২৮ সেপ্টেম্বর ২০২৫, ৬:১৮ পিএম
রিয়াল মাদ্রিদ গতকাল ফিরিয়ে এনেছিল প্রায় ভুলতে বসা ৭৫ বছর আগের এক দুঃস্মৃতি। সবশেষ ১৯৫০ সালে নগর প্রতিদ্বন্দ্বিদের বিপক্ষে গুনে গুনে পাঁচ গোল হজম করেছিল তারা।
লা লিগায় আতলেতিকো মাদ্রিদের কাছে ৫-২ গোলে ভরাডুবির পর এবার আরও বড় দুঃসংবাদ পেল রিয়াল। ‘মাদ্রিদ ডার্বিতে’ ডান পায়ের মাংসপেশিতে চোট পেয়েছেন স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির অধিনায়ক ও রাইট-ব্যাক দানি কারভাহাল।
আরও পড়ুন
ফাইনালে রেফারির মান নিয়ে প্রশ্ন বাংলাদেশ কোচের |
![]() |
রিয়াল আনুষ্ঠানিকভাবে এক বিবৃতিতে জানিয়েছে,
‘আজ দানি কারভাহালের চোটের পরীক্ষার পর তার ডান পায়ের সোলিয়াস মাংসপেশিতে চোট ধরা পড়েছে।’
যদিও ঠিক কতদিন কারভাহালকে বাইরে থাকতে তা জানায়নি রিয়াল। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, অন্তত এক মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে স্প্যানিশ জায়ান্টদের এই অভিজ্ঞ ডিফেন্ডারকে।
ডার্বিতে লজ্জাজনক হারের পর কারভাহালের চোটের ধাক্কা সামাল দেওয়া এখন রিয়ালের জন্য বড় চ্যালেঞ্জ। কারণ বর্তমানে দলের দুইজন রাইট-ব্যাকই চোটে আছেন। কারভাহালের আগে এই মৌসুমে যোগ দেওয়া ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড চোটে মাঠের বাইরে আছেন। তাতে রিয়াল কোচ জাভি আলোনসোকে আগামী এক মাস বিকল্প সমাধান খুঁজতে হবে।
আরও পড়ুন
অন্তিম মুহূর্তের শটে লিভারপুলের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টল প্যালেস |
![]() |
দু’দিন পরই চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব এফসি কাইরতের মুখোমুখি হবে রিয়াল। এরপর লা লিগায় ভিয়ারিয়াল, গেতাফের পর মৌসুমের প্রথম এল ক্লাসিকো খেলবে কিলিয়ান এমবাপ্পে-ভিনিসিয়াস জুনিয়সররা। মাঝে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসকে আতিথেয়তা দেবে তারা। মৌসুমের ব্যস্ত সূচির মধ্যে দলের দুই রাইট-ব্যাককে হারানো রিয়ালের জন্য বড় আঘাত হয়েই এল।
কারভাহাল-আর্নল্ডের অনুপস্থিতিতে রক্ষণভাগের ডান পাশের দায়িত্ব পেতে পারেন ফেদে ভালভের্দে কিংবা রাউল আসেনসিও। গত মৌসুমে প্রায়ই এই জায়গায় উরুগুইয়ান মিডফিল্ডার ভালভের্দেকে খেলিয়েছেন সাবেক রিয়াল কোচ কার্লো অ্যানচেলোত্তি।
No posts available.
