১৭ ডিসেম্বর ২০২৫, ২:৫৬ পিএম

অ্যাডিলেডে টেস্ট ক্রিকেট দেখল ঘটনাবহুল একদিন। ৩৮ বছর বয়সে ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে নতুন জীবন পাওয়া উসমান খাজার গল্প। তিন মাস আগে না ফেরার দেশে পাড়ি দেওয়া বাবাকে নিজের উঠানে সেঞ্চুরি করে উৎসর্গ করা। ক্ষণে ক্ষণে ম্যাচের দৃশ্যপট পাল্টে যাওয়া। দিন শেষে অস্ট্রেলিয়াকে খানিকটা এগিয়ে রাখতে পারেন অনেকে।
অ্যাশেজের তৃতীয় টেস্টে আজ প্রথম দিন শেষে ৮ উইকেট হারিয়ে ৩২৬ রান করেছে অস্ট্রেলিয়া। টসে জিতে ব্যাটিংয়ে নামা অজিদের হয়ে সেঞ্চুরি করেছেন অ্যালেক্স ক্যারি। এই সংস্করণে উইকেটকিপার ব্যাটারের তৃতীয় শতক এটি। আর টেস্ট ক্যারিয়ারের প্রায় শেষ দেখা উসমান খাজা হঠাৎ স্টিভ স্মিথের অসুস্থার সুবাদে একাদশে ঢুকে খেললেন ৮২ রানের ইনিংস। ইংল্যান্ডের হয়ে তিন উইকেট নেওয়া জফরা আর্চার দিনের সফলতম বোলার।
৬৩ বলে ৩৩ রান নিয়ে উইকেটে আছেন এখন মিচেল স্টার্ক। তাকে সঙ্গ দিচ্ছেন ১৮ বলে শূন্য রান করা নাথান লায়ন।
আরও পড়ুন
| ইতালির ইতিহাসের কারিগর—জো বার্নস নেই বিশ্বকাপ দলে |
|
পিঠের চোটে অ্যাশেজের প্রথম দুই টেস্টে মাঠের বাইরে থাকা প্যাট কামিন্স এদিন টস করতে আসেন। তাঁর অনুপস্থিতে দলকে নেতৃত্ব দেওয়া স্মিথ একদিন আগে একাদশে থাকলেও মাথা ঘোরা আর বমি বমি ভাবের কারণে ছিটকে পড়েন। ব্যাটিংয়ের জন্য আদর্শ মনে হওয়ায় টসে জিতে ইংল্যান্ডকে ফিল্ডিংয়েই পাঠান অস্ট্রেলিয়া অধিনায়ক কামিন্স।
আজ ট্র্যাভিস হেড-জ্যাক ওয়েদারাল্ড জুটি সফল হয়নি। দলীয় ৩৩ রানে ওয়েদারাল্ড ফেরার পরের ওভারে ড্রেসিংরুমের পথ ধরেন হেডও। ওয়েদারাল্ডকে ফেরান জোফরা আর্চার আর হেড শিকার হন ব্রাইডন কার্সের। প্রথম সেশনে অবশ্য আর উইকেট হারায়নি অজিরা। মার্নাস লাবুশেস-উসামান খাজার জুটি দারুণ জমে যায়।
তবে লাঞ্চের পর আবার ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় ইংল্যান্ডের কাছে। আর্চারের এক ওভারেই পরপর দুই ব্যাটারকে হারায় অস্ট্রেলিয়া। ৪০ বলে ১৯ করা লাবুশেন কার্সের তালুবন্দি হন। আর গতকাল আইপিএলের রেকর্ড মূল্যে বিক্রি হওয়া ক্যামেরন গ্রিন আউট হন ডাক মেরে।
এরপর পঞ্চম উইকেটে খাজা-ক্যারি অস্ট্রেলিয়াকে পথ দেখান। তাদের জুটি স্থায়ী হয় ১৪৮ বল, স্কোরবোর্ডে যোগ হয় ৯১ রান। চারে নামা খাজা অপ্রত্যাশিতভাবে দলে ঢুকে করেন ১২৬ বলে ৮২। বাঁহাতি ব্যাটারকে সেঞ্চুরি বঞ্চিত করেন উইল জ্যাকস।
১৮৫ রানে পাঁচ উইকেটে হারানোর পর ষষ্ঠ উইকেটে জশ ইংলিসের সঙ্গে ৫৯, সপ্তম উইকেটে অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে ২৭ এবং অষ্টম উইকেট জুটিতে স্টার্কের সঙ্গে ৫০ রানের জুটি গড়েন ক্যারি। সেঞ্চুরি করে হয়তো প্রয়াত বাবাকে স্বরণ করেন ৩৪ বছর বয়সী বাঁহাতি ব্যাটার। গ্যালারিতে থেকে তাঁর সেঞ্চুরির স্বাক্ষী হলেন জীবনসঙ্গীও। দিনের শেষ উইকেটটি ছিল ক্যারিরই।
