আগামী বছর দুটি এএফসি নারী এশিয়ান কাপের মূল প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ। মার্চে অস্ট্রেলিয়ায় খেলবে জাতীয় ফুটবল দল। এপ্রিলে থাইল্যান্ডে হতে যাওয়া এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে খেলবেন মোসাম্মৎ সাগরিকারা। এই দুটি প্রতিযোগিতা সামনে রেখে বড় পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২০২৬ সালের ১-১৮ এপ্রিল থাইল্যান্ডে হবে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ। যে কারণে বেশ কিছু বয়সভিত্তিক দলের খেলোয়াড়কে দেখা যাবে সিনিয়র দলের এই প্রীতি ম্যাচে। ২৫ ও ২৮ অক্টোবর হবে অ্যাওয়ে ম্যাচ দুটি। আজ বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
সবশেষ বাফুফের ইসি কমিটির মিটিংয়ের পর জানা গিয়েছিল, অক্টোবরে নারী দলের প্রীতি ম্যাচ খেলার বিষয়টি। আজ এল আনুষ্ঠানিক ঘোষণা। বাফুফে ভবনে সাংবাদমাধ্যমকে কিরণ বলেন,
‘অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ খেলব (তাদের মাঠে)। সেপ্টেম্বরে অনুশীলন করে, পরে আমরা অক্টোবরে খেলব। ৩০ অক্টোবর দল চলে যাবে জাপানে। ফিরবে ২০ নভেম্বর। সেখানে আমাদের ৪০ জনের স্কোয়াড থাকবে। অনূর্ধ্ব-২০ দলের কিছু খেলোয়াড়ও নেব সঙ্গে। সব মিলিয়ে জাপানকে আমরা চিঠি পাঠিয়েছি, এটার নিশ্চয়তা এখনো আসেনি। তবে এসে যাবে।’
আরও পড়ুন
‘মেসির মতো খেলে সে’ |
![]() |
এবারই প্রথম নারী দল খেলবে এশিয়ান কাপে। গত জুন-জুলাইয়ে মিয়ানমারে হওয়া বাছাই খেলেই মূলপর্বে জায়গা করে নেন ঋতুপর্ণা চাকমরা। দুটি সাফজয়ীদের কাছে সমর্থকদের প্রত্যাশা বেড়ে যায় আরও। সাফল্য আনতে নারী দলকে সর্বোচ্চ সুযোগ-সুবিধা দিতে চায় বাফুফে। হেড কোচ পিটার বাটলারের আসার কথা আগামী মাসের শুরুর দিকে। এরপর ক্যাম্প হবে। কিরণ জানান, খেলোয়াড়দের নিয়ে এবার ক্যাম্প হবে হোটেলে কিংবা উন্নতমানের কোনো রিসোর্টে রেখে।
এছাড়া কিরণ বলেন,
‘সিনিয়র দলের মতো একইভাবে অনূর্ধ্ব-২০ নারী জন্যও থাকবে অনুশীলন, হোটেল সুযোগ-সুবিধা।’
আর্থিক ব্যাপারে বাফুফে প্রেসিডেন্টে তাবিথ আউয়ালের কাছ থেকে সবুজ সংকেত পেয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
No posts available.
