
এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপ পর্বের শুরুটা বাংলাদেশের পাঁচবারের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের জন্য শুভ হয়নি। প্রথম ম্যাচে ওমানের লিগ চ্যাম্পিয়ন আল সিবের বিপক্ষে ২-৩ গোলে হারের পর কোয়ার্টার ফাইনালের আশা রক্ষার জন্য ক্লাব আল আনসারের বিপক্ষে জয় একমাত্র বিকল্প ছিল। লিগে দেশের একমাত্র প্রতিনিধিত্বকারী ক্লাব দেখল মুদ্রার উল্টোপিঠ। লেবাননের জায়ান্টদের বিপক্ষে ৩-০ গোলে হেরে মারিও গোমেজের দলের কোয়ার্টার ফাইনালের স্বপ্ন ফিকে হয়ে গেছে।
কুয়েতের আল সাবাহ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় ‘বি’ গ্রুপের নিজেদের দ্বিতীয় ম্যাচে আল আনসারের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। দুই দলের জন্যই ম্যাচটি ছিল বাঁচা-মরার। প্রথম ম্যাচে বাংলাদেশ ও লেবাননের ক্লাব—দু’দলই হার দেখেছিল। হারের ব্যবধানও একই, ২-৩ গোলে। আজ যে দল জিতবে, তারা শেষ আট নিশ্চিতের পথে এগিয়ে যাবে—এমন সহজ সমীকরণ মেলাতে পারেনি বসুন্ধরা কিংস। লিগ থেকে কার্যত বিদায়ঘণ্টা বেজেছে বাংলাদেশের ক্লাবটির।
আরও পড়ুন
| ফিফা বিশ্বকাপে আকাশছোঁয়া বিস্ময়, সৌদি আরবের ‘স্কাই স্টেডিয়াম’ |
|
গ্রুপ পর্বের শেষ ম্যাচে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ ক্লাব আল কুয়েত। এটি অনেকটা নিয়মরক্ষার ম্যাচ। গ্রুপ ‘বি’ থেকে শীর্ষ পয়েন্টধারীরাই পা রাখবে শেষ আটে। সেক্ষেত্রে লড়াইটা হবে আল সিব ও আল আনসারের মধ্যে।
এদিন ম্যাচঘড়ির ১৫ মিনিটে লিড নেওয়ার সুযোগ তৈরি হয় বসুন্ধরা কিংসের। কর্নার থেকে সিনিয়র সোহেল রানার জোরালো শট মাজিদি ওসমানের পা ছুঁয়ে পৌঁছে রাকিব হোসেনের সামনে। জাতীয় দলের এই ফরোয়ার্ড হেলায় নষ্ট করেন সুযোগ। তাঁর ডান পায়ের শট বারের অনেক ওপর দিয়ে চলে যায়। নিজের এই হেন কাণ্ডের জন্য বিরক্তিও প্রকাশ করেন ২৬ বছর বয়সী রাইট উইঙ্গার।
২০তম মিনিটে মধ্যমাঠ থেকে একপ্রকার ছোঁ মেরে বল নেন নাবীব নেওয়াজ জীবন। পাস দেন দরিয়েলতন গোমেজ নাসিমেন্তোকে। বল পেয়েই ছুটতে থাকেন ব্রাজিলীয়ান রাইট উইঙ্গার। তাঁকে থামাতে পেছন পেছন ছোটেন আনসারের চার-পাঁচজন ফুটবলার। তাতে অবশ্য কাজ হয়নি, চিতার বেগে বক্সে ঢুকে পড়েন দরিয়েলতন। ওয়ান-টু অ্যাকশনে চলে যান একপর্যায়ে। তাঁর সামনে তখন কেবল প্রতিপক্ষ গোলকিপার আসাদ। বসুন্ধরা কিংসের দুর্ভাগ্য নাকি দরিয়েলতনের—কে জানে—ব্রাজিলীয়ান উইঙ্গারের আগেই বল পৌঁছে যায় আল আনসার গোলকিপারের গ্লাভসে।
আরও পড়ুন
| ক্যানসারের কাছে হার মানলেন সাবেক ইংলিশ ফরোয়ার্ড |
|
২৯তম মিনিটে আক্রমণে ওঠে ক্লাব আল আনসার। বাংলাদেশের রক্ষণদেয়ালের আশপাশে বল ওয়ান-টু খেলতে থাকে দলটির ফরোয়ার্ডরা। বারবার চেষ্টাতেও সুযোগ হচ্ছিল না ডিফেন্সে চিড় ধরানোর। উপায়ন্তর না পেয়ে দূরপাল্লার শট নেন আবুবকর জিবরিন আকুকি। লেবানিজ মিডফিল্ডারের সে শটে চোখের শান্তির চেয়ে বিরক্তিই বেশি ঠেকেছে।