আরও পড়ুন
| হঠাৎ অসুস্থ স্মিথ, ভাগ্য খুলল খাজার |
|
২০২৫ সালে ব্যাট হাতে নিয়মিতই রান পেয়েছেন ক্যারি। এ বছর ১৪ ইনিংসে উইকেটকিপার ব্যাটার ৫১.৬১ গড়ে করেছেন ৬৭১ রান। ফিফটি তিনটি, সেঞ্চুরি দু’টি। ২০২১ সালে টেস্ট অভিষেকের পর এই সংস্করণে উইকেটকিপারদের মধ্যে ক্যারির রানই সর্বোচ্চ।
এর আগে ওয়ানডে গতিতে ব্যাটিং করে ইংলিস আউট হন ৩৯ বলে ৩২ করে। আর দলে ফিরে অধিনায়ক করে ১৩।
বল হাতে জোফরার তিন উইকেটের সঙ্গে দুটি করে শিকার কার্স ও জ্যাকসের। জশ টাং নিয়েছেন একটি।
No posts available.
১৭ ডিসেম্বর ২০২৫, ৫:৩০ পিএম
১৭ ডিসেম্বর ২০২৫, ২:২১ পিএম

রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপ-২০২৫ পাওয়ার্ড বাই এইস ডেভেলপার্সের কোয়ার্টার ফাইনাল বৃহস্পতিবার। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের তৃতীয় দিনে আজ রাউন্ড অফ সিক্সটিনে জয় পেয়েছে চ্যানেল আই, সময় টিভি, কালের কন্ঠ, আরটিভি, সমকাল, চ্যানেল টোয়েন্টিফোর,জাগো নিউজ ও ক্রিকফেঞ্জি।
বাংলাদেশ প্রতিদিন ও আরটিভির মধ্যকার ম্যাচে আরটিভি ৪ উইকেটে জয়ী হয়। বাংলাদেশ প্রতিদিন আগে ব্যাটিং করে ৭০ রান করে। আরটিভি ৪.৩ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায়। বিজয়ী দলের মুমছাদ ২০ রানে ১ উইকেট ও ১১ বলে ৩১ রান করে ম্যাচ সেরা হন।
ডেইলি স্টার ও চ্যানেল টোয়েন্টিফোর ম্যাচে রেকর্ডসংখ্যক রান হয়েছে। প্রথমে ব্যাট করে ১৫৬ রান করে টোয়েন্টিফোর। যা এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ। ৮ বলে ৩৪ রান করেন জহির সাগর। ১০ বলে ৩০ সজীব, ৭ বলে ২৯ রাফসান ও ৫ বলে ১৭ রান করেন তৌহিদ। জবাব দিতে নেমে ৭৬ রানের বেশি করতে পারেনি দ্য ডেইলি স্টার। ম্যাচ সেরা হন টোয়েন্টিফোরের জহির সাগর।
ক্রিকফ্রেঞ্জি ৩ উইকেটে হারিয়েছে বাংলাভিশনকে। বাংলাভিশন ১০৪ রান করে মাহফুজুরের ৩৩ রানের উপর ভর করে। ক্রিকফেঞ্জির কাউসার ৮ বলে ৩৪ রান করে দলের দুর্দান্ত জয় এনে দেয়ার পাশাপাশি টানা দ্বিতীয় ম্যাচ সেরার স্বীকৃতি পেয়েছেন।
সমকাল ও ঢাকা পোস্টের ম্যাচে টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিক হয়েছে। ঢাকা পোস্টের মনি আচার্য্য হ্যাটট্রিক করেন। হ্যাটট্রিকপূর্ণ ম্যাচেও অবশ্য হেরেছে ঢাকা পোস্ট। সমকাল ২৮ রানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে। ম্যাচ সেরা হয়েছে সমকালের মেহেদী।
জাগো নিউজ ৪২ রানে ডেইলি সানকে হারিয়েছে। আগে ব্যাটিং করে জাগো নিউজ ১০৫ রান করে। ডেইলি সান ৬৩ রানের বেশি করতে পারেননি। জাগোনিউজের অনিমেষ হয়েছেন প্লেয়ার অফ দ্য ম্যাচ।
