চলতি বছরের শুরু থেকেই পাকিস্তানের টি-টোয়েন্টি দলে নেই বাবর আজম। সেই ধারাবাহিকতায় এবার সামনের এশিয়া কাপের দলেও রাখা হয়নি অভিজ্ঞ ব্যাটারকে। তাকে বাদ দেওয়ার প্রশ্নে স্ট্রাইক রেটের কথা অনেকবার বলেছেন দলটির প্রধান কোচ মাইক হেসন।
এশিয়া কাপের দল ঘোষণার পরও একই কথা বলেছেন নিউ জিল্যান্ডের অভিজ্ঞ এই কোচ। একইসঙ্গে এবার বাবরকে বিগ ব্যাশে খেলে স্পিন বোলিং মোকাবিলা ও স্ট্রাইক রেট বাড়ানোর ক্ষেত্রে নিজের উন্নতির প্রমাণ দিতে বলেছেন হেসন।
সংবাদ সম্মেলনের মাধ্যমে রোববার সবার আগে এশিয়া কাপের দল ঘোষণা করেছে পাকিস্তান। সেখানে আলোচনার কেন্দ্রেই ছিল বাবরের অনুপস্থিতি। মূলত গত বছরের দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকেই টি-টোয়েন্টি দলে নেই বাবর।
আরও পড়ুন
১২৩ রানে থামল বাংলাদেশ |
![]() |
তবু সংবাদ সম্মেলনে বাবরের না থাকা নিয়ে প্রশ্ন এলোই। তাকে দলের বাইরে রাখার ব্যাখ্যায় ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজে ভালো করতে না পারার কথা বলেন হেসন।
“মাত্র তিন ম্যাচের ভিত্তিতে কোনো খেলোয়াড়ের ফর্ম নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়। বাবর প্রথম ওয়ানডেতে ভালো খেলেছিল, তবে পরের দুটি ম্যাচে রান করতে পারেনি। তবে আমরা জানি, সে কতটা দক্ষ। তাকে কিছু ক্ষেত্রে উন্নতির কথা বলা হয়েছে- যেমন স্পিন মোকাবিলা করা এবং স্ট্রাইক রেট বাড়ানো। এসব নিয়ে সে কঠোর পরিশ্রম করছে।”
হেসনের মতে, বর্তমান পাকিস্তান দলে বাবরের চেয়েও বেশি প্রভাব রাখা ক্রিকেটাররা খেলছেন।
“এই মুহূর্তে আমাদের দলে যারা খেলছে, তারা অসাধারণ পারফর্ম করছে। উদাহরণ হিসেবে সাহিবজাদা ফারহানের কথা বলি। সে ছয়টি ম্যাচ খেলেছে, তিনবার ম্যাচসেরা হয়েছে। একজন খেলোয়াড়ের কাছ থেকে এটাই প্রত্যাশিত- রান করা এবং ইতিবাচকভাবে ম্যাচে বড় প্রভাব ফেলা।”
আরও পড়ুন
মাহিদুলের নেতৃত্বে ‘এ’ দলে ৭ টেস্ট ক্রিকেটার |
![]() |
আগামী ১৪ ডিসেম্বর শুরু হবে বিগ ব্যাশের নতুন আসর। যেখানে সিডনি সিক্সার্স দলে ডাক পেয়েছেন বাবর। হেসন বলেছেন, ওই টুর্নামেন্টে নিজের উন্নতির প্রমাণ দিতে হবে বাবরের।
“বাবরের মতো একজন খেলোয়াড়ের সুযোগ আছে বিগ ব্যাশ লিগে খেলার এবং প্রমাণ করার যে সে টি–টোয়েন্টি ফরম্যাটে ওই নির্দিষ্ট ক্ষেত্রগুলোতে উন্নতি করেছে। বাবর এতটাই ভালো একজন খেলোয়াড় যে তাকে বিবেচনার বাইরে রাখা সম্ভব নয়।”
ব্যাটিংয়ে
যে কোনো মাইলফলক স্পর্শ করার পর ব্যাট ঘুরিয়ে তরবারির নাচানোর মতো বিশেষ ধরনের এক উদযাপন
করেন রবীন্দ্র জাদেজা। এই উদযাপন অনেক পছন্দ করেন ব্রেট লি। তবে এতে চোটে পড়ার ঝুঁকিও
দেখেন অস্ট্রেলিয়ান পেসার।
নিজের
ইউটিউব চ্যানেলে এক ভিডিওবার্তায় জাদেজাকে নিয়ে বিস্তর আলোচনা করেন সাবেক গতি তারকা।
যেখানে ভারতীয় অলরাউন্ডারকে তরবারি উদযাপনটি আরেকটু কমিয়ে করার পরামর্শ দেন ব্রেট লি।
“জাদেজার ইনজুরিতে পড়ার একমাত্র সম্ভাবনা দেখি কাঁধের হাড়ে, যেভাবে তরবারি উঁচিয়ে উদযাপন করে। যদিও আমি এটা ভীষণ পছন্দ করি। তবে নিজের শরীরের যত্ন নিতে হবে, উদযাপনটা যেন খুব বেশি না হয়।”
