ইতিবাচক ফুটবলের বার্তা ছিল মিকেল আর্তেতার। তার দল শুরুটা করল ঠিক সেভাবেই। ভাগ্য সহায় হলে প্রথম দশ মিনিটেই মিলতে পারত গোল। তবে সেটা আর হয়নি। বরং সময় গরানোর সাথে সাথে ছন্দ ফিরে পাওয়া পিএসজি দেখাল প্রাধান্য। গোলের দেখাও মিলল অনায়াসেই। কোনঠাসা আর্সেনাল একটা গোল করল বটে, তবে তাদের ম্যাচের দ্বিতীয় সেরা দল বানিয়ে পাঁচ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পা রাখল লুইস এনরিকের পিএসজিই।
এমিরেটস স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের ফিরতি লেগে ২-১ গোলে জিতেছে পিএসজি। ফলে দুই লেগ মিলিয়ে ৩-১ স্কোরলাইনে জিতে দলটি পা রেখেছে এই প্রতিযোগিতায় নিজেদের ইতিহাসে দ্বিতীয় ফাইনালে।
শিরোপার লড়াইয়ে পিএসজির প্রতিপক্ষ ইন্তার মিলান, যারা বার্সেলোনাকে ৭-৬ গোলে হারিয়ে জায়গা করে নিয়েছে তিন বছরের মধ্যে নিজেদের দ্বিতীয় ফাইনালে।
প্রথম লেগে ঘরের মাঠে পিএসজিকে দেখা যায়নি সেরা ছন্দে। তাতেও ধরা দিয়েছিল জয়। প্রতিপক্ষের মাঠে তৃতীয় মিনিটেই বিপদে পড়ে যাচ্ছিল দলটি। খিভিচা কোয়ারাতসখেলিয়া পিএসজির বক্সের কাছে জুরিয়েন টিম্বারের কাছে নবল হারান, যেখান থেকে বক্সের ভেতর করা তার ক্রসে হেড নেন ডেকলান রাইস, যা থাকেনি লক্ষ্যে।
প্রথম লেগে পিএসজির জয়ে বড় অবদান ছিল দুর্দান্ত কিছু সেভ করা গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মার। এই ম্যাচেও হয়নি তার ব্যতিক্রম। থমাস পার্টির বক্সে ভেতর বাড়ানো লম্বা থ্রো থেকে বল পেয়ে লক্ষ্যে জোরাল শট নেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। তবে দেয়াল হয়ে দাঁড়িয়ে যান পিএসজি গোলরক্ষক, উপহার দেন পয়েন্ট-ব্ল্যাঙ্ক সেভ।
প্রথম দশ মিনিটে পিএসজিকে ব্যস্ত থাকতে হয় রক্ষণ সামলাতেই বেশি। অষ্টম মিনিটে ফের ত্রাতার ভূমিকায় হাজির হন দোনারুম্মা। আরও একবার থ্রো-ইন থেকে বক্সের ভেতর বল পায় আর্সেনাল। এবার নিখুঁত শট নেন অধিনায়ক মার্টিন ওডেগার্ড। তবে ঝাঁপিয়ে এক হাতে সেটা আটকে দেন ইতালিয়ান এই গোলকিপার।
১৬তম মিনিটে গোল প্রায় পেয়েই যাচ্ছিল পিএসজি। পাল্টা আক্রমণ থেকে বল পেয়ে বাঁদিক থেকে কাট করে বক্সে প্রবেশ করে শট নেন জর্জিয়ান। ডেভিড রায়াকে পরাস্ত করতে পারলেও বল ফিরে আসে পোস্টে লেগে।
ছয় মিনিট বাদে আরেকটি ভালো সুযোগ নষ্ট হয় পিএসজির। বক্সের ভেতর ভালো পজিশনে থাকলেও দুর্বল শট নিতে পারেন ডিসাইর দৌরে। ২৭তম মিনিটে লিড নেয় পিএসজি, আর সেটা ছিল দেখার মত এক গোলই।
আর্সেনাল ফ্রি-কিক ক্লিয়ার করতে ব্যর্থ হলে বল পেয়ে যান ফাবিয়ান রুইজ। প্রথমে বলের নিয়ন্ত্রণ নেন, জায়গা তৈরি করেন আর এরপর বাঁ পায়ের বুলেট শটে খুঁজে নেন ঠিকানা। চ্যাম্পিয়ন্স লিগে ৪৬তম ম্যাচে এটি তার প্রথম গোল।
বিরতির পর গোছানো ফুটবল উপহার দেয় আর্সেনাল। ৬৩তম মিনিটে দারুণ এক সুযোগও তারই ফলশ্রুতিতে পেয়ে যান বুকায়ো সাকা। বাঁদিক থেকে কাট করে নেন কার্লিং শট, যা ছিল লক্ষ্যেই। তবে পিএসজির যে একজন দোনারুম্মা আছেন! আলতো করে বলটি ক্লিয়ার করেন কর্নারের বিনিময়ে।
