১৩ অক্টোবর ২০২৪, ৪:৫৮ পিএম
ফ্রান্স দলের সঙ্গে না থেকেও বেশি আলোচনায় চলে আসছেন দেশটির জাতীয় দলের অধিনায়ক কিলিয়ান এমবাপে। ইউয়েফা নেশনস লিগে বেলজিয়াম এবং ইসরায়েলের সঙ্গে ম্যাচে এই তারকা ফরোয়ার্ডকে দলে রাখেননি ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁ। তখন থেকেই সমালোচনা হচ্ছে যে, এমবাপে রিয়াল মাদ্রিদকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। এসবের মাঝেই যোগ হয়েছে ফ্রান্সের ম্যাচ চলাকালীন তাকে নৈশক্লাবে দেখার খবর। কোচ দেশঁ অবশ্য স্পষ্ট বলে দিয়েছেন, দলনায়ক মাঠের বাইরে কী করছেন, সেটা নিয়ে তারা চিন্তিত নন।
ক্লাব আগে, না দেশ আগে– এই জটিল বিতর্কে এমবাপে জড়িয়েছেন ইনজুরি থেকে ফিরে লস মেরেঙ্গেসদের জার্সিতে দুটো ম্যাচ খেলেও ফ্রান্স জাতীয় দল থেকে নিজেকে সরিয়ে রেখে। সে বিতর্কের আগুনে ঘি ঢেলেছে একটি সুইডিশ গণমাধ্যমের খবর। ইসরায়েলের সঙ্গে ফ্রান্সের ম্যাচের সময় স্টকহোমের একটি নৈশক্লাবে দেখা গেছে জাতীয় দলের অধিনায়ককে। আর তাতেই বিভিন্ন দিক থেকে এমবাপের দিকে আসছে সমালোচনার তির্যক তির।
গত শনিবার তেলেফুতকে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে এমবাপের অনুপস্থিতি এবং জাতীয় দলে তার না খেলা নিয়ে কথা বলেছেন ৫৫ বছর বয়সী দেশঁ। “খেলোয়াড়রা ছুটিতে থাকলে তাঁরা তাঁদের ইচ্ছে খুশি মতো ছুটি কাটাতে পারেন। এ ব্যাপারে তাঁদের পূর্ণ স্বাধীনতা রয়েছে।”
ফুট মেরকাতোর দাবি, দলে না রাখতে সরাসরি দেশঁকেই অনুরোধ করেছিলেন ২৫ বছর বয়সী এমবাপে। কারণ ফ্রান্সের হয়ে অগুরুত্বপূর্ণ ম্যাচের সংখ্যা কমাতে চান তিনি। তাঁর লক্ষ্য ২০২৫ সালে ব্যালন ডি’অর জেতা। এসব নিয়ে নিজ দেশে বিতর্কের মাঝেই জাতীয় দলের ম্যাচ বাদ দিয়ে সুইডেনের নৈশক্লাবে এমবাপের সময় কাটানো ভালোভাবে নেয়নি দেশটির সংবাদমাধ্যমগুলো।
তবে নৈশক্লাবে যাওয়া বিতর্কে সতীর্থদের সমর্থনও এর আগে পেয়েছেন এমবাপে। ভেসলি ফোফানা, গুন্দোজিরা এমবাপের সমর্থনে বলেছেন, ফাঁকা সময়ে তিনি তাঁর ইচ্ছামতো কাজ করতে পারেন। এতে ফ্রান্স জাতীয় দলে কোনো বিরূপ প্রভাব পড়েনি।
ছুটি শেষ হওয়ার পর লস ব্লাঙ্কোসদের জার্সিতে বড়সড় মিশনই আছে এমবাপের সামনে। লা লিগায় সেল্টা ভিগোর সঙ্গে ম্যাচের তিন দিন পর চ্যাম্পিয়নস লিগে ম্যাচ খেলতে হবে ডর্টমুন্ডের সঙ্গে। আর ঠিক তিন দিন পরই রিয়াল ক্যারিয়ারে প্রথমবারের মতো ‘এল ক্লাসিকো’ খেলতে নামবেন এমবাপে।
৮ নভেম্বর ২০২৪, ৬:০০ পিএম
সময় যখন খারাপ যায়, সবদিক থেকেই যায়। কিলিয়ান এমবাপের বেলায় এই মুহূর্তে ঠিক সেটাই চলছে। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে খুব একটা খারাপ না খেললেও প্রত্যাশার পাহাড়ের কারণে সমালোচনা হচ্ছে অহরহ। দুঃসময় কাটিয়ে উঠতে যে জাতীয় দলের হয়ে খেলবেন, সেই পথও হয়ে গেছে আপাতত বন্ধ। চলতি মাসের দুটি ম্যাচের জন্য তিনি খেলতে চাইলেও ফরাসি তারকাকে দলের বাইরেই রেখেছেন ফ্রান্স কোচ দিদিয়ে দেশম। তবে কী দ্বন্দে জড়িয়ে পড়েছেন দুজন? স্পষ্ট না বললেও কিছু বিষয়ে অমত যে হচ্ছে, তার আভাস ঠিকই দিয়েছেন দেশম।
