ইউরোপের শীর্ষ ৫ লিগে প্রতি মৌসুমেই তালিকার পেছনের কোন না কোন দল ম্যাচের পর ম্যাচ জিতে শুরু থেকেই দর্শকদের আনন্দ দিতে থাকে আর অবাক করতে থাকে। তবে মোটামুটি অর্ধ মৌসুম যাবার পর আবারো তারা ফিরে যায় নিজ জায়গায়। সেই তেজে বেশিক্ষণ টিকতে পারে না লিগের বড় দলগুলোর কাছে। তবে এবারে লা লিগার জিরোনাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভিন্ন রুপেই।
রোববার রাতে বার্সেলোনাকে হারিয়ে রিয়াল মাদ্রিদকে টপকে লা লিগার শীর্ষে উঠেছে দলটা। জাভির বার্সাকে তারা হারিয়েছে ৪-২ গোলের ব্যবধানে। আর এরপরই ফুটবল ভক্তদের কাছে এটা ঠেকছে অবিস্মরণীয়ই; কেননা জিরোনার পারফরমেন্স আর পরিসংখ্যানটাই এমন। ১৬ ম্যাচে এখনও পর্যন্ত জিরোনা কেবল হেরেছে একটা মাত্র ম্যাচে, রিয়ালের কাছে ৩-০ গোলে। আর এর সঙ্গে আতলেতিক বিলবাও আর রিয়াল সোসিয়েদাদের সাথে ২ টা ড্র।
১৬ ম্যাচের মধ্যে ১৩ ম্যাচ জিতে ৪১ পয়েন্টে লিগ টপার এখন জিরোনা। লা লিগার দীর্ঘ ৬০ বছরের হিসেবে শীর্ষ তিন দল বার্সা, রিয়াল আর আতলেতিকোর পর জিরোনাই এখন একমাত্র দল যারা প্রথম ১৬ ম্যাচের মধ্যে ১৩টাই জিতেছে। ইতিহাসকেই পাল্টে রাখছে দলটা।
২০২১ সালে দলটার বর্তমান কোচ মিগেল মিখেল দায়িত্ব নেন জিরোনার। সেকেন্ড ডিভিশনে খেলা দলটাকে প্রথম সিজনেই উঠিয়ে আনেন লা লিগায় রিয়াল-বার্সাদের সঙ্গে টক্কর দিতে। ধার করা তিন খেলোয়াড়কে দলে ভেড়ান মিগেল। আর ওই মৌসুম তারা শেষ করে দশম অবস্থানে। সে মৌসুমে তারা ছিলেন ৫ম সর্বোচ্চ আক্রমণাত্মক দল।
মিগেল কোচ হওয়ার পর প্রথম মৌসুমে এক টাকাও খরচ না করা দলটা ৩য় মৌসুমে ২২ বিলিয়ন খরচ করে দল সাজায় দলটা। আর এই সিজনেই চলছে জিরোনা চমক। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ আর আতলেতিকো মাদ্রিদ সবাইকে টপকে এখন জিরোনা সবার ওপরে। নিঃসন্দেহে লা লিগা জেতার দৌঁড়ে দলটা।
বার্সেলনোকে হারানোর পর কোচ মিগেল জানান এ বিষয়ে তার মন্তব্য, ‘’এই জয়টা সত্যিই বিশেষ আমাদের জন্য। বার্সেলোনার মত দলকে হারানো কঠিন ছিল, তবে সেটা আমরা করে দেখিয়েছি। আর লিগ জেতার কথা বললে আমি বলব, আমরা এক একটা ম্যাচ ধরেই আগাই, পরিকল্পনা করি। লা লিগায় সেই জায়গা বজায় রাখার জন্য আমরা গাণিতিক সুযোগ আমরা তৈরি করেছি, যেটাই আমাদের লক্ষ্য ছিল।
১ দিন আগে
১ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
৫ দিন আগে
৬ দিন আগে
৭ দিন আগে
৭ দিন আগে
১৯ দিন আগে
২৯ দিন আগে