১৮ অক্টোবর ২০২৩, ৪:০০ পিএম
ক'দিন আগেও বিশ্বকাপ বাছাইয়ের কনমেবল অঞ্চলে ব্রাজিলের অবস্থান ছিল একদম শীর্ষে। সপ্তাহের ফেরে সেই অবস্থানটা নেমে গেছে তিনে। উরুগুয়ের বিপক্ষে ২-০ গোলে হার তো জুটেছেই, সেই সঙ্গে কাটা ঘায়ে নুনের ছিটা, বড় ইনজুরিতে পড়েছেন ফরোয়ার নেইমার।
উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওর এস্তাদিও সেন্তেনারিওতে খেলতে যায় ব্রাজিল। প্রথমার্ধে বেশ কিছু আক্রমণ, তৈরি হয় গোলের সুযোগও। তবে তা থেকে গোল আদায়ে ব্যর্থ সেলেসাওরা। উলটো হাফ টাইমের বাঁশি বাজার আগে আরাউহোর ক্রস থেকে হেডে গোল পেয়ে যান উরুগুইয়ান স্ট্রাইকার দারউইন নুনিয়েজ।
প্রথমার্ধের যন্ত্রণাটা সেখানে শেষ হলেও পারতো। কিন্তু দুনিয়াজোড়া কোটি ব্রাজিল ভক্তদের হতাশায় ডুবিয়ে ইনজুরিতে পড়েন নেইমার। খুব যে প্রবল কোনো চার্জ উরুগুইয়ানরা করেছেন, তা নয়। তবে নিকোলাস দে লা-র ফাউলে ভারসাম্য হারিয়ে পড়ে গিয়ে হাঁটুতে আঘাত পান এই আল হিলাল ফরোয়ার্ড। তার জায়গায় বদলি হিসেবে আসেন রিচার্লিসন।
দ্বিতীয়ার্ধে দু'দলেরই মেলে বেশ কটি সুযোগ। তবে ৬৮ মিনিটে গোলের সবচেয়ে কাছে যায় ব্রাজিল। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড রদ্রিগোর ফ্রি কিক ইঞ্চির দূরত্বে বাঁধা পায় ক্রসবারে। গোল মিস সফরকারীদের।
মিনিট দশেক বাদেই মুদ্রার অপর পিঠ দেখিয়ে গোলের সুবর্ণ সুযোগ উরুগুয়ের। প্রথম গোলদাতা নুনিয়েজের এবারের রোল অ্যাসিস্টে। তার কাটব্যাক থেকে অনায়াসেই গোল আদায় করে নেন নেইমারকে মাঠের বাইরে পাঠানো দে লা ক্রুজ। ব্যবধান দ্বিগুণ করে স্বস্তি ফেরে উরুগুয়ে শিবিরে।
বাকি সময়ে আর ফেরা হলোই না ব্রাজিলিয়ানদের। আগের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ড্রয়ের পর ২২ বছর পর উরুগুয়ের কাছে হার। তার উপর সুপারস্টার নেইমারের ইনজুরি। সব মিলিয়ে অক্টোবর মাসটা ব্রাজিলের জন্যে গেছে খুবই হতাশার। ৪ ম্যাচে ২ জয়, ১ ড্র, ১ হারে দুই থেকে তিনে নেমে গেছে ব্রাজিল। সমান ম্যাচ, জয়, হার ড্রয়ে গোল ব্যবধানে এগিয়ে ব্রাজিলের দুই নম্বরের জায়গাটা এখন উরুগুয়ের।
১ দিন আগে
১ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
৫ দিন আগে
৬ দিন আগে
৭ দিন আগে
৭ দিন আগে
১৯ দিন আগে