ফুটবল

স্লটের আগমনে লিভারপুলে ইতি ঘটছে সালাহ অধ্যায়ের?

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২ সেপ্টেম্বর ২০২৪, ৮:৫৭ এম

news-details

ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে কী দারুণ একটা ম্যাচই না খেলেছেন মোহাম্মেদ সালাহ। সতীর্থদের দিয়ে দুটি গোল করানোর পাশাপাশি নিজে করেছেনও একটি। এমন ম্যাচের পর অবশ্য সমর্থকদের হৃদয় ভাঙার মতই বার্তা দিয়েছেন মিশরীয় তারকা। ইঙ্গিত দিয়েছেন মৌসুম শেষে অ্যানফিল্ড ছাড়ার।

এই মৌসুমের শুরুটা বেশ ভালোই করেছেন সালাহ। বয়সের ভারে নুড়িয়ে পড়ছেন না, বরং মৌসুমের বিরতিতে নিজেকে করেছেন আরও বেশি ফিট। মাঠে তার উপস্থিতি অন্তত তাই বলে। এখন পর্যন্ত তিন ম্যাচে ৩ গোলের পাশাপাশি করেছেন তিন অ্যাসিস্টও।


আরও পড়ুন: মুখ লুকাচ্ছেন মালিক, উল্টো রথেই ছুটছে টেন হাগের দল


অবাক করা ব্যাপার এমন নজর কাড়া পারফরম্যান্সের পরও ক্লাব থেকে নতুন চুক্তি নিয়ে কোনো কথাই যে বলছে না সালাহ’র সাথে। এই মৌসুমেই যে লিভারপুল ফরোয়ার্ডের চুক্তির মেয়াদ শেষ হবে। গ্রীষ্মকালীন দলবদলের সময়েও সালাহকে ধরে রাখা বা ছেড়ে দেওয়া নিয়ে চুপচাপই ছিল লিভারপুল।

ক্লাবের এমন নিরবতায় সালাহ তাই আভাস পাচ্ছেন বিদায়ের। “ওল্ড ট্রাফোর্ডে যখন মাঠে নামছিলাম, তখন সবাইকে বলছিলাম যে এখানে এটাই হয়তো আমার শেষবার আসা। ক্লাবে এখনো কেউই এখনো নতুন চুক্তি নিয়ে আমার সাথে কথা বলেনি, তাই আমিও খুব একটা ভাবছি না। আমি আমার শেষ মৌসুমটা খেলি পরেরটা পরে দেখা যাবে।”


Download Now

নুতুন কোচ আর্নে স্লট আসার পর থেকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল সালাহ’র এটাই হয়তো শেষ মৌসুম। কয়েক দিন আগে তো ইঙ্গিতও দিয়েছিলেন অভিজ্ঞদের পারফরম্যান্স দিয়েই নতুন চুক্তি আদায় করে নিতে হবে।

ইউনাইটেডের সাথে বড় জয়ের পর আবারও ঘুরে ফিরে এসেছে একই প্রশ্ন। যার উত্তর অস্পষ্টই রেখেছেন ডাচ কোচ। “এখানে অনেক যদি কিন্তু আছে, তবে এই মুহূর্তে তাকে আমি দলে পেয়ে খুশি, সে বেশ ভালো খেলছে। খেলোয়াড়দের চুক্তি নিয়ে আমি কথা বলি না, তবে সে কেমন খেলেছে সেটা নিয়ে আমি ঘণ্টার পর ঘণ্টা কথা বলতে পারি।”

গত সেপ্টম্বরেও সালাহ’র দল ছাড়ার বেশ গুঞ্জন ওঠেছিল। সৌদি ক্লাব আল ইত্তিহাদের করা ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব অবশ্য সেবার ক্লাব কর্তারা ফিরিয়ে দিয়েছিল।

No posts available.

bottom-logo