দুই দিন আগে চ্যাম্পিয়নস লিগের গালাতাসারায়ের বিপক্ষে হারের ম্যাচে চোট পান লিভারপুল গোলরক্ষক আলিসন বেকার। ৫৬ মিনিটে আলিসনকে বদলি করে মাঠে নামানো হয় জর্জি মামারদাশভিলিকে।
আজ লিভারপুল কোচ আর্নে স্লট জানিয়েছেন, আবারও হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন আলিসন। কাল চেলসির বিপক্ষে তাঁকে পাওয়া যাবে না এটা নিশ্চিতই। আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের সঙ্গেও যাওয়া হচ্ছে না ব্রাজিলের এই গোলরক্ষকের।
প্রিমিয়িার লিগে কাল গুরুত্বপূর্ণ ম্যাচে আলিসনকে পাচ্ছে না লিভারপুল। তাঁর জায়গায় গ্রীষ্মে ভ্যালেন্সিয়া থেকে যোগ দেওয়া জর্জি মামারদাশভিলিকে দেখা যেতে পারে ম্যাচের শুরু থেকে। শোনা যাচ্ছিল, আলিসনের এই চোট তাঁকে অন্তত আট ম্যাচের জন্য ছিটকে দিতে পারে। যদিও স্লট এখনই এতটা এগোতে চাননি।
আরও পড়ুন
আলজেরিয়া জাতীয় দলে জিদানের ছেলে লুকা |
![]() |
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্লট বলেন, ‘আলিসন আগামীকালের দলে নেই এবং জাতীয় দলের সঙ্গেও ব্রাজিলে যাচ্ছেন না। তিনি শনিবার খেলবেন না। আমি অবাক হব, যদি আন্তর্জাতিক বিরতির পর প্রথম ম্যাচেই তাকে পাওয়া যায়। তবে তার পুনর্বাসন প্রক্রিয়ার গতি কেমন হয়, সেটা দেখার বিষয়।’
আলিসনের চোট লিভারপুলের জন্য বড় ধাক্কা হলেও, কোচ কিছুটা স্বস্তির খবরও দিয়েছেন। গালাতাসারাইয়ের বিপক্ষে একই ম্যাচে চোট পাওয়া ফরাসি ফরোয়ার্ড হুগো একিতিকে এবং ইতালিয়ান ফরোয়ার্ড ফেদেরিকো কিয়েসা আবারও অনুশীলনে ফিরেছেন। স্লট বলেছেন, ‘হুগো (একিতিকে) আজ অনুশীলন করছে, একইভাবে ফেদেরিকোও (কিয়েসা)। আশা করছি তাদের পাওয়া যাবে।’
তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন আলিসন। তাঁর অনুপস্থিতিতে প্রিমিয়ার লিগে প্রথমবার লিভারপুলের শুরুর একাদশে দেখা যেতে পারে মামারদাশভিলিকে। এই জর্জিয়ান গোলরক্ষকের ওটর আস্থার কথা বললেন স্লট, ‘আমরা জানতাম, আমরা একজন মানসম্পন্ন গোলরক্ষক এনেছি। সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচে সে দেখিয়েছে, কতটা ভালোভাবে আমাদের ক্লাবের পরিবেশে মানিয়ে নিয়েছে। এখন তার সুযোগ এসেছে প্রমাণ করার।’
কোচ আরও বলেন, ‘আলিসনের জায়গায় অতীতে কাওইমকে (কেলাহার) অনেকবার খেলতে হয়েছে। এবার সেই দায়িত্ব পড়বে মামারদাশভিলির ওপর। আলির (আলিসন) ব্যাপারে আমি চিকিৎসক নই, তাই নিশ্চিত করে কিছু বলতে পারছি না। তবে আমাদের চিকিৎসক দল বিষয়টি দেখছে।’
গত দুই মৌসুমেই চোটে পড়ে বেশ কিছু ম্যাচে মাঠের বাইরে ছিলেন আলিসন। গত মৌসুমে অক্টোবরের শুরু থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত টানা দুই মাস মাঠের বাইরে ছিলেন হ্যামস্ট্রিংয়ের চোটে।
No posts available.
