ফুটবল

হ্যাকিংয়ের শিকার সাফ সম্প্রচারকারী চ্যানেল, বাংলাদেশ-নেপাল ম্যাচ দেখানো নিয়ে শঙ্কা

 
ফুটবল করেসপন্ডেন্ট
ফুটবল করেসপন্ডেন্ট
ঢাকা

২৭ আগস্ট ২০২৫, ১২:৪০ পিএম

news-details

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের ম্যাচে বুধবার বিকেল ৩টায় নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। একই ভেন্যু থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় ভারতের প্রতিপক্ষ ভুটান। দুটি ম্যাচই সরাসরি সম্প্রচারের কথা ছিল সাফের সহযোগী প্রতিষ্ঠান স্পোর্টওয়ার্কজ এর ইউটিউব চ্যানেলে।


কিন্তু এখন খেলা সরাসরি সম্প্রচার নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। কারণ হ্যাকিংয়ের কবলে পড়েছে ওই ইউটিউব চ্যানেলটি। 


এখন পর্যন্ত আসরের সবগুলো ম্যাচ সম্প্রচার করেছে স্পোর্টওয়ার্কজ। বুধবার সকালে এক বার্তায় সেই চ্যানেল হ্যাক হওয়ার কথা জানিয়েছে সাফ। ফলে আজকের দুটি ম্যাচসহ মেয়েদের এই প্রতিযোগিতা সরাসরি সম্প্রচার নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে।


আরও পড়ুন

সাফে নেপালের বিপক্ষে আজ ফিরতি লড়াই বাংলাদেশের সাফে নেপালের বিপক্ষে আজ ফিরতি লড়াই বাংলাদেশের


“আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের স্ট্রিমিং পার্টনার স্পোর্টওয়ার্কজের ইউটিউব চ্যানেলটি হ্যাক হয়েছে এবং বর্তমানে অচল রয়েছে। দুর্ভাগ্যজনক এই ঘটনা ঘটেছে একেবারে গুরুত্বপূর্ণ সময়ে, যখন সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ চলছে ও দক্ষিণ এশিয়ান ফুটবলভক্তরা অধীর আগ্রহে ম্যাচগুলো অনুসরণ করছেন।”


যত দ্রুত সম্ভব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে সাফ।


“সাফ ও স্পোর্টওয়ার্কজ জরুরি ভিত্তিতে সমস্যা সমাধানের চেষ্টা করছে এবং যত দ্রুত সম্ভব লাইভ ম্যাচ সম্প্রচারের ব্যবস্থা করা হবে।”


নারী সাফ অনূর্ধ্ব-১৭ প্রতিযোগিতাটি হচ্ছে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। তিন ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ভারত। দুই ম্যাচে জয় এবং একটিতে হরে ৬ পয়েন্ট পেয়ে বাংলাদেশের মেয়েরা আছে দুইয়ে। 


তিন থাকা নেপালের পয়েন্ট তিন। আর একটি ম্যাচও জিততে না পারা ভুটান রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে। 


আরও পড়ুন

থাইল্যান্ডে দুটি প্রীতি ম্যাচ খেলবেন ঋতুপর্ণারা থাইল্যান্ডে দুটি প্রীতি ম্যাচ খেলবেন ঋতুপর্ণারা


৬ ম্যাচ শেষে পয়েন্টে টেবিলের শীর্ষ দল শিরোপা জিতবে। সাফের সব প্রতিযোগিতায় ট্রফি থাকলেও এই একটি টুর্নামেন্টে এখনও চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ।

সর্বশেষ খবর
N/A
টিকেটের দাম অর্ধেক করে দিলো বিসিবি

১ দিন আগে

N/A
নেইমারকে না নেওয়ার কারণ জানালেন ব্রাজিল কোচ

১ দিন আগে

N/A
৮ গোল করে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামিঙ্গোর ইতিহাস

