
ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর থেকেই কঠিন সময় পার করছেন দরিভাল জুনিয়র। তার কোচিংয়ে সেলেসাওরা যে ফুটবল খেলছে, তা মন ভরাতে পারছে না সমর্থকদের। ফলে পারফরম্যান্স একটু খারাপ হলেই ধেয়ে আসছে তীব্র সমালোচনা। ভালো করলেও আবার মিলছে না প্রশংসা। হতাশ দরিভাল মনে করেন, তিনি যাই করুন না কেন, একদল লোক অপেক্ষায় থাকে কেবল সমালোচনার করার দিকেই।
২০২৪ সালের জানুয়ারিতে ব্রাজিলের কোচ হন দরিভাল। তার অধীনে গত বছরের কোপা আমেরিকায় শেষ আট থেকে বিদায় নেয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। সব মিলিয়ে তার সময়ে ১৫ ম্যাচের মধ্যে সাতটি ম্যাচে জয়ের দেখা পেয়েছে ব্রাজিল। ড্র ৬টি আর হার দুটিতে। ফলে দেশটিতে দরভালের ভবিষ্যৎ নিয়ে ক্রমাগতই উঠছে প্রশ্ন।
আর্জেন্টিনার বিপক্ষে মঙ্গলবারের ম্যাচের আগে ৬২ বছর বয়সী এই কোচ একহাত নিয়েছেন সমালোচকদের।
“আমরা এমন একটি দেশে বাস করি, যারা স্রেফ সমালোচনা করতে পছন্দ করে। এটা হতাশাজনক, তবে আমার কাছে ব্যাপারটা এমনই মনে হয়। আমরা এতোটাই সমালোচনা করতে পছন্দ করি যে আমরা প্রাপ্য সম্মানটাও কম দেই। তবে সময় সবাইকে সঠিক জায়গায় নিয়ে যায়।”
দরিভাল কোচ হওয়ার আগে থেকেই ছন্দপতনের মধ্য দিয়ে যাচ্ছিল ব্রাজিল। তিনি কোচ হওয়ার পর চিত্র বদলে যাওয়ার আশা ছিল সমর্থকদের। তবে সেটা আর হয়নি। কিছুটা সময় আগেও দক্ষিণ আমেরিকার বাছাইয়ে ব্রাজিলের অবস্থান ছিল নাজুক। এখন তিন নম্বরে থাকলেও দলের খেলায় নেই অধারাবাহিকতা। উরুগুয়ের বিপক্ষে শেষ ম্যাচে জয় ধরা দিয়েছে ৯৯তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে।
দরিভাল অবশ্য মনে করছেন, তার কোচিংয়ে ভালোই করছে ব্রাজিল।
“আমি বুঝতে পারি যে ফুটবল কীভাবে কাজ করে, আর আমি চাপের মধ্যে থাকার চ্যালেঞ্জটা উপভোগ করি। আমি কঠোর পরিশ্রম, নিবেদন, সম্মান এবং স্থিরতায় বিশ্বাস করি। আমি ১৫ টি ম্যাচ ধরে জাতীয় দলের দায়িত্বে আছি। তাই আপনি আমাকে স্রেফ এই সময়ের মধ্যে আমার কাজের জন্যই আমাকে দায়বদ্ধ রাখতে পারেন।”
No posts available.