ভেনেজুয়েলার বিপক্ষে জয় উদযাপনের পরই দুঃসংবাদ। হাঁটুর চোটে আর্জেন্টিনার স্কোয়াড থেকে ছিটকে গেছেন এনজো ফার্নান্দেজ। আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার পরবর্তী খেলা পুয়ের্তো রিকোর বিপক্ষে, সে ম্যাচে পাওয়া যাবে না চেলসি মিডফিল্ডারকে।
মায়ামিতে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে ৭৮ মিনিট মাঠে ছিলেন এনজো। আর্জেন্টিনার ১–০ গোলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও ম্যাচ শেষে জানা যায়, হাঁটুর অস্বস্তি অনুভব করছেন তিনি। ছিটকে গেছেন আগামী বুধবার পুয়ের্তো রিকোর ম্যাচ থেকে।
চলতি মৌসুমে চেলসির সব ম্যাচেই শুরুর একাদশে ছিলেন এনজো। প্রিমিয়ার লিগে সাত ম্যাচে তিন গোল ও এক অ্যাসিস্ট করেছেন ২৪ বছর বয়সী এই তারকা মিডফিল্ডার। তবে এখনো ইউরোপীয় আসর চ্যাম্পিয়নস লিগে নিজের সেরা ছন্দে ফিরতে পারেননি।
আন্তর্জাতিক বিরতির পর নটিংহ্যাম ফরেস্টের মাঠে প্রথম ম্যাচ খেলবে এনজো মারেসকার চেলসি। তারপর হোম ম্যাচ—আয়াক্স ও সান্ডারল্যান্ডের বিপক্ষে। চোট কাটিয়ে ফার্নান্দেজ সেই ম্যাচগুলোর আগেই ফিট হওয়ার সম্ভাবনা রয়েছে।
রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে শনিবার রাতে রুবেন নেভেসের একমাত্র গোলে জয় পায় পর্তুগাল। নাটকীয় জয়ের পর এই গোল পাওয়াটাকে স্রেফ ভাগ্যের প্রতিদান মনে করেন আল হিলাল তারকা। পর্তুগালের জার্সিতে প্রথম গোলটা নেভেস পেয়েছেন প্রয়াত সতীর্থ দিয়োগো জতার ২১ নম্বর জার্সি পড়ে। যে কারণে গোলটাও প্রিয় বন্ধু ও সতীর্থকে উৎসর্গ করেছেন নেভেস।
গত জুলাইয়ে গাড়ি দুর্ঘটনায় নিজের ভাই আন্দ্রে সিলভাসহ মারা যান দিয়োগো জতা। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে নেভেস পর্তুগাল দলে ২১ নম্বর জার্সি নিজের নামে করে নেন।
প্রায় তিন বছর ইংল্যান্ডের ক্লাব উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সে (উলভস) খেলেছেন নেভেস ও জতা। পাশাপাশি জাতীয় দলেও দুজন ছিলেন একে অপরের সতীর্থ। ২০১৯ সালে নেশনস লিগের শিরোপা জিতেছিল পর্তুগাল। ওই দলেও ছিলেন দুই বন্ধু।
বিশ্বকাপ বাছাইয়ে শনিবার রাতে উনজুরি টাইমে জেতে পর্তুগাল। তার আগে ধারণা করা হচ্ছিল, পর্তুগালের জয় যাত্রা বোধহয় এই ম্যাচে থামিয়ে দেবে আয়ারল্যান্ড। কারণ এই ম্যাচে পেনাল্টি পেয়েও গোল করতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো।
গোল মিস করেছেন দলের আরও অনেকেই। এরপর যোগ করা সময়ের প্রথম মিনিটে দারুণ হেডে জালে বল জড়ান নেভেস।
গোলের পর উদ্যাপনে নিজের পায়ে জোতার ট্যাটু দেখান নেভেস। একই ট্যাটু ছিল জতার পায়েও। গোলটা ভাগ্যেই লেখা ছিল কি না- এমন প্রশ্নে নেভেস স্পোর্ট টিভিকে বলেন, ‘আমারও তাই মনে হয়। জাতীয় দলের হয়ে আমার প্রথম গোল, তাও এই নম্বর (২১ নম্বর জার্সি) পরে... এর চেয়ে সুন্দরভাবে এটা (গোল) আসতে পারত না।’
জতাকে নিয়ে নেভেস বলেন, ‘খেলাটার প্রতি তার যে আবেগ এবং দারুণ কিছু করার ইচ্ছে, সেটি আমাদের মনে করিয়ে দেয় জোতা কে ছিল। আমি এই গোলটা অবশ্যই ওকে উৎসর্গ করছি।’