১ দিন আগে

N/A
৪ বছর পর জিম্বাবুয়ের ওয়ানডে দলে টেলর

২ দিন আগে

N/A
ঘাম ঝরিয়ে জিতলেন জোকোভিচ

২ দিন আগে

N/A
রাসেলের পাশে বসে গেইলের আরেকটু কাছে সাকিব

২ দিন আগে

N/A
উপহার পাওয়া গোলের পরও জিততে পারল না ইউনাইটেড

২ দিন আগে

N/A
এমবাপে-ভিনিসিউসের গোলে জিতল রিয়াল মাদ্রিদ

২ দিন আগে

N/A
নভেম্বরে ভারতে খেলবে মেসির আর্জেন্টিনা

৪ দিন আগে

N/A
সাকিবদের গুঁড়িয়ে সাকিবের পাশে তাহির

৪ দিন আগে

N/A
২০ বলে দিলেন মাত্র ৫ রান, তবু রেকর্ড হলো না হেনরির

৬ দিন আগে

N/A
সুয়ারেজের জোড়া পেনাল্টিতে সেমি-ফাইনালে মেসিবিহীন মায়ামি

৬ দিন আগে

N/A
ব্যাটিংয়ে হতাশার পর বোলিংয়ে উইকেট, সাকিবের ৪৯৯

৬ দিন আগে

N/A
২৯ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন ব্রিটস্কি

৮ দিন আগে

N/A
এশিয়া কাপে ভারতের সহ-অধিনায়ক গিল, নেই পান্ত

৮ দিন আগে

bottom-logo

ফুটবল

ভারতকে আবারও নিষেধাজ্ঞার হুমকি দিল ফিফা

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২৭ আগস্ট ২০২৫, ৭:৩৭ পিএম

news-details

ফুটবল ফেডারেশনে সরকারি হস্তক্ষেপের কারণে ২০২২ সালের আগস্টে নিষিদ্ধ হয়েছিল ভারত। তিন বছরের ব্যবধানে আবারও একই পরিণতির শঙ্কায় দেশটি। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) কড়া সতর্কবার্তা পাঠিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।


ফিফার পাঠানো চিঠিতে বলা হয়েছে, আগামী ৩০ অক্টোবরের মধ্যে নতুন সংবিধান প্রণয়ন করে নির্বাচন আয়োজন করতে হবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না হলে ভারতকে আবারও নির্বাসনে পাঠানো হবে। এর ফলে আগামী ১৮ নভেম্বর এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের বিপক্ষে খেলার সুযোগও হারাতে পারে ভারত।


আরও পড়ুন

নেপালকে এক হালি দিয়েও আক্ষেপ বাংলাদেশ কোচের নেপালকে এক হালি দিয়েও আক্ষেপ বাংলাদেশ কোচের


এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবেকে পাঠানো চিঠিতে ফিফা জানিয়েছে, নতুন সংবিধান চূড়ান্ত করা ও বাস্তবায়নে বারবার দেরি করায় তারা ভীষণ উদ্বিগ্ন। ২০১৭ সালে বিষয়টি ভারতের সুপ্রিম কোর্টে ওঠার পর থেকে ঝুলে আছে। এআইএফএফকে বারবার বলা সত্ত্বেও স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রশাসনিক কাঠামো তৈরি করা হয়নি। ফলে ভারতীয় ফুটবলে আইনি অনিশ্চয়তা ও অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে বলে মনে করছে ফিফা।


ফিফা নির্দেশ দিয়েছে, আগামী ৩০ অক্টোবরের মধ্যে সুপ্রিম কোর্টের রায় মেনে নতুন সংবিধান অনুযায়ী নির্বাচন আয়োজন করতে হবে। একই সঙ্গে ফেডারেশনের পরবর্তী সাধারণ সভায় নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। তবে এসব কাজ অবশ্যই স্বাধীনভাবে সম্পন্ন করতে হবে— ভারত সরকারসহ কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেবে না ফিফা।


ফিফা ও এএফসির পাঠানো চিঠি ভারতের সুপ্রিম কোর্টে জমা দেবেন কল্যাণ চৌবে। পাশাপাশি কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রীকেও বিষয়টি জানানো হবে। সুপ্রিম কোর্টকে দ্রুত রায় ঘোষণা করার অনুরোধ করবে এআইএফএফ।


আরও পড়ুন

বুফনের কাছে সেরি আ এখন ফুটবলারের জন্য 'স্টেপিং স্টোন' বুফনের কাছে সেরি আ এখন ফুটবলারের জন্য 'স্টেপিং স্টোন'