৩২তম মিনিটে একপ্রকার গোল পেয়ে যাচ্ছিল আল আনসার। বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে ওঠে দলটি। মিডফিল্ডে প্রথমে দুজনকে কাটিয়ে বল যায় ওসমানের কাছে। বল পাওয়া মাত্রই তপু বর্মনকে ড্রিবল করে বক্সের কাছে পৌঁছে যান ৩১ বছর বয়সী এই সেন্ট্রাল মিডফিল্ডার। তবে তাঁর প্রচেষ্টা বিফলে যায়—আড়াআড়ি শট বারের ডানপ্রান্ত ঘেঁষে বাইরে চলে যায়।
ওসমান ফের বিপদের কারণ হয়ে দাঁড়ান বসুন্ধরা কিংসের জন্য। এর জন্য অবশ্য বেশি দায়ী কিংস ডিফেন্ডার তাজউদ্দিন। মিডফিল্ড থেকে রফিক মাদনিনের দূরপাল্লার শট হেডে ক্লিয়ার করতে চেয়েছিলেন , হিতে বিপরীত হয়। বক্সের বাইরে চাতক পাখির মতো অপেক্ষমাণ ওসমান চেস্ট ট্র্যাপে বল নিয়ন্ত্রণে নেন। কয়েক গজ সামনে থেকে শটও নেন। কিংস এ যাত্রাতেও বেঁচে যায়। শ্বাসরুদ্ধকর মুহূর্তে দেয়াল হয়ে দাঁড়ান তপু। ওসমানের বাঁ পায়ের জোরালো শট সোজা গিয়ে লাগে বসুন্ধরা কিংস অধিনায়ক তপুর বুকে। তাতেই লক্ষ্যভ্রষ্ট হয়ে বল চলে যায় বারের অনেক ওপরে।
আরও পড়ুন
| ক্ষুব্ধ বাটলার হঠাৎ খুশি |
|
শেষ রক্ষা অবশ্য হয়নি বসুন্ধরা কিংসের। ৪৩ মিনিটে গোল হজম করে বাংলাদেশের ক্লাব। গোলবার থেকে প্রায় ১৯–২০ গজ দূরে আল আনসারের ফিলিস্তিনি ফরোয়ার্ড মোহাম্মদ হেবাউসকে ফাউল করে বসেন রাকিব। সেটপিস থেকে স্পটকিকের দায়িত্ব পড়ে হেবাউসের। তাঁর বুলেটগতির শট দারুণ হেডে জালে জড়ান আকুকি। নাইজেরীয় ফরোয়ার্ডের বল বারের সামনে পৌঁছে। সেটি ক্লিয়ার করতে গিয়ে উল্টো জালে জড়িয়ে বসুন্ধরা কিংস গোলরক্ষক শ্রাবন।
দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে লিড দ্বিগুণ করার সুযোগ তৈরি হয় ক্লাব আল আনসারের। ডি বক্সের মধ্যে এমানুয়েল টনির কড়া ট্যাকেলে মাটিতে লুটিয়ে পড়েন হেবাউস। সঙ্গে সঙ্গে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। আলি তনাই কিক নেন—বারের ডানদিকে মারা সে শট দারুণভাবে রুখে দেন শ্রাবন।
আরও পড়ুন
| নেগ্রেইরা কেলেঙ্কারিতে আবার আইনি চাপে বার্সা |
|
৭৬ মিনিটে লিড দ্বিগুণ করে ক্লাব আল আনসার। বক্সে গোলের উদ্দেশ্যে শট নেওয়ার আগে তপুর পায়ের সঙ্গে জড়িয়ে পড়ে যান আকুকি। তাতেই পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। সেখান থেকে গোল করেন হিশেম খালফাল্লাহ। যদিও রেফারির এ সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতেই পারে।
বসুন্ধরা কিংসের কফিনে শেষ পেরেক ডুকে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে। মিডফিল্ড থেকে পাওয়া বল নিয়ে বক্সের সামনে পৌঁছে যান হেবাউস। যদিও তাঁর সামনে ছিলেন তাজউদ্দিন ও টনি। বসুন্ধরার দুই মিডফিল্ডারকে ড্রিবলিং করে বাঁ প্রান্ত দিয়ে চিপ শট নেন ফিলিস্তিনি ফরোয়ার্ড। তাতেই ৩-০ গোলে হেরে চ্যালেঞ্জ লিগের কোয়ার্টারে ওঠার স্বপ্ন ফিকে হয়ে পড়ে বসুন্ধরা কিংসের।
No posts available.