“আমার
মনে হয়, আরও ১৫ টেস্ট খেলতে গেলে প্রায় দুই বছর লাগবে। আমি নিশ্চিত, সে ১০০ টেস্টের
মাইলফলক অতিক্রম করবে। আমার চোখে, ও আমাদের দেখা সেরা অলরাউন্ডারদের একজন। ৩৬ বছর বয়সেও
ওর ভেতরে এখনও কয়েক বছর খেলার শক্তি বাকি আছে।”
এসময়
জাদেজাকে প্রশংসায় ভাসান ব্রেট লি।
“আমরা যেটা বলি- কারখানায় তৈরি ক্রিকেটার। একজন ক্রিকেটারের যা যা গুণ থাকা উচিত, সবকিছুই তার মধ্যে আছে। আমি মনে করি, প্রতিটি ক্ষেত্রে সে উত্তীর্ণ। মৌলিক কাজগুলো সে ঠিকভাবে করে। ওর টেকনিক সহজ, কোনো ঝামেলা নেই। দৌড়ে এসে সঠিক জায়গায় বোলিং করে, প্রয়োজনমতো লাইন ও লেংথ ঠিক রাখে এবং দ্রুত ওভার শেষ করে।”
গ্লোবাল সুপার লিগের প্রথম ম্যাচে বাজিমাত। সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে সাকিব আল হাসান নেন ৪ উইকেট। কিন্তু এরপর থেকে যেন উইকেটের সঙ্গে তার চলছে শীতল সম্পর্ক। পরের পাঁচ ম্যাচে পেয়েছেন আর মাত্র ১টি উইকেট। যে কারণে ক্রমেই বাড়ছে ৫০০ উইকেটের অপেক্ষা।
এখন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকনসের হয়ে খেলছেন সাকিব। আসরের প্রথম দুই ম্যাচে তাকে সে অর্থে বোলার হিসেবে ব্যবহারই করেননি অ্যান্টিগার অধিনায়ক ইমাদ ওয়াসিম।
সেইন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস এবং বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে খেললেও, দুই ম্যাচে মাত্র ১টি করে ওভার করার সুযোগ পেয়েছেন সাকিব। দুই ম্যাচের একটিতেও কোনো উইকেট পাননি ৩৮ বছর বয়সী এই অভিজ্ঞ অলরাউন্ডার।
আরও পড়ুন
অনুজ্জ্বল সাকিব, তারপরও জিতেছে তাঁর দল অ্যান্টিগা ফ্যালকনস |
![]() |
সাকিবের উইকেটখরা অবশ্য চলছে লম্বা সময় ধরেই। স্বীকৃতি টি-টোয়েন্টিতে সবশেষ ১৫ ম্যাচের মধ্যে মাত্র ৮ উইকেট পেয়েছেন বাঁহাতি এই স্পিনার। এর মধ্যে গ্লোবাল সুপার লিগের এক ম্যাচেই নিয়েছেন ৪টি। বাকি ১৪ ম্যাচে ৩৭ ওভার হাত ঘুরিয়ে তার শিকার মাত্র ৪টি উইকেট।
বল হাতে এমন নিষ্প্রভতার কারণে ৫০০ উইকেটের অপেক্ষা বেড়েই চলেছে তার। গত বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে ৪৯০ উইকেট ছুঁয়েছিলেন সাকিব। এরপর ১৪ মাস পেরিয়ে গেলেও ৫০০ ছোঁয়া হয়নি তার।
অবশ্য সুযোগ শেষ হয়ে যায়নি। সিপিএলের প্রথম রাউন্ডে আরও অন্তত ৮ ম্যাচ খেলবে অ্যান্টিগা। এর প্রথমটি বাংলাদেশ সময় সোমবার ভোরে, সেইন্ট লুসিয়া কিংসের বিপক্ষে। এদিন বা সামনের ম্যাচগুলোতে আর ২ উইকেট পেলেই ইতিহাস গড়বেন সাকিব।
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৫০০ উইকেট আছে চারজনের- রশিদ খান (৬৫৫), ডোয়াইন ব্রাভো (৬৩১), সুনিল নারাইন (৫৮৯) ও ইমরান তাহির (৫৪৯)। তারা চারজনই ডানহাতি বোলার। তাই আর ২ উইকেট হলেই বিশ্বের প্রথম বাঁহাতি বোলার হিসেবে ৫০০ উইকেট গড়ার রেকর্ড গড়বেন সাকিব।
ব্যাটসম্যানদের ব্যর্থতায় বেশি বড় হলো না পুজি। দারুণ বোলিংয়ে তবু চেষ্টাটুকু করলেন রকিবুল হাসান, নাঈম হাসানরা। কিন্তু যথেষ্ট হলো না সেটি। এক ম্যাচ পর আবার পরাজয়ের তেতো স্বাদ পেল বাংলাদেশ ‘এ’ দল।