উল্লেখ্য, ২০১৭ সাল থেকে এআইএফএফের সংবিধান নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। সম্প্রতি আদালত জানিয়েছে, রায় প্রস্তুত আছে। তবে নতুন ক্রীড়ানীতি মাথায় রেখে সংবিধান প্রণয়নের জন্য রায় ঘোষণা পিছিয়ে দেওয়া হয়েছে।


তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে সবশেষ ২০২২ সালের ১৬ আগস্ট ভারতকে নিষিদ্ধ করেছিল ফিফা। তখন এআইএফএফ সভাপতি প্রফুল প্যাটেলের মেয়াদ শেষ হলেও তিনি নতুন নির্বাচন না করে দায়িত্ব চালিয়ে যাচ্ছিলেন। বিষয়টি আইনবিরোধী বলে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। এরপর আদালত প্রশাসক কমিটি নিয়োগ দিলে ফিফা ভারতকে নিষিদ্ধ করে। তবে ১০ দিন পর কমিটির কার্যাদেশ বাতিল করলে নিষেধাজ্ঞা তুলে নেয় ফিফা। অল্প সময় পরই নির্বাচনে কল্যাণ চৌবে সভাপতি নির্বাচিত হন।

bottom-logo

ফুটবল

বুফনের কাছে সেরি আ এখন ফুটবলারের জন্য 'স্টেপিং স্টোন'

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২৭ আগস্ট ২০২৫, ৬:৪২ পিএম

news-details

টানা দুইবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ ইতালিয়ান ফুটবলের সুদিন অনেকটা সময় ধরেই হারানোর পথে। একসময়ের জমজমাট সেরি আয় তাই নেই তারকাদের ভিড়। অনেকে আবার খ্যাতির দেখা পেয়েই পাড়ি জমাচ্ছেন ভিন্ন লিগে। কঠিন বাস্তবতা টের পাচ্ছেন ইতালির কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফনও। তিনি অকপটে স্বীকার করে নিয়েছেন, সেরি আ এখন আর আগের মত শক্তিশালী লিগ নয়।


বুফন যা বলেছেন, তা মোটেও ভুল নয়। এই সম্প্রতি ইতালিয়ান ডিফেন্ডার জিওভান্নি লেওনি যোগ দিয়েছেন প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলে। তার আগে সান্দ্রো তোনালি, রিকার্ডো কালাফিওরি এবং ফেদেরিকো চিয়েসার মতো খেলোয়াড়রাও পাড়ি জমিয়েছেন প্রিমিয়ার লিগের ক্লাবগুলোতে। ইতালি জাতীয় দলের ফরোয়ার্ড জিয়াকোমো রাসপাদোরি এই গ্রীষ্মে চলে গেছেন লা লিগায়। আর মাতেও রেতেগুই খেলছেন সৌদি প্রো লিগে।


আরও পড়ুন

‘চেয়ার-খেলা’ পাকিস্তান ক্রিকেটের বড় সমস্যা ‘চেয়ার-খেলা’ পাকিস্তান ক্রিকেটের বড় সমস্যা


সম্প্রতি তুত্তো মার্কাতো-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের প্রতিনিধি দলের প্রধান বাফন অবশ্য এর একটি ইতিবাচক দিকও তুলে ধরেছেন। 

“আমাদের এটা মেনে নিতে হবে যে, আজকের ফুটবল অনেক বদলে গেছে। তাই আমাদের সেই অনুযায়ী নিজেদের ফুটবল নিয়ে মূল্যায়নের পদ্ধতিতেও পরিবর্তন আনতে হবে। সেরি আ এখন আর আগের মতো খেলোয়াড়দের কাছে রেফারেন্স পয়েন্ট নয়। বরং এটা এখন এমন এক লিগে পরিণত হয়েছে, যেখান থেকে খেলোয়াড়রা অন্য লিগের বড় দলগুলোতে চলে যায়। এটা ইতালির জন্য ইতিবাচক। কারণ, যদি ছয়-সাতজন খেলোয়াড় বিশ্বের সেরা ক্লাবগুলোতে খেলে, তাহলে কিন্তু জাতীয় দলের মানও উন্নত হবে।”