২৮ সেপ্টেম্বর ২০২৫, ৭:৩৮ পিএম
২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৫ পিএম
ফিফা নিয়মে, জাতীয় দলের ম্যাচের ৭২ ঘণ্টা আগে ক্লাবকে খেলোয়াড় ছাড়তে হয়। তবুও ফিটনেস ও কম্বিনেশনের কারণে জাতীয় দলে ডাক পাওয়া খেলোয়াড়দের এখনই ছাড়ছে না মোহামেডান স্পোর্টিং ক্লাব।
আগামী ৯ অক্টোবর এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। পল্টনের জাতীয় স্টেডিয়ামে গড়াবে ম্যাচটি। পাঁচ দিন পর ১৪ অক্টোবর একই প্রতিপক্ষের বিপক্ষেই অ্যাওয়ে ম্যাচ লাল সবুজের প্রতিনিধিদের।
আরও পড়ুন
২৪ মিনিটে শেষ বাংলাদেশ-হংকং ম্যাচের টিকিট |
![]() |
হংকংকের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ দুটি সামনে রেখে আজ আনুষ্ঠানিকভাবে হাভিয়ের কাবরেরার ঘোষিত ২৮ সদস্যদের স্কোয়াড প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আর সোমবার থেকে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। ক্যাম্পে শুরুর দিন থেকে মোহামেডানের খেলোয়াড়দের পাচ্ছেন না স্প্যানিশ কোচ।
২৮ জনের স্কোয়াডে সর্বোচ্চ ১১জন খেলোয়াড় বসুন্ধরা কিংসের। পাঁচজন সাদা-কালো শিবিরের। তবে তাদের এখনই ক্যাম্পের জন্য ছাড়বে না মোহামেডান।
আজ সন্ধ্যায় মোহামেডানের ফুটবলের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিব টি-স্পোর্টসকে বলেছেন, 'আমরা ৭২ ঘণ্টা আগে খেলোয়াড় ছাড়ছি না। খেলোয়াড়েরা এখন ছুটিতে। এক, দুই দিন পর তারা ক্যাম্পে আসবে। কিছু ফিটনেস ও কম্বিনেশনের ব্যাপার আছে, যে কারণে আমরা খেলোয়াড়দের ছাড়ছি না।'
আরও পড়ুন
মরার ওপর খাঁড়ার ঘা, ডার্বি হারের পর চোটের ধাক্কা রিয়ালে |
![]() |
জাতীয় দলের ক্যাম্পের জন্য খেলোয়াড়দের এখনই না ছাড়ার সিদ্ধান্তটি দলের হেড কোচ আলফাজ আহমেদের বলে জানান নকিব, 'আমাদের হেড কোচ আলফাজ আহমেদ সিদ্ধান্ত নিয়েছেন এছাড়া খেলোয়াড়দের ফিটনেসের বিষয়ে সতর্কতা অবলম্বন করতে চান তিনি।'
বাফুফে থেকে অবশ্য গত শনিবার খেলোয়াড় চেয়ে ক্লাবগুলোকে চিঠি দেওয়া হয়। বিভিন্ন সূত্রে জানা গেছে বসুন্ধরা কিংসের থেকে ডাক পাওয়া ১১জন ফুটবলারই সোমবার ক্যাম্পে যোগ দেবেন। ম্যাচটি এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের, যে কারণে গুরুত্ব বিবেচনায় ক্লাবটি নিজেদের খেলোয়াড় আগেভাগে ছাড়বে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন
ফাইনালে রেফারির মান নিয়ে প্রশ্ন বাংলাদেশ কোচের |
![]() |
হংকং ম্যাচের জন্য ঘোষিত ২৮ জনের স্কোয়াড
আবাহনী : মিতুল মারমা, ইব্রাহীম, আল আমিন, কাজেম শাহ, মোরসালিন।
মোহামেডান : সুজন হোসেন, মেহেদী হাসান, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, সুমন রেজা।
ব্রাদার্স ইউনিয়ন : জামাল ভুঁইয়া।
ফর্টিস এফসি : আব্দুল্লাহ ওমর সজীব।
পিডব্লিউডি : আরমান ফয়সাল আকাশ।
