ঘরের মাঠে বাংলাদেশের নারী ফুটবল দল বরাবরই শক্তিশালি। ডিসেম্বরের প্রথম সপ্তাহে সিঙ্গাপুর আসছে ঢাকায়। আর এই ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ভালো ফুটবল খেলে জিততে চায় বাংলাদেশ দল। আগামী ১ ও ৪ ডিসেম্বর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচ দুটি আয়োজিত হবে।
ঘরের মাঠে ভালো ফলের প্রত্যাশা বাফুফে নারী ফুটবল উইংয়ের চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণের। বৃহস্পতিবার গণমাধ্যমে তিনি জানান, 'মেয়েরা বর্তমানে ভালো অবস্থানে আছে। ম্যাচ দুটিতে আমরা ভালো করতে পারবো বলে আমি বিশ্বাস করি।'
আরও পড়ুনঃ আইপিএলের পরের আসরে দেখা যাবে না ১৬ কোটি রূপির স্টোকসকে
গোলাম রব্বানী ছোটন দায়িত্ব ছাড়ার পর জাতীয় নারী দলের কোচের পদটি ছিল শূন্য। সেই শূন্যতা পূরণ করতে নতুন কোচ হিসেবে সাইফুল বারী টিটুর নাম ঘোষণা করে বাফুফে। আজ বাফুফে ভবনে আয়োজিত এক সভা শেষে কিরণ আরো বলেন, 'কোচ টিটুর অধীনে মেয়েরা ভালোই করছে। আগামী মাচ দুটিতে তারা তার অধীনেই খেলবে।'
আরও পড়ুনঃ লম্বা সময় বোলিংয়ের বিরতিতে তাসকিন, রিয়াদের বিশ্রাম, ইবাদতের অপেক্ষা ৬ মাস!
সঙ্গে সাবিনাদের বিদেশী কোচ আনা নিয়ে তিনি আরো জানান, 'বিদেশি কোচ আনার প্রক্রিয়া চলছে। তবে এখন এটা নিয়ে কিছু বলতে চাইছি না। দ্রুতই সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।'
চলতি মাসের প্রথম দিন রাজধানীর একটি হোটেলে অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প শুরু করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের জন্য ১৯ জনের প্রাথমিক দল নির্বাচনও করা হয়।
তবে সেই আংশিক দলের তালিকা সংবাদ মাধ্যমকে জানায়নি ফেডারেশন। বিভিন্ন ক্লাবে পাঠানো ১৯ জনের তালিকা অবশ্য গোপনও থাকেনি।
গত ১২ আগস্ট এএফসি চ্যালেঞ্জ লিগে জাতীয় স্টেডিয়ামে ম্যাচ খেলে আবাহনী। ম্যাচ শেষে আবাহনীর আল-আমিন, মোরছালিন, মিরাজুল ইসলামরা যোগ দেন অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্পে। একই দিন দোহায় মাঠে নামে বসুন্ধরা কিংস। এরপর কিংসের তিন ফুটবলার- রিমন, মজিবর রহমান জনি, মেহেদি হাসান শ্রাবণরা সরাসরি বাহরাইনে যোগ দেন দলের সঙ্গে।
দেশ ছাড়ার আগে বুধবার সংবাদমাধ্যমের সামনে আসেন অনূর্ধ্ব-২৩ দলের হেড কোচ সাইফুল বারী টিটু, ডিফেন্ডার শাকিল আহাদ তপু এবং টিম ম্যানেজার শাহীন হাসান। পরের দিন বৃহস্পতিবার দেশ ছাড়ে দল। ওই দিনও সংবাদমাধ্যমে আনুষ্ঠানিকভাবে দল নিয়ে কিছুই খোলাসা করেনি বাফুফে।
এ নিয়ে তুমুল আলোচনা হয় ফুটবল অঙ্গনে। কারণ এর আগে ক্যাম্পে কতজন রিপোর্ট করলেন কিংবা পূর্ণাঙ্গ দলে কারা সুযোগ পেলেন, সেসব জানিয়ে দেওয়া হতো। কিন্তু অনূর্ধ্ব-২৩ দলের বেলায় দেখা যায় ভিন্ন চিত্র।
তবে দেরিতে হলেও অবশেষে শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দল প্রকাশ করেছে বাফুফে।
এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে আছে স্বাগতিক ভিয়েতনাম, সিঙ্গাপুর ও ইয়েমেন। বাছাইয়ে ১১ গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্সআপ দল পাবে মূলপর্বের টিকিট।
আগামী বছর সৌদি আরবে হবে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ। এই টুর্নামেন্টকে সামনে রেখে ১৪ থেকে ২৬ আগস্ট বাহরাইনে থাকবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। সেখানে বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে ১৮ ও ২২ আগস্ট দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা।
বাহরাইন থেকে দেশে ফিরে ২৯ আগস্ট ভিয়েতনামের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল।
২৪ সদস্যের অনূর্ধ্ব-২৩ দল
মেহেদি হাসান শ্রাবণ, সাকিব আল হাসান, মো. ইউসূফ, মো. আসিফ, জাহিদ হাসান শান্ত, শাকিল আহাদ তপু, কামাচাই মারমা, মো. সাব্বির হোসেন, রিমন হোসেন, রাজন হাওলাদার, জায়ান আহমেদ, মিঠু চৌধুরী, মজিবর রহমান জনি, শেখ মোরছালিন, আশরাফুল হক আসিফ, ফাহমিদ সালিক, সাজেদ হাসান জুম্মন নিজুম, মহসীন আহমেদ, আরমান ফয়সাল আকাশ, রাজু আহমেদ জিসান, রফিকুল ইসলাম, মিরাজুল ইসলাম, রাব্বি হোসেন রাহুল, পিয়াস আহমেদ নোভা ও আল আমিন।
অবশেষে মাঠে ফেরার অপেক্ষা শেষ হচ্ছে লিওনেল মেসি। সব ঠিক থাকলে রোববারের ম্যাচে ইন্টার মায়ামির জার্সিতে খেলতে দেখা যাবে আর্জেন্টাইন মহাতারকাকে।
নিজেদের ঘরের মাঠ ফ্লোরিডার চেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার ভোর সাড়ে ৫টা ৩০ মিনিটে এলএ গ্যালাক্সির মুখোমুখি হবে মায়ামি। ক্লাবের কোচ হাভিয়ের মাসচেরানো বলেছেন, এই ম্যাচের দলে রাখা হবে মেসিকে।
এর আগে পায়ের চোটের কারণে দুটি ম্যাচ খেলতে পারেননি মেসি। এর প্রথমটি জিতলেও, পরের ম্যাচে বড় ব্যবধানে হেরে যায় মায়ামি। এবার গ্যালাক্সির বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে, মেসির ফেরার সম্ভাবনা জানিয়ে রাখলেন মাসচেরানো।
“লিও ভালো আছে। বুধবার থেকে সে দলের সঙ্গে আছে। আমাদের বিশ্বাস, যদি অস্বাভাবিক কিছু না ঘটে, তাহলে আগামীকালের (গ্যালাক্সির বিপক্ষে) ম্যাচের জন্য তাকে স্কোয়াডে রাখা হবে।”
লিগস কাপে গত ২ আগস্ট নেকাক্সার বিপক্ষে ম্যাচের ১১তম মিনিটে ডান পায়ে চোটে পেয়ে মাঠ ছাড়েন মেসি। এরপর সেখান থেকে সরাসরি চলে যান ড্রেসিংরুমে। পরে এক বিবৃতিতে মায়ামির পক্ষ থেকে বলা হয়, মেসির চোট তেমন গুরুতর নয়।
তবু মাঠে ফিরতে দুই সপ্তাহ লেগে যাচ্ছে আটবারের ব্যালন ডি অর জয়ী ফুটবলারের। এলএ গ্যালাক্সির মুখোমুখি হওয়ার তিন দিন পর লিগস কাপের কোয়ার্টার-ফাইনালে টাইগ্রেস ইউএএনএলের বিপক্ষে খেলবে মায়ামি।
চোটে পড়ার আগে দারুণ ফর্মে ছিলেন মেসি। এবার এমএলএসে ১৭ ম্যাচে ১৮ গোল করে এখনও যৌথভাবে আসরের সর্বোচ্চ স্কোরার তিনি। এছাড়া ১০টি অ্যাসিস্টও করেছেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড।
২৩ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় ছয় নম্বরে আছে মায়ামি। ২৬ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া।