ডারউইনের টিআইও স্টেডিয়ামে রোববার পার্থ স্কর্চার্স একাডেমির ৫ উইকেটে হেরে গেছে নুরুল হাসান সোহানের দল। আগে ব্যাট করে মাত্র ১২৩ রান করে বাংলাদেশ। জবাবে ২ ওভার আগেই ম্যাচ জিতে যায় স্কর্চার্স একাডেমি।
তিন ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের এটি দ্বিতীয় পরাজয়। প্রথম ম্যাচে পাকিস্তান শাহিনসের (‘এ’ দল) কাছে হেরেছিল তারা। মাত্র ১ জয়ে ১১ দলের মধ্যে ৮ নম্বরে অবস্থান করছে তারা। গত আসরে ফাইনাল খেলা দলটির এবার পরের পর্বে যাওয়া নিয়েই দেখা দিয়েছে সংশয়।
আরও পড়ুন
দলে ফিরতে বাবরকে ‘উন্নতির প্রমাণ’ দিতে বললেন কোচ |
![]() |
দ্বিতীয় ওভারেই ব্যাক্সটার হল্টকে বোল্ড করে দেন হাসান মাহমুদ। ষষ্ঠ ওভারে আক্রমণে এসে আঘাত করেন রকিবুল। নিজের পরের ওভারে আরেকটি উইকেট নেন বাঁহাতি স্পিনার। পঞ্চাশের আগে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্কর্চার্স একাডেমি।
পরে নাঈম হাসানও নেন ২ উইকেট। কিন্তু স্থানীয় দলটিকে আটকে রাখতে পারেননি। ৪ চারে ৩৪ বলে ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলেন জোয়েল কার্টিস। টিগ উইলি খেলেন ২৮ বলে ৩১ রানের ইনিংস। ১৬ বলে ২৪ রানে অপরাজিত থাকেন ম্যাথু স্পুরস।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ৯ রানে পড়ে প্রথম উইকেট। ৬ বলে ৫ রানে আউট হন নাঈম শেখ। সাইফ হাসানের ব্যাট থেকে আসে ২ বলে ১ রান ও জিসান আলম করেন ১৩ বলে ৯ রান।
চার নম্বরে নেমে একপ্রান্ত ধরে রাখেন আফিফ হোসেন। তাকে সঙ্গ দিতে পারেননি মাহিদুল ইসলাম অঙ্কন (১১ বলে ৬), নুরুল হাসান সোহান (১৬ বলে ১৪), তোফায়েল আহমেদরা (৮ বলে ১)।
পাল্টা আক্রমণের চেষ্টা করেন মৃত্যুঞ্জয় চৌধুরি। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি। ১ ছক্কায় ৮ বলে ১৪ রান করে আউট হন তিনি। পরের বলেই খালি হাতে ফেরেন নাঈম হাসান।
আরও পড়ুন
মাহিদুলের নেতৃত্বে ‘এ’ দলে ৭ টেস্ট ক্রিকেটার |
![]() |
শেষ ওভারে দুটি ছক্কা মারেন রকিবুল হাসান। ৫ বলে ১৬ রান করে আউট হন তিনি। পরে ক্রিজে গিয়ে প্রথম বলেই বাউন্ডারি মারেন হাসান মাহমুদ। শেষ ওভারে আসে ২০ রান।
শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৪ চারে ৪৯ বলে ৪২ রান করেন আফিফ।
স্কর্চার্স একাডেমির পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন ব্রাইস জ্যাকসন।
অস্ট্রেলিয়া সফরে একমাত্র চার দিনের ম্যাচের জন্য অভিজ্ঞ ‘এ’ দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাহিদুল ইসলাম ভুঁইয়াকে অধিনায়ক বানিয়ে সাজানো স্কোয়াডে টেস্ট ক্রিকেটের অভিজ্ঞতা থাকা ক্রিকেটার মোট ৭ জন।
সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের জন্য সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার ১৪ সদস্যের ‘এ’ দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে প্রথমবারের মতো ‘এ’ দলের অধিনায়কত্ব পেয়েছেন মাহিদুল। ঘরোয়া ক্রিকেটে খুব বেশি অধিনায়কত্ব করার নজির নেই তার।