বসুন্ধরা কিংস : মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মণ, সাদ উদ্দিন, তারিক কাজী, তাজ উদ্দিন, হৃদয়, সোহেল রানা, মোঃ সোহেল রানা, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন।
লেস্টার সিটি : হামজা চৌধুরী।
কাভারলি এফসি : শমিত সোম।
ওলভিয়া কালসিও : ফাহামিদুল ইসলাম।
জর্জ ম্যাশন বিশ্ববিদ্যালয় : জায়ান আহমেদ।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে আগামী ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচকে সামনে রেখে রোববার অনলাইনে টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
২৪ মিনিটের মধ্যে টিকিট শেষ হয়ে যায় সাধারণ গ্যালারির ১৮ হাজার টিকিট। বাফুফে থেকে এই তথ্য জানিয়েছেন কম্পিটিশনস কমিটির সদস্য তাজওয়ার আওয়াল।
আরও পড়ুন
মরার ওপর খাঁড়ার ঘা, ডার্বি হারের পর চোটের ধাক্কা রিয়ালে |
![]() |
বাফুফে ভবনে রোববার টিকিট বিক্রি নিয়ে কথা বলেছেন তাজওয়ার আওয়াল।
“সাধারণ গ্যালারি ও ক্লাব হাউজের পুরো টিকিট বিক্রি হতে সময় লেগেছে ২৪ মিনিট বা প্রায় আধা ঘণ্টা। দুই জায়গা মিলে ১৯ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে।”
টিকিট বিক্রির ঘোষণা হওয়ার পরেই এভাবে টিকিট বিক্রি হওয়ায় কোনো কালোবাজারির শঙ্কা কিংবা ভিন্ন কোনো শঙ্কা আছে কিনা? এমন প্রশ্নের জবাবে আশ্বস্ত করেন তাজওয়ার।
আরও পড়ুন
ফাইনালে রেফারির মান নিয়ে প্রশ্ন বাংলাদেশ কোচের |
![]() |
“এটা শতভাগ খুশির খবর। টিকিট খুব স্মুথলি সেল হয়েছে।' সমর্থকেরা অনেকেই টিকিট পাওয়ার কথা জানিয়েছেন, সিঙ্গাপুর ম্যাচের আগে টিকিট নিয়ে তাদের মধ্যে যে হতাশা ছিল সেটা এবার নেই বলেই জানা গেছে।”
সিঙ্গাপুর ম্যাচের আগে দেখা যায় বাংলাদেশিদের পাশাপাশি বিদেশ থেকেও প্রচুর ম্যাচের টিকিট কাটা হয়েছে। হংকংয়ের বিপক্ষে ম্যাচেও বাংলাদেশের পাশাপাশি জার্মানি থেকে প্রচুর টিকেট কাটা হয়েছে বলে জানিয়েছেন তাজওয়ার আউয়াল।
আগামী ৯ অক্টোবর হোম ম্যাচ খেলার পর ১৪ তারিখ হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবেন জামাল ভূইয়ারা।
দুবার পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তারপরও টাইব্রেকারে হারের ক্ষত নিয়ে মাঠ ছাড়তে হয় গোলাম রব্বানী ছোটনের দলকে। সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে আরও একবার হারিয়ে শিরোপা জিতে নেয় প্রতিবেশী দেশ ভারত।
গতকাল কলোম্বোর রেসকোর্স স্টেডিয়ামে টাইব্রেকারে ভারতের কাছে ৪-১ ব্যবধানে হারে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ২-১ গোলে পিছিয়ে থেকে শুরু করেন নাজমুল হুদা ফয়সালরা। গোলের জন্য মরিয়া বাংলাদেশ দ্বিতীয়ার্ধে ভারতের রক্ষণে একের পর এক ভীতি ছড়ায়। গোল পেতে পেতেও বেশ কয়েকবার পাননি ফয়সাল-মানিকরা। ম্যাচের শেষ মুহূর্তে বাংলাদেশকে ২-২ গোলে সমতায় ফেরান ইহসান হাবিব রিদুয়ান।
