ক্রিকেট

শ্রীলঙ্কায় গেলে সাকিবকে পাথর ছুঁড়ে মারার হুমকি

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

৮ নভেম্বর ২০২৩, ৮:৫৫ পিএম

news-details

২০১৮ সালে নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের নাগিন ডান্সের শুরু। এরপর ২০২০ এশিয়া কাপে বাংলাদেশকে হারিয়ে ঐ নাগিন ডান্স ফেরত দিয়েছে লঙ্কান ক্রিকেটাররা। মূলত তখন থেকেই এই দুই দেশের ক্রিকেট ম্যাচে উত্তেজনার পারদ থাকে চরমে।


দুই দেশের সমর্থকরা ভারত-পাকিস্তান ম্যাচের মতই রাইভাল হিসেবে দেখতে শুরু করেছেন বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচকে। এই দ্বৈরথের আগুনে আরো ঘি ঢেলেছে ম্যাথুসের ‘টাইমড আউট’ বিতর্ক। সাকিব আল হাসানের পক্ষে, বিপক্ষে নানান মতে দুই ভাগে বিভক্ত ক্রিকেট দুনিয়া। তবে লঙ্কানরা বেজায় চটে আছে সাকিবের উপর। 


বাংলাদেশ অধিনায়ককে রীতিমতো পাথর ছুঁড়ে মারার হুমকিই দিলেন ম্যাথুসের ভাই ট্রেভিন ম্যাথুস। শ্রীলঙ্কার ক্লাব পর্যায়ে ক্রিকেট খেলা ট্রেভিন বলেন তাদের দেশে সাকিব আন্তর্জাতিক ম্যাচ বা এলপিএল যাই খেলতে যাক না কেন শনি অপেক্ষা করছে তার জন্য। ইন্ডিয়ান মিডিয়া ডেকান ক্রনিকলকে দেয়া স্বাক্ষাতকারে তিনি বলেন, ‘এটা খুবই হতাশজনক যে সাকিবের খেলোয়াড়ি চেতনা নেই। 


ভদ্রলোকের খেলা ক্রিকেটে তিনি মানবতা দেখাননি। আমরা কখনোই তার বা দলের বাকি সদস্যদের কাছে এটা আশা করিনি। এরপর সাকিব শ্রীলঙ্কায় এলে কোন সৌজন্যতা দেখানো হবে না। কোনো আন্তর্জাতিক ম্যাচ কিংবা এলপিএল খেলতে সে এলে, তাকে পাথর মারা হবে অথবা লঙ্কার ক্রিকেট ভক্তদের দ্বারা বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হবে সাকিব।‘


হেলমেটের ফিতা ছিঁড়ে যাওয়ায় মাঠে সময়মত উপস্থিত হয়েও প্রথম বলের মোকাবেলা করতে পারেননি ম্যাথুস। আইসিসির বেঁধে দেওয়া ২ মিনিট সময় পার হওয়ায় টাইমড আউটের আবেদন করেন সাকিব। ট্রেভিন বলেন, ‘অ্যাঞ্জেলো সময়মত ক্রিজে ছিলেন, তবে হেলমেটের স্ট্র্যাপ ছিঁড়ে যায়, এটা তার দোষ নয়’

No posts available.

bottom-logo