চ্যানেল আই ২০ রানে জিতেছে বৈশাখী টিভির বিপক্ষে। চ্যানেল আই আগে ব্যাটিং করে নীলাদ্রির ১৪ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংসের উপর ভর করে ১০৭ রান করে। জবাবে বৈশাখী টিভির ইনিংস থেমে যায় ৮৭ রানে। ব্যাটিংয়ের পর বোলিংয়েও আগুন ঝরান নীলাদ্রী। বল হাতে দুই উইকেট নিয়ে ম্যাচ সেরা হন।
কালের কন্ঠ ৪ উইকেটে জিতেছে এটিএন নিউজের বিপক্ষে। আগে ব্যাট করে এটিএন নিউজ ৮৫ রান করে। কালের কন্ঠ ৪.৫ ওভারে এক উইকেট হারিয়ে ম্যাচ জেতে। বিজয়ী দলের জহির বোলিংয়ে এক উইকেট ও ব্যাটিংয়ে ৪ বলে ১৪ রান করে ম্যাচ সেরা হন।
এখন টিভিকে ৫ উইকেটে হারিয়েছে সময় টিভি। এখন টিভি আগে ব্যাটিং করে ৯৭ রান করে। সময় টিভি ৪.৪ ওভারে লক্ষ্যপূরণ করে। আট বলে ৩৪ রান করে প্রীতম ম্যাচ সেরা হন।
এদিন ম্যাচ সেরার পুরস্কার প্রদান করেন বাংলাদেশ ওয়ানডে দলের প্রথম অধিনায়ক ও ক্রিকেট দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, জাতীয় দলের সাবেক অধিনায়ক ও জাতীয় দলের বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, বাংলাদেশ টি-টোয়েন্টি দলের প্রথম অধিনায়ক ও বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস, যুব বিশ্বকাপ হকিতে সর্বোচ্চ গোলদাতা বাংলাদেশ অ-২১ দলের অন্যতম তারকা খেলোয়াড় আমিরুল ইসলাম, বিএসজেএ’র সিনিয়র সদস্য শফিকুল করিম সাবু।
কোয়ার্টার ফাইনালের লাইনআপ
প্রথম কোয়ার্টার ফাইনাল
সমকাল বনাম চ্যানেল টোয়েন্টিফোর - সকাল সাড়ে ১০টা
দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল
জাগো নিউজ বনাম চ্যানেল আই - সকাল ১০টা
তৃতীয় কোয়ার্টার ফাইনাল
সময় টিভি বনাম আরটিভি - সকাল সাড়ে ৯টা
চতুর্থ কোয়ার্টার ফাইনাল
কালের কন্ঠ বনাম ক্রিকফেঞ্জি - সকাল সাড়ে ৯টা

নতুন ফরম্যাটে হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম সংস্করণ। আট দল নিয়ে টুর্নামেন্ট শুরু হবে ২০২৬ সালের ২৬ মার্চ, চলবে ৩ মে পর্যন্ত। ৩৯ দিনে মোট ৪৪টি ম্যাচ হবে।
পিএসএল কর্তৃপক্ষ জানিয়েছে, দলের সংখ্যা বাড়লেও টুর্নামেন্টের সময়কাল খুব বেশি না বাড়াতে এবার প্রচলিত লিগ পদ্ধতি থেকে সরে আসা হয়েছে। সেই লক্ষ্যেই নতুন কাঠামোতে আয়োজন করা হচ্ছে এবারের পিএসএল।
নতুন ফরম্যাট অনুযায়ী, প্রথম পর্বে হবে সিঙ্গেল লিগ। আট দল একে অপরের বিপক্ষে একবার করে খেলবে। এতে প্রত্যেক দল সমান প্রতিযোগিতার সুযোগ পাবে এবং সেখান থেকেই পরবর্তী পর্বের সমীকরণ নির্ধারিত হবে।
দ্বিতীয় পর্বে ‘সুপার ফোর’ প্রতিযোগিতা। এই পর্যায়ে আট দলকে দুই গ্রুপে ভাগ করা হবে, প্রতিটি গ্রুপে থাকবে চারটি করে দল। প্রত্যেক দল খেলবে তিনটি করে ম্যাচ। এই পর্বে মোট ১২টি ম্যাচ হবে, যা থেকে নির্ধারিত হবে প্লে-অফের দলগুলো।