এর মিনিট দুয়েক বাদে আশরাফ হাকিমির শট আর্সেনালের বক্সে একজনের হাতে লাগলেও শুরুতে তা পেনাল্টি মনে হচ্ছিল না। তবে ভিএআর দেখে রেফারি পেনাল্টি দেন পিএসজিকে।
তবে দলকে হতাশ করেন ভিতিনিয়া। ধীরে ধীরে এগিয়ে যান তিনি, যা দেখে রায়াও মুভ করেন সেভাবেই। ডান দিকে নেওয়া ভিতিনিয়ার নেওয়া শট শেষ পর্যন্ত রুখে দেন রায়া।
৭২তম মিনিটে ম্যাচ থেকে আর্সেনালকে প্রায় ছিটকেই দেন হাকিমি। বদলি নামা উসমান দেম্বেলে পাস থেকে বক্সের ভেতর বল পেয়েই জাল খুঁজে নেন মরক্কোর এই ডিফেন্ডার।
দুই লেগ মিলিয়ে ৩-০ গোলে পিছিয়ে যাওয়ার আর্সেনাল ৭৫তম মিনিটে পায় একটা লাইফলাইন। একটু আগেই বদলি নামা লিয়ানড্রো ট্রোসার্ড মারকুইনহোসের কাছ থেকে বলের দখল নিয়ে বক্সের ভেতর পাস দেন সাকাকে। ইংলিশ উইঙ্গারের প্রথম শট গোলকিপার আটকে দিলেও ফিরতি শটে গোলের দেখা পান সাকা।
তবে পরের মিনিটে ম্যাচের সবচেয়ে সহজ ও সেরা সুযোগটাও নষ্ট করেন তিনি। ছয় গজের ভেতর পরাস্ত হয়ে গিয়েছিলেন দোনারুম্মাও। ফাঁকায় থাকা সাকার কাজ ছিল কেবল বল লক্ষ্যে রাখা, তবে তিনি সেটা উড়িয়ে মারেন পোষ্টের অনেক ওপর দিয়ে।
ওই মিসের পর আর্সেনালের মনোবলও যেন হারিয়ে যায় দ্রুত। বাকি সময়ে পিএসজি রক্ষণ সামাল দেয় দক্ষতার সাথেই। আর সেটাই তাদের ২০১৯-২০ মৌসুমের পর আবার নিয়ে যায় ফাইনালে।
No posts available.
১৮ সেপ্টেম্বর ২০২৫, ৭:৪৯ পিএম
সন্তানদের ভরণপোষণ না দেওয়ার অভিযোগে ডগলাস কস্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ব্রাজিলের আদালত। প্রায় ৭৮ হাজার ইউরোর বেশি বকেয়া ভরণপোষণ পরিশোধ না করার অভিযোগ উঠেছে ব্রাজিলের সাবেক এই ফরোয়ার্ডের বিরুদ্ধে।
দেশটির সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, পোর্তো আলেগ্রের ৬ষ্ঠ ফ্যামিলি কোর্ট এই পরোয়ানা জারি করেছেন। এতে তার ৩০ দিনের জেল সাজা ভোগ করার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন
সিটির মুখোমুখি ডি ব্রুইনা |
![]() |
গত বছর ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামিনেন্স থেকে দুই বছরের চুক্তিতে সিডনি এফসিতে যোগ দেন কস্তা। কিন্তু চলমান সমস্যার কারণে সিডনি এফসি তার সঙ্গে চুক্তি বাতিল করেছে। বর্তমানে ব্রাজিলে অবস্থান করছেন তিনি। আদালতের নির্দেশে দেশ ছাড়ায় নিষেধাজ্ঞাও রয়েছে তার বিরুদ্ধে।
চুক্তি বাতিল হওয়ার পর সমর্থকদের উদ্দেশ্যে এক বিবৃতিতে কস্তা বলেন,
“আমি সিডনি এফসিকে ধন্যবাদ জানাই অস্ট্রেলিয়ায় খেলার সুযোগ দেওয়ার জন্য। আকাশি-নীল জার্সিতে এক অবিশ্বাস্য সময় ছিল। আমি খুবই দুঃখিত, ব্যক্তিগত কারণে এখন আর ফিরতে পারছি না। এখানে কাটানো সময় সবসময় মনে রাখব। সদস্য ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা। আপনাদের সামনে খেলাটা খুবই বিশেষ ছিল। আমি কখনোই ভুলব না।”
আরও পড়ুন
