ফুটবল

ক্লাব বিশ্বকাপ আয়োজন সবচেয়ে বাজে সিদ্ধান্ত : ক্লপ

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২৮ জুন ২০২৫, ১১:০৯ পিএম

news-details

গ্রুপ পর্ব পেরিয়ে আর মাত্র ঘণ্টা কয়েক বাদে শুরু হবে ক্লাব বিশ্বকাপের নকআউট পর্ব। অনেকটা পথ পারি দিলেও ৩২ দলের এই টুর্নামেন্ট নিয়ে সমালোচনার মাত্রা যেন কমছেই না। মাঠের অবস্থা কিংবা বাজে আবহওয়া সব কিছুই নিয়েই হয়েছে সমালোচনা। এবার সেখানে নাম লিখিয়েছেন সাবেক লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপও। তার মতে, এই বিশ্বকাপ আয়োজন ফুটবলের সবচেয়ে বাজে সিদ্ধান্তগুলোরই একটি। 


যদিও ক্লাব বিশ্বকাপ আয়োজন নিয়ে সমালোচনা নতুন নয়। এই পরিকল্পনা সামনে আসার পর থেকেই সমালোচনা চলছে। যার মূল কারণ হিসেবে দাঁড় করানো হচ্ছে ক্লান্ত একটি মৌসুম শেষের পর ফুটবলারদের বিশ্রাম না পাওয়ার দিকটি। ক্লপও মনে করিয়ে দিয়েছেন সে কথায়। ঠাঁসা সুচির মাঝে এমন টুর্নামেন্ট ফুটবলারদের নতুন চোটে ফেলবে বলেই মনে করছেন অনেকেই। সম্প্রতি যা বলেছেন বার্সেলোনা তারকা রাফিনিয়াও।


আরও পড়ুন

নিজেদের ‘দুর্বল’ মানলেও পিএসজিকে মরণকামড় দিতে চান মেসিদের কোচ নিজেদের ‘দুর্বল’ মানলেও পিএসজিকে মরণকামড় দিতে চান মেসিদের কোচ


ক্লপও এতে দিয়েছেন সম্মতি। 

“যাদের খেয়ে দেয়ে কাজ নেই, তারাই এমন ধারণা নিয়ে আসে। যাদের অন্য কিছু করার নেই, কেবল তারাই এমন সব কিছু চিন্তা করে। দিন শেষে ফুটবলটাই আসল, অন্য সবকিছু পরে। সেজন্য আমার মনে হয় ক্লাব বিশ্বকাপ ফুটবলে বাস্তবায়ন হওয়া ধারণার মধ্যে সবচেয়ে বাজে সিদ্ধান্ত।”

গত ১৪ জুন থেকে যুক্তরাষ্ট্রে বসেছে এবারের ক্লাব বিশ্বকাপ, চলবে ১৩ জুলাইয়ের পর্যন্ত। এক মাস বাদেই মাঠে গড়াবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগ। যা স্বভাবতই প্রভাব ফেলবে ফুটবলারদের উপর। পূর্ণ বিশ্রাম না পাওয়াটা তাদের বেশ ভালোভাবে ভোগাবে বলেই মানছেন ক্লপ। 


জার্মান সংবাদমাধ্যম ওয়েল্টের সঙ্গে আলাপ কালে দিয়েছেন সেই ইঙ্গিত।

“এনবিএ তারকারা বড় অঙ্কের অর্থ আয় করে প্রতি বছর। তবে তারা বছরে চার মাস বিশ্রামের সুযোগ পায়। তবে ফুটবলারদের সেটা হচ্ছে না। ক্লাব বিশ্বকাপে যারা খেলছে তারা রিকভারি করার সময়টাও পাবে না। যা তাদের শাররিক ও মানসিক চাপে ফেলবে।”

গেল মৌসুমে ফুটবলাররা বিশ্রামের সুযোগ পায়নি মোহাদেশীয় টুর্নামেন্টের কারণে, চলতি মৌসুমে ক্লাব বিশ্বকাপের আয়োজন বেঘাত ঘটিয়েছে, আগামী মৌসুমে আছে বিশ্বকাপ। তাতে ফুটবলাররা বিশ্রাম পাওয়া যেন দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। একই সাক্ষাৎকারে সেটাও মনে করিয়ে দিয়েছেন ক্লপ।