১৫ ডিসেম্বর ২০২৫, ৮:০০ পিএম

অনেক সময় জয় চাপা পড়ে পারিপার্শ্বিক ইস্যুতে। আর্সেনালের ক্ষেত্রেও ঘটেছে ঠিক তেমনটাই। গতকাল প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে ২–১ গোলে জয় তুলে নিয়ে শীর্ষস্থান ধরে রাখলেও ম্যাচটিতে চোটে পড়েছেন দলের অভিজ্ঞ রাইটব্যাক বেন হোয়াইট।
এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচে ৩১ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন হোয়াইট। আর্সেনাল কর্তৃপক্ষ জানিয়েছে, ইংলিশ এই ডিফেন্ডারকে কমপক্ষে এক মাস মাঠের বাইরে থাকতে হবে।
সম্প্রতি চোট কাটিয়ে দলে ফিরেছিলেন হোয়াইট। আগের চোটের কারণে তিনি প্রায় ২৩ দিন রিহ্যাবে ছিলেন এবং তিনটি ম্যাচ মিস করেছেন। সেই ধাক্কা সামলাতে না সামলাতেই আবারও চোটে পড়লেন। চলতি ২০২৫–২৬ মৌসুমে গানারদের জার্সিতে ১১টি ম্যাচ খেলেছেন হোয়াইট।
এমনিতেই আর্সেনালে চোট সমস্যা বেশ প্রকট। তার মধ্যেই হোয়াইটের নাম যুক্ত হলো তালিকায়। আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে উরুর মাংসপেশিতে চোট পান গ্যাব্রিয়েল মাগালহায়েস। তিনি বর্তমানে রিহ্যাবে আছেন এবং এ বছর মাঠে ফেরার সম্ভাবনা কম।
আরেক ডিফেন্ডার ক্রিশ্চিয়ান মোসকেরা গোড়ালির চোটে ভুগছেন। ফলে তিনি ২০২৬ সালের জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত মাঠের বাইরে থাকবেন। তবে চোট কাটিয়ে ইতোমধ্যে উইলিয়াম সালিবা ও জুরিয়েন টিম্বার দলে ফিরেছেন।
শনিবার প্রিমিয়ার লিগে আর্সেনালের পরের ম্যাচে প্রতিপক্ষ এভারটন। এরপর ২৩ ডিসেম্বর কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে মিকেল আর্তেতার দল।
প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে দুই পয়েন্ট এগিয়ে আছে আর্সেনাল। এখন পর্যন্ত ১৬ ম্যাচে ১১টি জয়, ৩টি ড্র এবং ২টি ম্যাচ হেরেছে।

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল ফুটবল দলের সঙ্গে থাকার কথা কার্লো আনচেলত্তির। শোনা যাচ্ছে, ইতালিয়ান কোচের সঙ্গে চুক্তি দীর্ঘায়িত করার পরিকল্পনা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)।
দ্য অ্যাথলেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে আনচেলত্তি ও সিবিএফের মধ্যে নতুন চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের চাওয়া, অন্তত ২০৩০ সাল পর্যন্ত ব্রাজিলের সঙ্গে থাকুক সাবেক রিয়াল মাদ্রিদ কোচ।
আনচেলত্তি প্রথমে এক বছরের জন্য ব্রাজিল ফুটবল ফেডারেশনের সঙ্গে চুক্তিবদ্ধ হন। অর্থাৎ ২০২৬ ফিফা বিশ্বকাপ পর্যন্ত থাকার কথা তাঁর। ৬৬ বছর বয়সী অভিজ্ঞ কোচ আগাছালো সেলসাও শিবিরে প্রাণ সঞ্জার করাতে তাঁর প্রতি সন্তুষ্ট সিবিএফ।
সম্প্রতি ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি সামির জাউদ কথা বলেছেন আনচেলত্তিকে নিয়ে। ফেডারেশনের সঙ্গে ইতালিয়ান কোচের চুক্তির মেয়াদ দীর্ঘায়িত করা নিয়ে তিনি বলেছেন,
‘আমাদের আলোচনা ফলপ্রসূ। বেশ ভালো কথা হয়েছে দুপক্ষের। আশা করি ভালো কিছু হবে।’
জাউদ জোর দিয়ে বলেছেন,
‘সিদ্ধান্তটি উভয় পক্ষের সমন্বয়ের ওপর নির্ভর করবে।’