ম্যাচে হয়ত বাংলাদেশ আরও আগেই সমতায় ফিরতে পারত। কে জানে নির্ধারিত সময়ের ১০-১৫ মিনিট আগে সমতায় ফিরলে দৃশ্যপট কেমন হতো। হয়তো ভিন্ন কোনো গল্পও লেখা হতো। এ জন্য রেফারিকেও দুষছেন কেউ কেউ। রেফারিং মান নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটনও।
আরও পড়ুন
ভারতের কাছে হেরে আবারও স্বপ্নভঙ্গ বাংলাদেশের |
![]() |
নির্ধারিত সময়ের শেষ ১০ মিনিটে দুটি পেনাল্টির আবেদন করে বাংলাদেশ। একটি তো বক্সে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের হাতে বল লাগে, বাংলাদেশের আবেদনে কোনো কর্ণপাতই করেননি রেফারি। খেলার ৯০ মিনিটের সময় দেখা যায় কর্নার থেকে মানিকের হেড লক্ষ্যেই ছিল, গোলমুখের সামনে ভারতের ডিফেন্ডার আজিম পারভিজের হাতে লাগে। সেটা হাতে না লাগলে গোলও হতে পারত। রেফারি সিদ্ধান্তটি পুনরায় বিবেচনায় নেওয়া যেত বলেই মনে করছেন অনেকে।
ম্যাচ শেষে গোলাম রব্বানী বলেন, 'শুরু থেকেই রেফারির সিদ্ধান্ত আমার কাছে প্রশ্নবিদ্ধ মনে হয়েছে। তার কিছু কিছু ভুল সিদ্ধান্ত ছেলেদের খেলা থেকে দুরে সরিয়ে দিয়েছে। এ রকম একটা ফাইনাল খেলায় আরও ভালো রেফারি এবং পরিচ্ছন্ন হওয়া উচিত।’
ফাইনালে সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের ইহসান হাবিব রিদুয়ান। রেফারি নিয়ে মাঠেই অসন্তুষ্টি প্রকাশ করেছেন। ম্যাচ শেষেও হতাশা লুকাননি, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু এটা (শিরোপা) হয়তো আমাদের রিজিকে লেখা ছিল না তাই পাইনি। আমার মতে এ রকম একটা টুর্নামেন্টে আরও ভালো রেফারি প্রত্যাশা করি।’
এই ম্যাচে বাংলাদেশ হারলেও বুক চিতিয়ে লড়াই করেছে। হার না মানার মানসিকতা দেখিয়েছে। ম্যাচ শেষে কোচ গোলাম রব্বানীর কণ্ঠেও ছিল শিষ্যদের প্রশংসা, ‘আমাদের লক্ষ্য ছিল ফাইনালে ভালো ফুটবল খেলা। পাশাপাশি খেলোয়াড়দের বাজিয়ে নেওয়া, ফাইনাল খেলার চাপ কতটা নিতে পারে সেসব দেখা, সেখানে ওরা শুরু থেকেই ভাল ফুটবল খেলে। ওরা এখনও তরুণ, ছোট ছোট ভুল ছিল যে কারণে আমরা পিছিয়ে পড়ি। তারপরও আত্মবিশ্বাস ধরে রেখে ওরা খেলায় ফিরে আসে, এমনকি ২-১ গোলে আরেকবার পিছিয়ে পড়ে শেষ মুহূর্তে সমতায় ফেরে। মনে এই টুর্নামেন্টে ছেলেরা সব মিলিয়ে ভালো ফুটবল খেলেছে।’
উন্নতির ধারা বজায় রেখে আন্তর্জাতিক পর্যায়ে একদিন ফয়সালদের হাত ধরেই বড় সাফল্য আসবে বলে মনে করেন ছোটন। রিদুয়ানরাও আপাতত চোখ রাখেছেন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে।
আরও পড়ুন
জাপানে নয়, চট্টগ্রামে মেয়েদের 'এক্সক্লুসিভ' ক্যাম্প |
![]() |
