
টেস্টের আরেকটি ছন্নছাড়া বিকেল কেটেছে বাংলাদেশের। ১৩ ওভারেই পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। জিততে হলে পাঁচ উইকেট হাতে নিয়ে ৪৬৪ রান দরকার টাইগারদের, যাকে অবশ্য আকাশকুসুম ভাবনা বললেও একটু ভুল হবে না।
৫১১ রানের টার্গেটে বাংলাদেশের ওপেনিং জুটি টিকল কেবল চার বল। মাহমুদুল হাসান জয়ের ব্যাটে শূন্য রান। পরের ওভারে আউট নাজমুল হোসেন শান্তও। বাংলাদেশ অধিনায়ক শান্তর ব্যাটে ৬ রান।
আরও পড়ুন: ৫১১ রানের টার্গেট টাইগারদের সামনে
শাহাদাৎ হোসেন দীপু ফিরলেন শূন্য রানে। ইনিংসে ছিলেন তিন বল। বিশ্ব ফার্নান্দোর বলে কুশল মেন্ডিসের হাতে ধরা এই ব্যাটার।
ঠিক পরের বলেই লিটন দাস যেভাবে আউট হলেন এমন আউটের ব্যখ্যা কেবল লিটনই দিতে পারেন। প্রথম বলে বিশ্বকে যেভাবে উড়িয়ে মারতে চাইলে, যেনো বাংলাদেশের জিততে এক বলে ছয় রান দরকার ছিল। গোল্ডেন ডাক এই উইকেটরক্ষকের ব্যাটে।

চারে নামা মুমিনুল হক অপরাজিত রয়েছেন ২৯ বলে ৭ রানে। আগের ইনিংসে সর্বোচ্চ রান করা তাইজুল ইসলাম অপরাজিত ৬ রানে।
বিশ্ব ফার্নান্দোর ৩ উইকেটের দিনে অন্য দুই পেসার কাসুন রাজিথা ও লাহিরু কুমারা ভাগাভাগি করে নিয়েছেন এক উইকেট করে।
No posts available.