শনিবারের ম্যাচটি ছিল জতার মৃত্যুর পর পর্তুগালের প্রথম হোম ম্যাচ। খেলার ২১তম মিনিটে (জতার জার্সি নম্বর অনুযায়ী) এস্তাদিও জোসে আলভালাদে স্টেডিয়ামে সমর্থকেরা দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে স্মরণ করেন।
শনিবার রাতে বিশ্বকাপ বাছাইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে রুবেন নেভেসের শেষ মূহুর্তের গোলে ১-০ গোলের জয় পায় পর্তুগাল।
পেনাল্টিতে গোল করতে না পারা খেলোয়াড়ের তালিকায় সবার উপরে রোনালদো। সব মিলিয়ে এখন পর্যন্ত ৩৪টি পেনাল্টি মিস করেছেন তিনি। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি মিস করেছেন ৩২ পেনাল্টি। শুটআউট বাদ দিলে, রোনালদোর সফল পেনাল্টির হার ৮৪ শতাংশ, মেসির ৭৮ শতাংশ।
ক্যারিয়ারে পেনাল্টি থেকে ১৭৮ গোল করেছেন রোনালদো। মেসির পেনাল্টি গোল ১১১টি। পেনাল্টি থেকে গোল করায় মেসির চেয়ে এগিয়ে রোনালদো। তাঁর মোট গোলের ১৮.৮২ শতাংশ পেনাল্টি থেকে এসেছে; সেখানে মেসির মোট গোলের ১২.৫৬ শতাংশ আসে পেনাল্টি থেকে।
মোট গোলে সবার উপরে রোনালদো। আন্তর্জাতিক প্রতিযোগিতায় ২২৪ ম্যাচে ১৪১ গোল পর্তুগিজ সুপারস্টার রোনালদো। ১৯৪ ম্যাচে ১১৪ গোল করে দ্বিতীয় স্থানে আর্জেন্টাইন তাঁরকা মেসি। সব প্রতিযোগিতা মিলিয়ে ১২৯০ ম্যাচে রোনালদোর গোল সংখ্যা ৯৪৬; সেখানে মেসি ১১৪৬ ম্যাচ খেলে গোল করেছেন ৮৮৪ টি।
ঘরের মাঠে ৩-৪ ব্যবধানে হারের পর শুক্রবার হংকং, চায়না যায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শনিবার সকালে রিকভারি সেশন করে বিকেলে অনুশীলন করেছেন হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়ারা। আগামী মঙ্গলবার কাই তাক স্পোর্টস গ্রাউন্ডে স্বাগতিকদের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি ম্যাচ খেলবে হাভিয়ের কাবরেরা দল।
ওই ম্যাচের প্রস্তুতি নিতে শনিবার কাই পো স্পোর্টস গ্রাউন্ডে অনুশীলন করে পুরো দল। পুরোপুরি ফিট বলে জানিয়েছেন ডিফেন্ডার তপু বর্মণ। যাকে বৃহস্পতিবার ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে নামান কাবরেরা। তবে ফিরতি ম্যাচে শুরুর একাদশে খেলার মতো অবস্থায় আছেন বলে জানান, ‘আমি এখন শতভাগ সুস্থ। ম্যাচ খেলার মতো আমার সম্ভাবনা ও সামর্থ্য দুটোই হয়েছে।’
তবে এএফসি বাছাই পেরুনোর সম্ভাবনা অনেকটাই ক্ষীণ বাংলাদেশের। তিন খেলায় স্রেফ এক পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে কাবরেরা দল। তবুও এখান থেকে সুযোগ দেখছেন তপু,
‘এখনো আমাদের সুযোগ আছে। ১৪ তারিখ আমরা দলগত হয়ে পারফর্ম করতে চাই এবং জিততে চাই। জয় ছাড়া আমাদের কোনো বিকল্প নেই, আমরা সেভাবেই মাঠে নামব, সেভাবেই ম্যাচটা শেষ করতে চাই।’
ঘরের মাঠেই ম্যাচটা এক পয়েন্ট নিয়ে শেষ করতে পারত বাংলাদেশ। কিন্তু গোল পরিশোধের পর কয়েক সেকেন্ডের মধ্যে ফের গোল হজম করে পয়েন্ট হারায় দল। সেখান থেকে শিখে পরবর্তীতে এমন অবস্থায় ঘুরে দাঁড়াবে দল, এমনটাই বিশ্বাস তপুর,