২০২৩ সালে ভুটানে হওয়া অনূর্ধ্ব-১৬ সাফের ফাইনালে ভারতের কাছে ২-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের। পরের বছর অনূর্ধ্ব-১৭ সাফের আসর বসে ভুটানে। সেবারের ফাইনালেও ভারতের বিপক্ষে একই ব্যবধানে হেরে যায় তারা। সেই ভারতের বিপক্ষে আরও একটি ফাইনালে হার দেখল বাংলাদেশ।
একেবারে শেষ মুহূর্তের শট। এডি এনকেটিয়ার এই এক শটেই ইতি ঘটল লিভারপুলের টানা ১৮ ম্যাচে অপরাজিত থাকার ধারা। ক্রিস্টল প্যালেসের বিপক্ষে শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ের অন্তিম মুহূর্তে গোল হজম করে ২-১ ব্যবধানে হারল লিভারপুল। তাতে চলতি মৌসুম প্রিমিয়ার লিগে আর্নে স্লটের দলের জয়রথও থামল।
ইসমালিয়া সারের গোলে প্রথমেই এগিয়ে যায় ক্রিস্টল প্যালেস। এরপর ম্যাচের শেষদিকে ফেডেরিকো কিয়েসার গোলের পর মনে হচ্ছিল অন্তত এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বে লিভারপুল। তবে ঘরের মাঠের সমর্থকদের উচ্ছাসে ভাসিয়ে শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে গোল করে পূর্ণ তিন পয়েন্ট ছিনিয়ে নেয় স্বাগতিকরা।
আরও পড়ুন
রিয়ালকে গুঁড়িয়ে ‘মাদ্রিদ ডার্বি’ জিতল আতলেতিকো |
![]() |
এই হারেও পয়েন্ট টেবিলে এক নম্বরে আছে লিভারপুল। ৬ ম্যাচে ৫ জয় ও ১ হারে ১৮ পয়েন্ট অল রেডদের। আর অ্যান ফিল্ডের ক্লাবটিকে হারিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এল ক্রিস্টল প্যালেস।
নিজেদের মাঠ সেলহার্স্ট পার্কে ম্যাচে লক্ষ্যে শট রাখায় লিভারপুল থেকে এগিয়ে ছিল ক্রিস্টল প্যালেসই। মোট ১৬টি শট নেয়া ক্লাবটি ৭টি রাখে গোলমুখে। বিপরীতে ২০ শট নেওয়া লিভারপুলের লক্ষ্যে শট ছিল ৭টি। আলিসনের বেকারের অসাধারণ সেভ আর প্যালেসের একাধিক শট পোস্টে লাগায় আরও আরও থেকে বেঁচে ফিরে লিভারপুল।
আরও পড়ুন
হালান্ড-আত্মঘাতীর জোড়ায় গোল উৎসব ম্যান সিটির |
![]() |
বিরতির পর লিভারপুল কিছুটা ঘুরে দাঁড়ায়। তবে প্যালেস গোলরক্ষক ডিন হেন্ডারসন দুর্দান্ত সেভ করেন—রায়ান গ্রাভেনবার্শের জোরালো শট পোস্টে ঠেলে দেন, আর কাছ থেকে ফ্লোরিয়ান ভির্টজের শটও আটকে দেন।
৯ মিনিটে লিভারপুলের বক্সের জটলা থেকে হেড করেন রায়ান খাফেনবেখ। সেখান থেকে গতিময় শটে জাল খুঁজে নেন ইসমালিয়া সার। প্রথমার্ধের বাকি সময়ও ব্যবধান বাড়ানোর কয়েববার সুযোগ আসে স্বাগতিকদের। সমতায় ফেরার সুযোগ এসেছিল লিভারপুলেরও।
দ্বিতীয়ার্ধে আক্রমণাত্বক ফুটবলে ঘুরে দাঁড়ানোর আভাস দেয় লিভারপুল। তবে সুযোগ হাতছাড়ার মহড়ায় সমতাসূচক গোলটি পাওয়া কঠিন হয়ে পড়ে মোহাম্মদ সালাহদের জন্য।
আরও পড়ুন
জাপানে নয়, চট্টগ্রামে মেয়েদের 'এক্সক্লুসিভ' ক্যাম্প |
![]() |
৮৭তম মিনিটে ভাগ্য মুখ তুলে তাকায় লিভারপুলের দিকে। একটি ক্রস হেড করে ক্লিয়ার করতে চেয়েছিলেন ক্রিস রিচার্ডস। সতীর্থের পায়ে লাগলে বল পেয়ে যান বদলি নামা চিয়েসা। তার শট কাছের পোস্ট ঘেঁষে জড়ায় জালে।