বিশ্বকাপে ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ হবে নেইমার: রোনালদো |
![]() |
পেশাদার ক্যারিয়ারে বিভিন্ন ক্লাবের হয়ে ২৪টি শিরোপা জিতেছেন কস্তা। জুভেন্টাসের হয়ে তিনটি ইতালিয়ান সিরি আ লিগ শিরোপা জিতেছিলেন। ২০১৫ সালে বায়ার্নে যোগ দেওয়ার পর জিতেছিলেন তিনটি বুন্দেসলিগা শিরোপা। এর মধ্যে রয়েছে বায়ার্নের হয়ে ২০২০ ক্লাব বিশ্বকাপ।
সিডনি এফসির প্রধান কোচ উফুক তালায় ধন্যবাদ জানিয়েছেন ডগলাসের প্রতি।
‘‘ডগলাসকে ধন্যবাদ জানাতে চাই তার প্রচেষ্টার জন্য। তিনি সমর্থকদের বিনোদনমূলক কিছু পারফরম্যান্স উপহার দিয়েছেন। গত কয়েক মাস ধরে আমরা তাকে সমস্যার সমাধানে সহায়তা করেছি। তবে নতুন মৌসুম সামনে রেখে দলের ভবিষ্যতের স্বার্থে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।”
নাপোলির বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস লিগ যাত্রা শুরু হচ্ছে ম্যানচেস্টার সিটির। বাংলাদেশ সময় রাত একটায় সিটির ঘরের মাঠ ইতিহাদে শুরু হবে হাইভোল্টেজ এই ম্যাচ। ম্যাচটিতে সাবেক ক্লাবের মুখোমুখি হচ্ছেন কেভিন ডি ব্রুইনা। যেখানে এক দশকের বেশি সময়জুড়ে মধ্যমাঠ মাতিয়ে জিতেছেন ১৬টি ট্রফি। জার্সি গায়ে জড়িয়েছেন ৪২২ বার। গোল করেছেন ১০৮টি। সেই ব্রুইনা এবার সিটির মুখোমুখি।
গত জুনে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর নতুন করে ডি ব্রুইনার সঙ্গে চুক্তি করেনি ম্যানসিটি। নিজের অবেগ ও ভালোবাসার জায়গা ছেড়ে যাওয়ার সময় বেলজিয়ামের অভিজ্ঞ এই অ্যাটাকিং মিডফিল্ডার বলেছিলেন, অনেকটা বাধ্য হয়েই সিটি ছেড়েছেন তিনি। আর সেই ব্রুইনা কিনা এখন প্রাক্তনের হৃদয় ভাঙার জন্য প্রস্তুত।
আরও পড়ুন
হ্যাটট্রিকের পর শামসুন্নাহারের চোট |
![]() |
৩৪ বছর বয়সী ডি ব্রুইনা নাপোলিতে যোগ দেওয়ার পর বেশ প্রশংসিত হয়েছেন। তার আগমনকে অনেকে ডিয়েগো ম্যারাডোনার আগমনের সঙ্গে তুলনা করছেন। নাপোলি ভিত্তিক সাংবাদিক ভিনচেঞ্জো ক্রেদেনদিনো বিবিসি স্পোর্টসকে জানিয়েছেন, ম্যারাডোনার বিদায়ের পর ডি ব্রুইনার মতো এতবড় তারকা ক্লাবে ভেড়ায়নি নাপোলি। ম্যারাডোনা তার ক্যারিয়ারের উজ্জ্বল সময়ে ক্লাবটিতে পা রেখেছিলেন। আর ডি ব্রুইনা ৩৪ বছর বয়সে।
নাপোলির অধিনায়ক জিওভান্নি দি লোরেঞ্জো ডি ব্রুইনাকে একজন গ্রেট ক্যাপ্টেন হিসেবে বর্ণনা দিয়েছেন। আরও বলেছেন,
‘‘তিনি (ডি ব্রুইনা) কখনই তার অতীতের টিমমেটদের নিয়ে কথা বলেন না। আমি নিশ্চিত সে যখন ইতিহাদে ফিরবে বিষয়টি বেশ উপভোগ করবেন।’’
প্রথমার্ধে দল শেষ করল ১১-০ গোলের লিড নিয়ে। দ্বিতীয়ার্ধে যোগ হলো আরও ৭ গোল। প্রথমার্ধে বাংলাদেশের শামসুন্নাহার জুনিয়র করলেন হ্যাটট্রিক। তবে দ্বিতীয়ার্ধে আর মাঠেই নামা হয়নি এই ফরোয়ার্ডের।
ভুটান নারী লিগে বৃহস্পতিবার শামসুন্নাহারের দল রয়েল থিম্পু কলেজ এফসি ১৮-০ গোলে হারিয়েছে জেলেফু সিটি উইমেন ফুটবল ক্লাবকে।
আরও পড়ুন
প্রীতি ফুটবল ম্যাচে বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারের আহ্বান |