২৯ অক্টোবর ২০২৫, ৩:১৩ পিএম
২৯ অক্টোবর ২০২৫, ৩:০১ পিএম

চলতি মৌসুম পর্যন্ত বার্সেলোনা অ্যাকাডেমির সঙ্গে চুক্তি হুয়ান হার্নান্দেজের। ১৮ বর্ষী এই তরুণ এরপর ফ্রি এজেন্ট হয়ে যাবেন। সুযোগটা কাজে লাগাতে চায় প্যারিস সেন্ট জার্মেইন। ফরাসি জায়ান্ট ক্লাবটির কোচ লুইস এনরিকে নজর দিয়েছেন স্পেনের তরুণ ট্যালেন্টের দিকে।
মুন্দো দেপোর্টিভো এক প্রতিবেদনে জানিয়েছে হার্নান্দেজের জন্য নতুন লক্ষ্য নির্ধারণ করেছে পিএসজি। নিজেদের মিডফিল্ডের সমস্যা সমাধান এবং দলকে আরও শক্তিশালী করতে চ্যাম্পিয়ন লিগ জয়ীরা যে কোনো মূল্যে দলে ভিড়াতে চায় স্পেন তরুণকে।
এ মুহূর্তে হ্যান্সি ফ্লিকের অধীনে নিয়মিত অনুশীলনে অংশ নিচ্ছেন হার্নান্দেজ। চলতি মাসের বার্সেলোনার মূল দলের স্কোয়াডেও ছিলেন তিনি। যদিও ন্যু ক্যাম্পের মূল দলের হয়ে এখনো অভিষেক হয়নি তাঁর। তবে হার্নান্দেজ যে বার্সার প্রিয়জন ও প্রয়োজন, তা তাঁর প্রতি ফ্লিকের আগ্রহ দেখেই বুঝা যায়।
স্প্যানিশ সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে আরও জানিয়েছে, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তি হার্নান্দেজের। এখন পর্যন্ত নতুন চুক্তি নিয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি তাঁর এজেন্ট কিংবা ন্যু ক্যাম্প কর্তৃপক্ষও এ বিষয়ে চুপ। নির্দিষ্ট সময়ের মধ্যে ন্যু ক্যাম্প কিছু না জানালে, হার্নান্দেজ ফ্রি ট্রান্সফার হয়ে পড়লে বিপাকে পড়তে হতে পারে বার্সেলোনাকে। আর এই সুযোগটাই কাজে লাগাতে চায় পিএসজি। তারা বেশ আগ্রহী হার্নান্দেজের জন্য।
একসময় বার্সেলোনার কোচ ছিলেন লুইস এনরিকে। তাঁর ভালোই জানা ক্লাবটির একাডেমি সম্পর্কে। এমনকি তিনি ব্যক্তিগতভাবে হার্নান্দেজকে মনিটরিং করেছেন। পিএসজি কোচ বেশ ভালোভাবেই জানেন, হার্নান্দেজ তাঁর কাছে এলে একে তো পিএসজির সুবিধা, তার মধ্যে স্পেন উড়তি তরুণের ভবিষ্যৎ উজ্জ্বল হবে।
হার্নান্দেজের রিলিজ ক্লোজ ৬ মিলিয়ন ইউরো। অর্থাৎ যে কোনো দল চাইলে এই টাকা খরচ করে তাঁকে দলে ভিড়াতে পারবে। তবে পিএসজির চাওয়া বার্সার সঙ্গে চুক্তি শেষ হলেই তাঁকে দলে টেনে নেবে।
দেখার বিষয় হার্নান্দেজ বার্সাতেই থাকবেন, নাকি সাবেক গুরুর ক্লাবে ভিড়বেন। এর জন্য অবশ্য অপেক্ষা করতে হবে মৌসুমের শেষ পর্যন্ত।

আগামী ১৩ নভেম্বর ঢাকায় আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচটি হচ্ছে না। বিকল্প হিসেবে নেপালকে আনছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আর ১৮ নভেম্বর ঢাকায় হবে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ।
ওই দুটি ম্যাচ খেলতে নভেম্বরের ৯ তারিখ ঢাকায় আসবেন হামজা দেওয়ান চৌধুরী। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের ম্যানেজার আমের খান।