সেরি আ ক্লাব এসি মিলানে খেলে বিশ্ব ফুটবলে পরিচিতি পাওয়া গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা বেশ আগেই যোগ দিয়েছেন পিএসজিতে। ফরাসি ক্লাবটির হয়ে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও এই গ্রীষ্মেই তার ক্লাব ছাড়াটা প্রায় নিশ্চিতই। প্রথমে ইতালিয়ান ক্লাব ইন্তার মিলানে পাড়ি জমানোর জোর গুঞ্জন শোনা গিয়েছিল। তবে এখন তিনি পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার দ্বারপ্রান্তে।


আরও পড়ুন

নেপালকে এক হালি দিয়েও আক্ষেপ বাংলাদেশ কোচের নেপালকে এক হালি দিয়েও আক্ষেপ বাংলাদেশ কোচের


ক্লাব বিশ্বকাপের পর থেকে আর প্রতিযোগিতামূলক ম্যাচ না খেলা দোন্নারুম্মা ইতালি জাতীয় দলের মূল গোলরক্ষক। সামনেই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বকাপ বাছাইপর্বে এস্টোনিয়া ও ইসরায়েলের বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। ফলে ক্লাবে তার ভবিষ্যৎ নিয়ে একটা সমাধান ইতালি দলের জন্যও বড় খবর হতে পারে।


বুফন অবশ্য উত্তরসূরির জাতীয় দলের অবস্থান নিয়ে নির্ভার। 

“আমি গিগিওর (দোন্নারুম্মা) সাথে দেখা করার অপেক্ষায় আছি। আমি জানি কোচ (গাত্তুসো) ইতিমধ্যে বেশ কয়েকবার তার সাথে কথা বলেছ। তারা জানেন তার ভবিষ্যৎ কী হতে পারে। আর তাই এই মুহূর্তটিকে বাদ দিলে, দোন্নারুম্মা সবসময়ই জাতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেই থাকবে।”
bottom-logo

ফুটবল

নেপালকে এক হালি দিয়েও আক্ষেপ বাংলাদেশ কোচের

 
ফুটবল করেসপন্ডেন্ট
ফুটবল করেসপন্ডেন্ট
ঢাকা

২৭ আগস্ট ২০২৫, ৬:৩০ পিএম

news-details

ম্যাচের ডেডলক ভাঙতে বাংলাদেশের সময় লাগল ৩৮ মিনিট। বিরতিতে যাওয়ার আগে দুই দল গোল করল আরও একটি করে। ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়ে ২-১ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় নেপাল। তবে দ্বিতীয়ার্ধে লাল সবুজের মেয়েদের বিপক্ষে লড়াইটুকু জমাতে পারেনি তারা। সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের কাছে হারে ৪-১ গোলে। 


দারুণ এই জয়ের পর বাংলাদেশ দলের কোচ মাহবুবুর রহমান লিটুর আছে আক্ষেপ। ক্লিনশিট রাখা গেলে আরও বেশি খুশি হতেন তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটুর মুখে চওড়া হাসি। শিষ্যদের প্রশংসার পাশাপাশি কিছুটা আক্ষেপ ঝরল লিটুর কণ্ঠে, 

‘মেয়েরা মোটামুটি ভালো খেলার চেষ্টা করেছে। তারপরও আমি বলব কিছু ভুল ছিল। তবে এটা খেলারই অংশ। আলহামদুলিল্লাহ আমরা ৪-১ গোলে জিতেছি। ম্যাচটা ক্লিনশিট রাখতে পারলে ভালো হতো।’


আরও পড়ুন

‘চেয়ার-খেলা’ পাকিস্তান ক্রিকেটের বড় সমস্যা ‘চেয়ার-খেলা’ পাকিস্তান ক্রিকেটের বড় সমস্যা


ক্লিনশিট রাখতে না পারায় বাংলাদেশের গোলরক্ষক ইয়ারজান বেগমের দায় নেই খুব একটা। ডিফেন্ডারদের ভুলের সুযোগ নিয়ে প্রথমার্ধের যোগ করা সময়ে বাংলাদেশের জাল কাঁপান নেপালের অধিনায়ক ভূমিকা বুদাথোকি। ম্যাচে ছোট-খাটো ভুল হলেও কোচ লিটু যেন মনে করিয়ে দিলেন এটা অনূর্ধ্ব-১৭ পর্যায়ের খেলা। শেখার সময়টাতে ভুল হলে সমস্যা দেখছেন না তিনি, 