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ হিসেবে কঠিন কিছু সিদ্ধান্ত এরই মধ্যে নিয়েছেন আনচেলত্তি। দলে ফেরাচ্ছেন না নেইমার জুনিয়রকে। ব্রাজিলে সাবেক বার্সেলোনা তারকার প্রভাব ফুটবল ছাড়িয়ে আরও উঁচুতে। কিন্তু সম্পূর্ণ ফিট না হলে জাতীয় দলে তার জন্য দরজা বন্ধই রাখার কথা বলেছেন ৬৬ বছর বয়সী কোচ। তার মতে, ৯০ শতাংশ ফিট হলেও তিনি কোনো ফুটবলারকে ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা দেবেন না।
রিয়াল, এসি মিলান, জুভেন্টাস , পিএসজি, বায়ার্ন মিউনিখের সাবেক কোচ আনচেলত্তির কোচিংয়ে এখনও ব্রাজিলের সেরাটা দেখা যায়নি। তবে খেলায় উন্নতির ছাপ স্পষ্ট। তিনিই যে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কোচিং করানোর জন্য সঠিক ব্যক্তি, এ নিয়ে কোনো সন্দেহ নেই সিবিএফের। তাই তাঁকে নিয়ে বড় ছক কষছে ব্রাজিল।

মহান বিজয় দিবস উপলক্ষে পিছানো হয়েছে বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যকার ফেডারেশন কাপের ম্যাচ। আগামীকাল মঙ্গলবারের পরিবর্তে ম্যাচটি মাঠে গড়াবে ২৩ ডিসেম্বর কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বসুন্ধরা কিংস ও মোহামেডান ম্যাচটি হওয়ার কথা ছিল কুমিল্লাতেই। ওই মাঠে বিজয় দিবসের কুচকাওয়াজের আয়োজন থাকায় ম্যাচটি নিয়ে আসা হয় জাতীয় স্টেডিয়ামে। সেখানে আগামীকাল দর্শকবিহীন ম্যাচ আয়োজন করতে চেয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাতে আপত্তি জানায় মোহামেডান।
গতকাল রোববার বাফুফেকে চিঠি দিয়ে মোহামেডান জানায় তাদের সমর্থকরা স্টেডিয়ামে উপস্থিত থাকতে চায়। নিরাপত্তার ইস্যু থাকলে ১৬ ডিসেম্বরের পরিবর্তে অন্যদিন ম্যাচ আয়োজনের দাবিও জানায়।
এরই প্রেক্ষিতে বাফুফের লিগ কমিটির চেয়ারম্যান ও ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান আজ কমিটির সদস্যদের সঙ্গে বসুন্ধরা কিংস-মোহামেডান নিয়ে পুনরায় আলোচনায় বসেন। সেখানে অধিকাংশ সদস্য দর্শকবিহীন ম্যাচ আয়োজনে অমত প্রকাশ করেন। যে কারণে আগামীকাল ১৬ ডিসেম্বর বসুন্ধরা কিংস ও মোহামেডানের ম্যাচ জাতীয় স্টেডিয়ামে আর হচ্ছে না।
তবে আগের সূচি অনুযায়ী আগামীকাল বসুন্ধরা কিংস অ্যারেনায় হবে ফর্টিস এফসি ও আরামবাগ ক্রীড়া সংঘের ম্যাচটি। বাফুফে আজ এক সোমবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।
'বি' ’ গ্রুপে টেবিলে দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে এই প্রতিযোগিতার ১১বারের চ্যাম্পিয়ন মোহামেডান। ফর্টিসের সঙ্গে ১-১ ড্র করে আসা বসুন্ধরা কিংস এক ম্যাচে এক পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। বসুন্ধরা কিংস এ প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন।

দীর্ঘ ১১ মাস গোলখরায় ছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। এই সময়ের মধ্যে কিছু অ্যাসিস্ট পেলেও প্রতিপক্ষের জালে বল পাঠাতে পারেননি। এমন পরিস্থিতিতে তাঁকে লোনে পাঠানোর সিদ্ধান্তও নিয়েছিল রিয়াল মাদ্রিদ।