গত মে মাসে নিউ জিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে ছিলেন নুরুল হাসান সোহান। ওই সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরিও করেছিলেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার। তবে এবার জায়গা হয়নি তার।
আরও পড়ুন
১২৩ রানে থামল বাংলাদেশ |
![]() |
মাহিদুলের পাশাপাশি ১৪ জনের দলে টেস্ট ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলি চৌধুরি, নাঈম হাসান ও হাসান মাহমুদের। এছাড়া বিভিন্ন সময় স্কোয়াডে ডাক পেয়েছেন রিপন মন্ডল, হাসান মুরাদ ও মুশফিক হাসান।
ডারউইনে আপাতত টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে ব্যস্ত বাংলাদেশ ‘এ’ দল। আগামী ২৪ আগস্ট পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।
এরপর অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডের বর্তমান চ্যাম্পিয়ন সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি চার দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। ম্যাচটি শুরু হবে আগামী ২৮ আগস্ট।
বাংলাদেশ ‘এ’ স্কোয়াড:
মাহিদুল ইসলাম ভুঁইয়া (অধিনায়ক), সাইফ হাসান, ইফতেখার হোসেন ইফতি, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, অমিত হাসান, ইয়াসির আলি চৌধুরি, রকিবুল হাসান, নাঈম হাসান, হাসান মুরাদ, রিপন মন্ডল, মুশফিক হাসান, এনামুল হক, হাসান মাহমুদ।
দ্বিতীয় ওভারে ড্রেসিং রুমে ফিরে গেলেন মোহাম্মদ নাঈম শেখ। পরের ওভারে একই পথে তিন নম্বরে নামা সাইফ হাসান। পাওয়ার প্লে শেষ হওয়ার আগে তাদের দুজনের সঙ্গী আরেক ওপেনার জিসান আলম।
শুরুতেই এমন বিপর্যয়ের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ 'এ' দল। পার্থ স্কর্চার্স একাডেমির বিপক্ষে মাত্র ১২৩ রানে থেমে গেছে নুরুল হাসান সোহানের দল।
ডারউইনের টিআইও স্টেডিয়ামে বাংলাদেশ 'এ' দলকে হারাতে ১২৪ রানের লক্ষ্যে খেলতে নামবে স্কর্চার্স একাডেমি।
আগের দিন নেপালের বিপক্ষে ৬০ রানের উদ্বোধনী জুটি পেয়েছিল বাংলাদেশ। এদিন মাত্র ৯ রানে পড়ে প্রথম উইকেট। ৬ বলে ৫ রানে আউট হন নাঈম। সাইফের ব্যাট থেকে আসে ২ বলে ১ রান ও জিসান করেন ১৩ বলে ৯ রান।
চার নম্বরে নেমে একপ্রান্ত ধরে রাখেন আফিফ হোসেন। তাকে সঙ্গ দিতে পারেননি মাহিদুল ইসলাম অঙ্কন (১১ বলে ৬), নুরুল হাসান সোহান (১৬ বলে ১৪), তোফায়েল আহমেদরা (৮ বলে ১)।
পাল্টা আক্রমণের চেষ্টা করেন মৃত্যুঞ্জয় চৌধুরি। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি। ১ ছক্কায় ৮ বলে ১৪ রান করে আউট হন তিনি। পরের বলেই খালি হাতে ফেরেন নাঈম হাসান।
শেষ ওভারে দুটি ছক্কা মারেন রকিবুল হাসান। ৫ বলে ১৬ রান করে আউট হন তিনি। পরে ক্রিজে গিয়ে প্রথম বলেই বাউন্ডারি মারেন হাসান মাহমুদ। শেষ ওভারে আসে ২০ রান।
শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৪ চারে ৪৯ বলে ৪২ রান করেন আফিফ।
স্কর্চার্স একাডেমির পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন ব্রাইস জ্যাকসন।
১৬ ঘণ্টা আগে
১৭ ঘণ্টা আগে
১৭ ঘণ্টা আগে
১ দিন আগে
১ দিন আগে
১ দিন আগে
১ দিন আগে
১ দিন আগে
১ দিন আগে
২ দিন আগে
৩ দিন আগে
৩ দিন আগে
৩ দিন আগে
৩ দিন আগে
৩ দিন আগে