‘আমাদের সামনে আরও সময় আছে। ম্যাচ বাই ম্যাচ খেলে চেষ্টা করব যাতে ভুল না হয়। তবে এই পর্যায়ের খেলায় মেয়েরা ভুল করবে স্বাভাবিক, ভুল থেকেই তারা শিখবে।’


চলমান সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় খেলায় ভারতের বিপক্ষে ২-০ গোলে হারার পর নেপালের বিপক্ষে টানা দুটি ম্যাচ জিতে নিল বাংলাদেশ। তার আগে ভুটানের বিপক্ষে জয়ের ব্যবধান ছিল ৩-১। আগামী শুক্রবার এই প্রতিযোগিতায় নিজেদের পঞ্চম ম্যাচে বাংলাদেশ খেলবে ভুটানের বিপক্ষে। আর শেষ ম্যাচে ৩১ আগস্ট বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

bottom-logo

ফুটবল

প্রীতির হ্যাটট্রিকে নেপালকে বিধ্বস্ত করল বাংলাদেশ

 
ফুটবল করেসপন্ডেন্ট
ফুটবল করেসপন্ডেন্ট
ঢাকা

২৭ আগস্ট ২০২৫, ৫:৪১ পিএম

news-details

সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্পোর্টওয়ার্কজ এর চ্যানেল হ্যাকিংয়ের শিকার হলে আজ খেলা দেখায় সাফের ইউটিউব চ্যানেল। নির্ধারিত সময়ে খেলা সরাসরি সম্প্রচার করতে পারেনি তারা। ২৪ মিনিটের পর লাইভ দেখা যায় বাংলাদেশ ও নেপাল ম্যাচ। খেলা দেখায় সমর্থকদের জন্য কিছুটা সমস্যা তৈরি হলেও কাঙ্ক্ষিত জয় ঠিকই পেয়েছে বাংলাদেশের মেয়েরা।


সুরভী আকন্দ প্রীতির দুর্দান্ত হ্যাটট্রিকে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ফিরতে দেখায় নেপালকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। সুরভীর হ্যাটট্রিক ছাড়াও গোল পেয়েছেন থুইনুইয়ে মারমা। প্রতিযোগিতায় প্রথম দেখায় নেপালকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল কোচ মাহবুবুর রহমান লিটুর দল।


আজ ভুটানের থিম্পুর চাংলিনিথাং স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বল নিয়ন্ত্রণে রেখে নেপালের রক্ষণে বার বার হানা দিতে থাকে বাংলাদেশ। তবে সাফল্য পেতে অপেক্ষা করতে হয় ৩৯ মিনিট পর্যন্ত।


৩২ মিনিটে প্রীতির রক্ষণছেঁড়া পাস, নেপালের গোলরক্ষক লাক্সমি ওলি এগিয়ে আসার আগে বলের নাগাল পাননি আলপি। তিন মিনিট পর আলপির ক্রসে এবার গোলমুখের সামনে বলে পা ছোঁয়াতে পারেননি প্রীতি।


আরও পড়ুন

রিয়ালের পর লেভারকুসেনে ইতিহাস গড়ার স্বপ্ন ভাসকেজের রিয়ালের পর লেভারকুসেনে ইতিহাস গড়ার স্বপ্ন ভাসকেজের


৩৭ মিনিটে মাঝ মাঠ থেকে প্রতিপক্ষের কয়েকজনকে কাটিয়ে বক্সে ঢুকে পড়েন প্রীতি। এই ফরোয়ার্ডের কাছ থেকে বল পেয়ে অবশ্য নেপালের গোলরক্ষকের শরীর বরারবর মারেন আলপি। তবে পরের মিনিটে আর ভুল করেননি থুইনুইয়ে। কয়েকজনের বাধা পেরিয়ে ডান দিক দিয়ে বক্সে ঢুকে সোজা নিচু শটে নেন, লাক্সমির পায়ের নিচ নিয়ে বল জড়ায় জাল। খেলায় ১-০ গোলে লিড নেয় বাংলাদেশ।