‘আমরা যে ম্যাচটা হেরেছি, সেটা অপ্রত্যাশিত। আমাদের আরেকটু মনোযোগী হওয়া উচিত ছিল। শেষ ৩০ সেকেন্ডে আমরা শেষ গোলটা হজম করি। সেখানে আমাদের মনোযোগী ও একটু সেন্সিবল হওয়া উচিত ছিল। কোন সময় ম্যাচটা স্লো করতে হবে, এসব ব্যাপার খুবই ভাইটাল ছিল ওই পরিস্থিতিতে।’
ওই ম্যাচের পরিস্থিতি মূল্যায়ন করে কোচ কাবরেরা বলেন, ‘দ্বিতীয়ার্ধে প্রথম ১৫ মিনিটে ঠিকমতো মানিয়ে নিতে পারিনি। তবে পরিবর্তনগুলোর পর, বিশেষ করে শেষ ৩০ মিনিট খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। এ সময় আমরা ভালো খেলেছি। ম্যাচের একবারে শেষদিকে আবারও আরেকটা ভুল আমাদের হারিয়ে দিয়েছে।’
হারের পর সংবাদ সম্মেলনে কাবরেরা জানান তারা এখান থেকে ঘুরে দাঁড়াতে সক্ষম। এবার সেই হংকংয়ের বিপক্ষে ফিরতি লড়াই। প্রতিপক্ষ এক হলেও পরিস্থিতি ভিন্ন। প্রায় ৫০ হাজার স্বাগতিক দর্শকদের সামনে খেলতে হবে জামালদের। তবে এটাকে রোমাঞ্চ হিসেবে নিচ্ছেন বাংলাদেশ কোচ,
‘আমরা এই পরিবেশের সঙ্গে বেশ পরিচিত, হংকংয়ের এমন একটি সুন্দর ভেন্যুতে মুখিয়ে আছি দ্বিতীয় ম্যাচ খেলতে।’
ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য রাতটা মোটেও ভাল যায়নি। গোল মিসের পর পেনাল্টি নিতে গিয়েও ব্যর্থ। সতীর্থ রুবেন নেভেসের গোলে শেষপর্যন্ত জয় পেয়েছে পর্তুগাল। ব্যক্তিগতভাবে রোনালদোর হতাশায় মোড়ানো রাতে উজ্জ্বল লিওনেল মেসি। আর্জেন্টাইন মহা তারকার জোড়া গোলে বড় জয় পেয়েছে তাঁর দল ইন্টার মায়ামি।
ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মেজর লিগ সকারে (এমএলএস) রোববার ভোরে আটলান্টা ইউনাইটেডকে ৪-০ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। দুটি গোলের পাশাপাশি এক গোলে অ্যাসিস্ট করেছেন মেসি।
এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন মেসিরা। প্রথম ২০ মিনিটে দুটি জোরালো শটে আটলান্টার গোলরক্ষক জেডেন হিবার্টকে পরীক্ষায় ফেলেন তিনি। অবশেষে ৩৯ মিনিটে বালতাসার রদ্রিগেজের পাস থেকে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। বিরতির আগে লুইস সুয়ারেজ দুবার গোল করার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি।
৫২ মিনিটে মিনিট পর মেসির লম্বা পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন জর্ডি আলবা। ৬১ মিনিটে অসাধারণ এক ভলিতে ২০ গজ দূর থেকে গোল করেন লুইস সুয়ারেজ।
৮৭ মিনিটে আলবার অ্যাসিস্ট থেকে নিজের দ্বিতীয় গোল করে বড় জয় নিশ্চিত করেন মেসি। এটি ছিল তাঁর ২৬তম গোল। চলতি মৌসুমে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে মোট ৪৪টি গোল অবদান রয়েছে মেসির, যা এমএলএস ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এই তালিকায় কেবল এলএএফসি’র কার্লোস ভেলা এগিয়ে আছেন, যিনি ২০১৯ সালে ৪৯টি গোলে অবদান রেখেছেন।
এই জয়ে ৩৩ ম্যাচে মায়ামির পয়েন্ট দাঁড়াল ৬২। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যাবধানে তিনে রয়েছে সিনসিনাটি, আর চারে রয়েছে মায়ামি।