৩০ নভেম্বর ২০২৩, ১০:৩০ এম
বিশ্বকাপ জেতার পর থেকেই সময়টা দারুণ কাটছে আর্জেন্টিনার। বিশ্বকাপের পর থেকেই ফিফা র্যাংকিংয়ে সবার ওপরে আকাশী-নীলরা। ফিফার নতুন হালনাগাদেও মেসিরা ধরে রেখেছে নিজেদের অবস্থান। একই অবস্থা বাংলাদেশ দলেরও। নতুন হালনাগাদে র্যাংকিংয়ে না আগালেও পয়েন্ট বেড়েছে বাংলাদেশ দলের।
তবে বিশ্বকাপ বাছাইয়ে টানা তিন ম্যাচ হেরে কপাল পুড়েছে ব্রাজিলের। বাজে পারফর্ম্যান্সের কারণে তারা নেমে গেছে পাঁচে। অন্যদিকে ফ্রান্স ধরে রেখেছে নিজেদের দুই নম্বর অবস্থান । ব্রাজিলের জায়গাটা নিয়েছে ইংল্যান্ড। আর চার নম্বরে নিজেদের অবস্থান ধরে রেখেছে বেলজিয়াম।
অন্যদিকে সাম্প্রতিক পারফর্ম্যান্সের পুরস্কার পেয়েছে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশাল ব্যবধানে হারলেও লেবাননের বিপক্ষে ড্র করেছিল তাঁরা। তাইতো র্যাংকিংয়ে পরিবর্তন না আসলেও পয়েন্ট বেড়েছে বাংলাদেশ দলের। আগে বাংলাদেশ দলের পয়েন্ট ছিল ৮৯৪.২৩ এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে ৯১২.৬। র্যাংকিংয়ে অবস্থান ১৮৩ তে।
বাংলাদেশ দল থেকে এক ধাপ এগিয়ে থাকা ভুটানের পয়েন্ট ৯১৩.০২। আগামী বছর ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ দল আবারো আন্তর্জাতিক ম্যাচে ফিরবে। সেখানে ভালো করতে পারলে জামাল, রাকিবদের সুযোগ থাকবে র্যাংকিংয়ে আরও ওপরের দিকে আসার।
নতুন হালনাগাদে ফিফার সেরা দশ দল
আর্জেন্টিনা
ফ্রান্স
ব্রাজিল
ইংল্যান্ড
বেলজিয়াম
পর্তুগাল
নেদারল্যান্ডস
স্পেন
ইতালি
ক্রোয়েশিয়া
১৩ নভেম্বর ২০২৪, ৬:০২ পিএম
ইউটিউবারকে পেশাদার ফুটবল ম্যাচে মাঠে নামিয়ে দেওয়ার ঘটনায় আর্জেন্টিনার ক্লাব দেপোর্তিভো রিয়েস্ত্রার বিপক্ষে তদন্ত শুরুর ঘোষণা এসেছে। গত মঙ্গলবার আর্জেন্টিনার বিচার বিভাগ এই ঘটনায় জুয়াড়িদের যুক্ত থাকার সম্ভাব্যতার প্রেক্ষিতে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে।
পেশাদার ফুটবল খেলার কোনো অভিজ্ঞতা না থাকা ইভান বুহাজেরুক, যিনি স্প্রিন নামে বেশি পরিচিত, তার ইউটিউব চ্যানেলে ৭ মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। বুয়েনস আইরেস ভিত্তিক ক্লাব রিয়েস্ত্রা বেশ বিতর্কের জন্ম দিয়ে গত ফেব্রুয়ারিতে এই মৌসুমের জন্য বুহাজেরুককে একটি পেশাদার চুক্তি দেয় এবং তাকে আর্জেন্টিনা এফএ-তে নিবন্ধিতও করে ফেলে।
আরও পড়ুন
ইউটিউবারকে মাঠে নামিয়ে সমালোচনার মুখে আর্জেন্টাইন ক্লাব |
গত সপ্তাহে লিগ ম্যচে ভেলেজ সার্সফিল্ডের বিপক্ষে তাকে স্ট্রাইকার হিসেবে একাদশে রেখে নামিয়ে রিয়েস্ত্রা। তবে মাত্র ৫০ সেকেন্ড মাঠে থাকার পরই তাকে তুলে নেন কোচ। তবে এই সময়ের মধ্যে তাকে এই কাণ্ডের তীব্র সমালোচনা করেন ধারাভাষ্যকাররা। সমালোচনার ঝড় ওঠে এরপর দেশটির ফুটবল অঙ্গনেও।
বুহাজেরুককে খেলানোর প্রসঙ্গে পাবলিক প্রসিকিউটরের কার্যালয় এক বিবৃতিতে বলেছে-
“জুয়ার ওপর বিশেষায়িত প্রসিকিউটর অফিস দেপোর্তিভো রিয়েস্ত্রা কোচ, ক্রিশ্চিয়ান ফ্যাবিয়ানী এবং প্রভাবশালী ইভান বুহাজেরুকের অবৈধ প্ল্যাটফর্মে জুয়াড়িদের নজরে আসার উদ্দেশ্য ছিল কিনা, তা তদন্ত করার জন্য একটি মামলা শুরু করেছে।”
আর্জেন্টিনার স্থানীয় ক্রীড়া সংবাদপত্র ‘ওলে’কে দেওয়া সাক্ষাৎকারে এএফএ সভাপতি ক্লাউদিও তাপিয়া বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