আক্রমণ-পাল্ট আক্রমণের ম্যাচটি সমতায়ই শেষ হচ্ছিল। কিন্তু একেবারে শেষ সময়ের নাটকীয়তায় জিতে যায় প্যালেস। লম্বা থ্রো এসে পরে অরক্ষিত এনকেটিয়ার পায়ে। খুব কাছ থেকে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। ভিএআরে পরীক্ষার পর গোলের বাঁশি বাজান রেফারি।
এককথায় অবিশ্বাস্য! জাভি আলোনসোর রিয়াল মাদ্রিদ চলতি মৌসুমে একটি ম্যাচও হারেনি। এমনকি প্রায় সব ম্যাচেই দাপট দেখিয়ে জিতেছে স্প্যানিশ জায়ান্টরা। শেষ পর্যন্ত রিয়ালের অপরাজিত থাকার যাত্রা শেষ হলো কিনা ‘লজ্জাজনক’ এক হারে।
লা লিগায় আজ কিলিয়ান এমবাপ্পেদের রীতিমতো উড়িয়ে-গুঁড়িয়ে ৫-২ গোলের বড় ব্যবধানে জয় পেল আতলেতিকো মাদ্রিদ। শহর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে এই জয়ে মৌসুমের প্রথম ‘মাদ্রিদ ডার্বি’ কি দাপট দেখিয়েই না জিতল দিয়েগো সিমিওনের দল।
আরও পড়ুন
হালান্ড-আত্মঘাতীর জোড়ায় গোল উৎসব ম্যান সিটির |
![]() |
ঘরের মাঠে রিয়ালকে বিধ্বস্ত করা জয়ে জোড়া গোল করেন আগের ম্যাচেই হ্যাটট্রিক করা জুলিয়ান আলভারেজ। একবার করে রিয়ালের জালে গোল উৎসবে যোগ দেন রবিন লে নরমান্ড, আলেক্সান্ডার সরলথ ও আঁতোয়ান গ্রিজম্যান। রিয়ালের হয়ে দুটি গোল করেন কিলিয়ান এমবাপে ও আর্দে গুলের।
এই হারেও অবশ্য পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। ৭ ম্যাচে ৬ জয় ও ১ হারে ১৮ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বার্সেলোনা। ১২ পয়েন্ট নিয়ে তালিকার চারে ওঠে এসেছে আতলেতিকো মাদ্রিদ।
আরও পড়ুন
জাপানে নয়, চট্টগ্রামে মেয়েদের 'এক্সক্লুসিভ' ক্যাম্প |
![]() |
ওয়ান্দা মেত্রপলিতানোয় ১৪ মিনিটেই লে নরমান্ডের হেডে প্রথমে এগিয়ে যায় আতলেতিকো। তবে সমতায় ফিরতে দেরি করেনি রিয়াল। ২৫ মিনিটে ব্যবধান ১-১ করেন এমবাপে। গুলারের থ্রু বল ধরে দুর্দান্ত ফিনিশিংয়ে জাল কাঁপান ফরাসি তারকা ফরোয়ার্ড। প্রথম গোলে সহায়তা করা গুলার ৩৬ মিনিটে রিয়ালকে লিড এনে দেন।
রোমাঞ্চ ছড়ানো ম্যাচে বিরতির আগ মূহূর্তে আতলেতিকোকে সমতায় ফেরান সরলথ। দারুণ হেডে রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়াকে পরাস্ত করেন এই ফরোয়ার্ড। উত্তাপ ছড়ানো ম্যাচে প্রথামার্ধ শেষ হয় ২-২ গোলের সমতায়।
আরও পড়ুন
ভারতের কাছে হেরে আবারও স্বপ্নভঙ্গ বাংলাদেশের |
![]() |
দ্বিতীয়ার্ধের পুরোটা সময়ই ছিল রিয়ালের জন্য ভয়ংকর এক দুঃস্বপ্ন। আর আতলেতিকোর জন্য গোল উৎসবে মাতোয়ারা হওয়ার একের পর এক উপলক্ষ্য।
শুরুটা করেন আলভারেজ। আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের দু’টি গোলই এসেছে সেট পিস থেকে। প্রথমে পেনাল্টি থেকে ব্যবধান ৩-২ করার পর অসাধারণ এক ফ্রি-কিকে জোড়া গোল পূর্ণ করেন আলভারেজ।
এরপর যোগ করা সময়ের ৩ মিনিটে বদলি নামা গ্রিজম্যানের একটি গোল রিয়ালের চূড়ান্ত বিপর্যয় নিশ্চিত করে।