সুপার ফোর পর্ব শেষে শীর্ষ দুই দল জায়গা করে নেবে প্লে-অফে। আগের সংস্করণগুলোর মতো এবারও চারটি প্লে-অফ ম্যাচের মাধ্যমে চ্যাম্পিয়ন নির্ধারণ করা হবে, যার মধ্যে থাকবে ফাইনাল।
নতুন ফরম্যাট ও দলের সংখ্যা বাড়লেও প্রতিটি দল অন্তত ১০টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে, যা আগের মৌসুমগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
পিএসএল একাদশ সংস্করণের ম্যাচগুলো হবে করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি ও মুলতানে। পাশাপাশি প্রথমবারের মতো পিএসএলের ভেন্যু হিসেবে যুক্ত হচ্ছে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়াম।

অ্যাশেজ সিরিজের প্রথম দুই টেস্টে দুর্দান্ত বোলিংয়ে ম্যাচসেরা হন মিচেল স্টার্ক। অর্জন করেন র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট। আজ আইসিসির সবশেষ হালনাগাদকৃত বোলার র্যাঙ্কিংয়ে প্রথমবার দুইয়ে উঠেছেন স্টার্ক।
স্টার্কের রেটিং পয়েন্ট এখন ৮৫২, শীর্ষে থাকা জাসপ্রিত বুমরাহর ৮৭৯ রেটিং পয়েন্ট। পার্থে প্রথম টেস্টে ১০ উইকেট নেওয়ার পর ব্রিসবেন টেস্টে ৮ উইকেট নিয়েছেন স্টার্ক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে নিউ জিল্যান্ডের ম্যাট হেনরি না খেলায় তিনি নেমে গিয়েছেন তিন নম্বরে।
নিউ জিল্যান্ডের বাঁহাতি ব্যাটার ডেভন কনওয়ে সাত ধাপ এগিয়ে টেস্ট ব্যাটার র্যাঙ্কিংয়ে ৩৪ নম্বরে উঠেছেন। জ্যাকব ডাফি টেস্ট বোলার র্যাঙ্কিংয়ে ১৫ ধাপ এগিয়ে ৪৮ নম্বরে।
টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে নিজের স্থান আরো পাকাপোক্ত করেছেন বরুণ চক্রবর্তী। গত সেপ্টেম্বরে টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ের মুকুট অর্জন করেন তিনি।
আরও পড়ুন
| কোচ বাবাকে সেঞ্চুরি উৎসর্গ ক্যারির |
|
সবশেষ হালনাগাকৃত র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা রেটিং অর্জন করেছেন বরুণ। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফির চেয়ে ১১৯ পয়েন্টে এগিয়ে এই লেগ ব্রেক বোলার।
বরুণের রেটিং পয়েন্ট এখন ৮১৮, ভারতের হয়ে এর আগে কেউ এত রেটিং অর্জন করেননি কখনো। টি-টোয়েন্টি বোলারদের রেটিংয়ে সর্বোচ্চ ৮৬৫ পয়েন্ট অর্জন করেছিলেন পাকিস্তানের উমর গুল। অলটাইম রেটিং অর্জনকারী তালিকায় বরুণ এখন তালিকার ৮ নম্বরে।
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচে ৬ উইকেট নিয়েছেন বরুণ। যার সৌজন্যে রেটিং পয়েন্টে উন্নতি করেছেন তিনি।