ফুটবল থেকে আরও পড়ুন

No posts available.

bottom-logo

ফুটবল

হ্যান্সি ফ্লিকের তরুণ প্রতিভার দিকে নজর পিএসজির

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২৯ অক্টোবর ২০২৫, ৬:৫০ পিএম

news-details

লা মাসিয়া থেকে উঠে আসা তরুণ ফুটবলার হুয়ান হার্নান্দেজ চলতি মৌসুম পর্যন্ত বার্সেলোর সঙ্গে চুক্তিবদ্ধ। ১৮ বছর বয়সী এই স্প্যানিশ প্রতিভা মৌসুম শেষে ফ্রি এজেন্ট হয়ে যাবেন। সুযোগটিই কাজে লাগাতে চায় প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) ফরাসি জায়ান্ট ক্লাবটির কোচ লুইস এনরিকে ইতিমধ্যেই নজর দিয়েছেন হার্নান্দেজের দিকে।


মুন্দো দেপোর্টিভো এক প্রতিবেদনে জানিয়েছে, হার্নান্দেজের জন্য নতুন লক্ষ্য নির্ধারণ করেছে পিএসজি। নিজেদের মিডফিল্ডের সমস্যা সমাধান এবং দলকে আরও শক্তিশালী করতে চ্যাম্পিয়ন লিগ জয়ীরা যে কোনো মূল্যে দলে ভিড়াতে চায় এই স্পেন তরুণকে। 


এ মুহূর্তে হ্যান্সি ফ্লিকের অধীনে নিয়মিত অনুশীলনে অংশ নিচ্ছেন হার্নান্দেজ। চলতি মাসের বার্সেলোনার স্কোয়াডেও ছিলেন তিনি। যদিও ন্যু ক্যাম্পের মূল দলের হয়ে এখনো অভিষেক হয়নি তাঁর। তবে হার্নান্দেজ যে বার্সার প্রিয়জন ও প্রয়োজন, তা তাঁর প্রতি ফ্লিকের আগ্রহ দেখেই বুঝা যায়।


স্প্যানিশ সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে আরও জানিয়েছে, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তি হার্নান্দেজের। এখন পর্যন্ত নতুন চুক্তি নিয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি তাঁর এজেন্ট কিংবা ন্যু ক্যাম্প কর্তৃপক্ষও এ বিষয়ে চুপ। নির্দিষ্ট সময়ের মধ্যে ন্যু ক্যাম্প কিছু না জানালে, হার্নান্দেজ ফ্রি ট্রান্সফার হয়ে পড়লে বিপাকে পড়তে হতে পারে বার্সেলোনাকে। আর এই সুযোগটাই কাজে লাগাতে চায় পিএসজি। তারা বেশ আগ্রহী হার্নান্দেজের জন্য। 


একসময় বার্সেলোনার কোচ ছিলেন লুইস এনরিকে। তাঁর ভালোই জানা ক্লাবটির একাডেমি সম্পর্কে। এমনকি তিনি ব্যক্তিগতভাবে হার্নান্দেজকে মনিটরিং করেছেন। পিএসজি কোচ বেশ ভালোভাবেই জানেন, হার্নান্দেজ তাঁর কাছে এলে একে তো পিএসজির সুবিধা, তার মধ্যে স্পেন উড়তি তরুণের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। 


হার্নান্দেজের রিলিজ ক্লোজ ৬ মিলিয়ন ইউরো। অর্থাৎ যে কোনো দল চাইলে এই টাকা খরচ করে তাঁকে দলে ভিড়াতে পারবে। তবে পিএসজির চাওয়া বার্সার সঙ্গে চুক্তি শেষ হলেই তাঁকে দলে টেনে নেবে। 


দেখার বিষয় হার্নান্দেজ বার্সাতেই থাকবেন, নাকি সাবেক গুরুর ক্লাবে ভিড়বেন। এর জন্য অবশ্য অপেক্ষা করতে হবে মৌসুমের শেষ পর্যন্ত।

bottom-logo

ফুটবল

৯ নভেম্বর ঢাকায় আসছেন হামজা, ক্যাম্প শুরু কাল

 
ফুটবল করেসপন্ডেন্ট
ফুটবল করেসপন্ডেন্ট
ঢাকা

২৯ অক্টোবর ২০২৫, ৬:৪৪ পিএম

news-details

আগামী ১৩ নভেম্বর ঢাকায় আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচটি হচ্ছে না। বিকল্প হিসেবে নেপালকে আনছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আর ১৮ নভেম্বর ঢাকায় হবে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। 