গত মাসে আন্তর্জাতিক বিরতির পর লামিন ইয়ামালের চোট নিয়ে মুখোমুখি অবস্থানে পৌঁছে গিয়েছিল স্পেন জাতীয় ফুটবল দল ও ফুটবল ক্লাব বার্সেলোনা। আবারও তাকে নিয়েই সামনের দুই ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে।
বিশ্বকাপ বাছাইয়ে জর্জিয়া ও বুলগেরিয়ার বিপক্ষে সামনের দুই ম্যাচের জন্য শুক্রবার ২৬ জনের দল ঘোষণা করেছেন স্পেন কোচ। বিস্ময়করভাবে আগের দুই ম্যাচের অধিনায়ক আলভারো মোরাতাকে রাখেননি তিনি।
জাতীয় দলে যোগ দেওয়ার আগে বার্সেলোনার হয়ে আরেকটি ম্যাচ খেলবেন ইয়ামাল। চোটের কারণে এই দলে নেই অ্যাথলেটিক বিলবাওয়ের নিকো উইলিয়ামস, রিয়াল মাদ্রিদের দানি কার্ভাহাল এবং বার্সেলোনার গাভি ও ফার্মিন লোপেস।
নিজেদের ঘরের মাঠে আগামী ১১ অক্টোবর জর্জিয়া ও পরে ১৪ অক্টোবর বুলগেরিয়ার মুখোমুখি হবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন।
বিশ্বকাপের ইউরোপিয়ান অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে দুই ম্যাচে শতভাগ সাফল্যে ৬ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে আছে স্পেন।
স্পেন স্কোয়াড
গোলরক্ষক: উনাই সিমন, ডেভিড রায়া, অ্যালেক্স রেমিরো
ডিফেন্ডার: গ্রিমালদো, কুকুরেল্লা, পাউ কুবারসি, ভিভিয়া, লা নরমান্দ, মার্কাস লরেন্তে, পেদ্রো, ডিন হুইসেন
মিডফিল্ডার: রদ্রিগো, দানি ওলমো, মিকেল মেরিনো, জুবিমেন্ডি, অ্যালেক্স গার্সিয়া, পেদ্রি, অ্যালেক্স বায়েনা, পাওলো বারিওস
ফরোয়ার্ড: মিকেল ওয়ারজাবাল, ফেররান তরেস, ভেরেমি, লামিন ইয়ামাল, সামু, জর্জ ডি ফ্রুটোস, হেসুস রদ্রিগেজ
বার্সেলোনার তারকা ফুটবলার লামিন ইয়ামালের মা শিলা এবানা লন্ডনে একটি বিশেষ চ্যারিটি ক্রিসমাস ডিনারের অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠান হবে আগামী ৭ নভেম্বর, লিওনার্ডো রয়্যাল হোটেল লন্ডন সিটিতে। আয়োজনকারীরা এটিকে ‘অবিস্মরণীয় ক্রিসমাস স্পোর্টস ডিনার গালা হিসেবে বর্ণনা করেছেন।
জেন সি ইভেন্টস, যারা এই ডিনারের আয়োজন করছে, তারা বলেছে, আমাদের জন্য এটা সম্মানের বিষয়, আমরা প্রথমবার শিলার সঙ্গে কাজ করছি। এটি হবে একটি দারুণ সন্ধ্যা, যেখানে অতিথিরা শিলার সঙ্গে সাক্ষাৎ এবং আলাপের সুযোগ পাবেন। আমরা সব বিস্তারিত প্রকাশ করছি না, তবে লন্ডনে এক রাতের জন্য বিশ্বের সেরা ফুটবলারের মায়ের সঙ্গে এটি একটি বিশেষ অভিজ্ঞতা হবে।’
ইয়ামালের মায়ের সঙ্গে ডিনারের টিকিটের দাম ১৩০ থেকে ২৮৯ পাউন্ড পর্যন্ত। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১ হাজার থেকে ৪৭ হাজার পর্যন্ত গুনতে হবে টাকা।