গত মাসে আন্তর্জাতিক বিরতিতে নিজেই ফ্রান্সের হয়ে খেলা থেকে বিরত থাকেন এমবাপে। যদিও ঠিক তার আগে চোট কাটিয়ে রিয়ালের হয়ে খেলেন কিছু ম্যাচ। সেই কারণে নিজ দেশে প্রবল তোপের মুখে পড়েন তিনি। তবে চলতি মাসে ইউয়েফা নেশন্স লিগে ইসরায়েল ও ইতালির বিপক্ষে তিনি খেলতে চেয়েছিলেন। তবে এবার তার অনুরোধ উপেক্ষা করে রিয়াল ফরোয়ার্ডকে দলের বাইরে রেখেছেন দেশম।
আরও পড়ুন
নৈশক্লাবে এমবাপে কী করছেন, তা নিয়ে চিন্তা নেই ফ্রান্স কোচের |
দলের অধিনায়ক ফিট থাকার পরও দলে জায়গা না পাওয়ায় তাই উঠছে নানা প্রশ্ন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সেই পালে হাওয়া না দিলেও বাতাসে যা ভাসছে, তার কিছুটা যে সত্যি তা ফুটে উঠেছে ফ্রান্স কোচের কণ্ঠে-
“আমি তার সাথে কথা বলেছি। কিলিয়ান আসতে চেয়েছিল। এটা এমন একটা সিদ্ধান্ত যা আমি শুধুমাত্র এই দুই ম্যাচের জন্য নিয়েছি। কাইলিয়ান আসতে চেয়েছিল।”
পিএসজি থেকে রিয়ালে এই মৌসুমে নাম লেখানো এমবাপে এখন পর্যন্ত ১০ ম্যাচে গোল করেছেন ছয়টি। তবে এল ক্লাসিকো ও এসি মিলানের বিপক্ষে টানা দুটি হাইভোল্টেজ ম্যাচে তার মলিন পারফরম্যান্স স্পেনে জন্ম দিয়েছে তীব্র সমালোচনার। বার্সেলোনার বিপক্ষে ম্যাচে গোলের দেখা না পাওয়া এমবাপে অফসাইড হন ৮ বার, যা গত ১৫ বছরে লা লিগায় এক ম্যাচে একজন খেলোয়াড়ের সর্বোচ্চ অফসাইড হওয়ার রেকর্ড।
আরও পড়ুন
এমবাপের জায়গায় ফ্রান্সের অধিনায়কত্ব পেলেন রিয়াল মিডফিল্ডার |
কঠিন সময়ে বরাবরই এমবাপেকে আগলে রাখা দেশমও যেন কিছুটা দূরত্বে চলে গেছেন-
“আমরা সবকিছুতেই একমত নাও হতে পারি। আমি খেলোয়াড়দের সাথে আলোচনা করতেই পারি। আমি এখানে খেলোয়াড়দের এটা বলার জন্য আসিনি যে, ‘আমি সেরা এবং সবচেয়ে সুদর্শন।’ আমি তাদের কথাও শুনি। আর এই আলোচনাগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ। সবদিক বিবেচনায় এরপর আমি সেই সিদ্ধান্তগুলি নিই, যা আমার কাছে সবচেয়ে ভালো বলে মনে হয়।”
আন্তর্জাতিক বিরতির ঠিক আগে স্পেনের জন্য দুঃসংবাদ। গত বৃহস্পতিবার এসি মিলানের অনুশীলন সেশনের সময় মাথায় আঘাতের কারণে হাসপাতালে নেওয়া হয়েছে তারকা স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতাকে।
এসি মিলান বিবৃতি দিয়ে জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য শনিবারও হাসপাতালে থাকবেন মোরাতা। আর তাতে মিস করতে যাচ্ছেন শনিবার রাতে সেরি আয় ক্যাগলিয়ারির বিপক্ষে।
আরও পড়ুন
মেয়রের উপর চটেছেন মোরাতা, ছাড়বেন নতুন এলাকা |
এসি মিলান বিবৃতিতে বলেছে,
“আজ (বৃহস্পতিবার) সকালে অনুশীলনে সংঘর্ষের পর মোরাতা গুরুতর ক্র্যানিয়াল ট্রমায় আক্রান্ত হন।। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এমআরআই স্ক্যানের নেতিবাচক ফলাফল আসে। আলভারো ভালো বোধ করছে এবং প্রোটোকল মেনে চলার স্বার্থে হাসপাতালে পর্যবেক্ষণে থাকবেন।”
গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এসি মিলানের ৩-১ গোলে জয়ের ম্যাচে শুরুর একাদশে ছিলেন মোরাতা। করেন একটি গোলও।
আরও পড়ুন
ইউরো জয়ের উদযাপনে মোরাতা-রদ্রির শাস্তি |
মোরাতার এই আঘাত প্রভাব ফেলতে পারে স্পেনের চলতি মাসের ইউয়েফা নেশন্স লিগের দলে। আগামী ১৫ ও ১৮ নভেম্বর যথাক্রমে ডেনমার্ক ও সুইজারল্যান্ডের বিপক্ষে খেলবে ইউরো ২০২৪ জয়ী স্পেন। এই ম্যাচ সামনে রেখে শুক্রবার স্কোয়াড ঘোষণা করবেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।