ওই দুটি ম্যাচ খেলতে নভেম্বরের ৯ তারিখ ঢাকায় আসবেন হামজা দেওয়ান চৌধুরী। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের ম্যানেজার আমের খান। 


আর জাতীয় দলের ক্যাম্প শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার থেকে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে কাল খেলোয়াড়দের রিপোর্টিংয়ের জন্য বলা হয়েছে। 


নতুন কেউ দলে আসছেন কি না এ বিষয়ে আমের খান বলেছেন হংকং, চায়না ম্যাচের স্কোয়াড নিয়েই কাজ করবেন তাঁরা। তবে কোচ হাভিয়ের কাবরেরা থাকছেন না কাল থেকে। শিগগিরই স্প্যানিশ কোচ দেশে আসবেন বলে জানান জাতীয় দলের ম্যানেজার। 




এএফসি বাছাইয়ে আগের দুই ম্যাচে হলুদ কার্ড দেখেন ফাহামিদুল ইসলাম। তাঁকে ভারতের বিপক্ষে ম্যাচে পাওয়া যাবে না। তবে ১৩ তারিখের প্রীতি ম্যাচে খেলতে পারবেন ইতালির ফোর্থ টায়ারের ক্লাব অলবিয়া এফসির হয়ে খেলা এই ফরোয়ার্ড। যে কারণে ফাহামিদুলের দেশে আসার বিষয়টি এখনো নিশ্চিত নয়। বাফুফের একটি সূত্রে জানা গেছে, যেহেতু ভারত ম্যাচে খেলতে পারবেন না সেহেতু ১৩ তারিখের প্রীতি ম্যাচের জন্য তাঁকে ডাকা হবে না।


হামজার ৯ তারিখের আসার বিষয়টি নিশ্চিত করেই বলেছেন আমের খান। ইংলিশ চ্যাম্পিয়নশিপে ৮ নভেম্বর হামজার দল লেস্টার সিটি ম্যাচ খেলবে নরউইচ সিটির বিপক্ষে। ওই ম্যাচটি খেলেই দেশের উদ্দেশ্যে রওনা দেবেন বাংলাদেশের 'নম্বর এইট'। 


তবে শমিত সোমের দেশে আসার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। কানাডা প্রিমিয়ার লিগে তাঁর দল কাভালরি এফসি ৩ নভেম্বর ম্যাচ খেলবে। নভেম্বর উইন্ডোতে আন্তর্জাতিক বিরতির আগে সেটিই শমিতদের শেষ ম্যাচ। এরপরই তিনি দেশে আসতে পারবেন।

bottom-logo

ফুটবল

ইতালির সাবেক কোচকে নিয়োগ দিল জুভেন্টাস

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২৯ অক্টোবর ২০২৫, ৪:৫৮ পিএম

news-details

টানা আট হারের পর কোচ ইগর টিউডরকে গত সোমবার বরখাস্ত করেছিল জুভেন্টাস। এবার তাঁর স্থলাভিষিক্ত হয়ে যাচ্ছেন ইতালির সাবেক জাতীয় দলের কোচ লুসিয়ানো স্পালেত্তি। ইতালির সংবাদমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন স্পালেত্তিকে জুভেন্টাসের নতুন কোচ নিয়োগের বিষয়টি নিশ্চিত করে।

প্রতিবেদননে বলা হয়, স্পালেত্তির সঙ্গে জুভেন্টাসের চুক্তি চূড়ান্ত হয়েছে। প্রাথমিকভাবে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি হবে তাঁর সঙ্গে চুক্তি করবে ইতালির ক্লাবটি। তবে ক্লাবের পারফরম্যান্সে সন্তুষ্ট হলে মেয়াদ বাড়ানোর সুযোগও থাকবে। চুক্তির সব আনুষ্ঠানিকতা সেরে নেওয়ার পরই অফিসিয়াল ঘোষণা দেবে ক্লাবটি।