“যখন এমন কিছু হয়, যা আমরা পছন্দ করি না, তখন আমাদের সেগুলো সংশোধন করতে হয়।”
আরও পড়ুন
এসিএল চোটের শিকার আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার |
রিয়েস্ত্রা একটি বিবৃতি দিয়ে বলেছে যে, এই ঘটনায় যারা বিক্ষুব্ধ বোধ করেছে, তাদের কাছে ক্ষমাপ্রার্থী-
“দুর্ভাগ্যবশত আমাদের এই মার্কেটিং স্ট্র্যাটেজি অনেক নেতিবাচক মতামত তৈরি করেছে। ভেলেজ বা আর্জেন্টিনার ফুটবলকে অসম্মান করার কোনো উদ্দেশ্য আমাদের ছিল না।”
সান্তোস নামটি শুনলে ফুটবলপ্রেমীদের মনে সবার আগে ভেসে ওঠে একটি নাম - পেলে। সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের কল্যাণে বিশ্ব মানচিত্রে পরিচিতি পাওয়া ব্রাজিলের এই ক্লাবটিতে তার পরবর্তী সময়ের সেরা প্রতিভাবানদের একজন নেইমার। পেশাদার ক্যারিয়ার এখানে শুরু করার পর ছেড়েছেন ঠিকানা। তবে এক বছর বাদে দেশটির শীর্ষ লিগে ফিরে সাবেক বার্সেলোনা তারকাকে ক্লাবে টানার জন্য বেশ আশাবাদী হয়ে উঠছে সান্তোস।
২০২৩ সালে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ব্রাজিলের শীর্ষ লিগ থেকে রেলিগেটেড হয় সান্তোস। তবে গত সোমবার রাতে সেরি বি-এর ম্যাচে করিতিবাতেকে ২-০ গোলে হারিয়ে ব্রাজিলের সেরি আ-তে তার স্থান নিশ্চিত করেছে আবার।
আরও পড়ুন
নেইমারের চুক্তি বাতিলের ‘চিন্তা করছে’ আল হিলাল! |
২০১১ সালে নেইমারের হাত ধরেই সান্তোস তাদের প্রথম কোপা লিবার্তাদোরেস শিরোপা জিতেছিল। ২০১৩ সালে যোগ দেন বার্সেলোনায়। এরপর সেখান থেকে পিএসজি ঘুরে এখন আছেন সৌদি আরবের ক্লাব আল হিলালে, যেখানে তার চুক্তি শেষ আগামী বছরের জুনে।
গত মঙ্গলবার সান্তোসের সভাপতি মার্সেলো তেক্সেইরা বলেছেন, তিনি নেইমারকে ফেরানোর আশা ছাড়ছেন না-
“আমরা নিজেদের লক্ষ্যের ব্যাপারে সুনির্দিষ্ট আছি। তার (নেইমারের) বাবা এবং তার কর্মীরাও এটা জানেন। তারা আমাকে চেনেন, তারা সান্তোসকেও ভালোভাবে জানেম। আমাদের অপেক্ষা করতে হবে, কারণ (আল হিলালে) তার একটি চুক্তি আছে।"
তেক্সেইরা আরও বলেছেন, আগামী রোববার সান্তোস ও সিআরবির ম্যাচে নেইমারকে তাদের স্টেডিয়ামে স্বাগত জানানো হবে। এই ম্যাচে জয় পেলে তা সান্তোসের সেরি বি শিরোপা নিশ্চিত করবে।
আরও পড়ুন
মাঠে ফিরে আনন্দের সীমা নেই নেইমারের, ব্রাজিলের জার্সিতে ফিরবেন কবে? |
গত বছরের অক্টোবরে এসিএল চোটের শিকার হন নেইমার। সেরে উঠে মাঠে ফেরেন গত মাসে। তবে মাত্র দুটি ম্যাচ বদলি হিসেবে খেলার পর আবার পেশীতে চোট পেয়েছেন। ডিসেম্বরের আগে তার আর মাঠে ফেরার সম্ভাবনা নেই।
দুই বছরের চুক্তির একটা বড় সময় নেইমার চোটের কারণে খেলতে না পারায় আল হিলালের মালিকপক্ষ তাকে আগেই ছেড়ে দিতে চান বলে খবর। গুঞ্জন রয়েছে, আগামী জানুয়ারিতে দুই পক্ষের সম্মতিতে বাতিল হতে পারে ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ডের চুক্তি।
আরও পড়ুন
১ বছর পর প্রস্তুত নেইমারের ফেরার মঞ্চ |
আর এই কারণেই উঠে আসছে সান্তোসের নাম। কারণ, এসিএল চোট থেকে সেরে ওঠার পর নেইমার বারবার সান্তোসের ম্যাচ দেখার এবং দলের খেলোয়াড়দের সাথে কথা বলার ছবি এবং ভিডিও পোস্ট করেছে সামাজিক যোগাযোগমাধ্যে। সব দিক মিলিয়ে তাই বাস্তবিকভাবেই তার আগামী বছর সান্তোসে ফেরার সম্ভাবনা জোড়াল বলেই ধরা হচ্ছে।
১ দিন আগে
১ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
৫ দিন আগে
৬ দিন আগে
৭ দিন আগে
৭ দিন আগে
১৯ দিন আগে