ইনিংসের প্রথম বল থেকেই শুরু আক্রমণাত্মক মেজাজে। বোল্টের প্রথম ওভারে দুই বাউন্ডারিতে তুলেছেন ১০ রান। এরপর তো ব্ল্যাকক্যাপস বোলারদের ওপর ঝড়ই তুললেন ভারতীয় অধিনায়ক। একের পর এক বাউন্ডারিতে নিউজিল্যান্ড অধিনায়ক কেন ইউলিয়ামসনকে বাধ্য করেছেন বারবার বোলিং পরিবর্তন আনতে।
বিশ্বকাপের সেমিফাইনালের চাপটা যেনো কোনভাবেই ছুঁতে পারেনি ভারতীয় অধিনায়ককে। তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে আজও ভারতের শুরুটা হয়েছে দারুণ। তবে দুর্দান্ত ব্যাট করতে থাকা রোহিত ফিরেছেন ২৯ বলে ৪৭ রান করে।
ফেরার আগে নতুন এক রেকর্ড গড়েছেন ভারতীয় অধিনায়ক। ট্রেন্ট বোল্টের শর্ট ডেলিভারিকে পুল করে ডিপ ব্যাকওয়ার্ড অঞ্চল দিয়ে বিশাল ছয় রোহিত শর্মার। সেই সাথে বিশ্বকাপে সর্বোচ্চ ছয়ের রেকর্ডে ছাড়িয়ে যান ক্রিস গেইলকে।
বিশ্বকাপে এখন পর্যন্ত ২৭টি ম্যাচ খেলেছেন রোহিত। এর মধ্যেই বিশ্বকাপে প্রথম ব্যাটার হিসেবে করেছেন বিশ্বকাপে ছয়ের অর্ধশতক। ৪৯ টি ছয় নিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ছয়ের রেকর্ড ছিলো ক্রিস গেইলের দখলে। নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ডটা নিজের করে নিলেন রোহিত। অবশ্য তালিকার তিনে থাকা গ্লেন মেক্সওয়েলও যে খুব একটা পিছিয়ে নেই। তার উইলো থেকেও এসেছে ৪৩ টি ছয়। সাথে নির্দিষ্ট এক বিশ্বকাপে সর্বোচ্চ ছয় কিংবা দ্রুততম ১৫০০ রান স্পর্শেও রোহিতই সবার সেরা।
এবারের বিশ্বকাপটা রোহিত বেশ ভালোভাবেই রাঙাচ্ছেন। অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। ব্যাট হাতে দারুণ ফর্ম তো আছেই। শুরু থেকে তার আক্রমণাত্মক ব্যাটিং বদলে দিচ্ছে ম্যাচের চিত্র। রোহিত ফিরলেও উইকেটে শুভমান গিলের সাথে আছেন ভিরাট কোহলি। ১৩ ওভার শেষে ভারতের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ১০৪ রান।