দক্ষিণ আফ্রিকা সিরিজে ভালো বোলিংয়ে চার ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন পেসার অর্শদীপ সিং। সিরিজের তৃতীয় ম্যাচে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ হন তিনি।
দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন ১৪ ধাপ এগিয়ে ২৫ নম্বরে, লুঙ্গি এনগিডি ১১ ধাপ এগিয়ে ৪৪ এবং ওটনেইল বার্টম্যান ১০০ এর বাইরে থেকে এখন ৬৮ নম্বরে উঠে এসেছেন।
টি–টোয়েন্টি ব্যাটার র্যাঙ্কিংয়ে ভারতের তিলক ভার্মা দুই ধাপ এগিয়ে চার নম্বরে উঠেছেন। সতীর্থ অভিষেক শর্মা ব্যাটার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন।
দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম ৮ ধাপ এগিয়ে ২৯ নম্বরে, কুইন্টন ডি কক ১৪ ধাপ এগিয়ে ৪৩ নম্বরে উঠে এসেছেন।
টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের সাইম আইয়ুব। ভারতের শিবম দুবে দুই ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠেছেন।

অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে নিজের শহর অ্যাডিলেডে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার–ব্যাটার অ্যালেক্স ক্যারি। ইংল্যান্ডের বিপক্ষে আজ প্রথম দিনে ক্যারির সেঞ্চুরি অস্ট্রেলিয়াকে বড় বিপর্যয় থেকে উদ্ধার করে। দিন শেষে ৮ উইকেটে ৩২৬ রান তোলে স্বাগতিকেরা।
সেঞ্চুরির পর ক্যারি জানান, এই মুহূর্তটি শুধু তাঁর নিজের নয়, পুরো পরিবারের জন্যই বিশেষ। গ্যালারিতে উপস্থিত ছিলেন তাঁর মা, ভাই, বোন, স্ত্রী এলইজ, সঙ্গে সন্তানরা। পাশাপাশি নিজের ক্রিকেটীয় জীবনে বাবার অবদানের কথাও স্মরণ করেন ক্যারি।
আরও পড়ুন
| ক্যারির সেঞ্চুরিতে প্রথম দিনে অল্প এগিয়ে অস্ট্রেলিয়া |
|
ফক্স ক্রিকেটকে ৩৪ বছর বয়সী ক্যারি বলেন, ‘এই মুহূর্তটা আমার পরিবার আর আমার জন্য খুবই বিশেষ। আমার ক্রিকেট জীবনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন আমার বাবা। ছোটবেলা থেকে তিনিই আমাকে কোচিং করিয়েছেন। আজ সবাই গ্যালারিতে ছিল, এটা সত্যিই দারুণ অনুভূতি।’
পথ হারানো অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরান ক্যারি। নিয়মিত ব্যাটার স্টিভেন স্মিথ না থাকায় তাঁর ইনিংসের গুরুত্ব ও দায়িত্ব আরও বেড়ে যায়। কাউন্টার অ্যাটাকিং ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ অস্ট্রেলিয়ার দিকে ঘুরিয়ে দেন তিনি। ১৪৩ বলে ১০৬ রানে আউট হন ক্যারি।
এই টেস্টের আগে বড় ধাক্কা খায় অস্ট্রেলিয়া। অসুস্থতার কারণে ম্যাচের সকালে স্টিভ স্মিথকে দলে রাখা হয়নি। তাঁর জায়গায় একাদশে সুযোগ পান উসমান খাজা (৮২)। স্মিথ না থাকলেও ক্যারি ও খাজার ব্যাটে ভর করে প্রথম দিন সম্মানজনক অবস্থানে পৌঁছায় অস্ট্রেলিয়া।