![]() |
এই ম্যাচের শুরুর একাদশে ছিলেন না বিশ্রামে থাকা তহুরা খাতুন। তবে সুযোগ কাজে লাগিয়েছেন বাংলাদেশের আরেক ফরোয়ার্ড শামসুন্নাহার জুনিয়র। প্রথমার্ধেই করেছেন তিন গোল। তবে এরপরই পায়ে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন তিনি।
ম্যাচ শেষে অবশ্য জানিয়েছেন ইনজুরি গুরুতর নয়।
ভুটান লিগে যাওয়ার পর থেকে দুর্দান্ত ফর্মে আছেন শামসুন্নাহার। এই ফরোয়ার্ডের দেওয়া তথ্য মতে, এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে করেছেন ১৮ গোল। শুধু গোলই নয়, সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৭ গোল।
আরও পড়ুন
বিশ্বকাপে ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ হবে নেইমার: রোনালদো |
![]() |
ভুটান লিগে এক ম্যাচে ৮ গোলের রেকর্ডও আছে শামসুন্নাহারের। মুঠোফানে টি-স্পোর্টসের সঙ্গে আলাপে তাই উচ্ছ্বাসই প্রকাশ করলেন তিনি।
“গোল পাচ্ছি খুব ভাল লাগছে। এটা ধরে রাখতে চাই। তবে প্রতিপক্ষ আরও শক্তিশালী হলে তাদের বিপক্ষে গোল করে বেশি আনন্দ পাই। আগের ম্যাচেই যেমন মারিয়া মান্ডা ও সিনিয়র শামসুন্নাহারদের ক্লাব থিম্পু সিটি ক্লাবের বিপক্ষে ৫ গোল করেছি। ওই দলটা অনেক শক্তিশালী।”
১৮ সেপ্টেম্বর ২০২৫, ৬:১০ পিএম
বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন উপলক্ষে ঢাকায় হবে প্রীতি ফুটবল ম্যাচ। খেলায় অংশ নেবে বাফুফের এলিট একাডেমির মেয়েরা ও চায়না ইউনিভার্সিটি অব উইমেন্স ফুটবল দল।
প্রীতি ফুটবল খেলাটি আয়োজন করবে ঢাকায় অবস্থিত চাইনিজ দূতাবাস ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ম্যাচ হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে, আগামী শনিবার বিকেল সাড়ে ৪টায়।
ম্যাচ খেলার জন্য চাইনিজ মেয়েরা বুধবার ঢাকায় এসেছেন। বৃহস্পতিবার দুপুরে ফুটবল ফেডারেশন ভবনে হয়ে গেল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন।
আরও পড়ুন
বিশ্বকাপে ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ হবে নেইমার: রোনালদো |
![]() |
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ করিম, নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, প্রীতি ফুটবল ম্যাচে বাংলাদেশ দলের কোচ মাহবুবুর রহমান লিটু এবং দলের অধিনায়ক সুরমা জান্নাত।
বন্ধুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ ও চীনের হারানোর কিছু নেই, তবে পাওয়ার আছে অনেক কিছু। চীনের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক জোরদারের পাশাপাশি সামনে এএফসি এশিয়ান কাপ অ-১৭ বাছাইপর্বের আগে প্রস্তুতি সারবে বাফুফের এলিট একাডেমির মেয়েরা। কারণ এই দলের বেশিরভাগ ফুটবলারই সম্প্রতি খেলে আসেন ভুটানে হওয়া সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ।