দুই গোলের লিড নিয়ে নির্ভার লিভারপুলের রক্ষণভাগে হঠাৎ হানা দিলেন এন্টোইন সেমেনিও। খুব কম সময়ের মধ্যে দুই গোল শোধ দিয়ে ম্যাচ জমিয়ে তুললেন বোর্নমাউথে খেলা ঘানার ফরোয়ার্ড। তবে শেষ দিকে আবার দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় নিয়েই মাঠ ছাড়ল লিভারপুল।
লিভারপুলের ঘরের মাঠে এনফিল্ডে বাংলাদেশ সময় শুক্রবার রাতে শুরু হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। আসরের প্রথম ম্যাচে বোর্নমাউথকে ৪-২ গোলে হারিয়েছে প্রিমিয়ার লিগের গত আসরের চ্যাম্পিয়ন ক্লাবটি।
পুরো ম্যাচে দাপট দেখিয়েই খেলে লিভারপুল। বোর্নমাউথের হয়ে একা গোল দুইটি করেন সেমেনিও। লিভারপুলের হয়ে স্কোর শিটে নাম তোলেন হুগো একিটিকে, কোডি হাকপো, ফেদরিক চিয়েসা ও মোহামেদ সালাহ।
এনফিল্ডে ম্যাচটি শুরুর আগে গত মাসে গাড়ি দুর্ঘটনায় নিহত দিয়োগো জতার স্মরণে রাখা হয় নানান আয়োজন। সেদিন ২৮ বছর বয়সী জতার সঙ্গে মারা যান তার দুই বছরের ছোট ভাই আন্দ্রে সিলভাও, যিনি নিজেও ছিলেন পেশাদার ফুটবলার।
ম্যাচের ত্রিশ মিনিট হওয়ার কিছুক্ষণ আগে গ্যালারি থেকে কোনো এক দর্শকের থেকে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ করেন সেমেনিও। তাই দুই অধিনায়ককে নিয়ে সাইডলাইনের কাছে চলে যান রেফারি। বেশ কিছুক্ষণ বন্ধ থাকে খেলা।
পুনরায় খেলা শুরু হলে ৩৭ মিনিটের সময় লিভারপুলকে এগিয়ে দেন একিটিকে। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৪৯ মিনিটে স্কোরলাইন দ্বিগুণ করেন হাকপো।
এরপরই সেমেনিওর ঝড়। ৬৪ মিনিটের মাথায় একটি গোল শোধ করেন ঘানার ফরোয়ার্ড। ১২ মিনিট পর একক নৈপুণ্যে চমৎকার এক গোল করে ম্যাচে সমতা ফেরান সেমেনিও। মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে আসে এনফিল্ডের ভরা গ্যালারিতে।
নির্ধারিত সময়ের ২ মিনিট বাকি থাকতে আবার স্বাগতিকদের উল্লাস। ডি-বক্সের ভেতর বোর্নমাউথের খেলোয়াড়রা হেডে বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে ভলিতে জালে পাঠান ৮২ মিনিটের সময় বদলি নামা চিয়েসা।
পরে অতিরিক্ত যোগ করা সময়ের চতুর্থ মিনিটে বোর্নমাউথের জালে হালি পূরণ করেন সালাহ। প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে এ নিয়ে ১০ মৌসুমের ৯টিতেই প্রথম ম্যাচে জালের দেখা পেলেন মিশরের তারকা ফুটবলার।
সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ সামনে রেখে অনুশীলন ক্যাম্প চলছে বাংলাদেশ ফুটবল দলের। প্রথম দিনে টিম হোটেলে রিপোর্ট করেন ৫ ফুটবলার। ১২ ফুটবলার দিয়ে আজ শুরু হলো মাঠের অনুশীলন।
ব্রাদার্স ইউনিয়নের জামাল ভূঁইয়া, রহমত মিয়া, আবাহনী থেকে মিতুল মারমা, কাজেম শাহ কিরমানি, মোহাম্মদ ইবরাহীমরা অংশ নেন অনুশীলনে।
অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প বাহরাইনে। শেখ মোরছালিন, আলামিনদের মত খেলোয়াড়েরা যোগ দেবেন দেশে ফিরে। সেই দলে বসুন্ধরা কিংসের আছেন কয়েকজন ফুটবলার। বাহারাইন এর সঙ্গে খেলা শেষে সিনিয়র দলে যোগ দেবেন মজিবর রহমান জনি, গোলকিপার শ্রাবণরা।