আর জাতীয় দলের ক্যাম্প শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার থেকে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে কাল খেলোয়াড়দের রিপোর্টিংয়ের জন্য বলা হয়েছে।
নতুন কেউ দলে আসছেন কি না এ বিষয়ে আমের খান বলেছেন হংকং, চায়না ম্যাচের স্কোয়াড নিয়েই কাজ করবেন তাঁরা। তবে কোচ হাভিয়ের কাবরেরা থাকছেন না কাল থেকে। শিগগিরই স্প্যানিশ কোচ দেশে আসবেন বলে জানান জাতীয় দলের ম্যানেজার।
এএফসি বাছাইয়ে আগের দুই ম্যাচে হলুদ কার্ড দেখেন ফাহামিদুল ইসলাম। তাঁকে ভারতের বিপক্ষে ম্যাচে পাওয়া যাবে না। তবে ১৩ তারিখের প্রীতি ম্যাচে খেলতে পারবেন ইতালির ফোর্থ টায়ারের ক্লাব অলবিয়া এফসির হয়ে খেলা এই ফরোয়ার্ড। যে কারণে ফাহামিদুলের দেশে আসার বিষয়টি এখনো নিশ্চিত নয়। বাফুফের একটি সূত্রে জানা গেছে, যেহেতু ভারত ম্যাচে খেলতে পারবেন না সেহেতু ১৩ তারিখের প্রীতি ম্যাচের জন্য তাঁকে ডাকা হবে না।
হামজার ৯ তারিখের আসার বিষয়টি নিশ্চিত করেই বলেছেন আমের খান। ইংলিশ চ্যাম্পিয়নশিপে ৮ নভেম্বর হামজার দল লেস্টার সিটি ম্যাচ খেলবে নরউইচ সিটির বিপক্ষে। ওই ম্যাচটি খেলেই দেশের উদ্দেশ্যে রওনা দেবেন বাংলাদেশের 'নম্বর এইট'।
তবে শমিত সোমের দেশে আসার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। কানাডা প্রিমিয়ার লিগে তাঁর দল কাভালরি এফসি ৩ নভেম্বর ম্যাচ খেলবে। নভেম্বর উইন্ডোতে আন্তর্জাতিক বিরতির আগে সেটিই শমিতদের শেষ ম্যাচ। এরপরই তিনি দেশে আসতে পারবেন।

টানা আট হারের পর কোচ ইগর টিউডরকে গত সোমবার বরখাস্ত করেছিল জুভেন্টাস। এবার তাঁর স্থলাভিষিক্ত হয়ে যাচ্ছেন ইতালির সাবেক জাতীয় দলের কোচ লুসিয়ানো স্পালেত্তি। ইতালির সংবাদমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন স্পালেত্তিকে জুভেন্টাসের নতুন কোচ নিয়োগের বিষয়টি নিশ্চিত করে।
প্রতিবেদননে বলা হয়, স্পালেত্তির সঙ্গে জুভেন্টাসের চুক্তি চূড়ান্ত হয়েছে। প্রাথমিকভাবে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি হবে তাঁর সঙ্গে চুক্তি করবে ইতালির ক্লাবটি। তবে ক্লাবের পারফরম্যান্সে সন্তুষ্ট হলে মেয়াদ বাড়ানোর সুযোগও থাকবে। চুক্তির সব আনুষ্ঠানিকতা সেরে নেওয়ার পরই অফিসিয়াল ঘোষণা দেবে ক্লাবটি।
৬৬ বছর বয়সী স্পালেত্তি ইতালির জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে নাপোলি, রোমা, ইন্টার মিলানসহ বেশ কয়েকটি ক্লাবের কোচ ছিলেন। ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ এর জুন পর্যন্ত তিনি ইতালি জাতীয় দলের দায়িত্বে ছিলেন।
ইতালির মিলানে এক অনুষ্ঠানে স্পালেত্তি বলেন,
'জুভেন্টাসের মতো দলের দায়িত্ব পাওয়া যে কোনো কোচের জন্য বড় সম্মান। জাতীয় দলের পর আবার ক্লাব ফুটবলে ফিরতে পারলে সেটা আমার জন্য দারুণ হবে।'