৪০ মিনিটে বাংলাদেশের রক্ষণ ফাঁকি দিয়ে বল নিয়ে এগিয়ে যান নেপালের ইয়াম কুমারি, সামনে গোলরক্ষক ইয়ারজান বেগম। তবে বিপজ্জনক হওয়ার আগেই পেছন থেকে দৌড়ে দারুণ ট্যাকল করেন অর্পিতা। বিরতির আগেমুহূর্তে লিড দ্বিগুণ করেন প্রীতি। ৪৫ মিনিটে নেপালের দুই ডিফেন্ডার সামঝানা চান্দ ও মায়া শ্রেষ্ঠকে বোকা বানিয়ে প্রীতির পায়ে বল তুলে দেন মামনি চাকমা। বাম প্রান্ত দিয়ে বক্সে ঢুকে চিপ শটে গোলরক্ষকের মাথার উপর দেয়ে জালে বল জড়ান প্রীতি। 


প্রথমার্ধের যোগ করা সময়ের দুই মিনিটের মাথায় ডিফেন্ডারদের ভুলে গোল হজম করে বাংলাদেশ। ববিতা কার্কির কর্নার থেকে বল পুরোপুরি ক্লিয়ার করতে ব্যর্থ হন আলপি। বক্সের সামনে বল পেয়ে সোজা গোলে শট নেন নেপালের ফরোয়ার্ড রাবিনা। সেটি সহজেই আটকান মমিতা খাতুন। তবে বল তখনও নিজেদের বক্সে, সেখান থেকে বল ক্লিয়ার করবেন এ নিয়ে দ্বিধা দেখা যায় বাংলাদেশের তিন ডিফেন্ডার সুরভী রানী, ক্রানুচিং মারমা ও অর্পিতার মধ্যে। সেই সময় দৌড়ে এসে গতিময় শটে লক্ষ্যভেদ করেন নেপালের অধিনায়ক ভূমিকা বুদাথোকি। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় টিটুর দল।


৫০ মিনিটে সমতায় ফেরার সুযোগ হাতছাড়া করেন নেপালের অধিনায়ক। সামনে ছিলেন কেবল বাংলাদেশের গোলরক্ষক ইয়ারজান, তবে ভূমিকা বল মারেন পোস্টের বাইরে দিয়ে। ৫৫ মিনিটে নেপালের দুই ডিফেন্ডারকে কাটিয়ে প্রতিপক্ষের বিপদসীমায় ঢুকে পড়েন পূর্ণিমা মারমা, যদিও তার নেওয়া শট বাইরে দিয়ে যায়।


৬৭ মিনিটে আলপিকে তুলে কোচ রিয়াকে বদলি হিসেবে নামান কোচ টিটু। পরের মিনিটে গোলরক্ষককে পরাস্ত করতে পারলেই গোল পেতে পারতেন পূর্ণিমা। দ্বিতীয় প্রচেষ্টায় প্রীতিও পড়েন নেপালি ডিফেন্ডারদের বাধার মুখে।

আরও পড়ুন

পুরোনো কোচকে নতুন করে ফেরাল আফগানিস্তান পুরোনো কোচকে নতুন করে ফেরাল আফগানিস্তান


এ সময় একের পর এক আক্রমণ শানায় বাংলাদেশ। টানা তিনটি কর্নারও আদায় করে নেয় দল। সবশেষটি থেকে গোলও আদায় করেন প্রীতি। ৭০ মিনিটে মামনি চাকমার কর্নার থেকে গোলমুখের সামনে আলতো টোকায় বল জালে জড়ান প্রীতি। নেপালের বিপক্ষে আগের ম্যাচেও গোল পেয়েছিলেন এই ফরোয়ার্ড।


৩-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর গোলের ক্ষুধা যেন বাংলাদেশকে আরও পেয়ে বসে। নেপালের ডিফেন্ডারদের ব্যস্ত সময় উপহার দেন বাংলাদেশের মেয়েরা। চাপ ধরে রেখে ৮৬ মিনিটের মাথায় ব্যবধান আরও বাড়ান প্রীতি। সেই সঙ্গে ম্যাচে নিজের হ্যাটট্রিকও পূর্ণ করেন তিনি। ডানপ্রান্ত দিয়ে ঢুকে নেপালের দুই ডিফেন্ডারকে কাটিয়ে প্রীতির কাছে পাস দেন পূর্ণিমা। গোলমুখের সামনে থেকে সহজেই জাল কাঁপান প্রীতি। এই নিয়ে টুর্নামেন্টে ৫ গোল হলো তার। শেষ পর্যন্ত ৪-১ গোলের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।


