্ডারের দাম চড়বে ভেবে নিলেও সেটা হয় নি। বেজ প্রাইসেই ওকে পেয়ে গেছে সানরাইজার্স হায়দরাবাদ।


বিশ্বকাপ মাতানো রাচিন রাভিন্দ্রা হবেন হটকেক। দাম চড়বে অনেক। সেই ভাবনাও ভুল প্রমাণিত। ধোনীর চেন্নাই সুপার কিংস ওর সার্ভিস নিশ্চিত করেছে মোটে ১ কোটি ৮০ লাখে। এর পর পরই চেন্নাই দলে ভিড়িয়েছে ভারতীয় অলরাউন্ডার শার্দুল ঠাকুরকে। গেলবার কলকাতায় খেলে পারিশ্রমিক পেয়েছিলেন ১০ কোটি রুপির বেশি। এবার ৪ কোটিতেই গেছেন চেন্নাইয়ে। তবে, সবাইকেই পাঁচবারের চ্যাম্পিয়নরা কম দাপে পেয়ে গেছে তা না। নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলের জন্য ১৪ কোটি রুপি খরচ করেছে চেন্নাই সুপার কিংস।


পাঞ্জাব কিংসও শপিং করেছে বেশ। মিচেলের জন্য চেন্নাইয়ের সাথে বিডে না পারলেও মোটা অংক খরচ করেছে হার্শাল প্যাটেলের জন্য। ১১.৭৫ কোটি রুপিতে ভারতীয় বোলিং অলরাউন্ডারের ঠিকানা প্রীতি জিনতার দলে। ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকসের ঠিকানাও পাঞ্জাব। দাম পড়েছে ৪.২০ কোটি রুপি।

আরো পড়ুন ঃ ব্যাটসম্যানদের প্রথম ডাকে সবচেয়ে দামী রভমেন পাওয়েল


মুম্বাই ইন্ডিয়ান্স কিনেছে এখন পর্যন্ত একজন। সাউথ আফ্রিকান পেস বোলিং অলরাউন্ডার জেরাল্ড কোয়েটজেকে পেয়েছে মোটামুটি কম দামেই। খরচ ৫ কোটি রুপি। তবে, ব্যাটসম্যানের পর অলরাউন্ডারদের ডাক থেকেও কোন ক্রিকেটার এখন পর্যন্ত কিনতে পারে নি কলকাতা নাইট রাইডার্স। ব্যাঙ্গালোর আর লাখনৌও একই পথের পথিক।

No posts available.

bottom-logo