গেল কয়েক মৌসুম ধরে দলবদলে সবচেয়ে আলোচিত বিষয় কিলিয়ান এমবাপের পিএসজি ছাড়ার বিষয়টি। খুব কাছেও গিয়েও একবার ব্যর্থ হয়েছে স্প্যানিশ ক্লাবটি। তবে সবদিক থেকে এবারের বাস্তবতা বলছে, ফরাসি তারকা এবার হয়ত সত্যিই পাড়ি জমাতে যাচ্ছেন রিয়ালে। গুঞ্জনে হাওয়া দিয়ে ক্লাবটির অভিজ্ঞ ডিফেন্ডার দানি কারভাহালও দিলেন একই আভাস।
বছরের শুরুতেই এমবাপে জানিয়ে দেন, মৌসুম শেষে পিএসজি ছাড়বেন তিনি। তারপর থেকে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে এমবাপের রিয়ালের আসা নিয়ে নানা ধরনের খবর। মার্কা ও এএস তো দাবি করেছে, ৫ বছরের চুক্তিও নাকি এরই মধ্যে হয়ে গেছে দুই পক্ষের মধ্যে।
সম্প্রতি ‘কোপে’ এর সাথে এক আলাপচারিতায় এমবাপের প্রসঙ্গে কারভাহাল বলেন, বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ডকে সতীর্থ হিসেবে পাওয়ার আশা করছেন তিনি। “ক্লাব এখনও আমাদের এই ব্যাপারে কোনো কিছুই জানায়নি। তবে সব মিলিয়ে মনে হচ্ছে এই গ্রীষ্মে এমবাপে রিয়ালে যোগ দিচ্ছে।”
চলতি মৌসুমে এমবাপে আছে তার চেনা ফর্মে। ইউরোপের সর্বোচ্চ গোলদাতাও এখন ২৫ বছর বয়সী এই ফুটবলার। সব মিলিয়ে চলতি মৌসুমে করে ফেলেছেন ৩৮ গোল।
এই মানের একজন খেলোয়াড়ের রিয়ালে যোগ দেওয়ার সম্ভাবনায় রোমাঞ্চিত কারভাহাল। “তাকে এখানে পাওয়াটা দারুণ ব্যাপার হবে, সে একজন দুর্দান্ত ফুটবলার। এটা রিয়ালের জন্য দুর্দান্ত খবর, সেই সাথে লা লিগার জন্যও।”
চলতি মৌসুমে রিয়ালও আছে দারুণ ছন্দে। কার্লো আনচেলত্তির দল লা লিগায় আছে সবার ওপরে। চ্যাম্পিয়ন্স লিগেও দলটি নিশ্চিত করেছে কোয়ার্টার-ফাইনাল। প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ম্যানচেস্টার সিটিকে। আর এরই মধ্যে জেতা হয়ে গেছে স্প্যানিশ সুপার কাপের শিরোপা।
১ দিন আগে
১ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
৫ দিন আগে
৬ দিন আগে
৭ দিন আগে
৭ দিন আগে
১৯ দিন আগে