দেশের জার্সিতে নিজের শততম টি টুয়েন্টি ম্যাচটা একজন ক্রিকেটার কীভাবে খেলার স্বপ্ন দেখেন? দলের সিরিজ হারানোর শঙ্কা, ২০০ এর বেশি রান তাড়া করতে নামা, দলের চাপে পড়া, শতক হাঁকিয়ে শেষ বলে চার মেরে ম্যাচ জিতিয়ে হাসিমুখে ড্রেসিংরুমে ফিরবেন? না! সিনেমার চিত্রনাট্য হলেও মানা যেতো। তাই বলে সত্যি? অবশ্যই সত্যি। আর সিনেমার মতো চিত্রনাট্য সত্যি করে বসেন গ্লেন ম্যাক্সওয়েলই তো।
এইতো কিছুদিন আগেই ওয়ানডে ইতিহাসের অন্যতম সেরা ইনিংস খেলে দলকে জেতালেন আফগানিস্তানের সাথে। ওয়ানডে ইতিহাসে রান তাড়ায় যা ছিল প্রথম ২০০ পেরোনো রান। এরপরে দলকে সেমিতে নিয়ে যাওয়া, ফাইনালটাও জিতলেন আহমেদাবাদে এক লক্ষ ৩০ হাজার মানুষকে চুপ করিয়ে। আদতে সেই ফাইনাল জিতে ম্যাক্সওয়েলরা গোটা ভারতকেই তো থামিয়ে দিয়েছিলেন।
লম্বা এক সফর, এই ম্যাচ শেষ করেই ফিরবেন বাড়ি। তার আগে তো বিশেষ কিছু করা চাই, নিজের শ্বশুর বাড়ি (ভারতেই বিয়ে ম্যাক্সওয়েলের) বলেও কথা। ভারত ছাড়ার আগে নিজের সেরাটাই দিলেন এই অলরাউন্ডার। আর ম্যাক্সওয়েলের সেরার দিনে প্রতিপক্ষের কি আর রক্ষে হয়।
৪৮ বলে সমান ৮ চার, ৮ ছক্কায় ম্যাচ জেতানো অপরাজিত ১০৪ রানের ইনিংস, স্ট্রাইক রেট ২১৬। ৪৭ বলেই করেছেন শতক, তা আবার আন্তর্জাতিক টি টুয়েন্টিতে অস্ট্রেলিয়ার পক্ষে যৌথভাবে দ্রুততম।
সবমিলিয়ে চারটা আন্তর্জাতিক টি টুয়েন্টির শতক এই অজি তারাকার। চারটাই করেছেন ৫০ বলের মধ্যে, ২০০ স্ট্রাইক রেটে। অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম পাঁচ শতকের তিনটাই এই ব্যাটারের। এমনকি আন্তর্জাতিক টি টুয়েন্টিতে এই অজির চেয়ে আর কারো নেই বেশি শতকও। রান তাড়ায় একমাত্র ব্যাটার হিসেবে করেছেন তিন শতক।
সিনেমার চিত্রনাট্য! না, বাস্তবতাই। এমন ম্যাচের সেরা কে? নামটা কী বলতেই হচ্ছে? গ্লেন জেমস ম্যাক্সওয়েল ছাড়া আর কে?
২ দিন আগে
২ দিন আগে
৩ দিন আগে
৩ দিন আগে
৩ দিন আগে
৬ দিন আগে
৭ দিন আগে
৮ দিন আগে
৮ দিন আগে
২০ দিন আগে