চীনের স্কোয়াডটি সাজানো চায়না ইউনিভার্সিটি অব উইমেন্স ফুটবল দল নিয়ে। বাংলাদেশের মেয়েদের বিপক্ষে খেলে তারা আন্তর্জাতিক ম্যাচের স্বাদ নিতে পারবেন। সেই সঙ্গে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করবে বলেই মনে করেন চীনা দলের অধিনায়ক।
আরও পড়ুন
চ্যাম্পিয়ন্স লিগ যাত্রায় বিমানে বিবস্ত্র ফুটবলাররা |
![]() |
বাংলাদেশ দলের অধিনায়ক করা হয়েছে ডিফেন্ডার সুরমা জান্নাতকে। তিনি বলেন,
‘আমরা অনেক দিন ছুটিতে ছিলাম। তাছাড়া চীন দলটি সম্পর্কে কিছু জানি না, কোচ যেভাবে বলবে সেভাবে খেলব।’
এই ম্যাচটি স্টেডিয়ামে এসে ফ্রিতে দেখতে পারবেন দর্শকরা।
১৮ সেপ্টেম্বর ২০২৫, ৬:০৩ পিএম
প্রায় দুই বছর ধরে জাতীয় দলের বাইরে নেইমার জুনিয়র। ক্লাবের জার্সিতে দেখা গেলেও, ২০২৩ সালের অক্টোবরের পর থেকে আর ব্রাজিলের হয়ে খেলতে নামা হয়নি তারকা ফুটবলারের। তবে তার ওপর ভরসা রাখছেন দেশটির কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও।
বিশ্বকাপ বাছাইপর্ব দিয়ে জাতীয় দলে ফেরার খুব কাছে চলে এসেছিলেন নেইমার। কিন্তু তার ফিটনেস নিয়ে সন্তুষ্ট ছিলেন না দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তাই ফেরার অপেক্ষা ফুরায়নি ৩৩ বছর বয়সী ফুটবলারের।
তবু সামনের বিশ্বকাপে নেইমারকে নিয়ে আশাবাদী দা ফেনোমেনন। ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে তারকা ফরোয়ার্ডের ব্যাপারে ইতিবাচক ভাবনার কথা বলেন তিনি।
আরও পড়ুন
চ্যাম্পিয়ন্স লিগ যাত্রায় বিমানে বিবস্ত্র ফুটবলাররা |
![]() |
“দলে এখন যেসব ফুটবলার আছে, তাদের নিয়ে ব্রাজিল যেকোনো কিছু অর্জন করতে পারে। বিশ্বকাপে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে পারে নেইমার। আমি বিশ্বাস করি, সে হবেই।”
“নেইমারের কাছ থেকে সবাই শতভাগ চায়। আনচেলত্তি এটি চায়। নেইমার নিজেও চায় এটি। তার মধ্যে আমি একটা দৃঢ় সংকল্প দেখতে পাই। সে বিশ্বকাপ খেলতে চায় ও ব্রাজিল দলকে সাহায্য করতে চায়।”
আরও পড়ুন
ফিফা র্যাঙ্কিংয়ে বদলায়নি বাংলাদেশের অবস্থান |
![]() |
“সবাই চায় নেইমার পুরোপুরি ফিট থাকুক। এটা আনচেলত্তিও চান, আর নেইমারও চায়। আমি তার চোখে বিশ্বকাপে খেলার এবং দলকে সাহায্য করার প্রবল ইচ্ছা দেখেছি।”
সৌদি আরবের ক্লাব আল হিলাল ছেড়ে চলতি বছরের শুরুতে শৈশবের ক্লাব সান্তোসে নাম লিখিয়েছেন নেইমার। তবে এই স্ট্রাইকারের বর্তমান ক্লাব ব্রাজিলিয়ান লিগে কঠিন সময় পার করছে। পয়েন্ট তালিকার ১৬ নম্বরে রয়েছে সান্তোস।
সাম্প্রতিক সময়ে সান্তোসের বাজে পারফরম্যান্সের জন্য সমর্থকরা নেইমারের সমালোচনায় মুখর। তবে রোনালদো মনে করেন, এই সমালোচনা অন্যায্য।
“আমি আশা করি নেইমার শতভাগ ফিট থাকবে। সে বড় ইনজুরি থেকে ফিরেছে। এটা খুব স্বাভাবিক যে এখনও পুরোপুরি মানিয়ে নিতে পারেনি, খেলার ছন্দে আসেনি। তার সমালোচনাগুলো অতিরঞ্জিত। তবে নেইমার সম্পর্কে সবার প্রত্যাশা সবসময়ই অনেক বেশি। সেই কারণেই সমালোচনাও বেশি। তবে নেইমার জানে, বিশ্বকাপে শতভাগ ফিট থাকতে তাকে কী করতে হবে।”