সিরি'আ তে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটায় উদিনেসের বিপক্ষে মাঠে নামবে জুভেন্টাস। ধারণা করা হচ্ছে এই ম্যাচ শেষে কিংবা আগামীকাল নতুন কোচের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে তুরিনের ক্লাবটি।

কিংবদন্তিদের লোকে যুগ যুগ ধরে মনে রাখে। আর্জেন্টিনার কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনাও ফুটবলপ্রেমীদের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন।
২০২০ সালে না ফেরার দেশে পাড়ি দেওয়ার পর আর্জেন্টিনার বিশ্বচ্যাম্পিয়ন এই মহাতারকার সম্মানে পরিবর্তন করা হয় আর্জেন্টিনার একটি স্টেডিয়ামের নাম। দক্ষিণ আমেরিকার দেশটির লা প্লাতায় অবস্থিত স্টেডিয়ামটির নাম পরিবর্তন করে ম্যারাডোনার নামে রাখা হয়। এবার এই স্টেডিয়ামের নামের সঙ্গে আরও দুটি শব্দ যোগ হলো। এখন থেকে এর নাম হবে ‘দিয়েগো আরমান্দো মারাডোনা – তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন’।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) গতকাল সাধারণ অধিবেশনে আনুষ্ঠানিকভাবে লা প্লাতায় অবস্থিত স্টেডিয়ামের নতুন নাম ঘোষণা করেছে। এই সিদ্ধান্তটি আর্জেন্টিনা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এএফএ এবং বুয়েনস আইরেস প্রদেশ সরকারের মধ্যে বিদ্যমান চুক্তির ভিত্তিতে গৃহীত হয়েছে।
কিংবদন্তি ম্যারাডোনার নামের সঙ্গে আর্জেন্টিনার তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরবও এখন একসঙ্গে প্রকাশ পাবে স্টেডিয়ামটির নামকরণে। সভায় উপস্থিতিদের উদ্দেশে এএফ’এর সভাপতি ক্লদিও স্টেডিয়ামের নাম পরিবর্তনের সিদ্ধান্তের প্রতীকী তাৎপর্য তুলে ধরে বলেন, ‘যদি সবাই একমত হন তবে লা প্লাতার স্টেডিয়ামের নাম পরিবর্তন করে দেওয়া হবে ‘দিয়েগো আরমান্দো মারাডোনা – তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন’। এটি কেবল আমাদের বয়সভিত্তিক, নারী ও সিনিয়র জাতীয় দলের ঘরের মাঠই হবে না বরং লিগ ও আর্জেন্টিনা কাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আয়োজক হিসেবে কাজ করতে পারবে এটি।’
আরও পড়ুন
| গোলরক্ষক মার্টিনেজের গাড়ির ধাক্কায় মারা গেলেন হুইলচেয়ার আরোহী |
|
ওই সভা উপস্থিত ছিলেন আর্জেন্টাইন ফুটবলের কিংবদন্তি ব্যক্তিত্বরা। ১৯৭৮ ও ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী দলের প্রতিনিধি হিসেবে হাজির ছিলেন হুলিও ভিয়া, আলবার্তো তারান্তিনি, উবালদো ফিয়োল, ওমর লারোসা, লুইস ইস্লাস ও হেক্টর এনরিকে। তাঁরা সবাই জাতীয় দলের উত্তরাধিকার ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানাতে নেওয়া এই সিদ্ধান্তকে সমর্থন জানান।
