লিগে আগের ম্যাচে রায়ো ভায়েকানোর সাথে গোল শূন্য ড্র। তার মধ্যে এই ম্যাচে ছিলেন না দলের মূল ভরসা জুড বেলিংহাম। ভেলেন্সিয়ার সাথে বিগ ম্যাচের আগে তাই অনেকটাই চাপে ছিলেন মাদ্রিদ বস কার্লো আনচেলত্তি। তবে ইতালিয়ান এই কোচের চাপটা দূর করার দায়িত্ব নিয়েছিলেন দুই ব্রাজিলিয়ান। ভানিসিয়ুস এবং রাদ্রিগোর জোড়া গোলে ভেলেন্সিয়াকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
ইনজুরির কারণে এই ম্যাচে মাঠে ছিলেন না জুড বেলিংহাম। তবে মাঠে না থাকলেও নিজ দলকে সাপোর্ট দিতে ঠিকই ছিলেন গ্যালারিতে। বারবার ক্যামেরার লেন্সও খুঁজে নিচ্ছিলো তাকে। মাঠে নামতে না পারার হাতাশা তার চেহারায় খুব ভালোভাবেই দেখা গিয়েছে। তবে দলের এমন পারফর্মেন্স দেখার পর নিশ্চয়ই তার হতাশা কমেছে অনেকটাই।
ম্যাচের শুরুতেই মাদ্রিদকে এগিয়ে দেন দানি কারভাহাল। তিন মিনিটের মাথায় টনি ক্রুসের লম্বা করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন কারভাহাল। এরপর আরও কয়েকটা সুযোগ আসলেও সেটিকে গোলে রুপান্তর করতে পারেনি দুই দলের ফরোয়ার্ডরা। তবে বিরতিতে যাওয়ার আগে আবারও মাদ্রিদ পায় গোলের দেখা। ৪২ মিনিটে রাদ্রিগোর পাস থেকে বল জালে জড়ান ভিনিসিয়ুস। দুই গোলের লিড নিয়েই বিরতিতে যায় মাদ্রিদ।
বিরতি থেকে ফিরে আবারও ভিনিসিয়ুস খুজে নেন জাল। ৪৯ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করে দলকে ৩-০ গোলে এগিয়ে দেন ভিনিসিয়ুস। মিনিট না পেরুতেই ভেলেন্সিয়া গোলরক্ষকের ভুলে মাদ্রিদকে আবারও এগিয়ে দেন রাদ্রিগো। ৮৪ মিনিটে আরও একবার ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড জাল খুঁজে নিলে রিয়াল মাদ্রিদের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। শেষের দিকে ভেলেন্সিয়ার হয়ে এক মাত্র গোলটি করেন হুগো দুরো।
বেশ কিছু দিন থেকেই খুব একটা ভালো পারফর্মেন্স করতে পারছিলেন না এই দুই ব্রাজিলিয়ান। তবে ভেলেন্সিয়ার বিপক্ষে তাদের পারফর্মেন্স নিয়ে বেশ উচ্ছ্বসিত মাদ্রিদ বস বলেছেন, ‘ভিনিসিয়ুস ও রদ্রিগো তাদের সেরা ছন্দে ফিরে এসেছে। শেষ দুই ম্যাচে তারা খুবই ভালো খেলেছে। তারা ভালোভাবে জুটি বেঁধেছে, জায়গা বের করেছে এবং দারুণ মানসম্পন্ন ফুটবল খেলেছে। আপনারা বলতে পারেন তারা ফিরে এসেছে।’
এই ম্যাচ জিতে ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচ খেলে দুই পয়েন্ট বেশি নিয়ে টেবিল টপার জিরোনা।
অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারায় ফিরেছেন ম্যানচেস্টার ইউনাইটেড। জয় পেয়েছে আর্সেনালও। তবে উলভসের কাছে হেরে পয়েন্ট টেবিলের তিনে নেমে গেছে টটেনহ্যাম। এই নিয়ে টানা দুই ম্যাচে হেরেছে লন্ডনের ক্লাবটি।
১ দিন আগে
১ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
৫ দিন আগে
৬ দিন আগে
৭ দিন আগে
৭ দিন আগে
১৯ দিন আগে
২৯ দিন আগে