একইসাথে অসংখ্যবার বাংলাদেশের জার্সিতে নেমেছেন দুজন। এবার যাত্রা ভিন্ন, লক্ষ্যও ভিন্ন। তবে বাংলাদেশের দুই অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা আর সাকিব আল হাসান এবার গন্তব্য রাজনীতির ময়দান। দুজন আওয়ামী লীগের হয়ে মননোয়ন নিয়েছেন। সাকিব মাগুরা-১ আর ম্যাশের ঠিকানা নিজের আগের নড়াইল-২। অবশ্য রাজনীতির শুরুর দিনে সাকিবকে শুভকামনা জানিয়েছেন মাশরাফী।
নিজের একই দলের লম্বা সময়ের সতীর্থ্য সাথে একই রাজনৈতিক দলের সাকিবের জন্য মাশরাফী বলে রেখেছেন, 'ক্রিকেটের মতোই বিশাল হোক তোর এই পথচলা। শুভকামনা নেতা।'
সাকিব রাজনীতির মাঠে একেবারে নতুন। তবে পাঁচ বছর আগে আওয়ামী লীগে যোগ দেন মাশরাফী। এর আগে ২০১৮ সালের নির্বাচনে ভোটে নৌকা নিয়ে সংসদে যান নড়াইলের কৌশিক। এরপরে ধীরে ধীরে খেলাও কমিয়ে দেন মাশরাফী। আর মনোযোগ দেন দল ও নিজের নির্বাচনী এলাকায়। এরমধ্যে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটিতেও জায়গা করে নেন নড়াইল-২ আসনের এ সংসদ সদস্য।
রবিবার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩০০ সংসদীয় আসনে দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করছেন। রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিকেল সোয়া ৪টার দিকে নাম ঘোষণা শুরু করেছেন তিনি। এখানে এসেছে ম্যাশ আর সাকিবের নামও।
সকাল থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের গণভবনে প্রবেশ করতে দেখা যায়। সেখানে ছিলেন বাংলাদেশের দুই অধিনায়ক সাকিব আর মাশরাফীও।
২ দিন আগে
২ দিন আগে
৩ দিন আগে
৩ দিন আগে
৩ দিন আগে
৬ দিন আগে
৭ দিন আগে
৮ দিন আগে
৮ দিন আগে
১৯ দিন আগে