আগামী অক্টোবরে হোম ও অ্যাওয়ে এক সপ্তাহের মধ্যে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দুটি ম্যাচেই এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের। ওই ম্যাচ সামনে রেখেই ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালে দুটি প্রীতি ম্যাচ খেলবেন জামালরা।
দলবদলে ক্লাবগুলো নিজেদের গুছিয়ে নিয়েছে। আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে দলবদল। তবে এর মধ্যেই আজ থেকে শুরু হচ্ছে ইউরোপিয়ান লিগের নতুন মৌসুমের লড়াই।
পিএসজি-টটেনহ্যামের উয়েফা সুপার কাপ দিয়ে শুরু হয়ে গেছে নতুন মৌসুম। আজ থেকে শুরু হচ্ছে লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ ও ফ্রেঞ্চ লিগ ওয়ান। ১৩ আগস্ট থেকে শুরু হবে জার্মান বুন্দেসলিগা ও ইতালিয়ান সিরি-আ।
লা লিগায় বাংলাদেশ সময় রাত ১১টায় জিরোনা নিজেদের মাঠে খেলবে রায়ো ভায়াকানোর বিপক্ষ। রাত দেড়টায় ভিয়ারিয়াল আতিথেয়তা দেবে ওবেইদোকে। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা-আতলেতিকো মাদ্রিদের খেলা আছে আগামীকাল। গ্রীষ্মকালীন দলবদলে লা লিগায় সবচেয়ে বেশি ১৭ কোটি ৫০ লাখ ইউরো খরচ করেছে আতলেতিকো।
রিয়াল মাদ্রিদ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ২০ আগস্ট। গত মৌসুম একদমই ভালো যায়নি লস ব্লাঙ্কোসদের। চলতি গ্রীষ্মকালীন দলবদলে অনেক দলই গুছিয়ে নিয়েছে নিজেদের। ঘুরে দাঁড়াতে কার্লো আনচেলত্তির জায়গায় এনেছে তারা নতুন কোচ জাবি আলোনসোকে।
আলেকজান্ডার আর্নল্ড, ফ্রাঙ্কো মাস্তানতুনো, রাসমুস হইলুন্ডের মতো উদীয়মান ফুটবলারদের ভিড়িয়েছে রিয়াল। সঙ্গে এমবাপ্পে-ভিনিসিয়ুসদের নিয়ে আলানসোর সামনে নতুন অভিযানের গত মৌসুম দারুণ কেটেছে বার্সেলোনার। মেসির আইকনিক ১০ নম্বর জার্সিতে রাঙনোর অপেক্ষায় লামিন ইয়ামার। তিনি কেমন করে এটাই দেখার।
প্রিমিয়ার লিগে লিভারপুল-ম্যানচেস্টার সিটি দল বদলে চমক দেখিয়েছে। এখানে কাউকেই এগিয়ে রাখার সুযোগ নেই। প্রিমিয়ার লিগ মানেই তীব্র প্রতদ্বিন্দ্বীতা। শেষে ম্যাচে গিয়ে অনেক সময় শিরোপা নির্ধারণ হয়। গ্রীষ্মকালীন দলবদলে প্রায় ২৯ কোটি ৩৭ লাখ পাউন্ড খরচ করেছে লিভারপুল। রাত ১টায় লিগের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে অলরেড। অ্যানফিল্ডে মোহাম্মদ সালাহদের প্রতিপক্ষ বোর্নমাউথ।
ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে রানার্সআপ। এ ছাড়া সবশেষ মৌসুমে নিজেদের সব ট্রফি জিতেছে পিএসজি। সেই ছন্দ ধরে রেখেছে এবারও সুপার কাপে টনেহ্যামকে হারিয়ে ট্রফি জয় দিয়ে মৌসুম শুরু করেছে ফরাসি জায়ান্টরা। দলবদলে ১০ কোটি ৩০ লাখ ইউরো খরচ করেছে তারা। রাত ১২টা ৪৫ মিনিটে রেনে-মার্শেইয়ের ম্যাচ দিয়ে শুরু হবে লিগ ওয়ানের ২০২৫-২৬ মৌসুম।
১ দিন আগে
১ দিন আগে
১ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
৩ দিন আগে
৩ দিন আগে
৩ দিন আগে
৫ দিন আগে
৫ দিন আগে
৫ দিন আগে
৫ দিন আগে
৫ দিন আগে