বুয়েনস আইরেস সরকারের সঙ্গে চুক্তির মাধ্যমে এএফএ মারাডোনার মৃত্যুর পর ২০২০ সালের ডিসেম্বরেই স্টেডিয়ামটির নাম পরিবর্তন করেছিল। এবার নতুন নাম সংযোজনের মধ্য দিয়ে আর্জেন্টিনার জেতা তিনটি বিশ্বকাপ শিরোপার সঙ্গে এই শ্রদ্ধাঞ্জলিকে এক সূত্রে গাঁথা হলো।
এই স্টেডিয়ামে কোপা আমেরিকার ম্যাচ, বিশ্বকাপ বাছাইপর্ব, বয়সভিত্তিক প্রতিযোগিতা, পাশাপাশি অসংখ্য কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে আসছে।
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা পারফরম্যান্সে ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতান ম্যারাডোনা। জাতীয় দলে অমর হয়ে থাকার পাশাপাশি ক্লাব পর্যায়ে ন্যাপোলিরও কিংবদন্তি তিনি। ইতালির শহর নাপোলিতেও কিংবদন্তি ম্যারাডোনার সম্মানে স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে।

আগামী ১৮ নভেম্বর এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ঢাকায় আসবে ভারত। বসুন্ধরা কিংস অ্যারেনায় একই দিন মিয়ানমারের বিপক্ষে এই প্রতিযোগিতায় নিজেদের হোম ম্যাচ খেলার কথা ছিল আফগানিস্তানের। তবে শেষ খবর মিয়ানমার বাংলাদেশে আসতে রাজি নয়।
মূলত ১৮ নভেম্বর ঢাকায় ম্যাচ থাকার কারণেই ১৩ নভেম্বর বাংলাদেশের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলতে চেয়েছিল আফগানিস্তান। তবে মিয়ানমার না আসায় প্রীতি ম্যাচটি খেলবে না বলে জানিয়ে দিয়েছে আফগানিস্তান।
আফগানিস্তান না আসলেও বসে নেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৩ নভেম্বর ঢাকায় নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
আরও পড়ুন
| চ্যালেঞ্জ লিগে দ্বিতীয় ম্যাচেও হারল বসুন্ধরা কিংস |
|
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য এবং কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস আজ টি-স্পোর্টসকে বলেন, 'আমাদেরকে তাঁরা (আফগানিস্তান) জানিয়েছে যে বাংলাদেশে খেলতে আসবে না। কারণ হিসেবে বলেছে মিয়ানমার এখানে আসতে চাচ্ছে না। তবে প্রীতি ম্যাচ খেলতে নেপাল আসছে, এটা ফাইনাল।'
এর আগে গত ৬ সেপ্টেম্বর নেপালের দশরথ স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ। সে ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ৯ তারিখ পরের ম্যাচ হওয়ার কথা ছিল, রাজনৈতিক অস্থিরতায় শেষ পর্যন্ত মাঠে গড়ায়নি সেই ম্যাচ।
আর এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের খেলায় ভারতের বিপক্ষে এটি হবে ফিরতি লেগের ম্যাচ। ২৫ মার্চ প্রথম লেগে দেশটির শিলংয়ে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। ওই ম্যাচেই অভিষেক হয় হামজা চৌধুরীর।
বাছাইয়ে বাংলাদেশ খেলেছে ৪ ম্যাচ। দুটিতে হার এবং দুটিতে ড্রয়ের সুবাদে কেবল দুই পয়েন্ট বাংলাদেশের ঝুলিতে। তাতে বাছাই থেকে বিদায় নিশ্চিত হাভিয়ের কাবরেরার দলের। শীর্ষে থাকা হংকংয়ের পয়েন্ট ৮।