৬৬ বছর বয়সী স্পালেত্তি ইতালির জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে নাপোলি, রোমা, ইন্টার মিলানসহ বেশ কয়েকটি ক্লাবের কোচ ছিলেন। ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ এর জুন পর্যন্ত তিনি ইতালি জাতীয় দলের দায়িত্বে ছিলেন। 

ইতালির মিলানে এক অনুষ্ঠানে স্পালেত্তি বলেন, 

'জুভেন্টাসের মতো দলের দায়িত্ব পাওয়া যে কোনো কোচের জন্য বড় সম্মান। জাতীয় দলের পর আবার ক্লাব ফুটবলে ফিরতে পারলে সেটা আমার জন্য দারুণ হবে।'



সিরি'আ তে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটায় উদিনেসের বিপক্ষে মাঠে নামবে জুভেন্টাস। ধারণা করা হচ্ছে এই ম্যাচ শেষে কিংবা আগামীকাল নতুন কোচের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে তুরিনের ক্লাবটি।

bottom-logo

ফুটবল

ম্যারাডোনার নামের স্টেডিয়ামে যুক্ত হলো আর্জেন্টিনার ‘ত্রিরত্ন’

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২৯ অক্টোবর ২০২৫, ৩:১৩ পিএম

news-details

কিংবদন্তিদের লোকে যুগ যুগ ধরে মনে রাখে। আর্জেন্টিনার কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনাও ফুটবলপ্রেমীদের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন। 


২০২০ সালে না ফেরার দেশে পাড়ি দেওয়ার পর আর্জেন্টিনার বিশ্বচ্যাম্পিয়ন এই মহাতারকার সম্মানে পরিবর্তন করা হয় আর্জেন্টিনার একটি স্টেডিয়ামের নাম। দক্ষিণ আমেরিকার দেশটির লা প্লাতায় অবস্থিত স্টেডিয়ামটির নাম পরিবর্তন করে ম্যারাডোনার নামে রাখা হয়। এবার এই স্টেডিয়ামের নামের সঙ্গে আরও দুটি শব্দ যোগ হলো। এখন থেকে এর নাম হবে ‘দিয়েগো আরমান্দো মারাডোনা – তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন’।


আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) গতকাল সাধারণ অধিবেশনে আনুষ্ঠানিকভাবে লা প্লাতায় অবস্থিত স্টেডিয়ামের নতুন নাম ঘোষণা করেছে। এই সিদ্ধান্তটি আর্জেন্টিনা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এএফএ এবং বুয়েনস আইরেস প্রদেশ সরকারের মধ্যে বিদ্যমান চুক্তির ভিত্তিতে গৃহীত হয়েছে।


কিংবদন্তি ম্যারাডোনার নামের সঙ্গে আর্জেন্টিনার তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরবও এখন একসঙ্গে প্রকাশ পাবে স্টেডিয়ামটির নামকরণে। সভায় উপস্থিতিদের উদ্দেশে এএফ’এর সভাপতি ক্লদিও স্টেডিয়ামের নাম পরিবর্তনের সিদ্ধান্তের প্রতীকী তাৎপর্য তুলে ধরে বলেন, ‘যদি সবাই একমত হন তবে লা প্লাতার স্টেডিয়ামের নাম পরিবর্তন করে দেওয়া হবে ‘দিয়েগো আরমান্দো মারাডোনা – তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন’। এটি কেবল আমাদের বয়সভিত্তিক, নারী ও সিনিয়র জাতীয় দলের ঘরের মাঠই হবে না বরং লিগ ও আর্জেন্টিনা কাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আয়োজক হিসেবে কাজ করতে পারবে এটি।’


আরও পড়ুন

গোলরক্ষক মার্টিনেজের গাড়ির ধাক্কায় মারা গেলেন হুইলচেয়ার আরোহী গোলরক্ষক মার্টিনেজের গাড়ির ধাক্কায় মারা গেলেন হুইলচেয়ার আরোহী


ওই সভা উপস্থিত ছিলেন আর্জেন্টাইন ফুটবলের কিংবদন্তি ব্যক্তিত্বরা। ১৯৭৮ ও ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী দলের প্রতিনিধি হিসেবে হাজির ছিলেন হুলিও ভিয়া, আলবার্তো তারান্তিনি, উবালদো ফিয়োল, ওমর লারোসা, লুইস ইস্লাস ও হেক্টর এনরিকে। তাঁরা সবাই জাতীয় দলের উত্তরাধিকার ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানাতে নেওয়া এই সিদ্ধান্তকে সমর্থন জানান।