ডিনারে যেখানে অন্তর্ভুক্ত থাকবে শ্যাম্পেইন, তিন-কোর্সের ডিনার, অবিরাম বিনোদন ও ডিজে, অন্যান্য ক্রীড়াপ্রিয় ব্যক্তিত্বদের সঙ্গে নেটওয়ার্কিং এবং ফটো নেওয়ার সুযোগ।
এই ঘোষণার পর স্পেনে কিছু সমালোচনা হলেও, সাবেক রিয়াল বেতিস খেলোয়াড় বেনজামিন জারান্ডোনা জানিয়েছেন, শিলা কেবল অতিথি হিসেবে যোগ দিচ্ছেন। জারান্ডোনা বলেছেন, ‘জেন সি ইভেন্টস আমাকে এই চ্যারিটি ডিনারের বিষয়ে যোগাযোগ করেছিল। তারা আমাকে জিজ্ঞেস করেছিল শিলা কে লন্ডনে এনে দেওয়া সম্ভব কি না। আমি বিষয়টি দেখব বলেছিলাম। চুক্তি হয়েছে, এবং আমরা কেবল অতিথি হিসেবে উপস্থিত থাকব। যেটা প্রকাশ করা হয়েছে তা কিছুটা বিস্ময়কর।’
এই এক রাতের বিশেষ অনুষ্ঠান ক্রীড়া ও চ্যারিটি প্রেমীদের জন্য হয়ে উঠবে এক স্মরণীয় সন্ধ্যা, যেখানে সুযোগ মিলবে প্রিয় তারকার পরিবারের সঙ্গে সাক্ষাতের।
আন্তর্জাতিক বিরতিতে দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড। তবে কোচ টুখেলের ২৪ জনের দলে জায়গা হয়নি তিন তারকা- জুড বেলিংহাম, ফিল ফোডেন ও জ্যাক গ্রিলিশের।
আর্সেনালের বুকায়ো সাকা, ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের জ্যারড বোয়েন দলে জায়গা পেয়েছেন। এ ছাড়া অ্যাস্টন ভিলার ফরোয়ার্ড ওলি ওয়াটকিন্সকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
ইংল্যান্ড ৯ অক্টোবর ওয়েম্বলি স্টেডিয়ামে ওয়েলসের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে। তার পাঁচ দিন পরে লাটভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে। সে ম্যাচ খেলতে লাটভিয়া সফরে যাবেন টুখেলের শিষ্যরা।
আরও পড়ুন
ব্রাজিলের সঙ্গেও যাচ্ছেন না আলিসন, মাঠে ফিরবেন কবে |
![]() |
চোট কাটিয়ে রেয়াল মাদ্রিদের হয়ে পুনরায় মাঠে ফিরেও বেলিহামকে দলে না রাখা যেন কিছুটা অবাক করা ব্যাপারও। তাঁর পাশাপাশি ম্যানচেস্টার সিটি তারকা ফিল ফোডেন এবং এভারটনে দারুণ ছন্দে থাকা জ্যাক গ্রিলিশকে না ডাকা।
ইউরোপের বিশ্বকাপ বাছাইয়ে ‘কে’ গ্রুপে থাকা ইংল্যান্ড এখনো অপরাজিত। ৫ ম্যাচে ১৫ পয়েন্ট অর্জন করে টেবিলের শীর্ষে তারা।
ইংল্যান্ড দল-
গোলরক্ষক: ডিন হেন্ডারসন (ক্রিস্টাল প্যালেস), জর্ডান পিকফোর্ড (এভারটন), জেমস ট্রাফোর্ড (ম্যানচেস্টার সিটি)
ডিফেন্ডার: ড্যান বার্ন (নিউক্যাসল ইউনাইটেড), মার্ক গুয়েহি (ক্রিস্টাল প্যালেস), রিস জেমস (চেলসি), এজরি কনসা (অ্যাস্টন ভিলা), মাইলস লুইস-স্কেলি (আর্সেনাল), জ্যারেল কোয়ানশাহ (বায়ার লেভারকুসেন), ডজেড স্পেন্স (টটেনহ্যাম হটস্পার), জন স্টোনস (ম্যানচেস্টার সিটি)