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইতালির দলে জায়গা পাননি জো বার্নস। ইতালিয়ান ক্রিকেট ফেডারেশন মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। প্রাপ্যতা ও চুক্তি–সংক্রান্ত আলোচনায় চূড়ান্ত সমঝোতা না হওয়ায় সাবেক অস্ট্রেলিয়ান আন্তর্জাতিক এই ক্রিকেটারকে বিশ্বকাপ স্কোয়াডের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইতালিয়ান ক্রিকেটের জন্য বার্নসের বাদ পড়া বেশ তাৎপর্যপূর্ণ। চলতি বছরের জুলাইয়ে নেদারল্যান্ডসে বিশ্বকাপ বাছাই পর্বে তাঁর নেতৃত্বেই প্রথমবার টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ইতালি। সেই ঐতিহাসিক সাফল্যের কয়েক মাসের মধ্যেই বিশ্বমঞ্চে তাঁকে ছাড়াই এগোতে হচ্ছে দলটিকে।
একই বিবৃতিতে ইতালির পুরুষ টি–টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে ওয়েন ম্যাডসেনের নাম ঘোষণা করেছে ফেডারেশন। অভিজ্ঞ এই ব্যাটার আয়ারল্যান্ড সফরে ইতালিকে নেতৃত্ব দেবেন এবং সেখান থেকেই বিশ্বকাপের জন্য অধিনায়কের দায়িত্ব সামলাবেন। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বার্নসের স্থলাভিষিক্ত হলেন ম্যাডসেন। ফেডারেশনের মতে, দলে তাঁর ভূমিকা কেবল খেলোয়াড় হিসেবে নয়, দীর্ঘমেয়াদি দল গঠন ও উন্নয়ন পরিকল্পনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন
| হঠাৎ অসুস্থ স্মিথ, ভাগ্য খুলল খাজার |
|
বার্নসকে বাদ দেওয়ার সিদ্ধান্ত বিস্ময় জাগালেও ফেডারেশন জানিয়েছে, দলের স্থিতিশীলতা, ঐক্য ও ধারাবাহিকতাকে অগ্রাধিকার দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে স্বল্পমেয়াদি ভাবনার চেয়ে দীর্ঘমেয়াদি দলগত ভারসাম্যকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানানো হয়। বর্তমান পরিস্থিতিতে ম্যাডসেনকেই সবচেয়ে উপযুক্ত নেতা হিসেবে বিবেচনা করা হয়েছে।
তবে বার্নসের অবদান ভুলে যায়নি ইতালিয়ান ক্রিকেট ফেডারেশন। মাঠের ভেতরে ও বাইরে তাঁর ভূমিকার প্রশংসা করে জানানো হয়েছে, ২০২৪ সালে রোম ও উগান্ডায় অনুষ্ঠিত টুর্নামেন্টসহ বিভিন্ন সময়ে ইতালির হয়ে খেলেছেন তিনি এবং বাছাই পর্বজুড়ে ছিলেন দলের অধিনায়ক। ইতালিকে প্রথমবারের মতো বিশ্বকাপে তোলার পথে তাঁর নেতৃত্বকে জাতীয় দলের বিকাশে একটি বড় মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়েছে।
ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপে ইতালির অভিযান শুরু হবে ৯ ফেব্রুয়ারি, কলকাতায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে। ফেডারেশন জানিয়েছে, ব্যক্তিগত বিষয় নিয়ে আর কোনো মন্তব্য না করে এখন পুরো মনোযোগ দেওয়া হবে প্রস্তুতিতে, যেন বিশ্বকাপের অভিষেক মঞ্চে দল শান্ত ও সুসংগঠিতভাবে নামতে পারে।