আজকের খেলা

বিশ্ব আর্চারির শুরুতে বাংলাদেশের হতাশা

 
ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
ঢাকা

৭ সেপ্টেম্বর ২০২৫, ১:৩১ পিএম

news-details

দক্ষিণ কোরিয়ায় বসেছে ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপের এবারের আসর। প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছেন মোট ৮জন আর্চার। 

ব্যক্তিগত ও কম্পাউন্ড ইভেন্টে অংশ নিয়েছেন আর্চাররা। মেয়েদের দলীয় কম্পাউন্ড রাউন্ড থেকে বিদায় নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। কম্পাউন্ড পুরুষ ব্যক্তিগত ইভেন্টে বাদ পড়েছেন হিমু বাছার।


মেয়েদের দলীয় কম্পাউন্ডে খেলেন বন্যা আক্তার, কুলসুম আক্তার মনি ও পুস্পিতা জামান। শনিবার কোয়ালিফিকেশন রাউন্ডে ১৭তম হয়ে পরের রাউন্ডে বাংলাদেশ পায় মধ্য আমেরিকার দেশ এল সালভাদরকে। 


নক আউটের প্রথম পর্ব ১/১২ পর্যায়ে আলভারেঙ্গা ক্যামেলি, কোরাডো পাওলা ও পাইজ সোভিয়ার বিপক্ষে হেরে যান বন্যা, পুস্পিতারা। ২৪০ এর মধ্যে বাংলাদেশের স্কোর ২২৮। সেখানে এল সালভাদরের মেয়েরা করে ২৩২ স্কোর। পরবর্তীতে দক্ষিণ কোরিয়াকেও হারায় এল সালভাদর। 


কম্পাউন্ড নারী বিভাগে ব্যক্তিগত ইভেন্টে আগামীকাল খেলা আছে বন্যাদের। রিকার্ভ এখনো খেলা শুরু হয়নি, কোয়ালিফিকেশন রাউন্ড মঙ্গলবার থেকে।


এদিন কম্পাউন্ড পুরুষ ব্যক্তিগত ইভেন্টে অংশ নেন বাংলাদেশের হিমু বাছার। কাজাখস্তানের তায়ুতউন অ্যান্দ্রের কাছে ১৪৬-১৪৫ পয়েন্টে পরাজিত হন তিনি।


No posts available.

bottom-logo