মিডফিল্ডার: এলিয়ট অ্যান্ডারসন (নটিংহাম ফরেস্ট), মরগান গিবস-হোয়াইট (নটিংহাম ফরেস্ট), জর্ডান হেন্ডারসন (ব্রেন্টফোর্ড), রুবেন লফটাস-চিক (এসি মিলান), ডেক্লান রাইস (আর্সেনাল), মরগান রজার্স (অ্যাস্টন ভিলা)
আরও পড়ুন
আলজেরিয়া জাতীয় দলে জিদানের ছেলে লুকা |
![]() |
ফরোয়ার্ড: জ্যারড বোয়েন (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড), এবেরেচি ইজে (আর্সেনাল), অ্যান্থনি গর্ডন (নিউক্যাসল ইউনাইটেড), হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ), মার্কাস রাশফোর্ড (বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড থেকে লোন), বুকায়ো সাকা (আর্সেনাল), ওলি ওয়াটকিন্স (অ্যাস্টন ভিলা)।
প্রথমবারের মতো আলজেরিয়া জাতীয় দলে ডাক পেয়েছেন ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান। ২০২৬ ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের খুব কাছাকাছি রয়েছে আলজেরিয়া।
আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ৯ অক্টোবর সোমালিয়া ও ১৪ অক্টোবর উগান্ডার মুখোমুখি হবে আলজেরিয়া। আসন্ন ম্যাচ দুটির জন্য বৃহস্পতিবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেতকোভিচ।
২৭ বছর বয়সি লুকা জিদান একজন গোলকিপার। তিনি ফ্রান্সের হয়ে যুব দলে খেলেছেন, তবে কখনো সিনিয়র জাতীয় দলে খেলেননি। তার বাবার পারিবারিক সূত্র ধরে লুকা জিদান আলজেরিয়ার হয়ে খেলার যোগ্যতা অর্জন করেন। দুই সপ্তাহ আগে জিদানের ছেলেকে দেশের প্রতিনিধিত্ব পরিবর্তনের অনুমতি দেয় ফিফা।
লুকা আগে স্প্যানিশ ক্লাব রেয়াল মাদ্রিদের হয়ে খেলতেন, যখন তার বাবা জিনেদিন জিদান সেই দলের হেড কোচ ছিলেন। বর্তমানে লুকা স্পেনের দ্বিতীয় বিভাগের দল গ্রানাদার হয়ে খেলছেন।
বিশ্বকাপ বাছাইয়ে আলজেরিয়া ‘জি’ গ্রুপের শীর্ষ দল। দুইয়ে থাকা উগান্ডার চেয়ে চার পয়েন্টে এগিয়ে। আগামী সপ্তাহে দুই ম্যাচের যেকোনো একটিতে জিতলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে যাবে আলজেরিয়ার।
আলজেরিয়া এখন পর্যন্ত চারটি বিশ্বকাপ খেলেছে এবং সর্বশেষ ২০১৪ সালে তারা শেষ ষোলোতে পৌঁছেছিল।
জিনেদিন জিদান ফ্রান্সের জার্সিতে তিনটি বিশ্বকাপ খেলেছেন। ১৯৯৮ সালে ফ্রান্সে অনুষ্ঠিত বিশ্বকাপে শিরোপা জিতেছিলেন এবং ২০০৬ সালে ফাইনালে হেরে যান। সেই ফাইনালে অতিরিক্ত সময়ে ইতালির ডিফেন্ডার মার্কো মাতেরাজ্জিকে মাথা দিয়ে আঘাত করার কারণে তিনি লাল কার্ড দেখেছিলেন। বিশ্বকাপ ইতিহাসের অন্যতম স্মরণীয় ঘটনার পর আর খেলোয়াড়ি জীবনের ইতি টানেন জিদান।