অবশেষে চেনা ছন্দে ফিরেছেন রদ্রিগো। জানুয়ারির পর চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ডেডলক ভেঙে গোল করেন তিনি। এখানেই থেমে থাকেননি। আলাভেসের বিপক্ষে গতকাল লা লিগার ম্যাচেও গোল পেয়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
রদ্রিগোর এমন প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত সতীর্থ জুড বেলিংহাম। প্রথম গোলের সূচনায় অবদান রাখা এই ইংলিশ মিডফিল্ডার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে রদ্রিগোর একটি ছবি পোস্ট করে লেখেন, ‘মাই বয় ইজ ব্যাক’।
ম্যাচ শেষে পুরো দলকেই কৃতিত্ব দিয়েছেন কোচ জাবি আলোনসো। তিনি বলেন,
‘দলের সবাই ভালো লড়াই করেছে। শুরুটা দারুণ ছিল। শেষদিকে আমরা আবার এগিয়ে যেতে পেরেছিলাম। ঐক্যই হলো মূল ভিত্তি।’
এ সময় সেল্তা ভিগোর বিপক্ষে আগের ম্যাচ নিয়েও কথা বলেন আলোনসো। তিনি বলেন,
‘সেল্তা ম্যাচটি একদমই ভালো ছিল না। আমাদের অনেক ঘাটতি ছিল। তবে আজ (রোববার) অনেক কিছুই ইতিবাচক ছিল। অনেক জায়গায় আমরা উন্নতি করেছি। জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে হলে আমাদের আরও ধারাবাহিক হতে হবে।’

ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে সমালোচকদের সারী দীর্ঘ। যার সবশেষ সংযোজন ক্লাবটির কিংবদন্তি পল স্কোলস। সাবেক এই অ্যাটাকিং মিডফিল্ডারের মতে, ম্যান ইউনাইটেডের জন্য রুবেন আমোরিম মোটেও সঠিক মানুষ নন।
সম্প্রতি একটি পডকাস্টে উপস্থিত হয়ে পল স্কোলস নানা বিষয়ে কথা বলেন। আমোরিম ফিট নন বলেও তীর্যক মন্তব্য করেন। এ নিয়ে গতানুগতিক প্রতিক্রিয়া উত্তর দিয়েছেন ওল্ড ট্রাফোর্ড কোচ। তার মতে, বিষয়টি একেবারেই স্বাভাবিক।
আমোরিম বলেন,
‘ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার হিসেবে বলতে দ্বিধা নেই, আমরা আমাদের সামর্থ্যের তুলনায় কম অর্জন করছি। আমি মনে করি, এই মৌসুমে আমাদের আরও অনেক পয়েন্ট পাওয়া উচিত ছিল। তাই এটাকে আমি স্বাভাবিকভাবেই নিয়েছি।’
আমোরিম আরও বলেন,
‘মাঝে মধ্যে তারা (সাবেক প্লেয়াররা) সব খবর রাখেন না। তারা যখন ক্লাবে ছিলেন, তখন দল সবসময়ই জিততো। তাদের জন্য এই পরিস্থিতি দেখা সত্যিই কষ্টের।’
আমোরিম অবশ্য স্বীকার করেছেন,
‘আমি ভালো করতে পারছি না—এটাই মূল বিষয়। সেটি আমি স্বীকার করেছি। আমরা যে অবস্থানে থাকার কথা, সে অবস্থানে নেই।’
প্রিমিয়ার লিগে আজ বাংলাদেশ সময় রাত ২টায় এএফসি বোর্নমাউথের মুখোমুখি হবে ম্যান ইউনাইটেড। সবশেষ ম্যাচে তারা ওলভসের বিপক্ষে ৪–১ ব্যবধানে জয় পেয়েছে। ব্রায়ান এমবেউমো ও ব্রুনো ফার্নান্দেস নিয়মিতই গোল করছেন। তাদের প্রচেষ্টাতেই ভঙ্গুর দলটি এগিয়ে যাচ্ছে।
আমোরিম সবসময় তার শিষ্যদের পাশেই থাকছেন। তার চাওয়া, রেড ডেভিলস শিবিরে হাসিখুশি পরিবেশ বজায় থাকুক। তাছাড়া পর্তুগিজ কোচের বরাবরই খোলামেলা কথা বলার অভ্যাস।
তিনি বলেন,
‘আমার দরজা সবসময় খোলা। আমার অবস্থান পরিষ্কার। আমি কখনোই পরিবর্তন হবো না, যদি না আমি সেটিতে বিশ্বাস করি। তবে আমি খেলোয়াড়দের সঙ্গে খোলাখুলি কথা বলতে পছন্দ করি। আসলে, এটা আমার স্বভাব।’