এই জয়ে চার ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৯, টেবিলের দুইয়ে তারা। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা ভারতের অর্জন সমান ৯ পয়েন্ট। সন্ধ্যা ৬টায় তাদের মোকাবিলা করবে ভুটান। চার ম্যাচ শেষে তিন হার এবং এক জয়ে পয়েন্ট নিয়ে টেবিলের তিনে নেপালের। এখন পর্যন্ত কোনো পয়েন্ট পায়নি স্বাগতিক ভুটান।


প্রতিযোগিতায় বাংলাদেশের পরের ম্যাচ আগামী পরশু, প্রতিপক্ষ ভুটান। যাদেরকে  প্রথম দেখায় ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

bottom-logo

ফুটবল

রিয়ালের পর লেভারকুসেনে ইতিহাস গড়ার স্বপ্ন ভাসকেজের

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২৭ আগস্ট ২০২৫, ৪:০২ পিএম

news-details

রিয়ালে মাদ্রিদের সিনিয়র দলে যখন অভিষেক হয়, তখন ক্যারিয়ারে ছিল না বড় অর্জন। তবে স্প্যানিশ ক্লাবটিতে লম্বা এক অধ্যায়ে অসংখ্য শিরোপা জিতে লুকাস ভাজকেজ নাম লিখিয়েছেন লেভারকুসেনে। অভিজ্ঞ এই ফুটবলারের আশা, রিয়ালের ধারা বজায় রেখে জার্মানিতেও ইতিহাস গড়তে পারবেন তিনি। 


চলতি বছরের ক্লাব বিশ্বকাপে খেলে রিয়ালকে বিদায় জানান ভাজকেজ। তার আগে ক্লাবটির হয়ে ৪০০-এর বেশি ম্যাচ খেলে ১০ বছরের ক্যারিয়ারে ২৩টি শিরোপা জিতেছেন তিনি, যার মধ্যে রয়েছে চারটি লা লিগা ও পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ।


লেভারকুসেনে যোগ দিয়ে ভাজকেজ তাই শুনিয়েছেন বড় স্বপ্নের কথাই। 

“আমি বায়ার লেভারকুসেনে যাত্রা শুরু করার জন্য মুখিয়ে আছি। আমার সাবেক কোচ কোচ জাবি আলোনসো এবং আমার সাবেক সতীর্থ দানি কারভাহাল এই ক্লাবের ব্যাপার অনেক ইতিবাচক কথা বলেছে। তাছাড়া ম্যানেজমেন্টের সাথে আলোচনার পর বুঝতে পেরেছি, এই ক্লাবটি জেতার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আর তাদের এই মানসিকতা আমার লক্ষ্য ও প্রত্যাশার সঙ্গে শতভাগ মিলে যায়।”


আরও পড়ুন

এই সিনারই টেনিস ছেড়ে দেওয়ার কথা দেন মা-বাবাকে এই সিনারই টেনিস ছেড়ে দেওয়ার কথা দেন মা-বাবাকে


রিয়ালের যুব একাডেমিতে বেড়ে ওঠা ভাসকেজ ক্লাবের সিনিয়র দলে অভিষেকের আগে এক মৌসুম ধারে খেলেন স্প্যানিশ ক্লাব এস্পানিওলে। এরপর ২০১৫ সালে ফিরে আসেন চেনা ঠিকানায়। জিনেদিন জিদানের কোচিংয়ে রিয়ালের টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন তিনি। তবে গত দুই মৌসুম ধরে ক্রমেই দলে অনিয়মিত হয়ে পড়েন তিনি। মূলত উইঙ্গার হলেও খেলতে হয়েছে ডিফেন্ডার হিসেবে।


এবার তাই নতুন চ্যালেঞ্জ নিয়ে পাড়ি জমিয়েছেন লেভারকুসেনে, যারা গত মৌসুমে বুন্দেসলিগায় দ্বিতীয় স্থান অর্জন করেছিল। আর এর আগের মৌসুমে রিয়ালের বর্তমান কোচ আলোনসোর অধীনে তারা লিগে চ্যাম্পিয়ন হয়। তার বিদায়ের পর স্থলাভিষিক্ত হয়েছেন এরিক টেন হাগ। চলতি মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে হফেনহাইমের কাছে ২-১ গোলে হেরেছে লেভারকুসেন।

ফুটবল থেকে আরও পড়ুন

bottom-logo