ইতালির বিশ্বকাপজয়ী অধিনায়ক ও কিংবদন্তি ডিফেন্ডার ফাবিও ক্যানাভারো নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে তিনি উজবেকিস্তান ফুটবল দলের প্রধান কোচ হওয়ার ব্যাপারে সম্মত হয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও ইতালির স্বনামধন্য ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, ক্যানাভারোর চুক্তি স্বাক্ষরও হয়ে গেছে, বাকি শুধু আনুষ্ঠানিক ঘোষণা।
ধারণা করা হচ্ছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। ২০০৬ সালের জার্মান বিশ্বকাপে ইতালির অধিনায়ক হিসেবে ট্রফি উঁচিয়ে ধরেন ক্যানাভারো। একই বছর ব্যক্তিগত পুরস্কার ফুটবলের সর্বোচ্চ সম্মান ব্যালন ডি’অর জেতেন তিনি। ডিফেন্ডার হয়েও এত বড় সাফল্য তাঁকে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
আরও পড়ুন
আফঈদাদের ক্যাম্প পরিদর্শন করলেন বাফুফে সভাপতি |
![]() |
তবে খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে এসে পথটা সব সময় মসৃণ ছিল না ক্যানাভারোর। এপ্রিলে ক্রোয়েশিয়ার ক্লাব দিনামো জাগরেব থেকে বরখাস্ত হওয়ার পর থেকে তিনি বেকার ছিলেন।
এশিয়ার ফুটবলে ক্যানাভারো অপরিচিত নন। সাবেক জুভেন্টাস তারকা কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন চাইনিজ সুপার লিগের দল গুয়াংজু এভারগ্রান্দে দিয়ে। দুই দফায় মোট পাঁচ বছর দায়িত্ব পালন করেছেন সেখানে।
সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসর এবং চীনের জাতীয় দলও সামলেছেন ক্যানাভারো। তাঁর অভিজ্ঞতা এশিয়ার ফুটবলে একেবারেই নতুন নয়।
২০২২ সালে ইউরোপে ফেরার পর ক্যানাভারো ইতালির বেনেভেন্তো, উদিনেসে ও ক্রোয়েশিয়ার দিনামো জাগরেবের কোচ হিসেবে কাজ করেছেন। তবে ধারাবাহিক সাফল্যের অভাবে চাকরি বেশিদিন টেকেনি।
মধ্য এশিয়ার ফুটবল শক্তি হিসেবে উজবেকিস্তান দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রমাণ করতে চায়। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে দলটিকে আরও প্রতিযোগিতামূলক করে তোলার লক্ষ্যেই কানাভারোকে দায়িত্ব দিচ্ছে তারা।
আরও পড়ুন
ফ্রান্স দলে একিতিকে, নেই দেম্বেলে |
![]() |
৫২ বছর বয়সী ক্যানাভারোর কোচিং অভিজ্ঞতা, বিশ্বজয়ী মানসিকতা ও এশিয়ার ফুটবলে কাজ করার অভিজ্ঞতা উজবেকিস্তানের জন্য বড় প্রেরণা হয়ে উঠতে পারে। তবে চ্যালেঞ্জও কম নয়—বিশ্বকাপ বাছাইপর্বে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে টিকে থাকতে হলে কানাভারোকে দ্রুতই দলকে সংগঠিত করতে হবে।
এক দশকেরও বেশি সময় ধরে মাঠে লড়াইয়ের পর কোচ হিসেবে নানা সাফল্য-ব্যর্থতার মুখ দেখেছেন ক্যানাভারো। দেখার অপেক্ষ উজবেকিস্তানের নতুন অধ্যায়ে এই ইতালিয়ান কিংবদন্তি কতটা সফল হতে পারেন।