বুয়েনস আইরেস সরকারের সঙ্গে চুক্তির মাধ্যমে এএফএ মারাডোনার মৃত্যুর পর ২০২০ সালের ডিসেম্বরেই স্টেডিয়ামটির নাম পরিবর্তন করেছিল। এবার নতুন নাম সংযোজনের মধ্য দিয়ে আর্জেন্টিনার জেতা তিনটি বিশ্বকাপ শিরোপার সঙ্গে এই শ্রদ্ধাঞ্জলিকে এক সূত্রে গাঁথা হলো।

এই স্টেডিয়ামে কোপা আমেরিকার ম্যাচ, বিশ্বকাপ বাছাইপর্ব, বয়সভিত্তিক প্রতিযোগিতা, পাশাপাশি অসংখ্য কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে আসছে।

 

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা পারফরম্যান্সে ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতান ম্যারাডোনা। জাতীয় দলে অমর হয়ে থাকার পাশাপাশি ক্লাব পর্যায়ে ন্যাপোলিরও কিংবদন্তি তিনি। ইতালির শহর নাপোলিতেও কিংবদন্তি ম্যারাডোনার সম্মানে স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে।

bottom-logo

ফুটবল

ঢাকায় হচ্ছে না বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, আসছে নেপাল

 
ফুটবল করেসপন্ডেন্ট
ফুটবল করেসপন্ডেন্ট
ঢাকা

২৯ অক্টোবর ২০২৫, ৩:০১ পিএম

news-details

আগামী ১৮ নভেম্বর এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ঢাকায় আসবে ভারত। বসুন্ধরা কিংস অ্যারেনায় একই দিন মিয়ানমারের বিপক্ষে এই প্রতিযোগিতায় নিজেদের হোম ম্যাচ খেলার কথা ছিল আফগানিস্তানের। তবে শেষ খবর মিয়ানমার বাংলাদেশে আসতে রাজি নয়। 


মূলত ১৮ নভেম্বর ঢাকায় ম্যাচ থাকার কারণেই ১৩ নভেম্বর বাংলাদেশের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলতে চেয়েছিল আফগানিস্তান। তবে মিয়ানমার না আসায় প্রীতি ম্যাচটি খেলবে না বলে জানিয়ে দিয়েছে আফগানিস্তান। 


আফগানিস্তান না আসলেও বসে নেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৩ নভেম্বর ঢাকায় নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। 


আরও পড়ুন

চ্যালেঞ্জ লিগে দ্বিতীয় ম্যাচেও হারল বসুন্ধরা কিংস চ্যালেঞ্জ লিগে দ্বিতীয় ম্যাচেও হারল বসুন্ধরা কিংস


বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য এবং কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস আজ টি-স্পোর্টসকে বলেন, 'আমাদেরকে তাঁরা (আফগানিস্তান) জানিয়েছে যে বাংলাদেশে খেলতে আসবে না। কারণ হিসেবে বলেছে মিয়ানমার এখানে আসতে চাচ্ছে না। তবে প্রীতি ম্যাচ খেলতে নেপাল আসছে, এটা ফাইনাল।'


এর আগে গত ৬ সেপ্টেম্বর নেপালের দশরথ স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ। সে ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ৯ তারিখ পরের ম্যাচ হওয়ার কথা ছিল, রাজনৈতিক অস্থিরতায় শেষ পর্যন্ত মাঠে গড়ায়নি সেই ম্যাচ। 


আর এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের খেলায় ভারতের বিপক্ষে এটি হবে ফিরতি লেগের ম্যাচ। ২৫ মার্চ প্রথম লেগে দেশটির শিলংয়ে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। ওই ম্যাচেই অভিষেক হয় হামজা চৌধুরীর। 


বাছাইয়ে বাংলাদেশ খেলেছে ৪ ম্যাচ। দুটিতে হার এবং দুটিতে ড্রয়ের সুবাদে কেবল দুই পয়েন্ট বাংলাদেশের ঝুলিতে। তাতে বাছাই থেকে বিদায় নিশ্চিত হাভিয়ের কাবরেরার দলের। শীর্ষে থাকা হংকংয়ের পয়েন্ট ৮।

bottom-logo